FZ-S ABS 2022 Vintage Edition বাইকটিতে সম্ভবত CCU ডিভাইসটি মিসিং আছে। একই মডেলের বাইক ইন্ডিয়াতে Yamaha Y Connect এপ দিয়ে কানেক্ট করা যায় এবং এপস এর সকল ফিচার ব্যবহার করা যায় যেটা বাংলাদেশে ACI Motors থেকে কেনা বাইকে কানেক্ট করা যায় না। আপনারা কি FZ S মডেলের বাইকগুলোর জন্য এই এপ এর সার্ভিস বাংলাদেশে চালু করবেন ? অথবা এই এপ দিয়ে FZ S মডেলের বাইক কানেক্ট করার কি জানাবেন।