একটা ক্লাসমেট আছে,ওই ছেলেটা আমাকে দেখলেই হাসে,এমন হাসি দেয়। আর আমাকে দেখলেই একটা হাসি দিয়ে পালিয়ে যেতে চায়। ব্যাপারটা বুঝলাম না😣
@ArmyUaena87 ай бұрын
ভাইয়া আমার এক classmate আমার দিকে বার বার তাকায়। ছেলেটা মাঝে মাঝে একটু মুচকি হেসে তাকাই আর যখনই সে দেখে যে আমি তাকে দেখেছি সে তারাতাড়ি চোখ সরিয়ে নেয়। সে ততক্ষণ পর্যন্ত school থেকে যায় না যতক্ষণ না আমি school থেকে বাসায় যাচ্ছি। সে এমন ভাবে থাকে বা এমন জায়গায় থাকে যেখানে থেকে সে আমাকে দেখতে পাবে।আমার best friend ও দেখেছে যে ছেলেটা আমার দিকে বার বার তাকায়। একটা class এ কম করেও সে 10 বার তাকাই। মাঝে মাঝে মনে হয় সে হয়তো আমাকে পছন্দ করে কিন্তু আমার এক বান্ধবীর নাম ধরে সে ছেলেটিকে অনেক দিন আগে ডাকা হতো। তার বন্ধুরা তাকে মেয়েটির নাম ধরে ডাকতো। যখন তাকে মেয়েটির নাম ধরে ডাকা হতো তার বেশ কিছুদিন আগে থেকেই সে আমার দিকে বার বার তাকাতো। আমার দিকে বার বার তাকানোর কারন টা কী? Please বলেন। আমি এই নিয়ে অনেক চিন্তিত।