আমি যে ৩১ শে মে মাসে পর মালয়শিয়ায় যেতে না পাড়া কর্মী ভেতর একজন। আমার ভিসা BMET কার্ড সব পেয়েছি কিন্তু সিন্ডিকেটের কারণে যেতেপারি নায়। এর কারণে আমি এবং আমার পরিবারঅনেক কষ্টে আছি, কারণ জমি বিক্রি করে টাকা দিতে হয়েছে। তার কোন টাকা পয়সা এখন পর্যন্ত পাইনি। এমতাবস্থায় আমি আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আকুল আবেদন জানাচ্ছি।
@MDMohsen-e6x4 ай бұрын
স্যার আমি একজন মালোশিয়া যাওয়ার ভুক্তভোগী আমাদের সমস্যা টা সমাধান করে স্যার আমাদের জন্য কিছু একটা করেন ভাই
@mdjahid26473 ай бұрын
ওমানের ভিসা খোলে না কেনো😢
@MirajHaque-hc4sz4 ай бұрын
মালোশিয়া জাই তে পারে নি ৫০ হাজার । লোক। বিএমটি। ১৭ হাজারের। বেশি। ছার। ডক্টর ইউনুছ। কে বলেন। আমাদের আসোহায় মানুষের। জন্য কিছুটা।একটা কতে। জাদের ইভিসা হয়েছে। কষ্ট করে টাকা দিয়েছেন জেতে পারেনাই। ছার জেনো কিছু একটা করে। আমি ও জেতে পারেনাই। ছার।