Рет қаралды 565
ভুবন-বিখ্যাত আল-আজহার মসজিদে সস্ত্রীক যাওয়ার সৌভাগ্য হয় আমার ২০২১ সালে। গিয়ে দেখি ভিডিও করা যাবে না। ভাগ্যক্রমে সেখানকার পিআর হেডের সাথে দেখা হয়ে যায়, তার সাথে আলাপচারিতার পর তিনি আমাকে ভিডিও করার অনুমতি দিলেন। কোনো এক কারণে বাংলাদেশ শুনলেই তারা গলে যান!
ভিডিওর শুরুতে আমি মিসরের রাজধানী কায়রোর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ন্যারেশনে বলে চলেছি কায়রো ও আল-আজহারের নানা তথ্য।
দ্বিতীয় অংশে পিআর হেড সেই ভদ্রলোক আমাদের আল-আজহার ঘুরিয়ে দেখালেন।
শেষ অংশে আমি মাগরিবের নামাজের অপেক্ষায় আছি, আল-আজহার মসজিদে নামাজ শুরুর আগের মুহূর্তগুলো বন্দী করেছি ক্যামেরায়। এই তো।
বিঃদ্রঃ এটি আল-আজহার মসজিদ; আল-আজহার ইউনিভার্সিটি সেখান থেকে মাত্র ১৭০ মিটার দূরে। এটি ২০২১ সালের ৪ ডিসেম্বরে ধারণকৃত ভিডিও।