No video

এই বাঙালি বিজ্ঞানী কি মুসলিম ভিলেন! / Meghnad Saha Life Story in Bengali

  Рет қаралды 115,853

The Galposalpo

The Galposalpo

Күн бұрын

This video is about Life Story of Meghnad Saha in Bengali (মেঘনাদ সাহা জীবন কাহিনী), referring to the question: Is he the Muslim Villain in webseries : Rocket Boys (মেঘনাদ সাহা কি মুসলিম ভিলেন?)
মেঘনাদ সাহা, পূর্ববঙ্গের এক অখ্যাত পরিবারের জন্মগ্রহণ করেও, হয়ে উঠেছিলেন বিশ্বপ্রগতির এক অন্যতম চলমান প্রতীক। তিনি যে সময় ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়ের ভারতবর্ষ ছিল তার চিন্তাভাবনা ধ্যানধারণার সাপেক্ষে অনেক অনেক পিছিয়ে। দেশ তখনও তার প্রগতিবাদী চিন্তাভাবনা গ্রহণ করার মত যোগ্যতা অর্জন করেনি, তবু সেই প্রতিকূল পরিবেশেও তিনি দেশের বিজ্ঞান ও প্রযুক্তি জগতে যে স্বাক্ষর রেখে গেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।
রকেট বয়েজের মতো দুরভিসন্ধিমূলক ওয়েব সিরিজটির নির্মাতারা এই বাঙ্গালী বিজ্ঞানীকে ভিলেন হিসাবে তুলে ধরে যে ক্ষমার অযোগ্য কাজ করেছে, একদিন নিশ্চিত তারা এই বিজ্ঞানের অনন্যসাধারণ হিমালয়-সদৃশ্য ব্যক্তিত্বের কাছে মাথা নত করে সেই কাজের জন্য ক্ষমাপ্রার্থনা করবেন। কালের গর্ভে তারা খড়কুটের মতো উড়ে যাবে একদিন, কিন্তু চিরকালের জন্য ভারতবাসীর মনের গভীরে থেকে যাবেন বাঙালি বিজ্ঞানী মেঘনাদ সাহা।
For making this video I am grateful to:
তথ্যঋণ:
১) আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত স্বাগতা দাশগুপ্তের চিঠি
২)মেঘনাদ সাহা : জীবন ও সাধনা by সূর্যেন্দুবিকাশ করমহাপাত্র
৩) মেঘনাদ সাহা : দ্য সাইন্টিস্ট অ্যান্ড দ্য ইনস্টিটিউট বিল্ডার By শান্তিময় চট্টোপাধ্যায়
৪) মেঘনাদ সাহা By চিন্মোহন সেহানবীশ
৫) সববাংলায়
৬) মেঘনাথ থেকে মেঘনাদ by অর্ঘ্য মান্না
৭) নোবেল থেকে পাঁচবার বঞ্চিত এই বাঙালি by সন্দীপ চক্রবর্তী
৮) আনন্দবাজার পত্রিকা
#meghnad #মেঘনাদসাহা ##meghnadsaha #মেঘনাদ
Thanks a lot.
yours faithfully
The Galposalpo
DECLARATION:
In most places of this video, the photos are used only for education purposes. They are not exactly related to the actual incidents as described in this video. I am grateful to all the image creators. It is here noteworthy that almost all the images are used here by clicking and editing some Google images. If anybody or any institution find anything wrong in the use of photos, please do not give copyright strike to this channel. Just inform me at everythingabcd13@gmail.com .. I must edit or cut off the objectionable part or parts. Cooperation is solicited. Thank you.
.
Copyright Disclaimer:
Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for 'fair use' for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. I think that all images used in this video are in favour of fair use.

Пікірлер: 459
@anupmaity9925
@anupmaity9925 Жыл бұрын
অসাধারণ বিশ্লেষণ। ওয়েব সিরিজ টির নির্মাতাদের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই এই বাঙালি বিদ্বেষী দুরভিস্বন্ধির জন্য। বিশ্ববরেণ্য বিজ্ঞানীর প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা।🙏
@rdatta7797
@rdatta7797 6 ай бұрын
পুরো সিরিজ টা না দেখে বানানো এই ভিডিও...পুরোটা দেখলে বোঝা যাবে আদৌ তাকে ভিলেন হিসাবে দেখানো হয় নি।
@sildilip-4976
@sildilip-4976 Жыл бұрын
অসাধারণ-অসাধারণ, আপনার মনমুগ্ধকর অজানা অথচ সত্য ইতিহাস শুনতে শুনতে ইতিহাসের অতল সমুদ্রে হারিয়ে যাচ্ছিলাম-আশ্চর্য লাগল ফিজিক্সে র জটিল ও দুরূহ বিষয়ে বাংলাতে এত সহজ ভাবে বলতে শুনে-সত্যিই মুগ্ধ হলাম, পরিশেষে জানাই এই ইনস্টিটিউট থেকে বিজ্ঞান কর্মী হিসাবে অবসর নিই-দুঃখের সাথে বলতে হয় আজ এই ইনস্টিটিউট নিষপ্রভ হতে চলেছে শুধু অযোগ্যদের সংখ্যা বৃদ্ধি ও সুযোগ্য ব্যক্তিদের অভাবে - আশা রাখি ওনার মত আবার এক জ্যোতিষ্কের আর্বিভাব হবে এবং হৃত ঔজ্বল্য আবার ফিরে পাবে।
@manojkdutto7368
@manojkdutto7368 Жыл бұрын
অসাধারণ বিশ্লেষণ। মেঘনাদ সাহা নামক এক অবিস্মরণীয় ব্যাক্তিত্বকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাই।
@AjayDas-bq7ot
@AjayDas-bq7ot Жыл бұрын
মেঘনাদ সাহা ও কিন্তু রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
@devdasghosh5215
@devdasghosh5215 Жыл бұрын
ধন্যবাদ স্যার। বিশ্ববিখ্যাত পদার্থবিজ্ঞানী শ্রদ্ধেয় মেঘনাদ সাহা সম্বন্ধে আপনার সুন্দর বিশ্লেষণ শুনে মুগ্ধ হলাম।
@tapansarkar5632
@tapansarkar5632 Жыл бұрын
নমস্কার স‍্যার,মেগনাদ সাহাবাবুর সম্পর্কে এতটা বিস্তারিত জানা ছিল না।তার জীবনি যতটুকু আজ জানতে পারলাম তাতে আমি অভিভূত। একটা কথা খুবই বলা দরকার, বাঙ্গালীরা ভারতবর্ষের ইতিহাসে সারাজীবন ব্রাত্য।তার জন্য দায়ী আমরা বাঙ্গালীরাই।
@milanbasu1180
@milanbasu1180 Жыл бұрын
ডাক্তার সাহা এক বহু মানিত বিশ্ব নন্দিত বিজ্ঞানী তিনি সমগ্র পৃথিবীর বিজ্ঞান জগতের উজ্জল তারকা। কোন নোবেল পুরস্কারই যথেষ্ট নয় তার জন্য। তিনি নোবেল থেকে অনেক উঁচুতে। আপনি ভিডিওটি তৈরি করে সত্য কার অর্থে তার প্রতি আমাদের ঋণের বোঝা কিছুটা হলেও লাঘব করেছেন
@dedadratasen898
@dedadratasen898 Жыл бұрын
সুন্দর উপস্থাপনা। বিশ্ববরেন‍্য বিঞ্জানী মেঘনাথ সাহা চরনে কটি প্রনাম। মেঘনাথ সাহা ছিলেন কহিনুর মনি। যায় আলোর ঝটা আজও আমরা দেখতে পাই। প্রনাম তোমার চরনে। আপনাকে অনেক ধন‍্যবাদ।
@sasadharhaldar5527
@sasadharhaldar5527 Жыл бұрын
জাতিভেদ প্রথার ফলেই বিজ্ঞানী মেঘনাদ সাহার মতো আরও অনেকেই বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছেন । এত সুন্দর তথ্য তুলে ধরার জন‍্য আপনাকে অশেষ ধন‍্যবাদ ।
@karaninternational2248
@karaninternational2248 Жыл бұрын
Thik bolachan
@bhabatoshganguly961
@bhabatoshganguly961 Жыл бұрын
জাতি ভেদ এর জন্যই আজ এই অবস্থা কালার মধ্যেই হীরা পাওয়া যায় তাই কার মধ্যে কি লুকায়িত আছে কেউ বলতে পারে না তাই কাউকে অবহেলা করতে নেই। তাই পাইলেও পাইতে পার অমূল্য রতন।
@St4321d
@St4321d 5 ай бұрын
Jatibhed pratha kara chalu korechilo dada?amader to varna pratha chilo r seta hoyechilo karmer bhittite.kintu ei j bivinno cast ajkal dekhi egulo kara toiri korechilo?ato bhed to kono prachin boitei paoa jayna.😊akhno sei cast k banchiye rakha hoyeche.
@anandadulaldas7376
@anandadulaldas7376 Жыл бұрын
শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মহান বিজ্ঞানী মেঘনাদ সাহাকে।
@ramaprasadchakraborty764
@ramaprasadchakraborty764 Жыл бұрын
অনবদ‍্য প্রতিবাদ !! বিজ্ঞানী ড:সাহার প্রতি শ্রদ্ধা জানাই ।
@sadharanerprochhodkolomera6133
@sadharanerprochhodkolomera6133 Жыл бұрын
সত্যি অসাধারণ বৈজ্ঞানিক ছিলেন ডা: মেঘনাদ সাহা। ওনার চিন্তাধারাকে বোধ হয় সঠিক ভাবে ব্যবহার করতে পারেন নি তৎকালীন ভারত সরকার।
@prasantamukherjee6972
@prasantamukherjee6972 Жыл бұрын
বিজ্ঞানী মেঘনাদ সাহার প্রকৃত মূল্যায়ন আজও হয়নি কবে হবে কে বোলতে পারে জানি না।
@rajatroy5268
@rajatroy5268 Жыл бұрын
অপূর্ব অসাধারণ। প্রতিবাদের ভাষা এমনই হওয়া উচিত। অশেষ ধন্যবাদ আপনাকে এমন একটি তথ্যসমৃদ্ধ ভিডিও পরিবেশন করবার জন্য।
@twhdlster
@twhdlster Жыл бұрын
এক ঢিলে অনেক পাখি মারা, এটাই পশ্চিমের রাজনীতি। ভিডিও জন্য ধন্যবাদ.
@pallabtalukder2731
@pallabtalukder2731 Жыл бұрын
এখন বংলায় আপনার দেয়া তথ্যগুলোর উপর ভিত্তি করে আরেকটা ওয়েব সিরিজ নির্মান করার প্রস্তাব করছি। আপনার বক্তব্য অসাধারণ, ও জ্ঞানগর্ভ, আমি বাংলাদেশ থেকে নিয়মিত ভিডিও দেখি। শুভকামনা রইল।
@sannayasiniatmasthananda3842
@sannayasiniatmasthananda3842 Жыл бұрын
নমস্কার জানাই মহান বিজ্ঞানী মেঘনাদ সাহা মহাশয়কে।
@bhubeshsarkar1504
@bhubeshsarkar1504 Жыл бұрын
ঋষি তুল্য মহান বিজ্ঞানী ডা. মেঘনাথ সাহাকে সশ্রদ্ধ প্রণাম জানাই
@sumanbaidya6122
@sumanbaidya6122 Жыл бұрын
নিন্দা জানানোর ভাষা নেই এই ঘটনার। আমি একটি প্রস্তাব এই মন্তব্যের মাধ্যমে রাখতে চাই, যদি কোন হৃদয়বান বুদ্ধিজীবী এই দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেন তবে আগামী দিনে নতুন কোন দুর্বৃত্ত এই ধরনের কাজ করতে সাহস পাবে না।
@St4321d
@St4321d 5 ай бұрын
Buddhijibi mnei to islamer paa chata. Dhok ache islam er bisay kichu bolar?
@sudarsandas8801
@sudarsandas8801 Жыл бұрын
নমস্কার 🙏আপনাকে। নমস্কার জানাই বিজ্ঞানী মেঘনাদ সাহা মহাশয়কে 🙏
@goutammukherjee3673
@goutammukherjee3673 Жыл бұрын
মেঘ নাথ সাহা কে প্রনাম জানাই। তিনি বিজ্ঞান জগতে অমর হয়ে আছেন ও ভবিষ্যত এও থাকবেন।। 🙏🙏🙏🙏⚘
@kattickbiswas554
@kattickbiswas554 Жыл бұрын
মেঘনাদ সাহা সত্য ভিলেন।
@moinuddinshaikh1541
@moinuddinshaikh1541 Жыл бұрын
অবাক লাগছে, আমরা ভারতীয়রা অল্পসংখ্যক মানুষের অভিসন্ধির শিকার।
@sskiyer
@sskiyer Жыл бұрын
ড.মেঘনাদ সাহার মতুন মহান বৈজ্ঞানিক এবং ব্যক্তিত্বের প্রসঙ্গে আপনার সুন্দর উপস্থাপনার জন্যে অনেক ধন্যাবাদ. উনার নাম বদলির ঘটনাটা জেনে উনার ব্যক্তিত্বের প্রতি আমার শ্রদ্ধা আরো অনেক গুন বেড়ে গেলো.সমাজের বৈষম্যতার বিরুদ্ধে লড়ার সাথে সাথে বিজ্ঞানে উনার গুরুত্বপূর্ণ অবদান, সত্যিই প্রশংসনীয়!
@asitkumarkhan8529
@asitkumarkhan8529 Жыл бұрын
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।ড: মেঘনাথ সাহায় জীবনের অজানা তথ্য জানতে বাঙালিদের সাহায্য করছেন এবং বাঙালির হৃদয়ে জায়গা করতে সাহায্য করছেন। ধন্যবাদ।
@samarjitroy3258
@samarjitroy3258 Жыл бұрын
বিজ্ঞানী মেঘনাদ সাহা এবং বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এই দুই অসাধারণ পদার্থবিজ্ঞানীকে নোবেল পুরস্কার না দিয়ে নোবেল কমিটি নিজেদের কালিমালিপ্ত করেছে।এতে উনাদের সামান্য অবমূল্যায়ন না হলেও নোবেল পুরস্কারের যে অবমূল্যায়ন হয়েছে তা বলাবাহুল্য।
@samiradhikary5641
@samiradhikary5641 Жыл бұрын
মেঘনাদ সাহা ছিলেন একজন ব্রাহ্মণ‍্যবাদ বিরোধী বিজ্ঞানী। সারাজীবন ব্রাহ্মণ‍্য অবস্থান নিয়ে চলেছেন। তাঁর চরিত্র বিকৃতির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
@samiradhikary5641
@samiradhikary5641 Жыл бұрын
ব্রাহ্মণ‍্য র জায়গায় ব্রাহ্মণ‍্য বিরোধী হবে।
@amarsobujchadbagan3862
@amarsobujchadbagan3862 Жыл бұрын
আপনাকে নমস্কার।ভীষণ ভীষণ ভালো লাগলো আপনার এই অসাধারণ তথ্য সমৃদ্ধ উপস্থাপনাটি। প্রনাম জানাই বিশ্ব বিখ্যাত বাঙ্গালী বিজ্ঞানী ডক্টর মেঘনাদ সাহা মহাশয়কে।
@debprokashbala243
@debprokashbala243 Жыл бұрын
আজ এই মহাপুরুষের প্রতি রইল আমার শ্রদ্ধার্ঘ্য
@ilahalder7431
@ilahalder7431 Жыл бұрын
My uncle worked with him ,we knew lost of things about him.Thsnks you for sharing all valuable things. Happy birthday to him.
@KaushikHalder10
@KaushikHalder10 Жыл бұрын
খুব ভালো লাগলো এপিসোডটি । ধন্যবাদ । 🙏🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🌹🥳
@ParthaPratimBose
@ParthaPratimBose Жыл бұрын
As a student of Physical Sc, I must say a word, two of Prof. Bose and Prof. Saha are the all time best of modern Indian Science, nobody stands even within a mile. Others are mostly political persons.
@abulaktar8369
@abulaktar8369 Жыл бұрын
তিনি ছিলেন আমাদের গ্রামের বাসিন্দা এজন্য আমরা গর্ব বোধ করি উহা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদী সেওরাতলী
@BadAss_691
@BadAss_691 7 ай бұрын
Raman effect er theke BE statistics ar condensation onek besi fundamental. Bose er Nobel pawa uchit chilo Raman er noy amar mone hoy.
@anishkumarroy8160
@anishkumarroy8160 Жыл бұрын
বিশ্ববরেন্য পদার্থবিদ মেঘনাথ সাহা কে অপমান করার জন্য web series নির্মাতাদের ধিক্কার জানাই। অবিলম্বে ওয়েব সিরিজটি নিষিদ্ধ করা হোক
@monitsamareskumarsaha6375
@monitsamareskumarsaha6375 Жыл бұрын
ভালো লাগলো... আপনার সুন্দর তথ্য সমৃদ্ধ উপস্থাপনা শোনার মাধ্যমেই আমি ওনার জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি দিলাম।
@syedabegum5955
@syedabegum5955 Жыл бұрын
আমি একজন বাঙালি হয়ে এর তীব্র প্রতিবাদ জানাই।
@dilipkumarmandal8549
@dilipkumarmandal8549 Жыл бұрын
রকেট বয় দের ক্ষমা নয়। সকল বাঙালির কাছে আবেদন প্রতিবাদ করার জন্য ।
@amitabhachatterjee2636
@amitabhachatterjee2636 Жыл бұрын
Dr. Meghnad Saha is regarded as a legend in the field of nuclear science.I convey my heartfelt regards to memory of that distinguished scientist. He and his epcoch making inventions took him to such a level wherein a bogus video Cann,'t degrade him in the estimation of others. I thank you also for releasing this video.
@jyotidas2734
@jyotidas2734 3 ай бұрын
Calcutta= sr.citizen= Thanks for video.Thanks for g o o d narration - must-read subject of all science students of B E N G A L .Meghnad Saha amar rahe. Let there be formed one Commemorative Committee to celebrate properly every y e a r. This is Bengali people's duty!
@abulkalamazad4106
@abulkalamazad4106 Жыл бұрын
ধন্যবাদ দাদা।আমাদের বাঙালির কির্তী তুলে ধরার জন্য।
@subratadas5686
@subratadas5686 Жыл бұрын
Very nice analysis and representation. I strongly protest against Rocket Web series for their sinful act. Deep Respect to revered Scientist Dr. Meghnadh Saha. Thank you!🙏🙏
@debbhaduri7444
@debbhaduri7444 4 ай бұрын
Thank you for this wonderful presentation on Dr. Saha. As a past graduate of Saha Institute of Nuclear Physics I appreciate your effort in bringing this story to fore front, especially to Bengalis of the world at this time of our decline. Thank you for your work. Debabrata Bhaduri , Ph.D. USA.
@sukumarmajumder9015
@sukumarmajumder9015 Жыл бұрын
অসাধারণ আপনার উপস্থাপনা ।ধন্যবাদ আপনাকে । আর বিজ্ঞানী মেঘনাদ সাহাকে শতকৌটি প্রণাম । একই সঙ্গে যানাই উনার বিরুদ্ধে দুরভিসন্ধিমুলক চক্রান্তের তীব্রপ্রতিবাদ ।ধন্যবাদ
@eskay2261
@eskay2261 Жыл бұрын
আপনার প্রতিবেদনটি অসাধারণ লাগলো, অনেক কিছু জানতে পারলাম। এই মহান বৈজ্ঞানিক ও ব্যক্তিত্বকে আমার সশ্রদ্ধ প্রনাম।
@md.mahbubulislam3113
@md.mahbubulislam3113 4 ай бұрын
Apnar uposthapona khub clear. Thanks.
@anjelikapallabisarker9487
@anjelikapallabisarker9487 3 ай бұрын
Thanks for your all nice presentation. It supported us to know many new and true information.
@user-ur2fl9fb9j
@user-ur2fl9fb9j 5 ай бұрын
So informative video . Thank you .
@-kalpataru709
@-kalpataru709 Жыл бұрын
ধন্যবাদ দাদা আপনার কাছ থেকে মেগনাদ সাহা সমপরকে অনেক কিছুই জানলাম
@shankarbiswas1124
@shankarbiswas1124 Жыл бұрын
অসাধারণ তথ্য পেলাম। মহান বিজ্ঞানী কে অন্তরের শ্রদ্ধা জানাই। অজানা তথ্য পরিবেশন করার জন্য আপনাকে ধন্যবাদ ।
@srikumarmondal986
@srikumarmondal986 Жыл бұрын
Very good article. Truth will win at last. Regards to Dr. Meghnad saha.
@prakashchattopadhyay8864
@prakashchattopadhyay8864 Жыл бұрын
দারুন, লাগলো। ওনাকে জানাই প্রণাম,।
@pranabchowdhury5398
@pranabchowdhury5398 Жыл бұрын
এটিই তো অবাঙালির চরিত্র। বাঙালিদের কি ভাবে অসন্মান করা যায় সব সময় চেষ্টা করেন।
@parthasarkar5292
@parthasarkar5292 Жыл бұрын
বাঙালিদের ট্যালেন্ট দেখলে এদের হিংসা হয়
@debiprasadbhattacharya7096
@debiprasadbhattacharya7096 Жыл бұрын
We are proud for sir MAGHNAD SAHA
@harendranathmandal3877
@harendranathmandal3877 Жыл бұрын
Thanks a lot to you for this Video. It's a good representation to the people, we are really glad to know this true information. Respected prostration to late scientist,the pride of Bengal, our Meghnad Saha,pioneer to the good people who are really true worshipers of humanity. Jai Hind.
@asokray4760
@asokray4760 Жыл бұрын
অসাধারণ বিশ্লেষণের জন্য ধন্যবাদ।
@manjulikasircar9865
@manjulikasircar9865 Жыл бұрын
My pronam to scientists Meghnath Saha. What a accomplished scientist. God bless his soul
@majumderramkrishno1996
@majumderramkrishno1996 Жыл бұрын
সত্য চিরকাল সত্য। সেই সত্য যেদিন প্রকৃতির আপন নিয়মে উদ্ভাসিত হবে এবং মেঘনাদ সাহা হবেন বীর ও তার বিরোধীকারীরা হবেন লজ্জিত।
@csnoorbd
@csnoorbd 6 ай бұрын
We LOVE 'Bangla Paksha' .
@ankushmoni6933
@ankushmoni6933 Жыл бұрын
বাঙ্গালী বিজ্ঞানী মেঘনাদ সাহা কে জানাই বিনম্র শ্রদ্ধা ।
@sandipchatterjee9106
@sandipchatterjee9106 Жыл бұрын
বেশ কিছু অজানা তথ্য সুন্দর উপস্থাপনা এক কথায় অসাধারণ
@parthasarkar5292
@parthasarkar5292 Жыл бұрын
কতো বাঙালি ট্যালেন্ট দের আমরা হারিয়েছি 😢 ওনাকে জানাই শত কোটি প্রনাম ওনাকে নোবেল দেওয়া উচিত ছিলো
@Rin_Dublin
@Rin_Dublin Жыл бұрын
Brilliant description of the great Physicist Dr. Saha.....a real tribute. ❤️
@saurindranathmaiti5426
@saurindranathmaiti5426 Жыл бұрын
You present very well.My deep sense of regards for Prof.M.N.Saha.Lesser people become politicians while meritorious persons suffer.
@susantasinha8552
@susantasinha8552 Жыл бұрын
অসাধারণ বিশ্লেষণ, ধন্যবাদ জানাই🙏🏻
@taniaroy9318
@taniaroy9318 Жыл бұрын
A valuable presentation.we learned so many new things from presentation. Reality focused by you. So much thanks.
@drsubhaschandrasaha9208
@drsubhaschandrasaha9208 Жыл бұрын
MANY THINGS TO LEARNFROM THIS DISCUSSION NICE PRESENTATION THANKS A LOT
@Partha0704
@Partha0704 Жыл бұрын
খুব খুব ভাল অনুসন্ধিৎসুমুলক প্রতিবেদন, আরোও আরোও অনেক কাজের অপেক্ষায় থাকব।
@MAHafez-hj2rx
@MAHafez-hj2rx Жыл бұрын
Great presentation as usual of a great scientist Meghnath Saha whose achievement reached far beyond Cultural limitations of Hinduism.
@stxfdt1240
@stxfdt1240 Жыл бұрын
What is the point of making this statement....he worked in a different zone completely different to the culture of hinduism or it's influence....and regarding that statement any sensible person would highly disagree.
