ভাইয়া আমার ৬ মাস মেয়াদি কারিগরি কোর্সে রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু রেজিস্ট্রেশনে পিতার নাম ও মাতার নাম ভুল আসছে এখন কি করা যায়? জানুয়ারি- জুন কোর্সের মেয়াদ।
@FriendsComputerTrainingCenter5 ай бұрын
আপনার প্রতিষ্ঠানের পরিচালককে বলে বোর্ড থেকে ঠিক করে নিতে হবে না হয় সরাসরি কারিগরি শিক্ষা বোর্ডে পরিচালকের আবেদন ও স্বাক্ষর করে নিয়ে গিয়ে সংশোধন করতে হবে
@J.naimesadman5 ай бұрын
@@FriendsComputerTrainingCenter কারিগরি বোর্ডে যোগাযোগ করেছিলাম, উনারা বলতেছে পরীক্ষা দেওয়ার পরে সার্টিফিকেট বের হওয়ার আগে সংশোধনের জন্য আবেদন করতে, তাহলে নাকি সার্টিফিকেটে পিতা ও মাতার নাম সংশোধন হয়ে যাবে। এভাবে কি সংশোধন হবে?