কতদিন হয়ে গেল তবুও এখনও চোখ বুজে এই গান শুনলে শিল্পী র উপস্থিতি অনুভূত হয় কারন সে য়ে হৃদ মাঝারে বক্ষ মাঝে।
@swapande36317 жыл бұрын
অনেক দিন আগের কথা, ক্যাসেট যুগের অবসান হয়ে এসেছে প্রায়, এমনই এক সময় আমার পছন্দের কিছু ক্যাসেট কিনতে গেছি, হঠাত্ নজর আটকে গেল সোনি মিউজিকের একটি অ্যালবামের দিকে। অ্যালবামটিতে দুটি ক্যাসেট, একটি শুভা মুদগুলজির হিন্দী গান সংবলিত, আরেকটি দোহার নামের একটি বাংলা লোকগানের সংকলন। বাড়ি ফিরে দোহারের গানগুলি শুনে চমকে উঠেছিলাম। চমকের তখনো আরো অনেক বাকি। ক্যাসেটের ভিতরে থাকা লিফলেটটি পরে দেখি সব গুলি গানের কথা, গানের রচয়িতার নাম, রচনা স্থান সব বিশদে উল্লেখ রয়েছে। ওটা তখন আর শুধু বাংলার লোকগানের একটা সংকলন না, একটা সংক্ষিপ্ত গবেষণা পত্র হয়ে রইলো আমার কাছে। আমি মনেই করতে পারিনা জীবনে এরকম একটা নিখুঁত, পরিপাটি এবং এতো যত্নে সাজানো একটা অ্যালবাম দেখেছি বলে। পরে বুঝেছিলাম সোনি মিউজিকের মতো অভিজাত এক প্রতিষ্ঠান যারা টাইটানিক মুভির মতো মিউজিক অ্যালবাম প্রকাশ করেছিলো তারা ওই অ্যালবামটির মধ্যে কি এমন দেখেছিলো যে এটা প্রকাশ করতে গেলো । ধীরে ধীরে জানতে পারলাম পিছনের মানুষটার কথা। যে মানুষটা বাংলা সংগীতের জগৎকে যে আরো কত সমৃদ্ধ করতে পারতো তা ভাবলে মনে হয় এতো বড়ো ক্ষতি আর পূরণ হবার নয়। আর কোনোদিন বাংলা লোকগানের এই চলমান এনসাইক্লোপিডিয়াকে আর আমাদের মাঝে পাবো না। আমার চেয়ে বয়সে অনেক ছোটো, কিন্তু নিজের অজান্তে ক্রমশ খুব শ্রদ্ধাশীল হয়ে পড়লাম এই অত্যন্ত গুণী, বিনয়ী মানুষটির প্রতি। ইচ্ছে ছিল যদি কোনোদিন দেখা হয় শ্রদ্ধা আর শুভেচ্ছা জানাবো। আর আজ কিনা তাঁকে এইভাবে স্মরণ করতে হচ্ছে! আমার সাথে কালিকার কোনোদিন দেখা হয় নি, তবু ওর চলে যাওয়ার ব্যাথাটা যেন আত্মীয় বিয়োগের মতো বুকে বিঁধছে। আস্তে আস্তে লোকটা একদিন আমার মতো অগনিত মানুষের `মনের মানুষ' হয়ে উঠলো। দোহারের প্রাণপুরুষ চলে গেলেন সেকথা ঠিক, তবে দোহারের পথ চলায় যেন কোনোদিন যতিচিহ্ন না পরে।
@bappadityanaskar50906 жыл бұрын
Swapan p
@britimakar76044 жыл бұрын
👍👍👍👍👍🤗🤗
@suvajyotibiswas17154 жыл бұрын
Joy Radhaa
@apnaganakhoobbhalobashibha423 жыл бұрын
Dada Thakur aap owner ke dhauli Nahin
@nitagupta85443 жыл бұрын
@@suvajyotibiswas1715 uh
@bishnudevchattopadhyay2243 Жыл бұрын
আপনার কাজ মানুষের মনে জেগে থাকবে চিরকাল। প্রনাম আপনাকে। যেখানেই থাকুন ভালো থাকুন।
