জয় গুরু জয় গুরু। জয় লালন, জয় ভবা, রাধে রাধে, হরে কৃষ্ণ, নমস্কার ইউটিউবার কাকু। তুমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিও। মাননীয় শিল্পী শ্রী শিবানন্দ হালদার বাউল মহাশয় এবং মাননীয় শিল্পী শ্রী উজ্জ্বল দাস বাউল মহাশয় খুব সুন্দর ভাবে খুব সুন্দর একটি তাৎপর্যপূর্ণ তরজা পালা বাউল গান পরিবেশন করেছেন। ওনাদের তরজা পালা বাউল গান আমি সম্পূর্ণ শুনলাম। সত্যি, খুব ভালো লাগলো, অসাধারণ অপূর্ব সুন্দর। তার সঙ্গে বাদ্যযন্ত্র বাদকরাও খুব সুন্দর ভাবে বাদ্যযন্ত্র বাজিয়ে অনুষ্ঠানে সহযোগিতা করেছেন। ওনাদের তরজা পালা শুনে আমি অনেক আধ্যাত্মিক কিছু তত্ত্বকথা জানতে পারলাম ও শিখতে পারলাম। ওনাদের তরজা পালাটি সত্যি খুব দুর্দান্ত হয়েছে, দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন দারুন, অতুলনীয়, যার কখনও তুলনা হয় না। এই তরজা পালাটি আমি প্রথম শুনলাম। আমাদের সমাজে এটি খুব একটি শিক্ষণীয় তরজা পালা। এই পালাপ্রসঙ্গের মধ্যে অনেক আধ্যাত্মিক কিছু বোঝার আছে। এই পালাপ্রসঙ্গের মধ্যে থাকা প্রত্যেকটি বাউল গান আমার মন কেড়ে নিয়েছে। গানগুলো শুনে সত্যি আমার প্রাণ জুড়িয়ে গেল। বাউলরা পালাপ্রসঙ্গের মধ্য দিয়ে আমাদেরকে অনেক আধ্যাত্মিকতা শেখাতে চান, যা আমাদের ঈশ্বরের ভজন সাধন -এর ক্ষেত্রে অতি প্রয়োজনীয়। খুব সুন্দর একটি তাৎপর্যপূর্ণ তরজা পালা বাউল গান উপস্থাপনা করার জন্য বাউল শিল্পীদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনাদের চরণে রইল আমার শত সহস্র কোটি দন্ডবৎ প্রণাম আর আমার শ্রদ্ধা ও ভক্তি। ওনারা যেন সহপরিবারে খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আধ্যাত্মিক পথে এইভাবে এগিয়ে যেতে পারেন, সমাজ কল্যানের কাজ এইভাবেই চালিয়ে যেতে পারেন, সাধু গুরু বৈষ্ণব -এর কৃপা সদা সর্বদাই লাভ করতে পারেন আর সাধু গুরু বৈষ্ণব -এর কৃপায় তাদের প্রত্যেকটা অনুষ্ঠান যেন খুব সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়, আমি আমার শ্রী শ্রী ভগবান রাধাকৃষ্ণ -এর যুগলচরণে এই শুধু প্রার্থনা করি। কাকু, এই ধরনের পালাপ্রসঙ্গ আলোচনা আরও শুনতে চাই। একটা আত্মতত্ব দেহতত্ত্ব পালাপ্রসঙ্গ আলোচনা উপহার দিও। এইভাবেই তুমি প্রতি সপ্তাহে রবিবার দিনে একটি করে তরজা পালা উপহার দিও। কারণ, তোমার চ্যানেলের ভিডিওগুলো আমাকে সত্যিই খুব ভালো লাগে। তোমার চ্যানেলের যত গান শুনি, যত পালাপ্রসঙ্গ শুনি প্রত্যেকটাই আমার হৃদয় স্পর্শ করে যায়। তুমি আমাদের জন্য এতো কষ্ট করে খুব সুন্দর ভিডিওগুলো উপহার দাও, এটা তো আমার কাছে অনেক বড়ো পাওয়া, তোমার এই গুণে আমি বড়োই সন্তুষ্ট। তোমার এই নিষ্কাম, নিরলস ও অগাধ পরিশ্রম দেখে সত্যিই আমি মনোমুগ্ধ হয়ে যাই। তোমার এই পরিশ্রম একদিন না একদিন সফল হবেই, তুমি এই জীবনে অবশ্যই একদিন সাফল্য অর্জন করতে পারবে আর তোমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই একদিন এই সারা বাংলা তথাপি এই সারা বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে উঠবে, তোমার ও তোমার ইউটিউব চ্যানেলের খুব সুনাম অর্জন হবে। এইভাবে তুমি তোমার চেষ্টা চালিয়ে যাও, আমি তোমার ও তোমার ইউটিউব চ্যানেলের সাথে সবসময় আছি। খুব সুন্দর একটি তাৎপর্যপূর্ণ তরজা পালা বাউল গান ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমার চরণে রইল আবারও আমার শত সহস্র কোটি দন্ডবৎ প্রণাম আর আমার শ্রদ্ধা ও ভক্তি। তুমিও যেন সহপরিবারে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আধ্যাত্মিক পথে এইভাবে এগিয়ে চলো, সমাজ কল্যানের কাজ এইভাবেই চালিয়ে যাও আর সাধু গুরু বৈষ্ণব -এর কৃপা সদা সর্বদাই লাভ করতে পারো, আমি আমার শ্রী শ্রী ভগবান রাধাকৃষ্ণ -এর যুগলচরণে এই শুধু প্রার্থনা করি। তোমাকে রইল আমার তরফ থেকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা আর আমার সাদর অভিনন্দন ও মঙ্গলকামনা। ঠিক আছে কাকু, নমস্কার। জয় শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীঅদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। শ্রী শ্রী ভগবান রাধাকৃষ্ণ কি জয়, শ্রী শ্রী গুরুদেব কি জয়, শ্রী শ্রী ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কি জয়, শ্রীমতি গঙ্গা যমুনা সরস্বতী মা কি আমার, শ্রী শ্রী হরিনাম সংকীর্তন কি জয়, শ্রী শ্রী বাউল সংকীর্তন কি জয়, শ্রী শ্রী বৃন্দাবন ধাম কি জয়, শ্রী শ্রী জয়দেব কেঁদুলী ধাম কি জয়, সর্ব সাধু গুরু বৈষ্ণব কি জয়, সমবেত গৌরভক্ত কৃষ্ণভক্ত বৃন্দ কি জয়, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরিবোল হরিবোল হরিবোল হরিবোল।।
উজজল দাদা আপনার কতা সুর আমার কাছে খুব ভালো লাগে আমি কাউকে কিছু লিখিনা আপনার কতা সুর শনে আমার মন হাত লিখতে ইচ্ছে হল।
@SanjayHawlader-q8y11 ай бұрын
Joy
@susantakumarmahata4799 Жыл бұрын
দারুন দিলেন দাদা চালিয়ে যান
@sujitmurmu8265 Жыл бұрын
Keep c
@manikbag8501 Жыл бұрын
Have hacha❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@krishnagobindadebnath2415 Жыл бұрын
Nice
@nilmadhabbaurikabial2027 Жыл бұрын
অসাধাৱণ গেয়েছেন ভাই৷ একটি কথা বলি ভাই--বিদেশেতে সন্তান যদি প্রানে মাৱা যায়৷এটা না বলে ,যদি বলা হয় , বিদেশেতে সন্তান যদি প্রাণে কষ্ট পাই৷তাহলে অনেক মা শান্তি পাবে৷