খুব উপকার হলো।দোপাটি গাছে কোন রাসায়নিক সার দিলে ভালো ফুল হবে।
@PikasGardening2 жыл бұрын
এই খাবার টাই প্রয়োগ করুন
@aparnarrannaghor51942 жыл бұрын
খুব ভাল লাগল, আমি নিশ্চয়ই এইভাবে ব্যবহার করব আমার টগর গাছে
@arannyaskeyboard21592 жыл бұрын
Thank you dada,khub easily bojhalen.valo thakben.
@PikasGardening2 жыл бұрын
আপনিও ভালো থাকবেন।
@suparnabhattacharjee5747 Жыл бұрын
Khub bhalo bolle vii
@PikasGardening Жыл бұрын
ধন্যবাদ 🙂
@debnathsuniquegarden-2 жыл бұрын
Anek kichu jante parlam.khub upokare asbe ....video ti
@ashokebose83902 жыл бұрын
খুব ভালো লাগলো। আমিও চেষ্টা করবো। দেখা যাক পটাশ ব্যবহার করার পর ফুলের সংখ্যা বৃদ্ধি পায় কি না
@SO-em4uc Жыл бұрын
Thank you
@tamalisworld19192 жыл бұрын
informative video 👍 obossoi try korbo
@sanchitachowdhury67742 жыл бұрын
Khub valo laglo apnar video ta.Thanks.amar kagaj fuler rang chenge hoa geche ki korle abar ager rang fire pabo?
@PikasGardening2 жыл бұрын
এটা এই সময় বাগানবিলাসের স্বাভাবিক প্রবলেম অত্যধিক রোদের জন্য এই সময় বাগানবিলাসের কালার একটু ফ্যাকাশে হয়ে যায় এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই।
@AnitaMukherjee-t1y7 ай бұрын
দাদা বেলিফুলের গাছের গোড়ায় এই পটাশিয়াম দিতে পারি?
@PikasGardening7 ай бұрын
হ্যাঁ
@monikaghosh17812 жыл бұрын
Thanks for your help
@PassionTune2 жыл бұрын
Thanks a lot vaiya,
@hashimitra95952 жыл бұрын
তুমি খুব ভালো ছেলে আমার মনে হচ্ছে।
@rannabatijamjamati68932 жыл бұрын
Khub valo laglo
@PikasGardening2 жыл бұрын
ধন্যবাদ আপনার এই মূল্যবান মতামতের জন্য ☺️
@mithusaha67402 жыл бұрын
Kalar khosa koto din vijanor por dite hobe,kodin por por dite hbe bolben plz.
@PikasGardening2 жыл бұрын
কলার খোসা এবং সর্ষের খোল ভেজানো জল কখনোই বর্ষাকালে প্রয়োগ করবেন না বর্ষাকাল বাদ দিয়ে আপনি বছরে যে কোন সময় এটি প্রয়োগ করতে পারেন। এটি প্রয়োগ করার নিয়ম হলো ৭ থেকে ১০ দিন এটাকে পচিয়ে সেই জলটা ৮ থেকে ১০ ইঞ্চি টবের জন্য এক মগ করে ব্যবহার করতে পারেন।
@ashessanyal84702 жыл бұрын
ধন্যবাদ।
@binodray4482 жыл бұрын
Coem to the point.soon talke..les
@kakalighosh70142 жыл бұрын
Thank you !! Effective post
@padmasharma43702 жыл бұрын
good video
@debasisdey2309 Жыл бұрын
দাদা আমার জবা গাছে একটাও কুঁড়ি আসছে না। অনেক চেষ্টা করেছি কুঁড়ি আনার জন্য। পটাস দিয়েছি বহুবার। কিন্তু তবুও কুঁড়ি আসছে না। কি করা যায় একটু বলবেন প্লিজ।
@PikasGardening Жыл бұрын
গাছের বয়স কতো এবং গাছ কতটা রৌদ্রে থাকে ?
@debasisdey2309 Жыл бұрын
@@PikasGardening ৭-৮ মাস বয়স। হ্যাঁ রোদ্দুর পায়। সকালের দিকে রোদ্দুরটা পায়।
@PikasGardening Жыл бұрын
@@debasisdey2309 সারাদিনের রৌদ্র লাগবে, জবা গাছ রুদ্র ভালো পছন্দ করে।
@sataswatiroy19662 жыл бұрын
ধন্যবাদ
@bichitrasensharma8402 жыл бұрын
Darun 👌
@ajoychandra18542 жыл бұрын
Bhai ae gach er propagation ki kore korbo ...help plz ae rainy season valo hoe ❤
@PikasGardening2 жыл бұрын
ঠিকঠাক খাবার প্রয়োগ করুন, জল সঠিক ভাবে প্রয়োগ করুন, সঠিক সময় কাঁটাই ছাঁটাই করুন গাছ।
@chandraniskitchen89462 жыл бұрын
খুব ভাল লাগল
@PikasGardening2 жыл бұрын
ধন্যবাদ
@sonalikanjilal96442 жыл бұрын
এটা কি সব ফুল gachhei দেওয়া যাবে?
@PikasGardening2 жыл бұрын
Ha
@provatiadak9842 жыл бұрын
আমার টগর গাছ এর কুড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে । কিভাবে ঘরোয়া উপায়ে উপকার পেতে পারি???
@PikasGardening2 жыл бұрын
ক্রমাগত বৃষ্টির মধ্যে রাখবেন না এবং দেখবেন গোরার মাটি যেন সবসময় ভেজা না থাকে এবং মাসে একবার ম্যাগনেশিয়াম সালফেট গাছে ব্যবহার করুন।
@asimamaity33072 жыл бұрын
Thanks
@pushkarraj37912 жыл бұрын
Good morning. I can understand Bangla but can not write. Thanks for your information.
@PikasGardening2 жыл бұрын
😊😊
@tutusarkar7568 Жыл бұрын
Liquid saar use korar por jol dite lagbe na ?
@PikasGardening Жыл бұрын
Ekdin por theke
@prithamaity3062 жыл бұрын
আমি বেলি ও জুঁই ফুলের গাছ কিনতে চাই আপনার কাছে পাওয়া যাবে ? আর ভালো তুলসি গাছের চারা চাই ৷
@PikasGardening2 жыл бұрын
না আমি গাছ বিক্রয় করি না, আপনার আশেপাশে নার্সারিতে দেখুন অবশ্যই পেয়ে যাবেন কারণ এগুলো খুবই পরিচিত গাছ।
@অনিন্দিতাচক্রবর্তী-চ৯ণ2 жыл бұрын
Kotodin ontor dite hobe.?please ans dile valo lagbe.
@PikasGardening2 жыл бұрын
Monthly ek baar
@অনিন্দিতাচক্রবর্তী-চ৯ণ2 жыл бұрын
Onak dhonnobad. 🙏🙏
@anitamondal57962 жыл бұрын
Rainy season ki potash গাছে দিয়ে jai
@PikasGardening2 жыл бұрын
না
@dipayanchowdhury30492 жыл бұрын
Koler khocha ki jol diye vijabo?
@PikasGardening2 жыл бұрын
Ha jole dubiye rekhe 7-10 din por oi jol ta gache use korben but borsa kal e noy
@sonalikumari62062 жыл бұрын
Sob phul gache ki potash dewa jabe
@PikasGardening2 жыл бұрын
Ha deowa jbe
@trayeedasgupta57652 жыл бұрын
Joba gachher kuri pore jachhe shob. Goroa upay janan please🙏
@ratuldas25402 жыл бұрын
Vgvuj
@papiaacharjee84072 жыл бұрын
Kolar khosa ki vhabe use korbo
@PikasGardening2 жыл бұрын
কলের খসাকে রোদে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে আপনি সেটাও ব্যবহার করতে পারবেন অথবা কলার খোশাকে জলে সাত থেকে আট দিন ভিজিয়ে রেখে আপনি সেই জলটা গাছের করে ব্যবহার করতে পারেন।
@smoothingmeditation16652 жыл бұрын
Choto tub e togar o jaba gach lagale ki kono problem hobe janaben
@PikasGardening2 жыл бұрын
না কোন প্রবলেম হবে না কিন্তু বেশিদিন রাখতে পারবেন না।
@galpoanukalpo80312 жыл бұрын
Bel Phule ba Aparajita gache use korte pari ?
@PikasGardening2 жыл бұрын
হ্যাঁ করতে পারেন।
@sujatadey69222 жыл бұрын
Ghoroya podhhyotite ki vabe kora jabe bolle subidha hoy
@PikasGardening2 жыл бұрын
ঘরোয়া পদ্ধতিতে আপনি এই রাসায়নিক পটাশের জায়গায় কলার খোসার তরল সার ব্যবহার করতে পারেন।
@hashimitra95952 жыл бұрын
রাসায়নিক দ্রব্য ব্যবহারে মাটি নষ্ট হয় তাহলে এর প্রতিকার কি দয়াকরে আমাকে একটু জানাবেন প্লিজ
@PikasGardening2 жыл бұрын
আপনি যদি রাসায়নিক খাবার ব্যবহার করতে না চান তাহলে আপনি জৈব খাবার ব্যবহার করতে পারেন যেমন - পটাশের জন্য কলার খোসা, নাইট্রোজেনের জন্য গোবর সার, কেঁচো সার, পাতাপচা সার, সর্ষের খোল, গোবর ঘুটো ভেজানো তরল সার, এরকম নানা জৈব খবর আছে যেগুলো আপনি বাগারে ব্যবহার করতে পারেন।
@shamirdaskano2 жыл бұрын
কতদিন পর পর দিতে হবে?
@PikasGardening2 жыл бұрын
মাসে একবার
@trayeedasgupta57652 жыл бұрын
Ghoroa upay ja baritei pabo sherokom janan. Joba o onno gachheo ki bebohar kora jabe kuri pore jaoar jonno
@PikasGardening2 жыл бұрын
আমার এই ভিডিওটা দেখুন আশা করি উত্তর পেয়ে যাবেন kzbin.info/www/bejne/hXatZZuZp5elh68
@aditighoshdastidar12342 жыл бұрын
Jaba fachher Pata Kukreja jachhe phool hochhe na ki korbo Jodi Bolen.
@PikasGardening2 жыл бұрын
কাল সন্ধ্যে ছটায় এই বিষয়ের উপর ভিডিও আসবে দেখবেন অবশ্যই।
@swapnanildasgupta41082 жыл бұрын
সব ফুলের গাছেই কি পটাশ ব্যবহার করা যাবে ফুলের জন্যে?
@PikasGardening2 жыл бұрын
হ্যাঁ, করা যাবে তবে রাসায়নিক ব্যবহার করতে না চাইলে আপনি জৈব পটাস ও ব্যবহার করতে পারেন, তাতেও খুব ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন।
@পড়ন্তবিকেলে-থ৪ঢ2 жыл бұрын
ভাইয়া এ্যালামন্ডা, মাধবীলতা, রঙ্গন, বেলী, জবা, কাঞ্চন, কামিনী, গাঁদা, জারবেরা, ভারবেনা, ডায়ান্হাস এ সব ফুলেও কি এ সারটা ব্যাবহার করা যাবে?? প্লিজ জানাবেন।
@PikasGardening2 жыл бұрын
Ha jabe
@mddoiefurrhaman17282 жыл бұрын
এ প্রথম আমার বেদানা গাছে বেদানা ধরছে। প্রায় ২০ দিন ধরে বেদনা ধরছে। আনুমানিক কয় মাস পর বেদানা খাওয়ার উপযুক্ত হবে?
@PikasGardening2 жыл бұрын
১ - ২ মাস সময় লাগে ফল পরিপক্ত হতে।
@mou5122 жыл бұрын
Kolar khosha kotobar dite hobe aktu janan plz
@PikasGardening2 жыл бұрын
শুধুমাত্র এই বর্ষাকাল টা বাদ দিয়ে আপনি বছরের সব সময় কলার খোসা ব্যবহার করতে পারেন, সপ্তাহে একদিন করে আপনি এটাকে গাছে ব্যবহার করতে পারেন সেটা গুঁড়ো বা লিকুইড খাবার হিসেবে।
অবশ্যই, যখন প্রতিস্থাপন করবেন জানাবেন অবশ্যই বলে দেবো।
@tapatighoshgobindaghosh94052 жыл бұрын
ইউরিয়া সার কি ফুল গাছে দেওয়া যাবে?
@PikasGardening2 жыл бұрын
গাছের নাইট্রোজেনের ঘাটতি মেটানোর জন্য ইউরিয়া ব্যবহার করা হয়, যেহেতু এটা রাসায়নিক তাই খুব সাবধানতার সঙ্গে এর ব্যবহার টবের মধ্যে করা উচিত। ৮-১০ ইঞ্চি টবের জন্য তিন থেকে চারটি দানা ব্যবহার করবেন টবের চারপাশ দিয়ে মানে গাছের গোড়া থেকে অন্তত চার থেকে পাঁচ আঙ্গুল দূর দিয়ে। যদি আপনি ইউরিয়াকে এড়িয়ে চলতে চান তাহলে গাছের নাইট্রোজেনের ঘাটতি মেটানোর জন্য আপনি সর্ষের খোলের ব্যবহার করতে পারেন।
@mithumukherjee7459 Жыл бұрын
16 20 Sar deya jbe??
@PikasGardening Жыл бұрын
19.19.19 is best for flower plant
@KakaliSaren52 жыл бұрын
Very nice video
@jhumamukherjee72982 жыл бұрын
দাদা গতকাল ঝড়ে কাগজি ফুল গাছ টা শিকর ছিঁড়ে পারে গেছে দুই একটা শিকড় রয়েছে গা ছ টাকে কি করে বাঁচাবো।
@PikasGardening2 жыл бұрын
গাছের শিকড় টাকে ভালো করে ধুয়ে 10 থেকে 15 মিনিট ফাংগিসাইড এর জলে চুবিয়ে রেখে তারপরে গাছটাকে প্রতিস্থাপন করুন এবং কিছুদিন গাছটাকে একটু সেডে রাখুন যতক্ষণ না গাছকে মাটিতে আঁকড়ে ধরেছে।
@amitra262 жыл бұрын
@@PikasGardening কাগজী লেবুর গাছে প্রথমে ৭,৮ টা লেবু হয়েছে bt r ফুল ও ফল হয়েছে না ,কি সার দেবো যদি বলেন
@poulomijoardar72322 жыл бұрын
Amar togor gachtai pata i hocche na,,ki korbo
@PikasGardening2 жыл бұрын
Mati te gobor sar mix korun
@mohuyachanachur5729 Жыл бұрын
সার টা কতদিন পর পর দেব
@gitupaul2061 Жыл бұрын
MOP দিলে কি রেজাল্ট পাবো না?
@PikasGardening Жыл бұрын
Ha paben
@gitupaul2061 Жыл бұрын
@@PikasGardening থ্যাঙ্ক ইউ
@BonsaiAndAll2 жыл бұрын
Very nice 🥰
@PikasGardening2 жыл бұрын
Thank you
@mamatamitra3882 жыл бұрын
Full blooming habe kon khaber dile?
@PikasGardening2 жыл бұрын
নাইট্রোজেন ও পটাশিয়ামযুক্ত খাবার
@ankanadey25872 жыл бұрын
দাদা আমি একটি টগর গাছ লাগিয়েছি কিনতু এখনো একটি ও কুঁড়ি আসে নি।কি করবো বুঝতে পারছি না। জানালে উপকৃত হবো
@PikasGardening2 жыл бұрын
গাছটাকে রৌদ্রময় জায়গায় রাখুন এবং গাছের পর্যাপ্ত পরিমাণে খাবার ব্যবহার করুন, ফেব্রুয়ারির শেষে বা মার্চ মাসের শুরুতে গাছকে কাঁটাই ছাঁটাই করবেন নতুন যে সমস্ত ডাল বেরোবে সেটা তো অবশ্যই আসবে।
@mamatamitra3882 жыл бұрын
Full blooing habe kon khaber dile?
@jhumamukherjee72982 жыл бұрын
দাদা নীল কন্ঠ ফুল গাছে কি সার দিলে বেশি ফুল পাবো।
@PikasGardening2 жыл бұрын
আপনি এই সার না দিয়ে জৈব সার প্রয়োগ করতে পারেন। যেহেতু নীলকন্ঠ কাজ একটি নরম গাছ। তাই তার জন্য জৈব সার টাই শ্রেয় আপনি কলার খোসা ভিজিয়ে রেখে তার লিকুইড খাবারটা গাছে প্রয়োগ করতে পারেন ভালো রেজাল্ট পাবেন।
@suparnokumarroychoudhury56012 жыл бұрын
@@PikasGardening khub bhalo hoyeche
@krishnaadak42942 жыл бұрын
আমার জবা গাছের ডাল কেটে দিয়েছিলাম কিন্তু এখন আর কুঁড়ি আসছে না, কি করবো?
@PikasGardening2 жыл бұрын
পটাশ নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রয়োগ করুন গাছের গোড়ায়।
@BiswajitDas-yh5sx2 жыл бұрын
কতদিন পরপর এটা প্রয়োগ করা দরকার ?
@PikasGardening2 жыл бұрын
মাসে একবার
@BiswajitDas-yh5sx2 жыл бұрын
ধন্যবাদ।
@jhumamukherjee72982 жыл бұрын
দাদা পটাশিয়াম কত দিন পর পর দেব।
@PikasGardening2 жыл бұрын
ডাস্ট করে দিলে লাল পটাশিয়াম টা মাসে একবার এবং তরল খাবার হিসেবে দিলে সাদা পটাশিয়াম মানে সালফেট অফ পটাশ যেটা, সেটা মাসে একবার প্রয়োগ করবেন।
@Akibuki.from.Lakshmi_032 жыл бұрын
Togor gach a kuri asche onek kintu ful hobar agei sob jhore jache akta o ful hocche na ki korte pari please bolun
@PikasGardening2 жыл бұрын
এই সমস্যাটা এখন হবে স্বাভাবিক, কারণ প্রচন্ড রোদের জন্য গাছের কুঁড়ি অনায়াসেই ঝরে পড়ে। তাই যখন দুপুরের কড়া রোদ উঠবে তখন সেই অবস্থা থেকে গাছকে একটু ছায়াযুক্ত জায়গায় রাখবেন এবং গাছের গোড়ায় ঠিকঠাকভাবে জল প্রদান করুন।
@Akibuki.from.Lakshmi_032 жыл бұрын
Thank u sir. Jol ta to roj sokal ei diye thaki, gach er gora sob somoy vije r norom ache,,r gach ta boro mati te hoi a ache seta chaya te ana to somvhob noi, akta ful o futche na 🥺🥺🥺 koto koto kuri sob nosto hoi a jhore jache 😥😥 onno kono upai nei sir ful pabar jonno kuri gulo k tikiya rakhar moton?
@ramadeb50332 жыл бұрын
দাদা আমার টগর গাছের করি গোলো পুর ফুটছে না কি করব একটু বলে দেবেন
@PikasGardening2 жыл бұрын
এই সময়ে প্রবলেমটা হওয়া একটু স্বাভাবিক,তবে যদি বেশি হয় তবে গাছের গোড়ায় ম্যাগনেসিয়াম ও পটাস সমৃদ্ধ খাবার প্রয়োগ করবেন।
যে কোন পাত্রে ১ লিটার জল নেবেন। সেটার মধ্যে পাকা কলার দুটিকে তিনটে খোসা দিয়ে দেবেন। অন্ততপক্ষে এক সপ্তাহ পোচতে দেবেন, ৭ দিন পচার পর যে দ্রবনটা তৈরি হবে, সেটাকে আরো ১ লিটার জলের সঙ্গে মিশিয়ে তবে গাছে প্রয়োগ করবেন।
@suparnadey46772 жыл бұрын
অনেকগুলো গাছের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে কিভাবে জলে গুলবযদি একটু বলে দাও
@PikasGardening2 жыл бұрын
১০ গ্রাম ১০ লিটার জলে গুলে হাফ গ্লাস করে প্রতি টবে ব্যবহার করতে পারেন।
@suparnadey46772 жыл бұрын
Thank you
@anitapodder24252 жыл бұрын
@@PikasGardening potasim
@subhodeep54832 жыл бұрын
Sugondhi togorere kuri holud hoijache ki korbo dada?
@PikasGardening2 жыл бұрын
Gach mati te ache na tob e ?
@subhodeep54832 жыл бұрын
@@PikasGardening tobe dada
@debasischakraborty4592 жыл бұрын
মাটিতে বসানো বড়ো গাছে কি ভাবে এবং কতটা দেওয়া যাবে ভাই?
@PikasGardening2 жыл бұрын
গাছের উচ্চতা কত খানি ?
@jhumamukherjee72982 жыл бұрын
দাদা ফাংগিসাইড টা কি বুঝতে পারছি না। ফাংগিসাইড ছাড়া অন্য কিছু কি দেব। শিকড় টা আর কিসে ভেজাব জানাবেন দাদা।
@PikasGardening2 жыл бұрын
গাছে কোন ছত্রাকের আক্রমণ হলে ফাঙ্গি সাইট ব্যবহার করতে হয় ফাঙ্গি সাইট এর বাংলা হল ছত্রাকনাশক
@mousumikundu76282 жыл бұрын
গাছে কালো পিঁপড়ের কি করে তারাবো যদি একটু বলে দেন তো খুব ভালো হয়
@PikasGardening2 жыл бұрын
গাছে মাঝে মাঝে হলুদ গুঁড়ো ছিটিয়ে দেবেন বা হলুদ গুঁড়ো জলের মধ্যে ভুলে স্প্রে করতে পারেন। গাছের যে কান্ড দিয়ে পিঁপড়েরা জাতায়াত করছে সে কাণ্ডের যে কোন জায়গাতে যদি আপনি চোখ দিয়ে তারপরে দেন তাহলে দেখবেন পিঁপড়েরা ওয়েদার অতিক্রম করছে না।
@buladas52012 жыл бұрын
@@PikasGardening iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii iii ii. iiii ii.. I ............ . . .......... ... .. . . . . . .
@anjanabanik24412 жыл бұрын
@@PikasGardening ⁶⅞ùx
@tarundasdas5022 жыл бұрын
জুঁই ফুল গেছে কী সার দি লে বড়ো হবে আর ফুল আসবে
@PikasGardening2 жыл бұрын
ফুল এবং ফলের জন্য আমরা গাছে পটাশিয়াম ব্যবহার করে থাকি, তো আপনি ঘরোয়া পদ্ধতিতে কলার খোসা থেকে পটাশ পেয়ে যাবেন এবং রাসায়নিক পদ্ধতিতে এই লাল পটাশ ব্যবহার করলে গাছে ফুল আসতে অনেকটা সাহায্য করে, তাই সমস্ত রকম ফুলগাছে, আমরা মাসে একবার করে পটাশযুক্ত যে কোনো খাবার ব্যবহার করতে পারি।
@sampabhattacharjee56882 жыл бұрын
Dada korobi full fut che no ki korbo please bole dao
আমারও এই সমস্যা হয়েছিল আমার ১০ ইঞ্চি টবে আমি ১ চামচ সুপার ফসফেট সপ্তাহে একবার করে ২ সপ্তাহ দিয়েছি, তাতেই কাজ হয়েছে, জবার ক্ষেত্রেও তাই, একদম পরীক্ষিত সত্য।
@sarbanidey11622 жыл бұрын
কলার খোসা কিভাবে ব্যবহার করবো?
@PikasGardening2 жыл бұрын
পাকা কলার খোসা 1 লিটার জলে অন্তত তিন চারটে দিয়ে সেটাকে অন্তত এক সপ্তাহ পচাতে হবে তারপর সেই জলটা টব হিসেবে গেছে প্রয়োগ করতে হবে।
@mitabanarjee2092 жыл бұрын
কোন দোকানে পাওয়া যাবে।
@PikasGardening2 жыл бұрын
কি কিনবেন ?
@pampaghosh86232 жыл бұрын
Ei sar ta ki gondhoraj gachhe deoya jay
@PikasGardening2 жыл бұрын
হ্যাঁ অবশ্যই দিতে পারেন।
@sonalipandey36232 жыл бұрын
জবা গাছ এ দেওয়া হবে ভাই
@PikasGardening2 жыл бұрын
হ্যাঁ দেওয়া যাবে, 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য হাফ চামচ ব্যবহার করবেন।
@sonalipandey36232 жыл бұрын
Acha
@jhumamukherjee72982 жыл бұрын
আমার মাটিতে গাছ লাগানো কিন্তু ফুল ফুটেছে না এক টা দুটো গাছে কি দেব দাদা
@PikasGardening2 жыл бұрын
গাছের গোড়া থেকে একটু সাইড দিয়ে ভালো করে খুড়ে নিয়ে মাটির সঙ্গে একটু কম্পোষ্ট মিশিয়ে দিন এবং মাসে একবার গাছের গোড়ায় পটাস সমৃদ্ধ খাবারের প্রয়োগ করুন এবং ঠিকঠাক টাইমে চলে প্রদান করুন।
@wonderingchews70722 жыл бұрын
আমার টগর ফুলের গাছটা দিন দিন হলুদ হয়ে যাচ্ছে
@PikasGardening2 жыл бұрын
এই সময় যে কোন গাছের একটু পাতা হলুদ হয়ে যাওয়া বা কুঁড়ি ঝরে যাওয়া এই সমস্যাগুলো দেখা দেয় এতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এটা আস্তে আস্তে বর্ষা শুরু হতে হতে প্রবলেমগুলো সমস্ত সলিউশন হয়ে যায়, তবে যদি গাছে এই প্রবলেম খুব বেশি দেখা দেয় তবে গাছের কিছু স্পেশাল কেয়ার নিতে হবে।
@dipandas42882 жыл бұрын
Up
@suchandraroychowdhury15142 жыл бұрын
potasium kothay pawa jabe
@PikasGardening2 жыл бұрын
Je kono fertilizer dokan e
@sabitaroy47252 жыл бұрын
Poka lagcha ki korbo?
@PikasGardening2 жыл бұрын
কোন ধরনের পোকা ?
@jhumamukherjee72982 жыл бұрын
কখন দেব সকালে না বিকেলে
@PikasGardening2 жыл бұрын
সকালের দিকে
@ilasaha60102 жыл бұрын
কলার খোসা কি ভাবে দেওয়া যায়
@PikasGardening2 жыл бұрын
পাকা কলার খোসা রোদে শুকিয়ে ডাস্ট করে আপনি গাছের গোড়ায় প্রয়োগ করতে পারে অথবা পাকা কলার দু'তিনটে খোসা জলের মধ্যে 4-5 দিন ডুবিয়ে রেখে তরল খাবার বানিয়ে আপনি গাছে প্রদান করতে পারেন।
@hashimitra95952 жыл бұрын
নতুন ছোট গাছে দেওয়া যাবে?
@PikasGardening2 жыл бұрын
নতুন গাছে আপনি জৈব পটাশ দিতে পারেন।
@sumanrudra99192 жыл бұрын
পাতি লেবুর গাছে ফুল আনার জন্য কী সার দেওয়া যায়?
@PikasGardening2 жыл бұрын
Phosphorus and potash er use korun
@ilasaha60102 жыл бұрын
কি কি গাছে দেওয়া যাবে এই পটাশিয়াম
@PikasGardening2 жыл бұрын
সব রকম ফুল এবং ফল এর গাছে আপনি প্রয়োগ করতে পারবেন এটা।
@rafiqislam30982 жыл бұрын
তুমিতো বিশ্ব পন্ডিত
@shampasamanta33762 жыл бұрын
you will tell you shortly
@shyamapadaghosh9542 жыл бұрын
P bbye
@sumanrudra99192 жыл бұрын
Tub
@youtuber-best2 жыл бұрын
এটা টগর ফুল ভাই.... ? পাতা এতো বড় কেন?
@PikasGardening2 жыл бұрын
ডবল পেটাল এর টগর ফুল এটা, টগর ফুলের অনেক প্রজাতি হয় তার মধ্যে এটা একটা।