আলহামদুলিল্লাহ বেশ উপকৃ হয়েছি আলোচনা থেকে। সোহাগ ভাইয়ার পডকাস্টে যে আমার একটু বেশি ভালো লাগে, ফিলোসফি অফ লাইফ নিয়ে কথা বলা। জীবন ও দর্শনকে জীবনের নানান পর্যায় থাকে দেখার চেষ্টা করাটা❤
@kamrul-l3s2 күн бұрын
সোহান ভাই এবং সোহাগ ভাই আপনাদের মত যাদের কি দেখলাম তাদের থেকে একটা কমন জিনিস সেখার আছে তা হল তারা অনেক পড়া লেখা করে । আজকে একটা জিনিস শিখলাম তাহল সকালের সময় টা হল নিজেকে ডেভলপ করার আদর্শ সময়।
@mdfrahim916Күн бұрын
আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাদের দুজনকে, আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দেয়ার জন্য। এই আলোচনা হতে আমি যা শিখলাম ১. মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হবার জন্য এবং সমাজে অদান রাখা করার জন্য একজন গোছানো মানুষ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ২. শুধু নিজের জন্য না সমাজ এবং দেশের প্রতি দায়িত্বশীল হওয়া খুবই জরুরী। ৩. উদ্যোক্তা হতে হলে শুরু করা যেমন গুরুত্বপূর্ণ ঠিক সেটাকে সফল করতে হলে প্রাসঙ্গিক জ্ঞান অর্জন এর যাত্রা টা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ।
@md.rafiuzzamannisat6112 күн бұрын
মহান আল্লাহর কাছে স্যারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। আমিন।
@torioislam59722 күн бұрын
মাশাআল্লাহ, অনেক কিছু শেখার আছে। একজন ভালো উদ্যেক্তা জন্য তাড়াতাড়ি ঘুমানো ও সকাল সকাল উঠা। নিজের ইমপ্রোভ জন্য ২/৩ ঘন্টা প্রতি দিন সময় ব্যয় করা। ধর্ম চর্চা করা ও ভদ্র হওয়া এবং মানুষের সাথে কোলাবোরেশান ভালো দক্ষ থাকা etc.
One of my most favourite person Mr. Shuhan sir. As well i was an engineer of REVERIE POWER. I feel very proud. Best wishes REVERIE POWER and wish my mentor Mr Shuhan sir.
@Behappy00082 күн бұрын
Where are you working right now sir?
@raselahmedtopu227Күн бұрын
@Behappy0008 currently not working due to higher education. Reverie is the best and peaceful work station in my entire life.
@FahadHossen-qe1uh16 сағат бұрын
@@raselahmedtopu227 i am working
@bismillahcomputerandtraini1699Күн бұрын
আজকের প্রগ্রামে যে বিষয় গুলো আমরা জানতে পারলাম তা খুবই গভিরের কথা ,দু দা পয়েন্ট এ সোহাগ ভাইয়া প্রশ্ন করছিলেন ভাবছিলাম গেস্ট হইতো রেগে যাবেন । কিন্তু তিনি না রেগে ভিতরের কথাগুলো সহজেই বলছিলেন । বার বার পার্টনার সিপের কথা বলেছিলেন। আসলেই এতগুলো মানুষের মতের মিল হওয়াটা কঠিন বলে মনে হয় আমাদের কাছে এজন্য আমরা একা একা চেষ্টা করি। কিন্তু এনাদের মত মানুসিকতাই এনাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। এই আলোচনা থেকে আমাকে মানুষিকতার বিষয়টা বেশ নারা দিল। ধন্যবাদ আমার আইডল সোহাগ ভাইয়াকে এত কাজের মধ্যে কিভাবে যে উনি এই ধরনের প্র্রগ্রামে উপস্থাপনার সময় বের করেন আমার তা অজানা রয়ে গেল।দোয়া ও শুভ কামনা রইলো এ ধরনের মানুষদের যারা অন্যদের ভালো সপ্ন দেখায়।
@tajulislamtaj7362 күн бұрын
আজকের সেশনে প্রশ্ন অনেক বেশি হওয়ায় নির্দিষ্ট কোনো বিষয়ে দৃষ্টিপাত করাটা একটু কষ্টই বটে। তদপুরী আমার যা মনে হয়েছে। এ যাবৎকালে সফল উদ্যোক্তাদের প্রথম মটিভ দেখতাম; সমাজের একটা বিষয়কে বিবেচনায় নিয়ে সে অনুযায়ী তাদের কর্মপন্থা অবলম্বন করে। যেহেতু সমাজের কোনো একটা অংশের ঐ পন্য বা সার্ভিসটা প্রয়োজন তাই সেই অংশের দ্বারা উদ্যোক্তা তার সফলতার মুখ দেখতো। কিন্তু আজকের বিষয়টা একটু ভিন্ন যদিও উনি প্রথম অবস্থায় জনগনের দেওয়া ট্যাক্সের টাকায় পড়ালেখা করে সমাজ বিনির্মানে তার উদ্যেগ রাখার অভিপ্রায় জানিয়েছেন।তারপরও তার উদ্যোক্তা হওয়ার জার্নিতে সমাজের নির্দিষ্ট কোনো অংশ টার্গেট ছিলো না। বরং শুধুমাত্র একটা ব্যবসা দাড় করানোর যে চেষ্টা আলহামদুলিল্লাহ তারা সেখানে সফল হয়েছে। আমার যা নেওয়া এই গল্প থেকে সেটা হচ্ছে। নবিজী (সাঃ) ব্যবসাকে হালাল করেছেন এবং কেউ যদি শুধু ব্যবসা করার নিয়তেই কিছু শুরু করে এবং তা যদি হয় হালাল। ইনশাআল্লাহ বারাকাহর মালিক আল্লাহ তাকে সফল করে দিবে। অতপর প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সমাজ,রাষ্ট্র সেখান থেকে বেনিফিসিয়ারি হবে।
@Sandra-t7b2x10 сағат бұрын
Halal na legal hoite hobe ei Halal haram korei oneke ghush durniti kore ar mokka jeye nije ke pobitro kore ekta Halal kaj illegal hoile desher onek khoti hoite pare ar ekta haram kaj legal hoile desher onek labh ante pare
@MdAnisurRahmanRajib2 күн бұрын
Both of my favourite person Sohag bhai & Sohan bhai..Salute
@tauhidbd2 күн бұрын
আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখলাম।এরকম আলোচনা আরো চাই।
@muhammad-emdad-rony2 күн бұрын
First View may be.
@md.rakibshah2632Күн бұрын
১। একজন ব্যবসায়ীকে এথিক্স এর জায়গা থেকে স্ট্রং থাকতে হবে। ২। স্যাক্রিফাইসিং মেন্টালিটি কৃতজ্ঞতা বোধ, মানুষের প্রবলেম সমাধানের ইচ্ছা ব্যবসায় দীর্ঘমেয়াদি সফলতার জন্য গুরুত্বপূর্ণ। ৩। মানসিক বা আত্মিক প্রশান্তির জন্য ধর্মের কাছাকাছি আসার কোন বিকল্প নেই। ধার্মিক ব্যক্তি প্রকৃত সুখী মানুষ।
আজকের ep থেকে যেসব শিক্ষা পেলাম - ১. ব্যাবসায়ের ক্ষেত্রে ভালো মনমানসিকতার partner লাগবে। ২. leadership এর ক্ষেত্রে অনেক কিছুই sacrifice করতে হবে। ৩. আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ৪. employees নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ৫. Risk taking tendency থাকা। ৬. Brand establishment এ focus দেয়া। ৭. workers দের উপর ভরসা রাখতে হবে.... ৮. Vendor দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। ৯. leadership quality is must. ১০. time management এর ক্ষেত্রে সচেতন হতে হবে। ১১. focus and believe 😅
১. পার্টনারশিপ বিজনেসে ভালো করতে হলে স্যাকরিফাইসিং মাইন্ড থাকতে হবে। ২. সঠিক Employee নির্বাচন করতে হবে। ৩.কাজের ক্ষেত্রে যাদের লিডারশিপ ক্যাপবিলিটি বেশি তাদের সাথে চলতে হবে। ৪.বিজনেস কেন ফেইল হয় তা জানতে হবে। আবার ফেইলের চিন্তা করে সবসময় সেইফ খেলা যাবে না। রিস্ক নিতে হবে। ৫. বিজনেসের ইকোসিস্টেমে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে।
@ShayokhAhmed-j2yКүн бұрын
Good entrepreneurs is obviously a good leader.আমি আসলে এখানে লিডারশিপ কেই একটু গুরুত্ব বেশি দিতেছি ।leadership quality, first of all 1. Positive attitude 2. Confidence 3.voice level 4. How to talk? 5. Hand movement 6. Eye contact 7. Sacrifice All of this quality lead a leader. A good leader is a good follower also. So, to be a entrepreneurs you must lead a leadership quality.
@shahjalalhossain-y6v2 күн бұрын
You are great sir!!!!❤❤
@tazkiavoice22 сағат бұрын
সোহাগ ভাইয়ের পিছনে, রকমারি লোগোর সাথে যে বইটা দেখা যাচ্ছে, ওইটার নাম কি কেউ জানাতে পারবেন প্লিজ? 😊
@mariaakter56402 күн бұрын
Nice conversation.
@MdAlomgir-k1b2 күн бұрын
very good
@hqpcmOFFICIAL2 күн бұрын
বারাকাল্লাহ
@AzharulIslam-i3iКүн бұрын
আপনার রিয়েল এস্টেট কোম্পানির নাম কি
@MdSaifulIslam-rf5rjКүн бұрын
sir,ami coach kanchon sir er podcast e comment korechi.ami ki award pabo?please,janaben.
@sibbirrahman66662 күн бұрын
❤❤❤❤❤
@takimmallick45422 күн бұрын
To become a successful entrepreneur, choose an exceptional and demanding sector.
@MusaddikAlam-x4lКүн бұрын
2024 সাল শেষ অফার এখনো পাইনি প্রতি পর্বে তিন জনকে পুরস্কার দেয়া হয়😀
@akash65-m8r19 сағат бұрын
29:46 Sound
@asifmatin12 күн бұрын
একজন আমার ডিপার্টমেন্ট সিনিয়র আর একজন জুনিয়র। এক সময় দেখা হত কথা হত। আহা দেখলেও ভাল লাগে।
@ratulhasan3512 күн бұрын
😮 🙂
@kingfaysal95682 күн бұрын
nice
@ekaka73312 күн бұрын
মিনি গার্মেন্টসে একজন পার্টনার আবশ্যক
@ashrafulislam90272 күн бұрын
আপনার অফিস কোথায়?
@ekaka73312 күн бұрын
@@ashrafulislam9027 মাওনা শ্রীপুর গাজীপুর
@ekaka73312 күн бұрын
মাওনা শ্রীপুর গাজীপুর
@OfficialIbrahim-q9c2 күн бұрын
আমি পাবো কি।
@farhanabegum9287Күн бұрын
🤍🤍🤍
@LearnBangla1002 күн бұрын
Second view
@poribortito_akash2 күн бұрын
আদানীর পাওয়ারে ফুলে ফেপে উঠেছে বড়ভাই।
@MalHama-to3jzКүн бұрын
ভাই সবসময় রাজনীতি বালনীতি নিয়েই ব্যস্ত থাকা চলেনা
@poribortito_akashКүн бұрын
@@MalHama-to3jz বড়ভাইকে রেস্পেক্ট করি, উনি যা অর্জন করেছেন, যা কিছু জানেন আমি তার কিছুই জানি না। কিন্তু ফুলেফেপে উঠার জন্য এরকম ভাগ্য লাগে, তাই যেটা সত্য বললাম।
@MdSaifulIslam-rf5rjКүн бұрын
sir,ami coach kanchon sir er podcast e comment korechi.ami ki award pabo? please,janaben.