@pintudas15647 жыл бұрын
কালিকা দা আমি তোমায় হৃদয় মাঝারে রাখিব ছেড়ে দেবো না. তোমার পরগমন আমরা কিছুতেই মনে নিতে পারছিনা. তুমি তোমার গানের মধ্যে দিয়ে অমর হয়ে থাকবে সারাজীবন. তোমার আত্মার শান্তি কামনা করি 😢
@holyworldofswapna15862 жыл бұрын
ঠিক
@KC2345_-3 жыл бұрын
ক্ষণজন্মা এক উজ্জ্বল নক্ষত্র শ্রী কালিকা প্রসাদ। প্রণাম।
@almahaofficial41954 жыл бұрын
উনি যখন বাংলাদেশের সিলেটে আসেন তখন উ্রনাকে প্রথম ও শেষ দেখা দেখি। শাহ আব্দুল করিমের জন্মশত বার্ষিকীতে এসেছিলেন উনার দোহার দিয়ে। মনমুগ্ধের মতো উপভোগ করি গান, মিউজিক ও উনার গান নিয়ে জীবনধর্মী ব্যাখা। আব্দুল করিমের প্রতি উনার অগাধ ভালোবাসা শ্রদ্ধা দেখে চোখে পানি চলে আসছিলো। বাংলাদেশের আর কোনো সঙ্গীত শিল্পী তার মতো এতো সুন্দর করে শাহ আব্দুল করিমকে বুঝতে পারেন নাই। উনার জন্য ভালোবাসা রইলো।.....................আর.....আমি তোমারি গান গাই গানটা আমার সারা জীবন ভালো লাগার তালিকায় থাকবে।
@anjanabanerjee14523 жыл бұрын
Jini. Saber. Gavirata. Bujhten. Ter. Gavirata. Iswaro. Bujhlona. Ki. Tajjab. Na? Ataito. Prasna. Sab. Valo. Manuser. Mrityugulo ki Kaktaliyo?kothye. Ram. Kothye. Rahim. Bidhi. Jodi. Sab. Valo. Mare. To. Mandoto. Aro. Morbe. Balance. Ke. Korbe. Taiki. Corona. Alo?
@balakrishnankalathil49552 жыл бұрын
ഈ ഗാനം കേൾക്കാൻ അവസരമുണ്ടാക്കിത്തന്നതിന് പ്രിയ സുഹൃത്ത് അമ്മു ദേബോപ്രിയയ്ക്ക് ഹൃദയം നിറഞ്ഞ നന്ദി.
@sumitkumardas70375 ай бұрын
স্বর্গীয় কালিকাপ্রসাদ মহাশয়ের লোকসঙ্গীতের অপূর্ব পরিবেশনা সত্যিই অসাধারণ। উনার অবদান হৃদয়ের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার লেখাটি সত্যিই প্রশংসনীয়।
@lailataznur16397 жыл бұрын
আপনাকে হৃদ মাঝারেই রাখবো দাদা,ছেড়ে দেবোনা... খুব কান্না করছি গানটা শুনে,, ওপাড়ে খুব ভাল থাকুন। আর কিছুই বলার নেই। 😭😭
যারা dislike দিয়েছে,,তারা কী গান আদৌ বোঝে,,,,আমার যথেষ্ট doubt রয়েছে,,,সত্যি বাংলা তার এক উজ্জ্বল নক্ষত্র হারিয়ে ফেলেছে
@gargimandal9662 Жыл бұрын
Kalika da amader majhe vogoban er rup niye esechilen.uni chirodin amader moner mondir eiy thakben.mon vore gelo kalika dar gan sune.jekhane khub valo thakben o onar atta santi kamona kori.🙏🙏🙏😭😭😭❤️❤️❤️👍👍👍 Jamshedpur Jharkhand theke.
