নারায়ে তাকবির আল্লাহু আকবর নারায়ে রিছালত ইয়া রাসুল আল্লাহ নারায়ে গাউছিয়া ইয়া গাউছুল আজম মাইজভান্ডারি মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতুল্লিল আলামীন মারহাবা মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা গাউছুল আজম পিরানের পির দস্তগির মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা গাউছুল আজম খাজাবাবা মারহাবা মারহাবা ইয়া মারহাবা গাউছুল আজম মাইজভান্ডারি মারহাবা মাইজভান্ডারি কাছে ছামা একটা উছুল মাইজভান্ডারি চিশতিয়া কাদরিয়া ওদের সবার কাছে ছামা গান আছে এখোন এক দলেরা তারা তো এগুলো করে নাই তারা এগুলো না করলে আমরা পাইলাম কইর থেকে ভাই কে কি বল্লো তাতে আমাদের কিছুই আসে জায় না আমরা হকের পথে আছি এটাই আমাদের জন্য নিয়ামত এমনি মাইজভান্ডারিরা এগুলো করে না একবার ছামা গানের মাহফিল করলে আপনি চল্লিশ দিন করে চিল্লায় বসে মরা কাবা করবের এরকম একসো চিল্লায় করলে জে মরতোবা হবে একবারে ছামাগানে সেই মরতোবা হবে ভাই এজন্যই তো মাইজভান্ডারিরা এতো পাগল হা এই ছামা সুরু করার আগে পবিত্র কুরআনে কারিম থেকে কিছু আয়াত তেলোয়াত করতে এবং কিছু সমায় দুরুদ মিলাদ কিয়াম করতে হবে তার পর ছামা আর এই ছামার মাঝে কোনো পাপের ছোয়া থাকতে পারবেনা আর জদি পাপের ছোয়া থাকে তাহলে তা তো ঈবাদত হলো না তা হবে নোংরামি আর এই ছামার মাঝে আপন আপন মুরসিদ সরনে রাখতে হবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসুল কে স্বরন রাখতে হবে আপনি মাইজভান্ডারির ছামা সুনুন তার পরে কমেন্ট করুন কেমন কে কি বল্লো সেদিকে কান দিবেন্না আল্লাহ পাক আপনাকে গেয়ান দিয়েছে মাইজভান্ডারি গেলে ওলি হওয়া জায় মাইজভান্ডারি হলো ওলি বানানোর ফেক্টরি এইজে দেখেন জারা দারিয়ে জিকির করতেছে তারা এমনিতে করতেছে না জখন দারিযে জিকির করে তখন ভিতরে জজবার সৃষ্টি হয় মাইজভান্ডারিদের নিয়ে আপনাদের চিন্তা না করলেও চলবে তাদের নিয়ে সে চিন্তা করবে হজরত কেবলা দো আলম আহামাদউল্লা সা মাইজভান্ডারি বাবা গোলামুর রহমান সা মাইজভান্ডারি জারা মায়ের পেট থকে আল্লাহ পাকের ওলি তাদের জারা সন্তান হবে তাদের কোন টেনসন নাই আবার জদি অবাধ্য সন্তান হয় তাহলে তো হবে না আমাকে বল্লো সহিদ বাবা এই এই রাস্তায় চল্লে তুমি সঠিক পথে চলতে পারবা এখোন আমরা জদি তার উল্টা করি তাহলে তো আমরা তার হুকুমের বাহিরে চল্লাম তাহলে তাদের নুরে নজরের মাঝে থাকা জাবেনা এ কথা আমার মুরসিদ মুজিব বাবা বলেছেন
@Taslimaakter-gl1bq3 жыл бұрын
হুম ঠিক বলছেন। গভীর জ্ঞানের কথা, যা সল্প জ্ঞানী সবাই বুঝেনা। অনেক ভালো লাগলো কথা আর গান গুলো।❤️❤️❤️❤️❤️❤️