ভাইজান ডিসকাউন্ট দেয়ার পরে তো রেট কমে আর আপনার হিসেবে রেড বেড়ে গেছে তাহলে কেমন হলো।
@akramhossain743910 ай бұрын
কি আজব হিসাব দেখালেন দাদা। ৭০০ টাকার পণ্য ২০% ডিসকাউন্ট দেওয়ার পরেও ৮৭৫ টাকা হয় কিভাবে দাদা???😮😮 সেটা তো আরো কম হওয়ার কথা😊
@techknowledge550356 ай бұрын
আপনি কথাটা বুঝেন নাই। উনি বলছেন: একটা প্রোডাক্ট ২০% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেও ৭০০ টাকায় বিক্রি করতে হলে পণ্যটির গায়ে কত টাকা লিখে ট্যাগিং করতে হবে।। যেমন এখানে লিখতে হবে প্রাইস:৮৭৫টাকা। বিশেষ অফার ২০% ডিসকাউন্ট। তখন দেখবেন ২০% ছাড়ে বিক্রি করলেও ৭০০ টাকা টেকে।।
(৬০০ টাকা ক্রয়মূল্য + ১০০ টাকা লাভ) = বিক্রয় মূল্য = ৭০০ টাকা। বিক্রেতা কিন্তু তাঁর ৬০০ টাকা কিংবা ১০০ টাকা থেকে ২০% ছাড় দিচ্ছেন না - তিনি দেবেন সেই মূল্য থেকে - যা ছাড় দিলে তাঁর মূল বিক্রয় মূল্য = ৭০০ টাকাই থাকে। দেখুন ৮৭৫ এর ২০% (১৭৫)। ক্যাল্কুলেটর সেই "বৃদ্ধির" আগাম হিসাবটা MU function দিয়ে করে দিচ্ছে। ৮৭৫ - ১৭৫ = ৭০০ (৬০০ +১০০)। আশা করি এখন Clear হয়েছেন। ধন্যবাদ।
@meherajamin11 ай бұрын
Thank you sir, Amr theke apni valo bujhiachen.
@subasishbachar44010 ай бұрын
700 টাকার + 20% =840 হবে 700টাকার + 20% =875 কি করে হয়