@saumendas1
@saumendas1 Жыл бұрын
Osadharon tothyonisto uposthapona ... antorik dhonyobad 👍🙏🙏
@kajalsahu7792
@kajalsahu7792 Жыл бұрын
সমৃদ্ধ হলাম স্যার। আরও কিছুর আশায় থাকলাম।
@pranabkumar623
@pranabkumar623 Жыл бұрын
Very Good Analysis, Thanks,
@kumarsawpan9350
@kumarsawpan9350 Жыл бұрын
ভীষণ ভীষণ ভালো লাগলো আপনার আলোচনা। আমার এটা বলা উচিত না হলেও বলছি , আপনার এই ভীষণ ভালো গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে মাঝে অত্যন্ত বিরক্তিকর বিজ্ঞাপনগুলো ভীষণ অসহ্য লাগছিল।
@rupachakraborty5911
@rupachakraborty5911 Жыл бұрын
সত্য চিরকাল সত্য, ই,মেঘনাদ সাহা,,🙏🙏
@amalasbiswas7040
@amalasbiswas7040 Жыл бұрын
Great man We salute him for his great work
@faizahmad1045
@faizahmad1045 Жыл бұрын
Excellent. I salute to Meghnad Saha. I congratulate to you for this episode.
@sunilmondal5543
@sunilmondal5543 Жыл бұрын
meghnath saha is our proud 🇮🇳🇮🇳
@tintin-vf2eq
@tintin-vf2eq Жыл бұрын
Meghnath Saha is a great human being
@prasantamukherjee4256
@prasantamukherjee4256 6 ай бұрын
বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী Dr মেঘনাদ সাহার জন্ম দিনে আমার সশ্রদ্ধ প্রণাম।
@bananeebanerjee1608
@bananeebanerjee1608 Жыл бұрын
দারুনলাগলো 🙏প্রচুর সমৃদ্ধ হলাম 🙏
@shyamalchattopadhyay5556
@shyamalchattopadhyay5556 Жыл бұрын
অসাধারণ , সমৃদ্ধ হলাম ।
@ritaganbanerjee1230
@ritaganbanerjee1230 Жыл бұрын
অনবদ্য উপস্থাপনা💜💜💜💜
@amlansarkar1960
@amlansarkar1960 Жыл бұрын
আমি বুঝতে পারলাম না,এই ওয়েব সিরিজ টি তৈরী করেছে কারা? এটা বন্ধ করতে অসুবিধা কোথায়? এটা তৈরী করে কাদের স্বার্থ সিদ্ধি হোল?পুরো ব্যাপারটা ধোঁয়াশায় রয়ে গেল।
@thegalposalpo
@thegalposalpo Жыл бұрын
Story by Abhay Koranne Directed by Abhay Pannu And Producers Siddharth Roy Kapur Monisha Advani Madhu Bhojwani এরাই তৈরি করেছে। ইংরেজি খবরের কাগজগুলিতে শুধু সমালোচনা হয়েছে। এখনো পর্যন্ত, যতদূর জানি, কেউ কোন অভিযোগ জানায়নি। অভিযোগ না জানালে কে ব্যবস্থা নেবে? শুনেছি , আর কিছু দিনের পরেই ওই ওয়েব সিরিজের পার্ট টু রিলিজ হবে।
@radharamanmondal428
@radharamanmondal428 Жыл бұрын
​@@thegalposalpo
@St4321d
@St4321d 5 ай бұрын
​@@thegalposalpodekhun bangali hok ba bharatiya.sothik k bethik kore bikrito history amra bohu yug dhorei pore aschi.jmn akbar mohan samrat.jodio islam auragajeb k beshi gurutto dae krn quran mene kafir der beshi dhonsho korechilo bole.to hypicracy sorbotro choriye ache web serise e j muslim charecter ta dekhano hoyeche se jdi bastob e exist na kore tahle khubi ta khrp bisay o jahangir bhabar sathe ki meghnad sahar jogajog chilo?
@anutapabhattacharya7541
@anutapabhattacharya7541 Жыл бұрын
অনেক ধন‍্যবাদ এই ভিডিওটির জন‍্য।
@m.sbanglacreature296
@m.sbanglacreature296 Жыл бұрын
Asadharan asadharan barnana mon bhore uthalo anande garbe
@kaburulislamkhan1973
@kaburulislamkhan1973 Жыл бұрын
বাংলাদেশ থেকে বলছি। ভালো লাগলো ধন্যবাদ।
@AjayDas-bq7ot
@AjayDas-bq7ot Жыл бұрын
মেঘনাদ সাহার একই স্কুলের ছাত্র নব গোপাল দাস,পরবর্তী সময়ে যিনি, I.C S.হয়েছিলেন ততসহ অক্সফোর্ড থেকে ইকনমিক্স এ গবেষণা করছিলেন তার সম্বন্ধ এ কিছু জানতে চাই।সম্ভবত তিনি ছিলেন একমাত্র ডক্টরেট I.C.S. নমস্কার নেবেন।
@trideebsundarsikdar3071
@trideebsundarsikdar3071 Жыл бұрын
Amio, apnar madhyome protibad janalam.
@manikadeb292
@manikadeb292 Жыл бұрын
অসাধারণ ব্যাখ্যা। 🙏🙏🙏
@akhterulalam2138
@akhterulalam2138 Жыл бұрын
ভারতীয়দের নোংরামী যে শুধু এখনকার নয় তা আবারো প্রমাণিত হলো ৷ আর ভিলেন হিসাবে উপস্থাপন করা হলো একজন মুসলিমকে ৷ এখানেও প্রকাশ পেলো তাদের উগ্রসাম্প্রদায়িক মনোভাব ৷ ধিক্কার জানাই তাদের প্রতি ৷৷
@gorachanddhara5072
@gorachanddhara5072 Жыл бұрын
অসাধারণ প্রতিবেদন 👌👌👌
@susmitabanerjee3273
@susmitabanerjee3273 Жыл бұрын
এই সব লোক যারা ইতিহাস কে বিকৃত করে সন্মানীয় ব্যাক্তি দের অপমান করে। তাদের উপযুক্ত শাস্তি হয়া উচিত
@Captainscot124
@Captainscot124 Жыл бұрын
Splendid research. ..appreciated brother.. May god bless u
@anupamdas6400
@anupamdas6400 Жыл бұрын
অতন্ত্য সুন্দর একটি উপস্থাপনা, আমরা
@tapanmandal4561
@tapanmandal4561 Жыл бұрын
Excellent Information Thanks 🙏🙏🙏🙏🙏
@radhagobindasaha6906
@radhagobindasaha6906 Жыл бұрын
Awesome. A valuable presentation.
@animeshmajumder7192
@animeshmajumder7192 Жыл бұрын
Salute scientists Meghanad shaha . Jawaharlal Nehru never wanted to cradit of Bengali society . Most of Bramhin also followed him because he(J.N.)was bramhin named by caste
@kashemmondal3306
@kashemmondal3306 Жыл бұрын
কি দুর্ভাগ্য আমাদের। আজ ও আমরা জাত পাতের বেড়াজালে আবদ্ধ। নিষ্পেষিত।
@samsujjoha7934
@samsujjoha7934 Жыл бұрын
Very excellent your program
@tapasghosh1578
@tapasghosh1578 Жыл бұрын
মেঘনাথ সাহা মেঘের আড়ালেই থেকে গেলেন। 🙏🙏🙏🙏🙏
@ChhayaMookherjee-uz5cy
@ChhayaMookherjee-uz5cy Жыл бұрын
অনেক অনেক অনেক শ্রদ্ধা জানাই, ইনি ঈশ্বরের অবতার .
@snag434
@snag434 Жыл бұрын
বিজ্ঞানী মেঘনাদ সাহা সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম যা আমার কাছে অজানা ছিল
@binoybhushansaha8683
@binoybhushansaha8683 Жыл бұрын
এখনও যদি জাতিবেদ প্রথা বন্ধ না হয় তবে এমন অনেক ভারতের বুদ্ধিমান সন্তান হারিয়ে যাবে।
@St4321d
@St4321d 5 ай бұрын
Dada jatibhed k banchiye rekhe ki take tola sombhob?😊
@ajaykarmakar1155
@ajaykarmakar1155 Жыл бұрын
মেঘনাদ সাহা কে আমার প্রণাম
@sanjibmondal871
@sanjibmondal871 Жыл бұрын
Dada asonkho dhanyabad,apner jonno anek ajana taththo jante parchi
@pradipsaha5765
@pradipsaha5765 Жыл бұрын
Meghnad saha the great ..........
@castetraitor
@castetraitor Жыл бұрын
ajker dine saha ra ki erom ki6u kore dekhate parbe?
@tridibmondal5731
@tridibmondal5731 Жыл бұрын
মেঘনাদ সাহার ব্যক্তিত্ব অসাধারণ
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 32 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН