এই নেতাজি অচেনা? অজানা? নাকি সবটাই জানতেন? আপনার মত কি?

  Рет қаралды 118,168

Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা

Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা

Күн бұрын

Пікірлер: 615
@sukumarchakraborty3039
@sukumarchakraborty3039 2 жыл бұрын
নেতাজী সম্বন্ধে জানা অজানা যা কিছুই যখনই আলোচনা হয় তখনই নস্টালজিয়া হয়। প্রান ভরে যায়, তাই আপনার এই পর্বটা প্রান ছুঁয়ে গেল নেতাজীর প্রসঙ্গ আর আপনার উপস্হাপনার যুগপত্ মেলবন্ধনে। অনেক ধন্যবাদ এই পর্বের জন্য।
@kaberidas9527
@kaberidas9527 Жыл бұрын
এই তথ্যগুলো জানা তবুও বার বার শুনতে ভালো লাগে আর মনে হয় আমাদের দেশে এই একজন ই নেতা ছিলো আছে আর থাকবে ।আর সবতো ........
@krishnaganguli8498
@krishnaganguli8498 Жыл бұрын
কিছু জানতাম, কিছু জানতাম না কিন্ত সব শুনলাম নতুনের মতো। মন্ত্রমুগ্ধ। জয় হিন্দ।
@diptikumarbhattacharjea6375
@diptikumarbhattacharjea6375 2 жыл бұрын
অসাধারণ তথ্য, সুচারু গ্রন্হনা, অপূর্ব বাচনভঙ্গি। বাঙালির স্বাভিমান উস্কে দিতে একা নেতাজিই যথেষ্ট। পৌলমীর প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।
@megha-eb3it
@megha-eb3it 2 жыл бұрын
গুণছিলাম প্রথমে। তারপর এই মহামানবের কথা শুনতে শুনতে ভুলে গেলাম। উনি দীর্ঘজীবি হয়ে থাকুন আমাদের মননে, কর্মে, আদর্শে।
@pralaybiswas605
@pralaybiswas605 2 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@sibaprasadsengupta3420
@sibaprasadsengupta3420 2 жыл бұрын
অধিকাংশই শুনিনি এই ভেবে লজ্জিত বোধ করছি। আপনাকে এই পরিবেশনার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
@palashsen7848
@palashsen7848 2 жыл бұрын
এখানে জানা বা অজানার কোন স্থান নেই। নেতাজির প্রত্যেকটা তথ্য সব সময় নতুন ভাবে আমাদের কাছে উপস্থাপিত হয়। প্রত্যেকটা শব্দ আর প্রত্যেকটা তথ্য নেতাজি কে আবার নতুন করে আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে এই তথ্য উপস্থাপনা করার জন্য। শুভ জন্মদিন নেতাজি। নেতাজি আপনি সব সময় আমাদের মধ্যে আছেন এবং থাকবেন। সহশ্র সহশ্র প্রণাম আপনার। 🙏🙏🙏
@a_bohemian_soul
@a_bohemian_soul 2 жыл бұрын
বাসন্তী দেবীর ঘটনা শুনতে শুনতে চোখের কোণে জল চলে এল। সুভাষ দীর্ঘজীবী হন 🙏🏻 উনি ছিলেন আছে থাকবেন, আমাদের মননে, কর্মে, আদর্শে ।
@kalyankumarpal2525
@kalyankumarpal2525 2 жыл бұрын
আপনার দীপ্ত বাচনভঙ্গিতে সুভাষ চন্দ্রকে নিয়ে প্রতিবেদনটা বেশ ভালো লাগলো। বেশিরভাগই অজানা। আমরা বাঙ্গালীরা বিশেষ করে এই প্রজন্ম বর্তমান রাজনৈতিক দোলায় নেতাজীর আদর্শের অনেক কিছুই জানে না বা ভুলতে বসেছে। সে ক্ষেত্রে ‌ তাঁকে ঘিরে এইসব তথ্য পরিবেশন উপযোগী।
@ArupDas-mo8hr
@ArupDas-mo8hr 2 жыл бұрын
অসাধারণ। অনেক কিছুর সঙ্গে আরও একটা জিনিষ শুনে অবাক হলাম, সেদিনের সেই আনন্দ বাজার এর সঙ্গে আজকের আনন্দ বাজারের কি ভীষণ ফারাক হয়ে গেছে। ভাবলেই কষ্ট হয়।
@souradipchakraborty7816
@souradipchakraborty7816 2 жыл бұрын
ঠিক বলেছেন।
@srimatimukherjee9593
@srimatimukherjee9593 11 ай бұрын
Your valuable points about Netaji are noted.We knew almost all.But why have you not mentioned about Gumnaami or Bhagawanji of Faizabad.It is already proved by the researchers Chandrachur Ghosh and Anuj Dhar.Pl.go through the book Conundrum written by them.We expect your next episode about Netaji who lived in UP for almost 30 years after the so-called plane crash.
@indraadi
@indraadi 8 ай бұрын
তার কারণ এখন আনন্দবাজার চালান অভিক সরকার নামক এক চাটুকার।
@skansarali6439
@skansarali6439 2 жыл бұрын
দিদি অসাধারণ কথা অনেক অজানা ইতিহাস জানতে পারলাম। নেতাজী সুভাষচন্দ্র বসু যুগ যুগ ধরে আমাদের দেশের রত্ন।
@krishnachakraborty8632
@krishnachakraborty8632 2 жыл бұрын
নেতাজী সুভাষ চন্দ্র বসুর শুভ জন্মদিনে ওনাকে জানাই অনেক অনেক শ্রদ্ধা🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 । খুবই ভালো লাগলো আজকের পর্ব। সব জানা ছিলো না। কিছু কিছু জানতাম।
@niharbasu6004
@niharbasu6004 2 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা তথ্যমূলক প্রতিবেদন পরিবেশনার জন্য। আমার জন্ম ১৯৪৪ সালে। তখনও নেতাজী ব্রিটিশের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ভাবলেই এখনো চোখে জ্ল এসে যায়। আর ভাবি এখনকার শাসকদলের নেতা মন্ত্রীরা নেতাজীকে বিভিন্ন বিষয়ে অনবরত অবজ্ঞা করে চলেছে। ধিক ধিক বাঙ্গালী।
@muraribhattacharjee6474
@muraribhattacharjee6474 Жыл бұрын
অসাধারণ ধন্যবাদ আপনাকে গুম নামী বাবা সম্পর্কে জানতে চাই ❤❤❤
@niharranjanpaul6588
@niharranjanpaul6588 2 жыл бұрын
আপনি এতো সুন্দর বলেন।আজকের পর্বটির জন্য অনেক ধন্যবাদ জানিয়েও বলছি,একটু ধীরে বললে ভালো হত।অনেক জানা কথার মধ্যেও অন্তত তিনটি অজানা কথা জানলাম।বাঁকুড়ার চেয়ারটির কথা মনকে ভীষণ নেড়ে দিল।আপনাকে অশেষ ধন্যবাদ।
@chanchalchattopadhyay9408
@chanchalchattopadhyay9408 2 жыл бұрын
খুব ভালো লাগলো, ভীষণ তথ্য মূলক পর্ব, যার বেশীর ভাগই আমার অজানা, আমি সম্মৃদ্ধ হলাম l পর্ব টার জন্য অনেক ধন্যবাদ l
@tamalchatterjee3441
@tamalchatterjee3441 2 жыл бұрын
অনেক গুলো জানা থাকলেও বেশিরভাগই ঠিক মতো জানা ছিলো না। ধন্যবাদ মা আমার। তুমি দীর্ঘজীবী হও। জয় হিন্দ।
@harakrishnahararama2621
@harakrishnahararama2621 2 жыл бұрын
ধন্য আমরা ধন্য দেশ বাসী আমাদের সকলের প্রিয় নেতাজী সুভাষ চন্দ্র বসুকে পেয়ে। নেতাজী সুভাষ চন্দ্র ছাড়া ভারতের স্বাধীনতা চিন্তাই করা যায় না। জয় হিন্দ , বন্দে মাতারম ভারত মাতা কি জয়।
@sounavchaudhuri4057
@sounavchaudhuri4057 2 жыл бұрын
, not a single.
@susmitamitra8274
@susmitamitra8274 2 жыл бұрын
অদ্ভুত সংযোগ! গত পরশু নেতাজীর জন্মদিনে আমরা "গীতসুধা" গানের দল পঞ্চকবির দেশাত্মবোধক গান গেয়েছি, তাতে নজরুলের "দুর্গম গিরি" গানটাই ছিল! প্রণাম নেতাজীকে!🙏
@amiyapal7978
@amiyapal7978 2 жыл бұрын
নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম দিনে সকলকে জানাই অভিনন্দন...... আজকের পর্বের জন্য জানাই অজস্র ধন্যবাদ | হয়ত প্রচআরিত ঘটনাক্রমের 10% ও জানতাম না।
@swapanchattopadhay6539
@swapanchattopadhay6539 2 жыл бұрын
অনবদ্য।অতিব প্রাঞ্জল উপস্থাপনা এবং অতিব সুন্দর কন্ঠস্বর। এগিয়ে চলার পথে অনেক অনেক শুভকামনা রইল।
@sumitsarkar5820
@sumitsarkar5820 2 жыл бұрын
আপনি এবং আপনাদের এই কাজ দীর্ঘজীবি হোক। সবটাই নতুন লাগল।
@bivashmondal6456
@bivashmondal6456 2 жыл бұрын
অসাধারণ প্রতিবেদন।। আপনার দীর্ঘায়ু কামনা করি।।
@minaghoshal887
@minaghoshal887 2 жыл бұрын
হটাৎ করেই যদি এই কথাগুলো ওঠে,বারে বারে শুধু প্রাণ ভরে যায়। খুব সুন্দর এই পর্ব।👍👍👍👍👍💕💕
@dibyadipankarroy
@dibyadipankarroy 2 жыл бұрын
পরাধীন দেশের রাজদ্রোহী, মুক্তিপথের অগ্রদূত...
@anupknandy3063
@anupknandy3063 2 жыл бұрын
খুব সুন্দর হয়েছে পর্বটা। ছোটবেলা থেকে নেতাজীকে নিয়ে অনেকের অনেক আলোচনা শুনেছি। " আমি সুভাষ বলছি " তেও এত খবর পাইনি। বেশিরভাগ ঘটনাই জানা ছিল না। অনেক ধন্যবাদ।
@suvrasen1053
@suvrasen1053 Жыл бұрын
অনেক না জানা ঘটনা জানতে পারলাম। অসম্ভব সুন্দর বাচনভঙ্গি তোমার। আবার নির্ভীক-ও বটে। এভাবেই চলতে থাকো তুমি। অনেক শুভকামনা রইলো ❤❤
@nilaykumarbhattacharya4593
@nilaykumarbhattacharya4593 2 жыл бұрын
দারুণ লাগলো।৫/৬ টি ছাড়া সব তথ্যই নুতন ও অসাধারণ। দেশনায়ককে প্রনাম।
@soumenmukherjee755
@soumenmukherjee755 2 жыл бұрын
আজকের পর্বটা খুবই ভাল লাগল।আজকের দিনটাই যেন অন্যরকম।জয়হিন্দ।
@goutammandal3919
@goutammandal3919 2 жыл бұрын
খুব সুন্দর হয়েছে, এই এরকম ভাবে যে কোন স্বাধীনতা সংগ্রামী জন্মদিনে ওনার সম্বন্ধে বললে ভীষণ ভাবে উপকৃত হবো ।
@bhramarmazumdar3793
@bhramarmazumdar3793 2 жыл бұрын
শুধু বলি অসাধারণ!অসাধারণ এই প্রতিবেদনটি!!
@dipankarrahut9678
@dipankarrahut9678 2 жыл бұрын
সুন্দর উপস্থাপন দিদিভাই। প্রত্যেক নাগরিকের এই তথ্যগুলো জানা খুবই দরকার। সমৃদ্ধ ইতিহাস না জানার জন্যই আজ রাজ্য, দেশের এই হাল। নেতাজীর অনু পরমাণু ও যদি আজকের নেতাদের মধ্যে বিদ্যমান থাকে, তাহলেই তো ভাই সোনার ভারত। সে আশার আলো তো আলেয়া হয়ে দাঁড়িয়েছে।
@abhijitroychoudhury386
@abhijitroychoudhury386 2 жыл бұрын
সব নুতন তথ্য অসাধারণ, চমৎকার জয় হিন্দ নেতাজি
@kalusk3640
@kalusk3640 2 жыл бұрын
নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে, অনেক লেখকের লিখা বই থেকে তুলে ধরলেন, এত বিষয় জানার ছিল না, অশেষ ধন্যবাদ,
@sanjitchatterjee5995
@sanjitchatterjee5995 2 жыл бұрын
Khub sundor laaglo. Anek ajana katha Netaji Subhas sambhonde jaante parlam. Apnake ashes Dhanbad.
@amitavadhar4223
@amitavadhar4223 2 жыл бұрын
অসাধারণ, শুনতে শুনতে গুনতে ভুলে গেছি যে কটা জানি।
@DPattanaik59
@DPattanaik59 Жыл бұрын
Yeah!! Same here.
@sukumarnath7340
@sukumarnath7340 2 жыл бұрын
উপস্থাপনা সত্যিই খুব সুন্দর। অনেক অজানা তথ্য জানা গেল।
@shankardasgupta817
@shankardasgupta817 2 жыл бұрын
সত্যি কথা বলতে কি একটা তথ্যও জানা ছিল না খুব সুন্দর হয়েছে আপনার উপস্থাপন, তথ্যগুলি সংরক্ষণ করে রাখার মতো।
@manaspaul3765
@manaspaul3765 2 жыл бұрын
দারুন লাগলো দিদি, মহাপ্রাণ দেশনায়ক এর জন্মজয়ন্তী তে তাঁকে এইভাবে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তোমাকে আন্তরিক কৃতজ্ঞতা। অনেকগুলো তথ্য ই জানলাম। ধন্যবাদ 🙏। নেতাজী দীর্ঘজীবী হন, জয় হিন্দ।
@jagannathbasu1642
@jagannathbasu1642 2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ, আপনার আন্তরিক উপস্থাপনা একজন মহামানব কে নুতন ভাবে জানতে সাহায্য করলো 🙏🏻
@tofiqulislam8182
@tofiqulislam8182 2 жыл бұрын
বাপরে বাপ একদম মন্ত্র-মুগ্ধ মতন আপনার কথাগুলি শুনলাম খুব ভালো লাগলো। একদম মেশিন গানের মতন চালিয়ে গেলেন দিদি
@somalisarkar366
@somalisarkar366 2 жыл бұрын
খুব ভালো লাগলো,এই ধরনের প্রতিবেদন আরও হোক
@goutamsen2502
@goutamsen2502 2 жыл бұрын
অসাধারণ প্রতিবেদন, ধন্যবাদ আপনাকে। 50% জানা, বাকিটা জেনে গেলাম আপনার সৌজন্যে। অসংখ্য ধন্যবাদ।
@debasishghosh673
@debasishghosh673 2 жыл бұрын
দুর্দান্ত পৌলমী ! সবথেকে সুন্দর শ্রদ্ধার্ঘ ! জয় হিন্দ !
@durgaghosh2530
@durgaghosh2530 2 жыл бұрын
খুবই সুন্দর প্রতিবেদন ও উপস্থাপনা ! বেশির ভাগ তথ্যই অজানা ছিল ! ভাল থাকবেন I জয়হিন্দ !
@NIMAICHATTOPADHYAY
@NIMAICHATTOPADHYAY Жыл бұрын
ভীষণ , ভীষণ সুন্দর উপস্থাপনা ।
@krishnapadapal6881
@krishnapadapal6881 2 жыл бұрын
Khub sundor laglo didi 👌👌🙏🙏pranam Janai arokom Mohan Dhas vokto Manus tika 🙏🙏🙏jai hind 🙏💝
@rajubhoumik6822
@rajubhoumik6822 2 жыл бұрын
দারুণ, জানা হলেও অজানা ছিল সময়ের পরিবর্তনে।
@palak2020
@palak2020 2 жыл бұрын
অসাধারণ 🙏 অনেক ধন্যবাদ এই এপিসোড এর জন্য
@sankuban
@sankuban Жыл бұрын
অনন্য সাধারণ একটি পর্ব। 👏
@subhashmodak917
@subhashmodak917 2 жыл бұрын
সবগুলোই প্রথম শুনলাম। অনেক ধন্যবাদ তথ্যে সমৃদ্ধ করার জন্য....
@CHANDAGHOSH-oi8nf
@CHANDAGHOSH-oi8nf 2 жыл бұрын
গায়ে কাঁটা দিচ্ছিল যখন তোমার কথা গুলো শুনছিলাম।। খুব ভালো লাগলো দিদি ❤️❤️❤️❤️
@sitamukherjee7070
@sitamukherjee7070 9 ай бұрын
অসাধারণ প্রতিবেদন । প্রায় সব কটি তথ্য জানা ছিল
@abhijitghosal537
@abhijitghosal537 Жыл бұрын
খুব ভালো প্রতিবেদন। সব কথাই অজানা ছিল।
@26priyansubiswas13
@26priyansubiswas13 2 жыл бұрын
মনটা খুশিতে ভরে উঠল। খুব খুব ভালো লাগলো।👍👍
@arunkusari3526
@arunkusari3526 2 жыл бұрын
চমৎকার। ছয় সাত টা জানতাম। আজ সকাল বেলায় নেতাজী জয়ন্তী তে পতাকা উত্তোলন করতে গিয়ে বক্তৃতা করে ছিলাম জয়হিন্দ, দিল্লী চলো, নেতাজী নাম করন এইসব। আর আজসকাল সাতটায় আপনার কমেন্টস এ এই তথ্য গুলো পেলাম। ধন্যবাদ।
@zontydebojyotichanda3561
@zontydebojyotichanda3561 2 жыл бұрын
দারুন দারুন জয় হিন্দ নেতাজি সুভাষ জিন্দাবাদ
@avikbasu4546
@avikbasu4546 2 жыл бұрын
অসাধারণ দিদিভাই।মহামানবের সম্বন্ধে যত শুনব ততই অন্তরে শক্তি জাগ্রত হয়। জয়তু নেতাজী,জয় হিন্দ।🙏🙏🙏🙏 ভালো থাকুন দিদিভাই❤️❤️❤️❤️
@soumendranathghosh6447
@soumendranathghosh6447 2 жыл бұрын
অসম্ভব মূল্যবান তথ্য অনেক ধন্যবাদ
@snasipuri
@snasipuri 2 жыл бұрын
Onek onek Dhonnyobad Poulomi and Team. Jai Hind!!
@somadey3620
@somadey3620 2 жыл бұрын
খুব ভালো লাগলো এতো গুলো অজানা তথ্য জানতে পেরে। ধন্যবাদ। জয় হিন্দ।
@tapashmajumder9505
@tapashmajumder9505 2 жыл бұрын
জয়হিন্দ মহাশয়া ! আজকের পর্ব অসাধারণ ।
@tarundas.2229
@tarundas.2229 2 жыл бұрын
অবিস্বরনীয় ‌..দারুন♥️♥️♥️♥️ জয় হিন্দ🇮🇳🇮🇳
@mahadib
@mahadib 2 жыл бұрын
ভালো লাগলো। সালাম ও শ্রদ্ধা নেতাজীর জন্য। ❣️
@animeshmukherjee6817
@animeshmukherjee6817 2 жыл бұрын
অনেক কিছু জানা থাকলেও পুনরায় শুনতে ভীষণ ভালো লাগলো, এবং যতক্ষণ শুনছিলাম ততক্ষণ চোখ মুছতে মুছতেই শুনছিলাম আর ফোপাচ্ছিলাম, ভালো থেকো বোন
@rabindranathpaul2925
@rabindranathpaul2925 2 жыл бұрын
উপস্থাপনা খুবই চমৎকার লাগল।
@akashdas6735
@akashdas6735 2 жыл бұрын
Jibon ta akhanei atke gelo..joy netaji amader bhogoban ❤️
@lipikadebnath9846
@lipikadebnath9846 Жыл бұрын
কিছু জানা কিছু অজানা ছিল। সব খুব ভালো লাগলো। 🙏🏻🙏🏻জয় প্রিয় নেতাজি 🙏🏻🙏🏻 12:23
@chandanpanda8951
@chandanpanda8951 2 жыл бұрын
বেশীরভাগই জানতাম না,অনবদ্য পরিবেশনার জন্য স্যালুট জানাই আপনাকে 🙏
@gopabanerji9725
@gopabanerji9725 2 жыл бұрын
অসাধারণ লাগলো শুনে....একটি দু টি ছাড়া সব ই প্রথম শুনলাম এবং সমৃদ্ধ হলাম 🙏🙏🙏
@jayantirakshit2326
@jayantirakshit2326 3 ай бұрын
I liked your narrative on Subhash Chandra Bose . It was concise& you touched every aspect of his life . Thanks
@nirmalyabagh7142
@nirmalyabagh7142 2 жыл бұрын
কোনো কথা বলার ভাষা আমার নেই শুধু ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@madhumitadutta4705
@madhumitadutta4705 2 жыл бұрын
সমৃদ্ধ হলাম। নেতাজীর কথা যেন অপার বিস্ময়। আমার ১৩ ও ১৫ নং জানা ছিল।
@madhusudanpaul3761
@madhusudanpaul3761 2 жыл бұрын
অনেক কিছুই অজানা তথ্য জানতে পারলাম, ধন্যবাদ🙏💕 আপনাকে। ভালো থাকবেন।
@kumudroy7322
@kumudroy7322 2 жыл бұрын
অসাধারন প্রতিবেদন ৷ জয় নেতাজী সুভাষচন্দ্র ৷
@souravbanerjee5270
@souravbanerjee5270 2 жыл бұрын
সুভাষচন্দ্র বসু দীর্ঘজীবী হন ।🧡🔥💚
@lopamudrabhattacharya3599
@lopamudrabhattacharya3599 2 жыл бұрын
Osadharon, NETAJI dirgho jibe hon
@tkr1145
@tkr1145 2 жыл бұрын
Unique episode .....baring a few , most of the ' gem of information ' were not known. Well done... thanks & best wishes.
@shyamalsom1379
@shyamalsom1379 2 жыл бұрын
A decent presentation on the Auspicious Day of Our Adorable Netaji Subhash Chandra Bose's 126th Birthday. Incidentally, the presentation incorporated some new information that remained out of knowledge to many of us and your initiative deserves many thanks. Perhaps this attempt is first one. It takes care of Value Additions on Netaji, mysteriously kept out of our reach deliberately by past Regimes as Grand Mischief. Thanks & well done.👍
@tapasroy39
@tapasroy39 2 жыл бұрын
গায়ে কাঁটা দিলো নেতাজীর সম্পর্কে কথা গুলো শুনতে শুনতে। 🙏🏻 জানাই আমাদের অতিপ্রিয় মহামানব এর চরণে।
@manashkantidas1048
@manashkantidas1048 2 жыл бұрын
আমি বাংলাদেশর চট্টগ্রাম থেকে লিখলাম। আপনি যা বল্লেন তা চমতকার। আমার বেশির ভাগই জানা ছিলো না।
@nilanjandutta935
@nilanjandutta935 2 жыл бұрын
Okhane netajir jonmodin palon hochhe na ??
@rahulghosh9528
@rahulghosh9528 2 жыл бұрын
@@nilanjandutta935 na
@mahadib
@mahadib 2 жыл бұрын
@@nilanjandutta935 নেতাজীর জন্মদিন নানা সংগঠন বাংলাদেশ এ পালন করেন। তবে সরকারিভাবে হয়না।
@manikdas4500
@manikdas4500 2 жыл бұрын
অসাধারণ একটা প্রতিবেদন। 🙏🙏🙏
@ambarnathchattopadhyaya6278
@ambarnathchattopadhyaya6278 2 жыл бұрын
দারুন তথ্য, দারুন উপস্থাপনা। খুব ভাল।
@debashisghosh3269
@debashisghosh3269 2 жыл бұрын
খুব ভালো লাগলো। বেশিরভাগ টাই অজানা ছিল। আপনাকে অশেষ ধন্যবাদ।জয় হিন্দ 🙏।
@amalkarmaker5311
@amalkarmaker5311 2 жыл бұрын
Expressing my sincere thanks to you for giving such a number of valuable informations about our most respected Netaji Subhash Chandra Bose....
@tusharsinha8786
@tusharsinha8786 2 жыл бұрын
কি অসাধারণ সংগ্রামী মনোভাব ও আত্মপ্রত্যয়ী ছিলেন নেতাজী সুভাষ। তাই এত বছর পরও সুভাষ ‌মানেই নিখাদ আবেগ। বাঙালি ধরে রাখতে পারবে এই ভালোবাসা শ্রদ্ধা ?
@roypratap4554
@roypratap4554 2 жыл бұрын
আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসাধারণ
@abdullahsardar4311
@abdullahsardar4311 2 жыл бұрын
অসাধারণ।জয় হিন্দ।
@debajyotibhattacharjee3357
@debajyotibhattacharjee3357 2 жыл бұрын
Out of 22 information, 8 is new for me. Thanks for additional 8 information. Very interesting presentation.
@pradipkumar1173
@pradipkumar1173 2 жыл бұрын
ওটেন সাহেব এর পরিবর্তন বিস্মিত করে, মনে হয় নিজেকে কিছুটা শুধরে নেয়ার চেষ্টা চালিয়ে গেছেন। ধন্যবাদ
@shyamalkumarghosh117
@shyamalkumarghosh117 2 жыл бұрын
খুব সুন্দর! অনেকগুলোই সাধারনের অজানা!
@rakhighoshshaw952
@rakhighoshshaw952 2 жыл бұрын
আজ সারাদিন যে টানাপোড়েন চললো রাজনৈতিক দল গুলার নেতাজী কে নিয়ে সেখান থেকে এ এক স্বস্তির পর্ব সম্মানের পর্ব ,,,আমাদের সবচেয়ে প্রিয় দেশ নেতার প্রতি শ্রদ্ধা ,, গোটা পাঁচ ছয় বাদে বেশির ভাগটাই অজানা ছিল ,,, জয় হিন্দ
@swapanghosh2713
@swapanghosh2713 2 жыл бұрын
আপনি খুব মূল্যবান তথ্য তুলে ধরেছেন । অনেক কিছু জানলাম । ছটার বেশী কিছু জানা ছিল না!
@jibankrishnaghosh5259
@jibankrishnaghosh5259 2 жыл бұрын
আপনার প্রতিটি আলোচ্য বিষয় খুবই প্রাসঙ্গিক ও তথ্যবহুল।কিছু বিষয় জানতাম তবে অনেককিছুই এতটা গুছিয়ে জানতাম না। এককথায় অসাধারণ ।
@priyanjanasarkar333
@priyanjanasarkar333 2 жыл бұрын
Oshadharon... er modhe matro 5 tai jana chilo.. tomake onek dhonnobad didi.. tomar porbo ami niyomito shuni... 🌸
@Atish.Sarkar
@Atish.Sarkar 2 жыл бұрын
অসাধারণ 🙏🏻 🙏🏻জয়তু নেতাজী🙏🏻
@mukteswardas1600
@mukteswardas1600 2 жыл бұрын
সুন্দর!অতি সুন্দর!! ♥🙏নেতাজির সব সুন্দর!তিনি সকলের সুন্দর!!জানার থেকে তিনি অজানাই বেশি!তাঁর ব্যক্তিত্ব আরও বেশি ভারী!🙏♥ ♥🌺🙏জন্মদিনের শুভেচ্ছা আর প্রনাম 🙏🕉️🌺♥♥
@agnikkundu8061
@agnikkundu8061 2 жыл бұрын
Humble tributes to the Patriot of Patriots... Thank you didi obeisance 🙏
@sunitikumarchatterjee9091
@sunitikumarchatterjee9091 2 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগলো। আমার এই এতখানি বয়েসেও মাত্র তিনটি বিষয় আগে জানতাম।
@haridasbhowmick9083
@haridasbhowmick9083 2 жыл бұрын
Asadharon, sunte sunte mugdha hoye galam. Poulomi, amon parbo aaro dekhte chai.
@bimalmukherjee4132
@bimalmukherjee4132 2 жыл бұрын
অতিমুল্যবান তথ্য জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। ওনার বিষয়ে যতই শুনি জানি ততই ভালো লাগে।
@sanjaykantihira9354
@sanjaykantihira9354 2 жыл бұрын
দারুন দারুন। অসংখ্য ধন্যবাদ।
@KKSaha-mt3vr
@KKSaha-mt3vr 2 жыл бұрын
সত্যি, কত অজানা তথ্য দিলেন। আমি তার মধ্যে মাত্র ৪ টে তথ্য জানতাম। অনেক ধন্যবাদ।
@rajibsaha8739
@rajibsaha8739 2 жыл бұрын
নেতাজি স্পেশাল পর্ব। স্পেশাল ইনফর্মেশন থাকবে তা তো স্বাভাবিক। দিদি আপনার প্রতিটা পর্ব খুব সুন্দর হয়।
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
গল্পপাঠ । আমি নেতাজীকে দেখেছি । I have seen Netaji by Narayan Sanyal
12:42
Hothat Jodi Uthlo Kotha / হঠাৎ যদি উঠল কথা
Рет қаралды 19 М.
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН