আমারা বাংলাদেশের মানুষ আপনার মাহফিল খুবই পছন্দ করি
@optabiburlaskar7465 Жыл бұрын
সুন্দর ওয়াজ ভাইজান
@abdussaburmondal66722 жыл бұрын
Khub sundor waz
@mspublictv5355 Жыл бұрын
মাশাআল্লাহ
@mspublictv5355 Жыл бұрын
Masaallha
@rokibulislammujahid65582 жыл бұрын
মাশা আল্লাহ
@Tajhd8iu6 ай бұрын
😊😊😊😊
@babykhatun97082 жыл бұрын
Mashallah
@mdumayruddin97202 жыл бұрын
Mashaallah
@sadekalimondal582 күн бұрын
Hujur ar nambar ace ki .Ami west bengal theke
@nowrojislam6526 Жыл бұрын
মহান আল্লাহ পবিত্র কোরআনে তাঁর প্রিয় বান্দাদের সালাত বা নামাজ কায়েম করতে বলেছেন। যে মানুষ যেই মাযহাব বা তরিকা অনুসরন করেন, তিনি তার তরিকা অনুযায়ী নামাজ আদায় করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু আমি বা আপনি কাউকে বলতে পারিনা যে, আপনার নামাজ হয়নি। আমার বা আপনার তরিকাই যে সহিহ বা সঠিক, তার ১০০℅ নিশ্চয়তা কেউ দিতে পারবেন না। কারন নামাজ কিভাবে পড়তে হবে, এ ব্যাপারে পবিত্র কোরআনে কোন দিক নির্দেশনা দেয়া নাই। নবী (সঃ) এর নবুয়তের সময় থেকে আবহমানকাল ধরে বংশ পরস্পরায় কিংবা সামাজিক রীতি অনুযায়ী মুসলমানগন নামাজ আদায়ের পদ্ধতি শিখেছেন এবং সেই মোতাবেক নামাজ আদায় করছেন। কিন্তু আজকাল কিছু কিছু হুজুর বা ওয়াজিগনকে বলতে শুনা যায়, এভাবে নামাজ পড়া যাবে না, এটা সঠিক নয়, ঐভাবে পড়তে হবে। আপনার তরিকা অনুযায়ী আপনি নামাজ আদায় করেন, আরেকজনের তরিকা নিয়ে আপনী টানা-টানি করেন কেনো ?? হুজুরের কাছে প্রশ্ন, আপনী হঠাৎ নামাজ আদায়ের এই সহীহ পদ্ধতি বা দলিলটা কোথায় পেলেন ?? আপনার কাছে কি ওহী নাজিল হয়েছে?? আপনাকে এটা বলার অথরিটি কে দিয়েছে?? আপনি কি পরীক্ষক ?? পরীক্ষক একমাত্র মহান আল্লাহ এবং তিঁনিই তাঁর বান্দাকে নামাজ আদায়ের প্রতিদান (সওয়াব) দিবেন। তাই মহান আল্লাহই ভালো জানেন কার নামাজ আদায়ের পদ্ধতি শুদ্ধ বা সঠিক। তাই নামাজ নিয়ে যে বা যারা বাড়াবাড়ি করেন, আমার দৃষ্টিতে তারাই শয়তানের দোসর এবং সমাজে ফেতনা সৃষ্টিকারী হিসাবে বিবেচিত!!