Рет қаралды 1,836,374
আল্লাহ তায়ালার পক্ষ থেকে নিয়ামত স্বরুপ রোগগুলো হলোঃ
সর্দি জ্বর
চুলকানি
চোখ ওঠা
সর্দি জ্বর
আমরা অধিকাংশরাই এই রোগে ভুগে থাকি এবং বলতে গেলে সবাই এই রোগে পরেছি। হাদিসে বর্ণিত আছে যে, এই সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ তায়ালা রব্বুল আলামিন মানুষের শরীর থেকে জীবানু বের করে দেন। যার সর্দি হবে সে কোনো দিন পাগল হবে না। (সুবাহান আল্লাহ)
চুলকানি
অনেকে এই রোগীকে ঘৃনাও করে থাকে। চুলকানি রোগে প্রায় দেশের অনেক মানুষই ভুগে থাকে। বিশেষজ্ঞরা বলেছেন, ধুলাবালির পলুশন থেকে এই রোগ হয়।
হাদিসে এসেছে, যার শরীর জুরে কম বেশি চুলকানি থাকবে সে কোন দিন কুষ্ঠ রোগে আক্রান্ত হবে না এবং শ্বেত রোগও হবে না। তাই আমদের উচিৎ হবে এই সকল রোগে আক্রান্ত হলে ভয় না পাওয়া এবং ধৈর্য্য ধারন করে আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করা।
চোখ ওঠা
আমরা চোখ উঠলে অনেক ভয় পেয়ে যাই। তবে এর কোন ভয়ের কারন নাই। কারন চোখ ওঠা একটি নিয়ামত। হাদিস অনুযায়ী যার চোখ ওঠা রোগ হয় সে কোনদিন অন্ধ হবে না। (সুবাহান আল্লাহ।)
তাই আমাদের বিচলিত হওয়া বা ভয়ের কোন কারন নাই। এই রোগে যদি আমরা আক্রান্ত হই তবে নিশ্চিন্ত থাকতে হবে এবং ধৈর্য্যধারন করে আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করতে হবে।