আপনার ভিডিওটি দেখে খুব অল্প সময়ে সহজেই অনেক কিছু শিখলাম। ঠিক যেন সর্টে-কার্টে বড়লোক হওয়ার মত হলো ব্যাপারটা। অনেকের মত বেশি কথা না বলে এত ভালো ভিডিও দেয়ার জন্য ধন্যবাদ।
@EasyCircuitNАй бұрын
এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। আপনাদের কমেন্ট ই নেক্সট কন্টেন্ট এর অনুপ্রেরণা ❤️❤️
@MdshahalammijiShahalam5 ай бұрын
আমি জানতাম ohm mode test করা যেখানে প্রথমে resistance increase এরপর মিটারের প্রান্ত দুটি ঘুরিয়ে দরলে resistance decrease. আপনার দেখানো চেক করার পদ্ধতিটি আমার মনে হলো বেশি নির্ভরযোগ্য। কিন্তু সব ক্যাপাসিটরের voltage তো এক সমান হবে না তাদের capacitance এবং working voltage ভিন্নতা অনুসারে আদর্শ charge dvoltage কত হলে capacitorটি ভালো মনে করিবো?
@EasyCircuitN5 ай бұрын
মন্তব্য করার জন্য ধন্যবাদ। মিটারটি যখন ডায়োড পজিশন এ নেয়া হয় তখন পজেটিভ প্রব এবং নেগেটিভ প্রব এর ভোল্টেজ থাকে ২.২ ভোট, সেই ২.২ ভোল্টেই ক্যাপাসিটর চার্জ হবে। এখানে যদি বাহির থেকে ১২ ভোল্টেজ দিয়ে চার্জ করা হত তাহলে ক্যাপাসিটর ১২ ভোল্ট এ চার্জ হত। চার্জিং ভোল্টেজ যেন ক্যাপাসিটর এর ভোল্টেজের চেয়ে কম হয় খেয়াল রাখতে হবে। এটাই বেসিক পদ্বতি। তবে ক্যাপাসিটর এর একচুয়াল ইউনিট ভ্যালু ঠিক আছে কি না এটা মেজার করার জন্য, ক্যাপাসিটর ভ্যালু মেজার করা যায় এররকম মিটারের বিকল্প নাই।
@MdshahalammijiShahalam5 ай бұрын
@@EasyCircuitN প্রশ্নের উত্তরটি ব্যাখা সহকারে বুঝানোর জন্য অনেক ধন্যবাদ।
@EasyCircuitN5 ай бұрын
You are Most welcome brother and Take love always ❤️❤️
@simplesolutions69645 ай бұрын
Helpful video
@abulkalam-cj1rq5 ай бұрын
একটি নস্ট ক্যাপাসিটর সাথে থাকলে মনে হয় ভালো হতো।
@EasyCircuitN5 ай бұрын
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ। নষ্ট ক্যাপাসিটর সংগ্রহে ছিল না। পরবর্তী কোন একটা ভিডিও তে দেখানোর চেষ্টা করবো। ইনশা-আল্লাহ।
@saiyedkhan68195 ай бұрын
কত দিয়ে কিনেছেন মিটারটি?
@EasyCircuitN5 ай бұрын
1250/- Taka.
@ridoydey17915 ай бұрын
১২০০ টাকা।
@MdMasum-dh4zz4 ай бұрын
Back 😢🎉
@EasyCircuitN4 ай бұрын
কি বুঝাইতে চেয়েছেন আমি বুঝিনি। দয়া করে ক্লিয়ার করে বলতেন যদি।