Engineering Preparation A To Z | BUET Preparation A To Z| A Must Watch

  Рет қаралды 216,912

HulkenStein HSC

HulkenStein HSC

Күн бұрын

Most Awaited Courses Are Here- Pre Admission English- মেডিকেল,ডি ইউনিট,ইঞ্জিনিয়ারিং এডমিশনের আগে এডমিশন ইংলিশের জন্য যতটুকু পড়া প্রয়োজন ততটুকু আছে এই কোর্সে৷ ক্লাস হবে ৩০ টি ক্যাপসুলে৷ ক্লাস নিবেন, ঢাবি ইংরেজি বিভাগের ঋষিকেষ ভাই৷ বিষয়- ইংরেজি ক্লাস সংখ্যা-২৬ কোর্স ডিউরেশন-১৫ দিন
In Detailed Biology Course By Jahidul Sourav-বায়োলজি বোঝার চেয়ে মুখস্ত বেশি করতে হয়, আর অনলাইনে রয়েছে কনটেন্ট এর অভাব৷ তাই আমরা জাহিদুল সৌরভ ভাইয়ের মাধ্যমে বায়োলজির সবচেয়ে ডিটেইলড কোর্স নিয়ে এসেছি৷ বিষয়-জীববিজ্ঞান উদ্ভিদবিজ্ঞান ক্লাস সংখ্যা-২০০+ কোর্স ফি-১৫০০ টাকা
U-Test Second Time Medical Admission Batch-এই কোর্স হল যারা চাপ নিয়ে রুটিনের মধ্যে এক্সাম দিতে চাও তাদের জন্য৷ বিশেষকরে সেকেন্ড টাইমার ও এবারের মেডিকেল পরীক্ষার্থীদের জন্য৷ রুটিন অনুসারে নেয়া হবে ১০০ টি পরীক্ষা ও সাথে ৫ টা সলভ ক্লাস৷ এটা এক্সামের প্লাটফর্ম না৷ এটা এক্সাম ব্যাচ৷ নাম্বার পাঠিয়ে দেয়া হবে তোমার অভিভাবকের কাছে৷ ফি মাত্র-৫০০ এক্সাম কেমন হবে-১০০ মার্কের ১ ঘন্টা সময়ের মেডিকেল এর অনুরূপ এক্সাম৷
HSC Bangla 2nd Paper Batch-১০০০ টাকায় গোটা বাংলা ১ম ও ২য় পত্রের সব কিছু শেষ করালে কেমন হত? বাংলা আমরা অনেকে অবহেলা করি আর ফলশ্রুতিতে অনেকের প্লাস মিস যায়৷ এই কোর্সের মাধ্যমে এইচ এস সি এর গোটা বাংলা প্রস্তুতি হবে ২ মাসের মধ্যে৷ বিষয়-বাংলা ১ম ও ২য় ক্লাস সংখ্যা-৩৮ টি কোর্স ডিউরেশন-২ মাস কোর্স ফি-১০০০ টাকা
HSC Academic English 1st & 2nd Paper Course-এইচ এস সি একাডেমিক ইংরেজি এর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের প্রথমে পড়ানো হবে থিওরি বা রুলস আর পরে করানো হবে প্রাক্টিস৷ প্রতিটি ক্লাস হবে ১ ঘন্টার বেশি৷ বিষয়-ইংরেজি ১ম ও ২য় পত্র ক্লাস সংখ্যা-৩০ টি কোর্স ফি-১০০০ টাকা
Satics & Dynamics Course-স্থিতিবিদ্যা গতিবিদ্যার এই কোর্স করার পর আর এই চ্যাপ্টার এর ভিতিগুলো কাজ করবে না৷ ক্লাস সংখ্যা-২৫ টি কোর্স ডিউরেশন-১ মাস কোর্স ফি-৫০০ টাকা
রুটিন কদিনের মধ্যে আপলোড হয়ে যাবে ফেসবুক পেইজে৷ ডেমো ক্লাসের জন্য চোখ রাখো Edge Course চ্যানেলে চ্যানেল লিংক- / @privateuniversityprep... আর যে কোন তথ্য ও আপডেট এ যুক্ত থাকো আমাদের ফেসবুক পেইজে- / edgecourse
যেভাবে রেজিস্ট্রেশন করবে- যেকোন তথ্য এর জন্য কল দিতে পারো আমাদের হেল্পলাইন নাম্বারে- 01787852989
রেজিস্ট্রেশন পদ্ধতি-
১।প্রথমে তুমি তোমার কোর্স ফি ০১৭৯৪৬৬৯৩৯১ বিকাশ (অবশ্যই সেন্ড মানি) ০১৭৯৪৬৬৯৩৯১৭ (রকেট) ০১৭৯৪৬৬৯৩৯১ (নগদ) এ পাঠাবে ও যে নাম্বার থেকে বিকাশ করেছ (হতে পারে সেটা তোমার নিজের নাম্বার ,বা পরিচিত কারো বা এজেন্ট এর )সেটা সংরক্ষন করবে।দোকান থেকে টাকা পাঠালে অবশ্যই trxID টি সংরক্ষণ করবার চেষ্টা করবে।
২।এরপর আমাদের দেয়া গুগল ফর্মে গিয়ে ফর্ম লিংক- bit.ly/2MTAn2S ****তোমার নাম ****ফোন নাম্বার ****জি মেইল আইডি (এই আইডি একদম সঠিকভাবে টাইপ করবে,এবং আইডি যাতে তোমার নিজের হয়,আইডি ভুল হলে রেজিস্ট্রেশন হবে না,কোন কনফার্মেশন মেইল ও পাবে না) ****পেমেন্ট নাম্বার -তুমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সে নাম্বারটি,শুরুতে যেটা তোমাকে সংরক্ষন করতে বলেছিলাম (যদি এখানে চলাকি করে ফি না দিয়ে ভুল নাম্বার বা বানানো নাম্বার দিয়ে রাখো বা আমাদের নাম্বার দিয়ে রাখো তাহলে তাহলে কোর্স থেকে ব্যান খাবা) এসব ফর্মে দিয়ে সাবমিট করলে শেষ
৩।এরপর ১৮ ঘন্টা পর মেইল এ কনফার্মেশন পাবে, যদি না পাও তবে ধরে নিবে কোন এক জায়গায় উপরের মত ভুল করেছ। তাও সন্দেহ থাকলে পেইজে মেসেজ দিবে আমাদের ফেসবুক পেইজ লিংক- / edgecourse

Пікірлер: 384
How To Make The Greatest *ACADEMIC COMEBACK* Ever || HSC 25,26 Batch
34:53
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 38 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,3 МЛН
BUET এ টিকার Complete guideline
54:17
Learn with Hemel Bhai
Рет қаралды 251 М.
لماذا تحريرها كلها ممكن؟ - بودكاست مع تميم
3:46:56