নেতাজী সম্বন্ধে জানা অজানা যা কিছুই যখনই আলোচনা হয় তখনই নস্টালজিয়া হয়। প্রান ভরে যায়, তাই আপনার এই পর্বটা প্রান ছুঁয়ে গেল নেতাজীর প্রসঙ্গ আর আপনার উপস্হাপনার যুগপত্ মেলবন্ধনে। অনেক ধন্যবাদ এই পর্বের জন্য।
@kaberidas9527 Жыл бұрын
এই তথ্যগুলো জানা তবুও বার বার শুনতে ভালো লাগে আর মনে হয় আমাদের দেশে এই একজন ই নেতা ছিলো আছে আর থাকবে ।আর সবতো ........
@krishnaganguli8498 Жыл бұрын
কিছু জানতাম, কিছু জানতাম না কিন্ত সব শুনলাম নতুনের মতো। মন্ত্রমুগ্ধ। জয় হিন্দ।
গুণছিলাম প্রথমে। তারপর এই মহামানবের কথা শুনতে শুনতে ভুলে গেলাম। উনি দীর্ঘজীবি হয়ে থাকুন আমাদের মননে, কর্মে, আদর্শে।
@pralaybiswas6052 жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে
@sibaprasadsengupta34202 жыл бұрын
অধিকাংশই শুনিনি এই ভেবে লজ্জিত বোধ করছি। আপনাকে এই পরিবেশনার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
@palashsen78482 жыл бұрын
এখানে জানা বা অজানার কোন স্থান নেই। নেতাজির প্রত্যেকটা তথ্য সব সময় নতুন ভাবে আমাদের কাছে উপস্থাপিত হয়। প্রত্যেকটা শব্দ আর প্রত্যেকটা তথ্য নেতাজি কে আবার নতুন করে আমাদের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে এই তথ্য উপস্থাপনা করার জন্য। শুভ জন্মদিন নেতাজি। নেতাজি আপনি সব সময় আমাদের মধ্যে আছেন এবং থাকবেন। সহশ্র সহশ্র প্রণাম আপনার। 🙏🙏🙏
@a_bohemian_soul2 жыл бұрын
বাসন্তী দেবীর ঘটনা শুনতে শুনতে চোখের কোণে জল চলে এল। সুভাষ দীর্ঘজীবী হন 🙏🏻 উনি ছিলেন আছে থাকবেন, আমাদের মননে, কর্মে, আদর্শে ।
@kalyankumarpal25252 жыл бұрын
আপনার দীপ্ত বাচনভঙ্গিতে সুভাষ চন্দ্রকে নিয়ে প্রতিবেদনটা বেশ ভালো লাগলো। বেশিরভাগই অজানা। আমরা বাঙ্গালীরা বিশেষ করে এই প্রজন্ম বর্তমান রাজনৈতিক দোলায় নেতাজীর আদর্শের অনেক কিছুই জানে না বা ভুলতে বসেছে। সে ক্ষেত্রে তাঁকে ঘিরে এইসব তথ্য পরিবেশন উপযোগী।
@ArupDas-mo8hr2 жыл бұрын
অসাধারণ। অনেক কিছুর সঙ্গে আরও একটা জিনিষ শুনে অবাক হলাম, সেদিনের সেই আনন্দ বাজার এর সঙ্গে আজকের আনন্দ বাজারের কি ভীষণ ফারাক হয়ে গেছে। ভাবলেই কষ্ট হয়।
@souradipchakraborty78162 жыл бұрын
ঠিক বলেছেন।
@srimatimukherjee959311 ай бұрын
Your valuable points about Netaji are noted.We knew almost all.But why have you not mentioned about Gumnaami or Bhagawanji of Faizabad.It is already proved by the researchers Chandrachur Ghosh and Anuj Dhar.Pl.go through the book Conundrum written by them.We expect your next episode about Netaji who lived in UP for almost 30 years after the so-called plane crash.
@indraadi8 ай бұрын
তার কারণ এখন আনন্দবাজার চালান অভিক সরকার নামক এক চাটুকার।
@skansarali64392 жыл бұрын
দিদি অসাধারণ কথা অনেক অজানা ইতিহাস জানতে পারলাম। নেতাজী সুভাষচন্দ্র বসু যুগ যুগ ধরে আমাদের দেশের রত্ন।
@krishnachakraborty86322 жыл бұрын
নেতাজী সুভাষ চন্দ্র বসুর শুভ জন্মদিনে ওনাকে জানাই অনেক অনেক শ্রদ্ধা🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 । খুবই ভালো লাগলো আজকের পর্ব। সব জানা ছিলো না। কিছু কিছু জানতাম।
@niharbasu60042 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা তথ্যমূলক প্রতিবেদন পরিবেশনার জন্য। আমার জন্ম ১৯৪৪ সালে। তখনও নেতাজী ব্রিটিশের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। ভাবলেই এখনো চোখে জ্ল এসে যায়। আর ভাবি এখনকার শাসকদলের নেতা মন্ত্রীরা নেতাজীকে বিভিন্ন বিষয়ে অনবরত অবজ্ঞা করে চলেছে। ধিক ধিক বাঙ্গালী।
@muraribhattacharjee6474 Жыл бұрын
অসাধারণ ধন্যবাদ আপনাকে গুম নামী বাবা সম্পর্কে জানতে চাই ❤❤❤
@niharranjanpaul65882 жыл бұрын
আপনি এতো সুন্দর বলেন।আজকের পর্বটির জন্য অনেক ধন্যবাদ জানিয়েও বলছি,একটু ধীরে বললে ভালো হত।অনেক জানা কথার মধ্যেও অন্তত তিনটি অজানা কথা জানলাম।বাঁকুড়ার চেয়ারটির কথা মনকে ভীষণ নেড়ে দিল।আপনাকে অশেষ ধন্যবাদ।
@chanchalchattopadhyay94082 жыл бұрын
খুব ভালো লাগলো, ভীষণ তথ্য মূলক পর্ব, যার বেশীর ভাগই আমার অজানা, আমি সম্মৃদ্ধ হলাম l পর্ব টার জন্য অনেক ধন্যবাদ l
@tamalchatterjee34412 жыл бұрын
অনেক গুলো জানা থাকলেও বেশিরভাগই ঠিক মতো জানা ছিলো না। ধন্যবাদ মা আমার। তুমি দীর্ঘজীবী হও। জয় হিন্দ।
@harakrishnahararama26212 жыл бұрын
ধন্য আমরা ধন্য দেশ বাসী আমাদের সকলের প্রিয় নেতাজী সুভাষ চন্দ্র বসুকে পেয়ে। নেতাজী সুভাষ চন্দ্র ছাড়া ভারতের স্বাধীনতা চিন্তাই করা যায় না। জয় হিন্দ , বন্দে মাতারম ভারত মাতা কি জয়।
@sounavchaudhuri40572 жыл бұрын
, not a single.
@susmitamitra82742 жыл бұрын
অদ্ভুত সংযোগ! গত পরশু নেতাজীর জন্মদিনে আমরা "গীতসুধা" গানের দল পঞ্চকবির দেশাত্মবোধক গান গেয়েছি, তাতে নজরুলের "দুর্গম গিরি" গানটাই ছিল! প্রণাম নেতাজীকে!🙏
@amiyapal79782 жыл бұрын
নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্ম দিনে সকলকে জানাই অভিনন্দন...... আজকের পর্বের জন্য জানাই অজস্র ধন্যবাদ | হয়ত প্রচআরিত ঘটনাক্রমের 10% ও জানতাম না।
@swapanchattopadhay65392 жыл бұрын
অনবদ্য।অতিব প্রাঞ্জল উপস্থাপনা এবং অতিব সুন্দর কন্ঠস্বর। এগিয়ে চলার পথে অনেক অনেক শুভকামনা রইল।
@sumitsarkar58202 жыл бұрын
আপনি এবং আপনাদের এই কাজ দীর্ঘজীবি হোক। সবটাই নতুন লাগল।
@bivashmondal64562 жыл бұрын
অসাধারণ প্রতিবেদন।। আপনার দীর্ঘায়ু কামনা করি।।
@minaghoshal8872 жыл бұрын
হটাৎ করেই যদি এই কথাগুলো ওঠে,বারে বারে শুধু প্রাণ ভরে যায়। খুব সুন্দর এই পর্ব।👍👍👍👍👍💕💕
@dibyadipankarroy2 жыл бұрын
পরাধীন দেশের রাজদ্রোহী, মুক্তিপথের অগ্রদূত...
@anupknandy30632 жыл бұрын
খুব সুন্দর হয়েছে পর্বটা। ছোটবেলা থেকে নেতাজীকে নিয়ে অনেকের অনেক আলোচনা শুনেছি। " আমি সুভাষ বলছি " তেও এত খবর পাইনি। বেশিরভাগ ঘটনাই জানা ছিল না। অনেক ধন্যবাদ।
@suvrasen1053 Жыл бұрын
অনেক না জানা ঘটনা জানতে পারলাম। অসম্ভব সুন্দর বাচনভঙ্গি তোমার। আবার নির্ভীক-ও বটে। এভাবেই চলতে থাকো তুমি। অনেক শুভকামনা রইলো ❤❤
@nilaykumarbhattacharya45932 жыл бұрын
দারুণ লাগলো।৫/৬ টি ছাড়া সব তথ্যই নুতন ও অসাধারণ। দেশনায়ককে প্রনাম।
@soumenmukherjee7552 жыл бұрын
আজকের পর্বটা খুবই ভাল লাগল।আজকের দিনটাই যেন অন্যরকম।জয়হিন্দ।
@goutammandal39192 жыл бұрын
খুব সুন্দর হয়েছে, এই এরকম ভাবে যে কোন স্বাধীনতা সংগ্রামী জন্মদিনে ওনার সম্বন্ধে বললে ভীষণ ভাবে উপকৃত হবো ।
@bhramarmazumdar37932 жыл бұрын
শুধু বলি অসাধারণ!অসাধারণ এই প্রতিবেদনটি!!
@dipankarrahut96782 жыл бұрын
সুন্দর উপস্থাপন দিদিভাই। প্রত্যেক নাগরিকের এই তথ্যগুলো জানা খুবই দরকার। সমৃদ্ধ ইতিহাস না জানার জন্যই আজ রাজ্য, দেশের এই হাল। নেতাজীর অনু পরমাণু ও যদি আজকের নেতাদের মধ্যে বিদ্যমান থাকে, তাহলেই তো ভাই সোনার ভারত। সে আশার আলো তো আলেয়া হয়ে দাঁড়িয়েছে।
@abhijitroychoudhury3862 жыл бұрын
সব নুতন তথ্য অসাধারণ, চমৎকার জয় হিন্দ নেতাজি
@kalusk36402 жыл бұрын
নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে, অনেক লেখকের লিখা বই থেকে তুলে ধরলেন, এত বিষয় জানার ছিল না, অশেষ ধন্যবাদ,
দুর্দান্ত পৌলমী ! সবথেকে সুন্দর শ্রদ্ধার্ঘ ! জয় হিন্দ !
@durgaghosh25302 жыл бұрын
খুবই সুন্দর প্রতিবেদন ও উপস্থাপনা ! বেশির ভাগ তথ্যই অজানা ছিল ! ভাল থাকবেন I জয়হিন্দ !
@NIMAICHATTOPADHYAY Жыл бұрын
ভীষণ , ভীষণ সুন্দর উপস্থাপনা ।
@krishnapadapal68812 жыл бұрын
Khub sundor laglo didi 👌👌🙏🙏pranam Janai arokom Mohan Dhas vokto Manus tika 🙏🙏🙏jai hind 🙏💝
@rajubhoumik68222 жыл бұрын
দারুণ, জানা হলেও অজানা ছিল সময়ের পরিবর্তনে।
@palak20202 жыл бұрын
অসাধারণ 🙏 অনেক ধন্যবাদ এই এপিসোড এর জন্য
@sankuban Жыл бұрын
অনন্য সাধারণ একটি পর্ব। 👏
@subhashmodak9172 жыл бұрын
সবগুলোই প্রথম শুনলাম। অনেক ধন্যবাদ তথ্যে সমৃদ্ধ করার জন্য....
@CHANDAGHOSH-oi8nf2 жыл бұрын
গায়ে কাঁটা দিচ্ছিল যখন তোমার কথা গুলো শুনছিলাম।। খুব ভালো লাগলো দিদি ❤️❤️❤️❤️
@sitamukherjee70709 ай бұрын
অসাধারণ প্রতিবেদন । প্রায় সব কটি তথ্য জানা ছিল
@abhijitghosal537 Жыл бұрын
খুব ভালো প্রতিবেদন। সব কথাই অজানা ছিল।
@26priyansubiswas132 жыл бұрын
মনটা খুশিতে ভরে উঠল। খুব খুব ভালো লাগলো।👍👍
@arunkusari35262 жыл бұрын
চমৎকার। ছয় সাত টা জানতাম। আজ সকাল বেলায় নেতাজী জয়ন্তী তে পতাকা উত্তোলন করতে গিয়ে বক্তৃতা করে ছিলাম জয়হিন্দ, দিল্লী চলো, নেতাজী নাম করন এইসব। আর আজসকাল সাতটায় আপনার কমেন্টস এ এই তথ্য গুলো পেলাম। ধন্যবাদ।
@zontydebojyotichanda35612 жыл бұрын
দারুন দারুন জয় হিন্দ নেতাজি সুভাষ জিন্দাবাদ
@avikbasu45462 жыл бұрын
অসাধারণ দিদিভাই।মহামানবের সম্বন্ধে যত শুনব ততই অন্তরে শক্তি জাগ্রত হয়। জয়তু নেতাজী,জয় হিন্দ।🙏🙏🙏🙏 ভালো থাকুন দিদিভাই❤️❤️❤️❤️
@soumendranathghosh64472 жыл бұрын
অসম্ভব মূল্যবান তথ্য অনেক ধন্যবাদ
@snasipuri2 жыл бұрын
Onek onek Dhonnyobad Poulomi and Team. Jai Hind!!
@somadey36202 жыл бұрын
খুব ভালো লাগলো এতো গুলো অজানা তথ্য জানতে পেরে। ধন্যবাদ। জয় হিন্দ।
@tapashmajumder95052 жыл бұрын
জয়হিন্দ মহাশয়া ! আজকের পর্ব অসাধারণ ।
@tarundas.22292 жыл бұрын
অবিস্বরনীয় ..দারুন♥️♥️♥️♥️ জয় হিন্দ🇮🇳🇮🇳
@mahadib2 жыл бұрын
ভালো লাগলো। সালাম ও শ্রদ্ধা নেতাজীর জন্য। ❣️
@animeshmukherjee68172 жыл бұрын
অনেক কিছু জানা থাকলেও পুনরায় শুনতে ভীষণ ভালো লাগলো, এবং যতক্ষণ শুনছিলাম ততক্ষণ চোখ মুছতে মুছতেই শুনছিলাম আর ফোপাচ্ছিলাম, ভালো থেকো বোন
@rabindranathpaul29252 жыл бұрын
উপস্থাপনা খুবই চমৎকার লাগল।
@akashdas67352 жыл бұрын
Jibon ta akhanei atke gelo..joy netaji amader bhogoban ❤️
@lipikadebnath9846 Жыл бұрын
কিছু জানা কিছু অজানা ছিল। সব খুব ভালো লাগলো। 🙏🏻🙏🏻জয় প্রিয় নেতাজি 🙏🏻🙏🏻 12:23
@chandanpanda89512 жыл бұрын
বেশীরভাগই জানতাম না,অনবদ্য পরিবেশনার জন্য স্যালুট জানাই আপনাকে 🙏
@gopabanerji97252 жыл бұрын
অসাধারণ লাগলো শুনে....একটি দু টি ছাড়া সব ই প্রথম শুনলাম এবং সমৃদ্ধ হলাম 🙏🙏🙏
@jayantirakshit23263 ай бұрын
I liked your narrative on Subhash Chandra Bose . It was concise& you touched every aspect of his life . Thanks
@nirmalyabagh71422 жыл бұрын
কোনো কথা বলার ভাষা আমার নেই শুধু ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@madhumitadutta47052 жыл бұрын
সমৃদ্ধ হলাম। নেতাজীর কথা যেন অপার বিস্ময়। আমার ১৩ ও ১৫ নং জানা ছিল।
@madhusudanpaul37612 жыл бұрын
অনেক কিছুই অজানা তথ্য জানতে পারলাম, ধন্যবাদ🙏💕 আপনাকে। ভালো থাকবেন।
@kumudroy73222 жыл бұрын
অসাধারন প্রতিবেদন ৷ জয় নেতাজী সুভাষচন্দ্র ৷
@souravbanerjee52702 жыл бұрын
সুভাষচন্দ্র বসু দীর্ঘজীবী হন ।🧡🔥💚
@lopamudrabhattacharya35992 жыл бұрын
Osadharon, NETAJI dirgho jibe hon
@tkr11452 жыл бұрын
Unique episode .....baring a few , most of the ' gem of information ' were not known. Well done... thanks & best wishes.
@shyamalsom13792 жыл бұрын
A decent presentation on the Auspicious Day of Our Adorable Netaji Subhash Chandra Bose's 126th Birthday. Incidentally, the presentation incorporated some new information that remained out of knowledge to many of us and your initiative deserves many thanks. Perhaps this attempt is first one. It takes care of Value Additions on Netaji, mysteriously kept out of our reach deliberately by past Regimes as Grand Mischief. Thanks & well done.👍
@tapasroy392 жыл бұрын
গায়ে কাঁটা দিলো নেতাজীর সম্পর্কে কথা গুলো শুনতে শুনতে। 🙏🏻 জানাই আমাদের অতিপ্রিয় মহামানব এর চরণে।
@manashkantidas10482 жыл бұрын
আমি বাংলাদেশর চট্টগ্রাম থেকে লিখলাম। আপনি যা বল্লেন তা চমতকার। আমার বেশির ভাগই জানা ছিলো না।
@nilanjandutta9352 жыл бұрын
Okhane netajir jonmodin palon hochhe na ??
@rahulghosh95282 жыл бұрын
@@nilanjandutta935 na
@mahadib2 жыл бұрын
@@nilanjandutta935 নেতাজীর জন্মদিন নানা সংগঠন বাংলাদেশ এ পালন করেন। তবে সরকারিভাবে হয়না।
@manikdas45002 жыл бұрын
অসাধারণ একটা প্রতিবেদন। 🙏🙏🙏
@ambarnathchattopadhyaya62782 жыл бұрын
দারুন তথ্য, দারুন উপস্থাপনা। খুব ভাল।
@debashisghosh32692 жыл бұрын
খুব ভালো লাগলো। বেশিরভাগ টাই অজানা ছিল। আপনাকে অশেষ ধন্যবাদ।জয় হিন্দ 🙏।
@amalkarmaker53112 жыл бұрын
Expressing my sincere thanks to you for giving such a number of valuable informations about our most respected Netaji Subhash Chandra Bose....
@tusharsinha87862 жыл бұрын
কি অসাধারণ সংগ্রামী মনোভাব ও আত্মপ্রত্যয়ী ছিলেন নেতাজী সুভাষ। তাই এত বছর পরও সুভাষ মানেই নিখাদ আবেগ। বাঙালি ধরে রাখতে পারবে এই ভালোবাসা শ্রদ্ধা ?
@roypratap45542 жыл бұрын
আপনাকে অনেক অনেক ধন্যবাদ অসাধারণ
@abdullahsardar43112 жыл бұрын
অসাধারণ।জয় হিন্দ।
@debajyotibhattacharjee33572 жыл бұрын
Out of 22 information, 8 is new for me. Thanks for additional 8 information. Very interesting presentation.
@pradipkumar11732 жыл бұрын
ওটেন সাহেব এর পরিবর্তন বিস্মিত করে, মনে হয় নিজেকে কিছুটা শুধরে নেয়ার চেষ্টা চালিয়ে গেছেন। ধন্যবাদ
@shyamalkumarghosh1172 жыл бұрын
খুব সুন্দর! অনেকগুলোই সাধারনের অজানা!
@rakhighoshshaw9522 жыл бұрын
আজ সারাদিন যে টানাপোড়েন চললো রাজনৈতিক দল গুলার নেতাজী কে নিয়ে সেখান থেকে এ এক স্বস্তির পর্ব সম্মানের পর্ব ,,,আমাদের সবচেয়ে প্রিয় দেশ নেতার প্রতি শ্রদ্ধা ,, গোটা পাঁচ ছয় বাদে বেশির ভাগটাই অজানা ছিল ,,, জয় হিন্দ
@swapanghosh27132 жыл бұрын
আপনি খুব মূল্যবান তথ্য তুলে ধরেছেন । অনেক কিছু জানলাম । ছটার বেশী কিছু জানা ছিল না!
@jibankrishnaghosh52592 жыл бұрын
আপনার প্রতিটি আলোচ্য বিষয় খুবই প্রাসঙ্গিক ও তথ্যবহুল।কিছু বিষয় জানতাম তবে অনেককিছুই এতটা গুছিয়ে জানতাম না। এককথায় অসাধারণ ।
@priyanjanasarkar3332 жыл бұрын
Oshadharon... er modhe matro 5 tai jana chilo.. tomake onek dhonnobad didi.. tomar porbo ami niyomito shuni... 🌸
@Atish.Sarkar2 жыл бұрын
অসাধারণ 🙏🏻 🙏🏻জয়তু নেতাজী🙏🏻
@mukteswardas16002 жыл бұрын
সুন্দর!অতি সুন্দর!! ♥🙏নেতাজির সব সুন্দর!তিনি সকলের সুন্দর!!জানার থেকে তিনি অজানাই বেশি!তাঁর ব্যক্তিত্ব আরও বেশি ভারী!🙏♥ ♥🌺🙏জন্মদিনের শুভেচ্ছা আর প্রনাম 🙏🕉️🌺♥♥
@agnikkundu80612 жыл бұрын
Humble tributes to the Patriot of Patriots... Thank you didi obeisance 🙏
@sunitikumarchatterjee90912 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লাগলো। আমার এই এতখানি বয়েসেও মাত্র তিনটি বিষয় আগে জানতাম।