ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, জামালপুর, প্রশ্ন সমাধান, Date:23-02-2024

  Рет қаралды 14,671

Job Exam Mate BD

Job Exam Mate BD

Күн бұрын

ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, জামালপুর, প্রশ্ন সমাধান, Date:23-02-2024
Mobile: 01735778503
Facebook Page: www.facebook.c...
Facebook Group : / 822928402412283
Facebook Page: www.facebook.c...
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জেলা প্রশাসকের কার্যালয়, জামালপুর
ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা-২০২৪
তারিখঃ ২৩.০২.২০২৪ খ্রি
১. রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন কত সালে?
উত্তর: ১৯১৩
২. বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
উত্তর: চর্যাপদ
৩. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানের গীতিকার কে?
উত্তর: আব্দুল গাফফার চৌধুরি
৪. সন্ধি বিচ্ছেদ করুন- ক) অত্যন্ত খ) গবেষণা
উত্তর: অত্যন্ত = অতি + অন্ত
গবেষণা = গো + এষণা
৫. বানানগুলো শুদ্ধরুপে লিখুন- ক) ভাশণ, খ) স্বায়ত্বশাসন
উত্তর: ভাষণ, স্বায়ত্তশাসন
৬. ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন- ক) সিংহাসন, খ) শতাব্দী গ) নীলকণ্ঠ
উত্তর: ক) সিংহ চিহ্নিত আসন = কর্মধারায় সমাস
খ) শত অব্দের সমাহার = দ্বিগু সমাস
গ) নীল কণ্ঠ যার = বহুব্রীহি সমাস
৭. কারক ও বিভক্তি উল্লেখ করুন- ক) সজীব ফুটবল খেলে। খ) ডাক্তার ডাক। গ) লোকে বলে ।
৮. এক কথায় প্রকাশ করুন- ক) অতি শীতও নয়, অতি উষ্ণও নয়। খ) অকালে পেকেছে যে।
৯. কবর নাটকটির রচয়িতা কে?
উত্তর: মুনীর চৌধুরি
১০. বঙ্গবন্ধুকে নিয়ে রচিত দুটি গ্রন্থের নাম লিখুন।
১১. জামালপুরের বিখ্যাত কয়েকজন সাহিত্যিক ও তাঁদের সাহিত্য কর্ম সম্পর্কে সংক্ষপে লিখুন।
১২. ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের তাৎপর্য সংক্ষেপে লিখুন।
উত্তর:
খ) ইংরেজি ২৫
১. কোনটি adverb ক) slowly খ) tall গ) class ঘ) inside
উত্তর: ক) slowly
২. কোন বানানটি শুদ্ধ? ক) Tommoro খ) Tomarow গ) Tommorow ঘ) Tomorrow
Answer: ঘ) Tomorrow
৩.Fill in the gaps:
a) I met my cousin.........5 pm.
Answer: at
b) Anger may be compared.......fire.
Answer: to
c) I saw......one-eyed man yesterday.
Answer: a
d) He divided the money....... the two children.
Answer: between
৪. কোন শব্দটি singular? ক) scissors খ) leaves গ) geese ঘ) people
উত্তর: ক) scissors
৫. Voice change করুন ।
a) You must write down the essay by this morning.
Answer: The essay must be written by you by this morning.
b) Honey tastes sweet.
Answer: Honey is sweet when it is tasted.
৬. Change the sentence into indirect speech.
a) Mother said, “Listen to your elders".
Answer: Mother advised to listen to your elders.
৭. Ability শব্দটির verb form লিখুন।
Answer: Enable
৮. দুইটি ইংরেজি মহাকাব্যের নাম লিখুন।
Answer: Paradise lost, The Faire Queen
৯. কোনটি know এর noun form? ক) knowing ) known গ) knowledge ঘ) knowledgeable
উত্তর: গ) knowledge
১০. বঙ্গানুবাদ করুন।
ক) The boy was beaten black and blue.
উত্তর: ছেলেটিকে বেদম প্রহার করা হয়েছে।
খ) It has been drizzling since morning.
উত্তর: সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
গ) Humpty Dumpty had a great fall
১১. Translate in English
ক) রাত জাগা স্বাস্থ্যের জন্য ভালো নয়।
Answer: Keep late hours is not good for health.
খ) পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে।
Answer: The Earth revolves around the sun.
গ) বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।
Answer: Bangladesh is liberated in 1971.
Bangladesh has got independence in 1971.
১২. Write down ten sentences about Jamalpur District.
গ) গণিত ২৫
১. ১০০ টাকায় ১০টি ডিম কিনে একই টাকায় ৪টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? ৪
২. দুটি সংখ্যার লসাগু ৭৭০০ এবং গসাগু ১১। একটি সংখা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত? ৪
৩. ৫ জন তাঁত-শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন
লাগবে? ৪
৪. একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত? ৪
৫. 〖(x-y)〗^2=14 এবং xy= 2 হলে x^2+y^2 = কত? ৪
৬. একটি জারে দুধ ও পানির অনুপাত ৫:১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমান
কত?
ঘ) সাধারণ জ্ঞান ১৫
১. কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তর: সিয়েরা লিয়ন
২. OIC এর পূর্ণরূপ কি?
উত্তর: Organization of Islamic Co-operation.
৩. বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
৪. জামালপুর মুক্তিযুদ্ধ কালে কত নম্বর সেক্টরের অধীন ছিল?
উত্তর: ১১ নং সেক্টর
৫. কোন কোন দেশের সাথে বাংলাদশের আন্তর্জাতিক সীমানা রয়েছে?
উত্তর: ভারত, এবং মায়ানমার
৬. কোন মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়?
উত্তর: এডিস
৭. ফিলিস্তিনের গাজা ভূখন্ডে স্বাধীনতাকামী সংগঠনের নাম কি?
উত্তর: হামাস
৮. দুইটি গ্রিনহাউজ গ্যাসের নাম লিখুন?
উত্তর: কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড
৯. মানব দেহে অক্সিজেন পরিবহন করে কোন রক্তকনিকা?
উত্তর: লোহিত রক্ত কণিকা
১০. ক্রেডিট ও ডেবিট বলতে কি বুঝায়? হিসাবরক্ষণের স্বর্ণসূত্র কি?
১১. একজন হিসাব সহকারীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সংক্ষেপে লিখুন।
ঙ) কম্পিউটার ট্রাবলসুটিং ১০
১. পূর্ণরূপ লিখুন- RAM, ROM, CPU, HTTP
২. দুইটি ইনপুট ও দুইটি আউটপুট ডিভাইসের নাম লিখুন।
উত্তর: ইনপুট ডিভাইস = মাউস, কীবোর্ড
আউটপুর ডিভাইস = প্রিন্টার, মনিটর
৩. দুইটি সার্চ ইঞ্জিনের নাম লিখুন ।
উত্তর: গুগল, ইয়াহু
৪. ক্লাউড কম্পিউটিং বলতে কি বোঝায় ?
৫. কোনটি কম্পিউটার ভাইরাসের চরিত্র নয়? ক) একটি প্রোগ্রাম খ) বিপথগামী গ) নিজেই বংশবৃদ্ধি করে ঘ) অপারেটরের নিয়ন্ত্রনাধীন
৬. কম্পিউটারে বাইনারি কোডে কোন সংখ্যা লেখা হয়? ক) ২ খ) ০ গ) ৩ ঘ) ৫
উত্তর: খ) ০

Пікірлер
@imranmixriyaz420
@imranmixriyaz420 10 ай бұрын
এইটার জন্যি অপেক্ষায় ছিলাম ভাই, ধন্যবাদ
@hasannajmul4529
@hasannajmul4529 10 ай бұрын
প্রশ্ন অনেকটাই সহজ 🥰, কোন রিটেনে এমন প্রশ্ন পেলেই হবে😍
@sanowarrahman3573
@sanowarrahman3573 10 ай бұрын
সহজ হলে সমস্যা বেশি 😊
@md.abdurrahim6523
@md.abdurrahim6523 10 ай бұрын
অসংখ্য ধন্যবাদ, স্যার
@bijoychandraroy5614
@bijoychandraroy5614 10 ай бұрын
Thank You so mUch sir
@MasfyAkther
@MasfyAkther 5 ай бұрын
আসসালামু আলাইকুম স্যার, জেলা প্রশাসক এর কাযালয়, নরসিংদী ইউনিয়ন পরিষদ সচিব পদের প্রশ্ন ও সমাধান ২০২৪ এর চাই।
@jakiasultana-um6cm
@jakiasultana-um6cm 7 ай бұрын
৩১ /০৫/২৪ ময়মনসিংহের ডিসি অফিসের হিসাব সহকারী কাম কম্পিউটার পোস্টের পরীক্ষার স্যলুশন টা দিন।
@jayonthego3614
@jayonthego3614 10 ай бұрын
ধন্যবাদ
@mdrayhanulislamroni342
@mdrayhanulislamroni342 10 ай бұрын
tnx sir...
@asaduzzamanasad1118
@asaduzzamanasad1118 7 ай бұрын
আসসালামু আলাইকুম ময়মনসিংহ ডিসি অফিসের জন্য হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটর পদের জন্য সাজেশন দেয়া যাবে।
@usankhan9727
@usankhan9727 10 ай бұрын
স্যার আমি আপনার ভিডিও দেখি সবসময়। কিন্তু ফেসবুক গ্রুপে কিছুতেই জয়েন হতে পারতেছিনা।
@mdhumayunkabir8723
@mdhumayunkabir8723 10 ай бұрын
কবে সার্কুলার হয়েছিলো জানি না জানলে আবেদন করতাম
@JarinTasnim-ki9wz
@JarinTasnim-ki9wz 10 ай бұрын
বিভিন্ন চাকরির সার্কুলার কখন দেয় সেটা জানবো কিভাবে?
@abdulmotin8181
@abdulmotin8181 10 ай бұрын
৮ মার্চ বাখরাবাদ গ্যাসে পরীক্ষা হয়েছে প্লিজ সমাধান দেন
@HalimaKhatun-ir8vd
@HalimaKhatun-ir8vd 10 ай бұрын
মৎস্য অধিদপ্তর অফিস সহায়ক রেজাল্ট কবে দিবে?
@md.suhail3394
@md.suhail3394 9 ай бұрын
Humpty Dumpty একটা কবিতা
@mdzohurulislam3112
@mdzohurulislam3112 10 ай бұрын
Thanks sir
@jobexammatebd8171
@jobexammatebd8171 10 ай бұрын
Welcome
@Raselsabuj222
@Raselsabuj222 10 ай бұрын
❤❤❤❤❤❤
@dreamershawon
@dreamershawon 8 ай бұрын
এই চাকুরী কি সরকারি নাকি সায়ত্বশাসিত নাকি আধাসরকারী
@RabiulIslam-qc7sw
@RabiulIslam-qc7sw 10 ай бұрын
@mehadihasanshuvo712
@mehadihasanshuvo712 8 ай бұрын
চাকরি হলে কি টেনিং আছে
@antarabiswas3443
@antarabiswas3443 10 ай бұрын
ভাই আপনি কতো মার্কের পরীক্ষা এই কথাটা কেনো বলেন না?
@এসোইসলামেরপথে-ভ৫চ
@এসোইসলামেরপথে-ভ৫চ 10 ай бұрын
এত সহজ প্রশ্ন?🤔🤔🤔🤔
@বিদ্যার্জন
@বিদ্যার্জন 10 ай бұрын
গনিত এ কয় নাম্বার পেলেন😂😂
@sajibkantidey3545
@sajibkantidey3545 10 ай бұрын
​@@বিদ্যার্জন কেন ভাই গণিত কি খুব কঠিন ছিলো,চাকরির পদ বা গ্রেড বিবেচনা করলে গণিত অংশটা সহজই ছিলো।
@masudparvez471
@masudparvez471 9 ай бұрын
Thank you sir
Ful Video ☝🏻☝🏻☝🏻
1:01
Arkeolog
Рет қаралды 14 МЛН
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН