Рет қаралды 12,405
ইউনানী ও আয়ুর্বেদিক ডিপ্লোমা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২🔥ডিইউএমএস/ডিএএমএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ayurvedic admission
বাংলাদেশ বাের্ড অব ইউনানী এন্ড আয়ুর্বেদিক
| সিস্টেমস্ অব মেডিসিন ৭৫/বি, ইন্দিরা রােড, ঢাকা-১২১৫।
www.bbuasm.gov.bd ডিইউএমএস/ডিএএমএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি বাংলাদেশ ইউনানী এন্ড আয়ুর্বেদিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স, ১৯৮৩ এর অধীন সরকার কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির শিক্ষা প্রতিষ্ঠানসমূহে চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে ২০২২-২০২৩ ইং শিক্ষা বৎসরে ১ম বর্ষে ছাত্র/ছাত্রী ভর্তি শুরু হয়েছে এবং তা আগামী ২৯ সেপ্টেম্বর ২০২২ খ্রি. পর্যন্ত চলবে।
স্বীকৃতিপ্রাপ্ত ইউনানী ও আয়ুর্বেদিক প্রতিষ্ঠানসমূহের তালিকা:
ইউনানী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ:
১। সরকারী তিব্বিয়া কলেজ
১৫। শেখ মােঃ ইব্রাহিম খলিল মাজমপাড়া ইউনানী। রােড নং-১৪, ব্লক-ডি,
মেডিকেল কলেজ ও হাসপাতাল শাহজালাল উপশহর, সিলেট।
গ্রাম-পাঁচাহার, পােঃ স্বল্পছাপিলা, থানা-পাগলা, অফিস: ৮৮০২৯৯৬৬৩৩৪৯৪
উপজেলা- গফরগাঁও, ময়মনসিংহ।
মােবাইল: ০১৯৪৫-৭৬৮০২৮
২। তিব্বিয়া হাবিবিয়া কলেজ
১৬। পঞ্চগড় ইউনানী মেডিকেল কলেজ এন্ড ২৫, উমেশ দত্ত রােড,
হাসপাতাল। বকশী বাজার, ঢাকা-১২১১।
বিসিক নগর, পাের ধাক্কামারা, মােবাইল: ০১৭১৩-০১৮৭২৮
উপজেলা- সদর, জেলা- পঞ্চগড়।
মােবাইল: ০১৭০৫-০৬৯১৭৫ ৩। চট্টগ্রাম ইউনানী তিব্বিয়া কলেজ।
১৭। বরিশাল ইউনানী মেডিক্যাল কলেজ ও ২৮৮/২৯৮, চন্দনপুরা পশ্চিম গলি,
হাসপাতাল। নবাব সিরাজুদ্দৌলাহ রােড, চট্টগ্রাম-৪২০৩।
ফৱেষ্টার লেন, হাতেম আলী রােড, বরিশাল। মােবাইল: ০১৮১৯-১৭৯৮৩৫
মােবাইল: ০১৭১১-৩২৮৪৯৭
৪। চাদপুর ইউনানী তিব্বিয়া কলেজ
পুরান বাজার, চাঁদপুর। মােবাইল: ০১৭১১-১৪৩১৮০
আয়ুর্বেদিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ:
১০। হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও প্রফুল্প সিংহ আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ
হাসপাতাল বেতগাড়ী, বনানী, শাজাহানপুর, | হাবিবুর রহমান সড়ক, মাগুরা। বগুড়া।
মােবাইল: ০১৭১১-৪৮২৩২৬ মােবাইল: ০১৭১০-০৫৫১৭৬ । হাকীম সাঈদ ইস্টার্ন মেডিকেল কলেজ ও [
৭। অমৃত লাল দে আয়ুর্বেদ ও ইউনানী মহাবিদ্যালয় হাসপাতাল (ইউনানী)
হাসপাতাল রােড, বরিশাল। ৯৮/৯৯ বীর উত্তম সি.আর.দত্ত সড়ক,
মােবাইল: ০১৭১২-০২৯৩৪৯ কলাবাগান, ঢাকা-১২০৭। মােবাইল: ০১৭৮৭-৬৮৭৮৬৪ । রওশন জাহান ইস্টার্ন মেডিক্যাল কলেজ। ৮। মডার্ণ ইউনানী-আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও ও হাসপাতাল (ইউনানী)
হাসপাতাল দক্ষিণ মাগুরী, দত্তপাড়া, লক্ষ্মীপুর ।
উত্তর চাপাইন, লালটেক, সিআরপির পিছনে, মােবাইল: ০১৭২০২৫০২৯১
সাভার, ঢাকা। মােবাইল: ০১৭১২-৬৫১৬৭৯। । ডাঃ আব্দুল গনি ইউনানী মেডিকেল কলেজ ও ৯ি। টিএমএসএস ফিরােজা বেগম আয়ুর্বেদিকহাসপাতাল।
ইউনানী। কেরানীপাড়া চৌরাস্তামােড় (পিটি আই রােড),
মেডিকেল কলেজ ও হাসপাতাল। মহানগর, রংপুর।
সুজাবাদ, বনানী (দহপাড়া), নতুন বাইপাস রােড, মােবাইল: ০১৭১২-২৯৪৩৭১
বগুড়া। মােবাইল: ০১৭১৭-৮৫১৪৫১ ১৪। হাফেজ কারী আব্দুস সালাম ইউনানী- ১০। হযরত খাজার বশীর ইউনানী-আয়ুর্বেদিক
আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ ও হসপিটাল। মেডিকেল কলেজ ও হাসপাতাল। কে আলী দরগাহ, রণবিজয়পুর, বাগেরহাট।
আজমীরগঞ্জ, বাট্টাজোড় নতুন বাজার, বকশীগঞ্জ, মােবাইল: ০১৯১৪-৪২১৭০২।
জামালপুর। মােবাইল: ০১৯৯৮-৮৮৮৪৮০
ভর্তির যােগ্যতা: এসএসসি বা তৎসমমানের শিক্ষাগত যােগ্যতা। ৪(চার) বৎসরের পাঠ্য সমাপ্তি ও বাের্ডের অধীনে কোয়ালিফাইং পরীক্ষা পাসের পর সফলভাবে ছয় মাসের ইন্টার্ণ কোর্স সমাপনান্তে বাের্ড কর্তৃক ডিইউএমএস/ডিএএমএস ডিপ্লোমা প্রদান এবং সংশ্লিষ্ট সরকারি আইন অনুযায়ী কোয়ালিফাইড “এ” ক্যাটাগরী হাকীম/কবিরাজ হিসেবে রেজিস্টার্ড চিকিৎসক-এর মর্যাদা লাভের ব্যবস্থা আছে। প্রত্যেক কলেজেই বাের্ড কর্তৃক মেধাভিত্তিক ৬টি করে ছাত্রবৃত্তি দেয়া হয় । ইন্টার্ণশীপ বৃত্তিরও ব্যবস্থা রয়েছে। ভর্তির ফরম ও প্রসপেক্টাসের জন্য সরাসরি সংশ্লিষ্ট কলেজে যােগাযােগ করুন।
ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক মেডিসিন এন্ড সার্জারি (ডিএএমএস) এবং ডিপ্লোমা ইন ইউনানি মেডিসিন এন্ড সার্জারি (ডিইউএমএস) কোর্সে যদি ভর্তি হতে চান বা আপনার পরিচিত কাওকে ভর্তি করাতে চান তাহলে পােস্টটি আপনার
O NCIERTSGcu Diploma in ayurvedic medicine and surgery and Diploma in unani medicine and surgery বলে জানি।
G
আয়ুর্বেদ ডিএএমএস ও ইউনানি ডিইউএমএস এর বিভিন্ন বিষয়ে ব্যাপক বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সেবাকারি জনবল তৈরি করা এই কোর্সের মূল লক্ষ্য। এই কোর্স সমাপ্তির পরে একজন দক্ষ আয়ুর্বেদিক বা ইউনানি চিকিৎসক। সার্জন হয়ে উঠতে পারেন। এ ক্যাটাগরির হাকিম/কবিরাজ হিসেবে রেজিস্টার্ড চিকিৎসক হিসেবে পরিচিতি লাভ করবেন।
কোর্সের সময়কালঃ ০৪ বছর
ইন্টার্নশিপ সময়কাল: ০৬ মাস
যােগ্যতা: এসএসসি, দাখিল বা সমমানের পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.০০
ভর্তি পক্রিয়া একাডেমিক রেজাল্টের ভিত্তিতে ভর্তি করা হবে।
একাডেমিক বছর: ২০২২-২০২৩
বৃত্তি সুবিধাঃ ০৬ ক্যাটাগরির বৃত্তি দেয়া হয়। এছাড়া ইন্টার্নশিপ এ বৃত্তির সুবিধা দেওয়া হয়।
ভর্তির শেষসীমাঃ ২৯ সেপ্টেম্বর ২০২২
ভর্তি ফর্মঃ আপনার পছন্দের কলেজ থেকে ফর্মটি সংগ্রহ করুন।
ইউনানী ও আয়ুর্বেদিক ডিপ্লোমা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২,ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক ও ইউনানী কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি,ডিপ্লোমা ইন আয়ুর্বেদিক ও ইউনানী কোর্স,ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি,আয়ুর্বেদিক কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি,ডিপ্লোমা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি,ইউনানী কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি,হোমিওপ্যাথিক ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি,হোমিওপ্যাথিক ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি,সরকারি ইউনানি ও আয়ুর্ভেদিক মেডিকেল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১
#Diploma_in_ayurvedic_medicine
#ইউনানী_ও_আয়ুর্বেদিক_ডিপ্লোমা_কোর্সে_ভর্তি_বিজ্ঞপ্তি
#dums_admission_circular
#ayurvedic_admission