Рет қаралды 23,509
২৪ ব্যাচের ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, আর বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, আমি গত ৫ বছর ধরে কিছু সাধারণ ভুল শিক্ষার্থীদের মধ্যে দেখে আসছি। এর মধ্যে অনেক ভুল আমি নিজেও করেছি, আর দুর্ভাগ্যবশত, যদি এই ভুলগুলো না করতাম, তবে হয়তো BUET-এর ভর্তি পরীক্ষায় আমার র্যাংকিং আরও ভালো হতো।
মনে পড়ছে সেই মিমের কথা, "I guide others to the treasure that I couldn’t get." তাই, আমি এই ভিডিওতে ৫টি common mistake শেয়ার করব, যা প্রায় প্রতিবারই ভর্তি প্রক্রিয়ায় ঘটে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা বিশ্ববিদ্যালয় প্রার্থীর একজন হয়ে থাকেন, তবে অবশ্যই এই ভিডিওটি দেখবেন।