@babul19617 жыл бұрын
গত ৭ই মার্চ খবরটা শোনার পর থেকে শুধু কালিকা প্রসাদ দার গান বারবার শুনছি। মনে হচ্ছে উনি আমাদের মাঝেই আছেন। মনের মানুষ হয়ে বেঁচে থাকবেন অনন্ত কাল।
@arindambhattacharya78486 жыл бұрын
Ekhono maante paarina :( khub koshto hoi
@mddipu98765 жыл бұрын
Tumi chile acho r thakbe
@soudaminigupta81247 жыл бұрын
Ekhn tomar voice sunle buk fate r chokher jol ase.... Jekhane I theko valo theko... Subho nababarsho ..... Ajj o tomay soron krchi Davai ...
@बकइती4 жыл бұрын
I'm from rajasthan and don't understand bengali,but once i've heard a song "soundari komola" and i found that song here and now i'v found this song also, just amazing........ I just don't understand it but i can feel it.
@subhanilchakraborty3 жыл бұрын
It says something like I will keep you close to my heart...never leave you alone
@digvijoysen62333 жыл бұрын
Language is secondary, the place of every beautiful composition is in the listener's heart.. u r blessed to have such a sensitive heart for music
@sanjaydutta28292 жыл бұрын
Please try to understood this language a little bit then you see the sweetness of this kinds of song.It is really amazing .
@soumenbanerjee16412 жыл бұрын
@@subhanilchakraborty seen
@arunkumargupta6272 жыл бұрын
@@subhanilchakraborty i0
@salimreza43022 жыл бұрын
দাদা আপনার গানগুলো যখন শুনি আপনাকে খুব মনে পড়ে। যেখানেই থাকেন ভালো থাকবেন।
@Sankalanersankalan7 жыл бұрын
লড়াই চালিয়ে যেও দোহার...বাংলার মানুষ তোমাদের পাশে ছিল, আছে এবং থাকবে।😖
@anjalikar3635 Жыл бұрын
Kalika prasaad Bhai Tumi aamader hriday a thakbe Cherodin 🧡🙏🏼
@priyankaallu94396 жыл бұрын
এখনো বিশ্বাস করতে পারিনা যে অাপনি অামাদের মাঝে নেই :'( Respect From Bangladesh ❤
@ilovecalcutta3 жыл бұрын
Kalika came to this plane of existence to spread his love and knowledge and then back to deva lok Mission accomplished, thank you Sir Joy Maa!!!
@sumitmaji13073 жыл бұрын
চোখের জল বাঁধ মানছে না আর, এতো হৃদয়স্পর্শী গলা যার আর এরকম উঁচুমানের শিল্পী এর অকালে চলে যাওয়া মেনে নেওয়া যায় না 😭😭💔💔.. ভালো থেকো কালিকা দা। "তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না" ❣️🙏
Wonder Who could have Dislike for His Wonderful Folk Songs!Huh.Sad He is No More but Alive in the Hearts of Millions.
@siddherthadebnath7522 жыл бұрын
কালিকাপ্রসাদ স্যার এর প্রয়াণ সত্যিই বাংলা সংগীত সংস্কৃতির জগতে এক অপুরণীয় ক্ষতি । আজ তিনি থাকলে বহু গান উপহার স্বরূপ আমরা পেতাম। বাংলার লোকশিল্পকে এক অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তিনি। এই ক্ষত কোনোদিন পূরণ হবে না। 😔
স্রদ্ধেয় কালিকাপ্রসাদ আজ আমাদের মধ্যে নেই কিন্তু তার সুর ,গান মিউজিকের উপর সাবলীল দখল তাকে যেন অনন্য সুর নক্ষত্র করে তুলেছে ৷ সবার মনের মধ্যে চিরোদিন বেঁচে থাকবেন স্রদ্ধেয় কালিকা প্রসাদ ভট্টাচার্য্য ৷
@sudhirkumarmurmu7993 Жыл бұрын
আপনারাও আপনাদের সংগীত শিল্পীকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা প্রতিভা সঙ্গীত শিল্পী। আপনাদের অসংখ্য ধন্যবাদ। গান শুনে আমি অত্যন্ত গর্বিত।
@swapankumarbagchi38767 жыл бұрын
এই গানের মধ্যদিয়ে কালিকাপ্রসাদ আমাদের হৃদমাঝারে থাকবে।
@subhochandra43407 жыл бұрын
Swapan Kumar Bagchi
@basantinag63147 жыл бұрын
n
@sujitdebnath40267 жыл бұрын
kalika babu ai ganer modhya beche thakbe
@sanjeevcbose54747 жыл бұрын
Swapan Kumar Bagchi
@mrinalendubhattacharya26607 жыл бұрын
Sex
@monjurulmonowar11683 жыл бұрын
এই মহান শিল্পীর অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
@rajatmajumdar80233 жыл бұрын
One of d most talented singer of contemporary times. Grt loss for all of us to loose him in this way...
