খুবই খারাপ রেডিও আমি অনলাইন থেকে একটা কিনেছি, কেনার পর, SW কাজ করছিল না, রিটার্ন এর জন্য বলার পর রিটার্ন হয়ে যায়, দুবার চালাবার পর পুরো রেডিও বন্ধ হয়ে যায়। ফেরৎ না নিলে আমার টাকাটাই বরবাদ হয়ে যেতো। দাম নিয়েছিল 1200 টাকা, তাই বলছি যারা কিনবেন তারা ওয়ারেন্টি ছাড়া কিনবেন না।