জনাব,শিরোনামের শিরোনাম হলো,এই হুজুরের প্রশ্নের উত্তর দেওয়ার আছে কি?। উত্তর হলো,এই হুজুরের ও তার প্রশ্নের উত্তর দেওয়ার উপযুক্ত নথি একমাত্র আল্লাহ্র কোরআন। আমি হুজুরের প্রথম দুই মিনিট বক্তব্য শুনেছি। আর তার থেকেই তাঁর কোরআন উত্তর প্রদান করিবেন। [1] প্রশ্ন:- আল্লাহ্ কর্তৃক ইবলিশ কি ভালো উপাধি নাকি খারাপ নাম?। [2] আপনি তাঁর নাযীল কৃত কোরআন হাতে নিয়েই যে, রেওয়াত আবৃতি করেছেন। তা আপনি কোথায় থেকে পেয়েছেন? অর্থাৎ আপনি যে কোরআন বিরোধী বিধান গুলি উপস্থাপন করেছেন। তা অবশ্যই সত্য। কিন্ত আপনি যে আয়ুজু বিল্লাহ্ উপস্থাপন করেছেন। তা তো কোরআনে নাই।[3] আল্লাহ্ কর্তৃক তাঁর আনুগত্য বান্দা,ইয়া ইবলিশ দুই লক্ষ সত্তর হাজার বছর তাঁর বন্দেগি করেছেন। এই বাক্যটি কোরআনের কোনো আয়াত তো দূরের কথা,কোনো মিথ্যা রেওয়াতে ও নাই। আর এই মিথ্যা বাক্যটি আপনার মুখ থেকে বাহির করিবেন। এইটাই শয়তানের কাজ। এবং এইটাই বর্তমান এই ইবলিশ তাঁর সিরাতিম্ মুস্তাকিমের পথে ওত্ পেতে বসে থাকার সামিল। [4] আর নিশ্চয়ই নিশ্চয়ই এইটা কিতাবের আজিজ বা রাজা। অতএব ইবলিশ এই কিতাব প্রাপ্ত হন নাই। কিন্ত মানুষ এই কিতাব গ্রহণ করেছিলেন। তাই কিতাব প্রাপ্ত ও গ্রহণ কারী মানুষ আর এই বর্তমান জ্ঞান হীন ইবলিশ এক হতে পারে না। কারণ এই কোরআন গ্রহণ করার কারণে তার পাপ আল্লাহ্ ক্ষমা করেন। কিন্ত তাঁর আয়াত অস্বীকার করার জন্য এই ইবলিশ শয়তানের ক্ষমা নাই। কিন্ত মানুষ শয়তানের ক্ষমা আছে। যদি মানুষ তাঁর কোরআনের দিকে ফিরে আসেন। যেহেতু আপনি কোরআনের আয়াত দিয়ে, আপনার বক্তব্য আরম্ভ করেছেন। তাই আপনার জন্য আল্লাহ্ 99% বরাদ্দ দিবেন ইনশাল্লাহ্। সালাম।
@SaifulIslam-xb3ej3 ай бұрын
কোরানের কোনো সুরা শুরুর আগে আওজোবিল্লাহ নেই।এটা তো মানুষের তৈরী তাহলে কোরান নিয়ে আলোচনা হল কি করে?
@MdKobir-rx4kd5 ай бұрын
ও আমার জ্ঞানী গুণী মানুষেরা আমাকে একটি বিষয় জানান আমাকে একটি বিষয় বলুন হাদিস নাকি কোরআনের ব্যাখ্যা তাহলে ৬২৩৬ টি আয়াত এগুলো বুঝতে অনুরোধ ৬২৩৬ টি হাদিস লাগবে এগুলো আমি কোন কিতাবে পাব কোন আলেম এর কাছে পাবো কোন জেলায় পাব কোন দেশে পাব
@mahamudaakter47595 ай бұрын
দল নেনা দল থেকে আলাদা হওয়াতে এসব হয়েছে। এবং আদম আঃকে মেনে নেওয়াতে। রুপক আঃতের অন্তরালে সত্য আরেক রকম হতে পারে। একটু ইংগিত দিলাম।