@swapanchakraborty71813 жыл бұрын
একজন অসাধারণ শিল্পী ।সবসময় মনে পড়ে।
@sudiptobiswas30624 жыл бұрын
আপনিও আমাদের হৃদ মাঝারে থাকবেন।
@bestfriendscultural78852 жыл бұрын
কালিকাপ্রসাদ বাবুর মত সঙ্গীত প্রতিভা ভারতবর্ষে কখনও ছিল না আর ভবিষ্যতেও হবে না।তাঁর আত্মার শান্তি কামনা করি।
@Manu-vv4ef3 жыл бұрын
I'm from kerala, I heard this song first few years ago in a malayalam movie, from then this song comes to my mind so many times..... its soo awesome and bengali language is really gorgeous and soothing ......the movie name is "Neelakasham Pachakkadal Chuvanna Bhoomi", btw....
@jagyaseniproductions10312 жыл бұрын
That film was also v nice.....dhritimaan chatterjee was as actor....travel blog type film....nice photography 👌
@snehasishbhattacharyya78732 жыл бұрын
What a great loss for the music lovers.kalikada , you are great forever. We miss you all.
@rupamroy63913 жыл бұрын
কালিকা প্রসাদ মহাশয় কে কোনদিনই দেখিনি, শুধু zee বাংলার সারেগামা প্রোগ্রামে দেখে এত ভালো লাগলো যে, উনি যখন আমাদের ছেড়ে চলে গেলো, তখন এত ব্যাথা পেয়েছি যে, মনে হল আমার কোনো অতি নিকট আত্মীয় আমাকে ছেড়ে চলে গেছেন। উনি সত্যিই আমাদের মধ্যে অমর হয়ে থাকবেন।
@tapashimitra72083 жыл бұрын
ঠিক বলেছেন।আমিও কোন দিন ওনাকে দেখিনি। ওনি চলে যাবার পরে খবরের কাগজে পড়েছিলাম। তারপরে ইউটিউবে ওনার গান শুনলাম। ওকে দেখে মনে হোল যেন কত দিনের পরিচিত ওনি আমার। একদম, নিজের মানুষ হারালে মানুষ যেমন কষ্ট পায় সেই রকম কষ্ট পাচ্ছি আজও। ভেবেছিলাম কলকাতায় গেলে ওনার পরিবারের সংগে দেখা করবো। সেটা আর পারিনি। আশা করি, এবারে ভারতে গেলে দেখা করবো।
@uttamkumarmondal1620 Жыл бұрын
কালিকা প্রসাদ এর মৃত্যু অপুরণীয়। যত শুনি, ততই ভাল লাগে তাঁর গান।
@asiskarmakar17093 жыл бұрын
কালিকাদা, আপনার গান শুনলে অশ্রুসিক্ত হয়ে ওঠে আমার নয়নযুগল। কালিকাদা, আপনাকে আমি খুব....ব ভালোবাসি।
@tapashimitra72083 жыл бұрын
সত্যিই, ভালোবাসার মতো একজন মানুষ যিনি কালিকা প্রসাদ ভট্টাচার্য।
ছোট বেলার কথা মনে পড়ল। এইসব গান কত শুনতাম রেডিওতে।
@sahanamitra49364 жыл бұрын
তোমার গান শুনলে আমার বাংলাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরি। না ফেরার দেশে ভালো থেকো গুণী🙏🥺
@tapashimitra72083 жыл бұрын
সত্যিই তাই ।খুব ভালো লাগলো আপনার মন্তব্য
@ramkrishnasarkar54193 жыл бұрын
এমন লোক খুব কমই পাওয়া যাবে।প্রণাম জানাই।
@amiyachakraverty43183 жыл бұрын
What a splendid melodious voice. This shall remain in our hearts till last breadth.
@nirmalbasu90887 жыл бұрын
Spellbound after hearing this songs. Kalika Prasad still live in our hearts. No one can separate from our minds.
@kmhassan13622 жыл бұрын
I can't accept an early termination from Bengali Folk music like him. It's not just a loss we can recover it but feel always what a great loss is It!!!.I pray for him . A well respected person in both of Bangla.
@ashuranjandebnath80612 жыл бұрын
এই মহান শিল্পীর অকাল প্রয়ানে আমরা গভীর ভাবে শোকাহত ওনার স্মৃতি চির স্মরণীয় থাকবে
@nasiruddin2087 жыл бұрын
A rare folk music star of our time !
@rosynabegum53827 жыл бұрын
অসামান্য গায়কী আর যন্ত্র-সঙ্গত !
@gopabasu49713 жыл бұрын
অপূর্ব ... বড় অসময়ে চলে গেলেন
@nurulamin-ck6ue3 жыл бұрын
I always try to listen him and missing him seriously, we lost a lot
you will be in the heart of millions with our prayers
@mdrana-q3s4h Жыл бұрын
এত সুন্দর হইছে বলার কোন ভাষা নেই। সুধু মন থেকে শ্রদ্ধা রইল।💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sailendradas21347 жыл бұрын
এই গানের মধ্য দিয়ে চির সরনিয় হয়ে থাকুক আমাদের কালিকা দা।
@sayanilayek7 жыл бұрын
still can't believe that your feet will never touch this earth!
@manasbaidya7 жыл бұрын
very nice....Superb. Kalika prasad amader hrid majhare thakbe. RIP
@dipubhattacherjeesourav76716 жыл бұрын
দাদা কে একবার আমাদের এখানে আনছিলাম । আসলে দাদা যে নেই , তা আমি বিশ্বাসই করতে পারি না । Love u kalika da
@ashishpallan5984 ай бұрын
লোকসংগীতকে উনি অনন্য উচ্চতায় নিতে চেষ্টা করে গেছেন। দোহার আজও বাংলা সংস্কৃতি ধরে রেখে গান করে।
@ranitmukherjee96803 жыл бұрын
এই গানটি অবতার মহাবাউল, শ্রী শ্রী ১০৮ স্বামী বিরজানন্দ ভারতী মহারাজ (শ্রী শ্রী ক্ষ্যাপা মনোহর ঠাকুর) এর রচনা। গানটি আসলে ঈশ্বর প্রেমে রচনা, কিন্তুু আজকাল এর ব্যবহার বিভিন্ন রুপে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার, জয়দেব কেন্দুলিতে তার একটি আশ্রম আছে 'বেদনাশা বট আশ্রম'। পূর্ণচন্দ্র দাস বাউল ও তারই শিষ্য, পার্বতী বাউল এর পরমগুরু। প্রতি বছর পৌষ সংক্রান্তি তে (জানুয়ারি ১৪-১৮ তারিখ) বেদনাশা বট আশ্রমে বিরাট অনুষ্ঠানের আয়োজন হয়, অগণিত মানুষ জনকে সম্পূর্ণ বিনামূল্যে অন্ন সেবা, বস্ত্র দান করা হয়ে থাকে। দিনে দিনে সেবার কাজ আরও বৃদ্ধি পেয়ে চলেছে। সকলের প্রবেশ অবাধ, সকলকে আমন্ত্রণ জানানো রইলো, আপনারা আসুন,জানুন,জানান। এখানকার পরিবেশটাই আলাদা, না এলে কখনও উপলব্ধি করতে পারবেন না। বিরাট মেলা চলে 'জয়দেব কেন্দুলি মেলা' ছোটোবেলায় বইতে পড়েছেন নিশ্চয়ই,আসুন এবার ঘুরে যান।
@shahriarhasan8480 Жыл бұрын
গানটি দ্বিজভূষণের লেখা, ভালোভাবে তথ্য জেনে রচনা লিখবেন
@swapnamaity83962 жыл бұрын
KHOOB SUNDOR LAGLO..SO MEANINGFUL SPIRITUAL SONG ASADHARON 🙏🌷🌷💖🌷🙏
@sudhirkumarmurmu7993 Жыл бұрын
আপনারা প্রতিভা শিল্পীর জন্য আমি গর্বিত।
@srijitashee5926 жыл бұрын
মাঝের added সুর গুলো খুবই ভালো ।গানটা খুব ভালো হয়েছে।
@humaunkhalid3576 Жыл бұрын
১৯৭০ সাল এল হয়ত ছিল সুর এর জন্য সেরা দিন জন্ম নিলেন তিনি জিনি সুরকে করেছেন উন্নতে,নতুন করে রঙ করেছেন কিন্তু ২০১৬ সেই রঙ যেন হায় সারাজীবন এর জন্য সাদা হয়ে গেল,কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু অসম্বব না,তিনি আবার আসবেন, নতউন রুপে
@topukhan12815 жыл бұрын
যত জনের গলায় গানটা শুনেছি তার মধ্য কালিকা স্যার সেরা।
@DOHARFOLK4 жыл бұрын
Thank you.
@dibakarguin35712 жыл бұрын
My deepest tribute & Millions of Salutes to legend Soul, the biggest pride & fame of Bengal Late Shri Kalika Prasadji. An unforgettable & an immortal holy Soul we had lost which never recoupable.🙏🙏🔥 💐🎸🎺🪕💐
@shiktaazim56887 жыл бұрын
kali dadar gan gulo jugjug beche thakuk& gdbless him.
@premdasdutta81252 жыл бұрын
Kalikada miss you greatly.you are just mind blowing.
@poushalibhattacharya79997 жыл бұрын
Kalika da chirodin omor thakbe..!bhishon shundor instrument gulo use koreche..
@sabyasachimajumder48637 жыл бұрын
কালিকা নেই, মাটির গানে প্রাণ নেই। মাটির টানে মাটির মানুষ আজ মাটির কাছে। ভাল থেকো.....
@sankarpramanik7446 Жыл бұрын
চাক্ষুষ হারিয়ে ফেলেছি, কিন্তু শ্রবণে হৃদয়ে বন্দী করে রেখেছি , হারাইনি কলিকাদা তোমায়❤ যত দিন বাঁচবো তোমায় যত্ন করে রাখবো,ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবনা,❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@lipikanag29203 жыл бұрын
Sir. U r immortal.By the grace of God u got such a voice.we respect and love u sir. u rest in heaven peacefully.with regards.
@ssaha147 жыл бұрын
we miss you dada, great song by you
@abhiswetabhattacharjee6987 жыл бұрын
we will miss you sir... you are the soul of Bengali folk song..
@prodyotmajumder90292 жыл бұрын
Excellent. মন ছুঁয়ে গেল।
@gargimandal96622 жыл бұрын
Kalika da tumi ganer modhey,sab somoy amader hrid majhare thakbe tomke kono din vulte par bona tumi jekhane thako khub khub valo theko.tomar atta santi kamona kori.❤️🙏❤️🙏❤️🙏❤️
@surajitghosh4518 Жыл бұрын
Kalikaprasad...... Encyclopedia of focksong. RIP.
@dorabanerjee5617 Жыл бұрын
অসাধারণ একটি গান শুনে মন ভরে গেল আনন্দে।তেমনি বিষাদেও।
@debasishpal5001 Жыл бұрын
এক কথায়, আমি মুগ্ধ হলাম
@nandadulalghosh69062 жыл бұрын
Darn!! Ei sur kakhano haarabe naa. Jeno surer Mandakini!!
@dipakchowdhury23127 жыл бұрын
সত্যিই এই গানগূলি যতবার শুনি মনযেন ভরেনা।
@DurgeshnandinideDnde7 жыл бұрын
Dipak Chowdhury cow
@aagnikghoshal10872 жыл бұрын
Kalika da aaj o tomar gaan er modhe diye tomay dekhte paay..Phire Esho kalika da banglar lokgeet er boye ta tomay chara asampurno🙏
@GoutamBasistha-cc6nq Жыл бұрын
Aamader Bangla -R Ganer Guru der madhya Kalika Babu aakjan. Pranam jaanai.