আমার মেয়েকে ও এই সব টিপস ফলো করে শিখাই। আলহামদুলিল্লাহ ১৮ মাসেই A-Z শিখেছে মানে চিনতে পারে। এখন a-z শিখাবো ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হলো, ওকে কি এখন ব্লাকবোর্ড দিবো আপু? ওর বয়স ১৯+, মাঝে মাঝে কুড়িয়ে পাওয়া জিনিস মুখে দেয়। তাই বলছি যে চক ও যদি মুখে দিয়ে ফেলে।
@abidaahmedbushra323715 күн бұрын
কবে থেকে A-Z শিখানো শুরু করেছিলেন আপু?
@tamannaakter905113 күн бұрын
খুব ছোট বেলা থেকেই ওকে বই কিনে দিয়েছি। বিভিন্ন ধরনের বই। ওর সব থেকে পছন্দের খেলনাই হল বই। বই নিয়েই বেশি সময় কাটায়। ধীরেধীরে শিখে ফেলছে।ঠিক কখন থেকে শুরু করছি এটা বলা মুশকিল। ১৫- ১৬ মাসের দিকে ভালো করে চিনতে ও বলতে পারে
@noyonmahmoud818512 күн бұрын
আমার মেয়ের বয়স ২.৫ আমার মেয়ে অ আ,ABCD,এক দুই ,ওয়ান টু, আকার রসিকার,আলিফ বা তা,৩টা সূরা,১৫টা ইংরেজি ফলের নাম,১৫টা পশুর না,১৫টা পাখির না,৮টা সবজির নাম ৮টা ফুলের নাম ইংরেজিতে একা একা বলতে পারে, আরবি ১২মাসের নাম পারে একটা ইংরেজি কবিতা ৫টা বাংলা কবিতা পারে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে বলে
@paromitar.protidin10 күн бұрын
আপনার মেয়ে অনেক বুদ্ধিমান। 👍
@SharaMoni-px1sb8 күн бұрын
সেইম এতোটা মিল কিভাবে হলো আমার মেয়ের ও ২.৫ বছর এগুলো সব ই পারে আলহামদুলিল্লাহ পাশাপাশি আরো অনেক কিছু পারে বড়দের সালাম দেওয়া ঘুমের দোয়া টয়লেটে জাওয়ার দোয়া ইত্যাদি
@munawarashimu73814 күн бұрын
Masha'allah ❤
@sumaiyahasnat412811 күн бұрын
আপনার রিচার্জ গুলা খুব ভালো।অনেক উপকারী মনে হয় এখনকার মায়েদের জন্য।আপনি বিভিন্ন ধর্ম নিয়ে রিচার্জ করতে পারেন ❤❤❤
@saifasarker88708 күн бұрын
অনেক সুন্দর বলছেন আপু,ধন্যবাদ।
@raisacartoon2.012 күн бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেক ভালো লাগলো আপনার কথাগুলো শুনে আমিও বর্ণ শিক্ষার ভিডিও তৈরি করি আমার বাচ্চার জন্য যেটা দেখে দেখে সেও শিখছে এবং ধন্যবাদ চাও শিখতে পারে তাই এগুলো পোস্ট করি
@paromitar.protidin10 күн бұрын
আপনার বাচ্চার জন্য এই ভিডিও একটা উপহার বলেই মনে হয়।
@rimascrochet265615 күн бұрын
আপু আপনার ভিডিও গুলো অনেক ভালো
@paromitar.protidin14 күн бұрын
ধন্যবাদ। আর কোনো বিষয় নিয়ে আগ্রহ থাকলে আমাকে জানাবেন।
@শিউলিরগণিতক্লাস14 күн бұрын
Hay mam 🙏🙏🙏 Your teaching technique is very nice.❤❤❤❤❤ Thank you very much for sharing❤❤❤
@paromitar.protidin14 күн бұрын
আপনার উৎসাহের জন্য ধন্যবাদ। আর্লি চাইল্ডহুড এডুকেশন এখন অনেক সমৃদ্ধ। আমি শিক্ষাবিজ্ঞানের কয়েকটি টেকনিক ফলো করেছি মাত্র। 🥰
@শিউলিরগণিতক্লাস14 күн бұрын
@paromitar.protidin actually it's very nice. Please share more technique 🙏
@IslamicHFH13 күн бұрын
সবার আগে আরবি হরফ গুলি শিখানো উচিত। কারণ আমরা মুসলমান। আখেরাতে আমাদের সফলতা হলো আসল সফলকাম।আমার ছেলের দুই বছর আলহামদুলিল্লাহ সে আরবি হরফ অনেকগুলো বলতে পারে।
@paromitar.protidin10 күн бұрын
আপনি মুসলমান, আমি নই। কথা বলার আগে জানাশোনা ও সংযম দুটোই প্রয়োজন।
@IslamicHFH10 күн бұрын
@paromitar.protidin হ্যাঁ আমার জানাশুনার ভুল হতে পারে। কিন্তু আমি সংজমহীন এমন কোন কথা বলিনি এখানে। ভেবেছিলাম আপনি মুসলিম।তবে আমাদের পরকাল কিন্তু একটাই।
@paromitar.protidin9 күн бұрын
@@IslamicHFH পরকালের কথা বলার জন্য ইউটিউবে কেন ঘোরেন? এবং কেন অমুসলিমদের পোস্টে গিয়েই যা খুশি মন্তব্য করেন? আর কোনো ধর্মের লোকদের এরকম আচরণ দেখেছেন? আপনাদের এই আচরণের রহস্য কী? কোথাও কী অনলাইনে ধর্ম প্রচারণার জন্য পরকালে পুরস্কারের কথা বলা আছে? নাকি অন্য কোনো বিষয় আছে এখানে? বুঝি না। বুঝিয়ে দিয়েন তো।
@IslamicHFH9 күн бұрын
@@paromitar.protidin না দাওয়াতের জন্য শুধু অনলাইনে খুজি না বাস্তবেও খুঁজি আলহামদুলিল্লাহ। একজন এমবিবিএস ডাক্তারকে দাওয়াতের প্রচারণায় রেখেছি ইনশাআল্লাহ সে যদি কিছুদিনের মধ্যে মুসলিম হয় তাহলে পরকালে এর জন্য আমার পুরস্কার রয়েছে।আপনি ভালো কাজ করে গেলেও পরকালে আপনার যেতে হবে কিন্তু আপনার ঠিকানা হবে অন্যটা। আর আমি ভাল কাজ করে গেলে আমার ঠিকানা হবে আরেকটা।কিন্তু সেখানে গিয়ে যেন আমার জবাবদিহি করতে না হয় কেন তুমি ধর্মটাকে প্রচার করলে না। কেন তুমি আরেকজন ভাই এবং বোনকে জাহান্নামের আগুন থেকে বাঁচালে না।কারণ আমাদের ধর্মে ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হয়েছে নিজে একা একা ইবাদত করে জান্নাতে যাওয়ার কথা বলা হয়নি। আর একটা কথা হল আমি আগেই বলেছি এখানে পোস্ট করার আগে আমি জানতাম না আপনি মুসলিম নন।
@IslamicHFH9 күн бұрын
@@paromitar.protidin আর পুরস্কারটা কি জানেন?এমন একটা পুরস্কার যা কোন অন্তর কখনো কল্পনাও করেনি কোন চোখ তা কখনো দেখেওনি। যা এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান। যা পেলে কোন মানুষের হৃদয় পৃথিবীতে আসতে চাইবে না। শুধু শান্তি, সুখ আর অসংখ্য অগণিত নিয়ামত।
@alvitasnim30663 күн бұрын
Ka te orange 🍊. 😂 cutee Emil
@prianka5071Күн бұрын
So helpful
@offalTVBD15 күн бұрын
দারুণ, তাই সাবস্ক্রাইব করে দিলাম
@paromitar.protidin14 күн бұрын
ওহ কী দারুণ সংবাদ! 🎉 কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে বলবেন!
@ParvinAkter-b8v11 күн бұрын
আপু আমার ছেলের বয়স৪ বছর ওকে আমি স্কুলে ভতি করায়ছি কিন্তু আমার ছেলে লেখা বা বণ ছেনা কোন টা পারেনা এখন আমি কিভাবে শিখাতে পারি একটু বলবে প্লিজ প্লিজ। আপনার ভিডিও দেখে আমি ভিষন উৎসাহ পেলাম তাই উত্তর দিয়েন
22 months baby ke ki doroner khelna dile valo hobe....?. please replay diben..
@arufamahera534613 күн бұрын
খুবই সুন্দর আপু❤ এমন ভিডিও আরও চাই। দুইটা ভাষা কিভাবে একসাথে শিখাবো সে সম্পর্কে জানতে চাই। ❤
@paromitar.protidin13 күн бұрын
অনেক ধন্যবাদ, দুই ভাষা শেখানোর কৌশল নিয়ে ভিডিও আসছে 😊
@AminAsma-v9t15 күн бұрын
Amr chele 19mas alhamdulillah masahallah akbar ja sekhai mone thake
@raniyamolla36595 күн бұрын
Mam amar cheler boyos 2.10 oke school a vorti kore diye chhi oderke khalar chhole poray bat o okhane giye porte chay na sudhu khela kore . Antira oke bar bar porte bole o pare na oke ki school a diye vul korlam plz plz plz mam reply korben plz
@MdDalowar-m6q12 күн бұрын
Excellent❤❤❤from heraam Makkah
@paromitar.protidin10 күн бұрын
অনেক ধন্যবাদ
@JANNATUNFARIHA16 күн бұрын
❤❤❤❤❤❤❤
@paromitar.protidin16 күн бұрын
অনেক ধন্যবাদ উৎসাহের জন্য।
@mii528115 күн бұрын
❤
@mahjabinmustarymahua500215 күн бұрын
আপু কেমন আছেন? এসব এডুকেশনাল খেলনাগুলো বাংলাদেশে কোথায় পাওয়া যাবে? জানাবেন প্লিজ।
@maiyaaa015 күн бұрын
ধন্যবাদ দিদি ❤
@Sumihossain-w7w15 күн бұрын
সুন্দর ভিডিও ❤❤
@masudakhi856514 күн бұрын
❤❤❤
@ayeshaaktermim13816 күн бұрын
❤
@paromitar.protidin16 күн бұрын
অনেক ধন্যবাদ। আর কোনো বিষয় নিয়ে আগ্রহ থাকলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো ভিডিও বানাতে।
@MdAnas-l4d4 күн бұрын
আপু আমার ছেলের বয়স ৬ বছর ও লিখতে জানে না । কি করবো এখন
@MdAbdulla-vd9de10 күн бұрын
afu ai educational khalna golu kothai pabo
@paromitar.protidin10 күн бұрын
আমার অনলাইন শপ থেকে কিনতে পারবেন।
@MdJakariya-x4k13 күн бұрын
আরবি গুলো ঠিকমতো পারে
@sanjidashumi12 күн бұрын
চার পাচ মাস বয়সে কমলা খাওয়াতে পারবো?
@NusratJahan-u4d13 күн бұрын
আমার বাচ্চা লিখতে পারে না এবং লিখতেও চায় না এর জন্য একটা ভিডিও দিয়েন
@paromitar.protidin10 күн бұрын
একটা ভিডিও আছে! প্লিজ দেখে নিবেন। আশা করি কাজে লাগবে। ❤
@ayeshaafrin846014 күн бұрын
দিদি আমরা তো বাংলাদেশে থাকি তাহলে কি আগে বাংলা শিখাবো নাকি ইংরেজি?
@paromitar.protidin10 күн бұрын
দুটো একসাথে।
@MdManik-mh1js9 күн бұрын
আমার ছেলের বয়স ৬, এখন ক্লাস 1 পড়ে,,,,ছোট বেলায় পড়াইছি,,এখন পড়তে চাই না,,মাদ্রাসা থেকে বাজে দুষ্টুমি করে, বাসায় আসলে,,বইয়ের দিকে তাকায় না,,,
@AminAsma-v9t15 күн бұрын
Apu chokh amr chele mokhe dei . tobe seta maje modhe
@Cutetahmid97912 күн бұрын
আমার জন্য সবাই দোয়া করবেন
@barnalisvlogs920016 күн бұрын
Didi amr meye 2.5 year o akdm porte chai na ki korbo aktu bolun please
@paromitar.protidin16 күн бұрын
ও যেটা করতে চায় সেটার মাধ্যমে শেখান। ২.৫ বছরে কী আর পড়তে চাইবে! 🎉
@RimaAkter-w8k13 күн бұрын
Apu sob bacchar dhoron akna ,akek baccha akek ek dhoroner hoy ,sobai ak rokom active hobe amno na ,tai bolci Apu onno bacchar Sathe comprayer na Kore baccha k smy din 2.5 er akta baccha k pressure na deiyai uchet ,,
@barnalisvlogs920013 күн бұрын
@@paromitar.protidin o akjai bose thaktei chai na didi
@FatematujjohoraJohora11 күн бұрын
আপু আমার বাচ্ছার চার বছর চলছে ওর আব্বু ওকে মাদ্রাসায় পড়াতে চায়। কোন ভাবে ওকে নেয়া যায় না মাদ্রাসায়। একদম পড়তে চায় না। ওর খুব জেদ যেটা বলে তাই করে কোন ভাবে বুঝানো যায় না। এর জন্য অনেক মার খায়। প্লীজ একটু বলবেন কিভাবে ওকে ঠিক করব