Рет қаралды 83
শ্রী সৌরভ দেবনাথ মহাশয়ের (নৃত্য শিক্ষক) প্রচেষ্টায় ২০ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যায় আনন্দমঠ হাই স্কুল (ইছাপুর) মাঠে একটি শুভ নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে অনেক শিশু- কিশোর শীল্পীরা তাদের কলা-কূশলীর নমুনা দেখিয়েছে যা অসাধারন, অসামান্য। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মহামূল্যবান সময়ের কিছুটা নষ্ট করে এই অনুষ্টানটির দেখার জন্য। সাথে দু-হাত তুলে এই সব কলা-কুশলীদের আশীর্বাদ করার অনুরোধ রইল। আপনাদের যাদের ছেলে- মেয়ে কে নৃত্য শেখাতে চান তাদের কাছে সৌরভ মহাশয়ের ফোন নাম্বার টা (7003223016) দিলাম, মনে হলে যোগাযোগ করে নিতে পারেন। নমস্কার,দেবব্রত সাহা