ইউফরবিয়া মিলীর সঠিক যত্ন নিতে পারলে প্রায় সারা বছর ফুল পাওয়া যায়।। অতিরিক্ত যত্ন কখনো কখনো ফুল আনতে বাধা দেয়। ভিডিওটিতে ইউফরবিয়া মিলী পরিচর্যার সাধারণ আলোচনা করা হয়েছে ।সাহিদুর
Пікірлер: 75
@sudeshna1214 жыл бұрын
আপনার সুপরামর্শে আমাদের গাছ গুলিকে স্বাস্থ্যবান,সুস্থ রাখতে সাহায্য করছে। আন্তরিকভাবে ধন্যবাদ।
@tahminaislam9185 жыл бұрын
অনেক ধন্যবাদ স্যার, অনেক কিছু জানতে পারলাম। আপনার ভিডিও গুলি অনেক তথ্যবহুল।
@mybonsaigardensantanu15995 жыл бұрын
খুব ভালো লাগলো। এটা যে কিছুটা বিষাক্ত জানলাম।
@abhijitaudhya32675 жыл бұрын
Oshadharon dada. Khub bhaalo laglo. Aami apnake Bangalore theke follow kori. Apni onno ekta video te bolechhilen je apni Habra e thaken. Amio Habrar. 2 no. rail gate er pashe. Ebaar Habra e gele apnaar saathe dekha korte chai. Dhonyobaad
@samsulalam3 жыл бұрын
শাহী দাদা, অসাধারণ ভিডিও 👌🏼👌🏼
@NewMindGarden5 жыл бұрын
Beautiful sharing..👍👍 Amazing..👌👌❤❤
@debasishbanerjee42983 жыл бұрын
খুবই সুন্দর লাগলো ।
@SahiGarden3 жыл бұрын
অসংখ্য ধন্যবাদ
@GROVEOFHEAVEN5 жыл бұрын
Valo laglo amar akta gach a ai problem ta hoye6e
@chittabiswas99204 жыл бұрын
ধন্যবাদ দাদা। এই মিলি আমার সংগ্রহে কম থাকলেও এই বছর এর সংগ্রহ বাড়িয়ে কেবলমাত্র এই মিলির একটা সেকশন করতে উদ্যোগ নিলাম । ভাল থাকুন । নমস্কার
@SahiGarden4 жыл бұрын
আপনার বাড়িতে যেতে চাই, আপনার স্ট্রবেরী কালেকশন দেখার জন্য।
@chittabiswas99204 жыл бұрын
@@SahiGarden দুঃখিত বলতে বাধ্য হচ্ছি। কেননা বড় আকারে চাষ করতে পারিনি। 1) বৃষ্টি অনেক পিছিয়ে দিচ্ছিল 2) ছোট মেয়ে যে M R BANGUR এ STAFF NURSH সে করোনা আক্রান্ত হয়ে পড়ে মানসিক ভাবে খুবই চাপে ছিলাম, এখন ও চাপ কাটিয়ে উঠতে পারিনি। ধন্যবাদ নমস্কার নেবেন । ভাল থাকুন ।
@SahiGarden4 жыл бұрын
কোন সমস্যা নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনার সকল সমস্যা দূর হোক। মনের আনন্দে আবার গার্ডেনিং করুন। ভালো থাকুন।
@chittabiswas99204 жыл бұрын
@@SahiGarden ধন্যবাদ দাদা। আপনাদের পাশে থেকে সৎ পরামর্শ পেলেই সব সমস্যা কাটিয়ে ওঠার সাহস পাব ।
@littleaarvik5 жыл бұрын
khub valo
@chittabiswas99204 жыл бұрын
ধন্যবাদ দাদা। খুবই ভাল লাগল ।
@atanughosh56675 жыл бұрын
সহজবোধ্য,
@sampurnamaity9125 жыл бұрын
সুন্দর রঙ ফুল গুলির
@asishpalit62924 жыл бұрын
Dada, winter a Euvourbia mili gacher cutting protisthapon kara jabe ke?
@amitbakshi47265 жыл бұрын
Video ta khoob valo laglo.amar 1 ta Mili gach khoob lamba hoye gachhe,shakhao ber hoy ni.ki karonio jodi bolen dada khoob upokar hoy
@santusaha42394 жыл бұрын
আরো একবার ধন্যবাদ আপনাকে আশা করি আপনি ভালো আছেন। ইউফরবিয়া মিলী গাছ সম্পর্কিত অনেক তথ্য জানলাম আর একটা প্রশ্ন জিজ্ঞাস করছি, এই গাছের মাটি প্রস্তুত করব কি অনুপাতে এবং কি কি কিভাবে?
@RabiulIslam-wj9es4 жыл бұрын
তথ্যবহুল ভিডিওর জন্য ধন্যবাদ। আমার ইউফোরবিয়া গাছটা কেনার সময় অনেক ফুল ও পাতা ছিল কিন্তু ধীরে ধীরে ফুল ও পাতা ঝড়ে যাচ্ছে। এখন কি করবো বললে উপকৃত হবো।
@bontkurani81015 жыл бұрын
Amar khali laal ta achhe... holud phool tao dekhte besh shundor...
@kalyanidutta32724 жыл бұрын
আমার গাছে একটা ই শাখা কি করলে শাখাপ্রশাখা বেশি হবে
@jivajahnavi56195 жыл бұрын
আমার বাগানে একটা গাছ আছে। এতে প্রচুর পাতা আর ফুল দুটোই আছে।
@mahfuzurrahman11405 жыл бұрын
আমার গাছ অনেক বড় হয়েগেছে কিন্তু ফুল ধরেনা কেন বুঝলাম
@leenajahan89525 жыл бұрын
অনেক অনেক থেনক্স।
@shilpadutta38045 жыл бұрын
Ki size er tob bhalo ei mili er jonno??
@shilpadutta38045 жыл бұрын
@@SahiGarden ধন্যবাদ
@amitavamajhi83145 жыл бұрын
Akta question aa66a. Sudhu vermicompost a full gach bosano jaii ?
@sanjitdas73425 жыл бұрын
কাঠ বাদামের গাছ তৈরি করা দেখাও
@crochetwithchina90894 жыл бұрын
এই ফুল গাছ আমার মাটিতে লাগানো টবে নয়।ফুলের ছড়া এসে ঝরে যাচ্ছে ফুল ফুটছে নাহ।আমি কি করতে পারি জানালে উপকৃত হতাম প্লিজ
@jannatulkeya51403 жыл бұрын
গাছ কোন ধরনের সার থেকে নাইট্রোজেন পায়???
@iqraproma90775 жыл бұрын
cha pata ki dite parbo?
@mehedipathan23624 жыл бұрын
ভাইয়া গাছের পাতা কালচে হয়ে. ঝরে যাচ্ছে...কচি পাতা ও...এই সমস্যা সমাধানে কি করতে পারি??? একটু জানাবেন. ❤️
@roseflower17764 жыл бұрын
আমার এই গাছ অনেক বছর পর্যন্ত আছে কিন্তু এখন পাতা গুলো সতেজ লাগছেনা। পাতা ও অনেক কমে গেছে । কি করলে উপকৃত হবো । জানাবেন প্লিজ প্লিজ।
@arupbasu56475 жыл бұрын
HOW TO GERMINATE HIBISCUS SEEDS?
@roseflower17764 жыл бұрын
কাটামুকুটের কাঁটা গুলো ফেলে দিলে গাছের গ্ৰোথ কি ভালো হয় জানাবেন প্লিজ
@bablughose50894 жыл бұрын
vaia amr katamukut gach ta te pata jhore jacche r ful o ashchena ki korbo?kindly bolben?
@SahiGarden4 жыл бұрын
শীতে ভালো ফুল হয়না, পাতা কখনও কখনও ঝরে যায়। শীতকাল ডরমেন্ট টাইম এখন কিছু করা যাবে না।
@munawaranjumabani16305 жыл бұрын
Laal fuler gasta kothai pabo?
@hasifhussain23524 жыл бұрын
ভাই আমার মিলি ফুলের গাছের পাতা লাল লাল হয়েগেছে।এবং গাছ শুকানো ভাব। ভাই এর কারণ কী? দয়া করে যদি বলতেন। তার হলে ভালো হতো।
@roseflower17764 жыл бұрын
বড় লাল কাটামুকুটের দাম কত হবে। জানাবেন প্লিজ।
@salinakhatun20653 жыл бұрын
পাতা অনেক হয়ে গেছে। ফুল হচ্ছে না এখন কি করবো?
@nurunnahar4863 жыл бұрын
আমার কাটামুকুটের কলি শুকিয়ে ঝরে যায় এর প্রতিকার কি?
@arghyadippal69254 жыл бұрын
আমার মিলিতে ফুল আসছে না কি করব স্যার?
@tahminaparvin66853 жыл бұрын
দাদা ইউফরবিয়া মিলির কাটা জায়গায় পেস্টিসাইড দিতে হবে না।
@RK-pg2pp5 жыл бұрын
Amar gache ekhon prochur ful ache. Tahole ki khabar deya bandho kore debo?
@hindolaghosh45184 жыл бұрын
কলার খোসা দিয়ে তৈরি সার কি ব্যবহার করতে পারি মিলির জন্য?
@SahiGarden4 жыл бұрын
অবশ্যই
@hindolaghosh45184 жыл бұрын
@@SahiGarden অনেক ধন্যবাদ।
@hindolaghosh45184 жыл бұрын
আচ্ছা সেক্ষেত্রে আরো একটি প্রশ্ন ছিল। কলা গাছের খোসার সার ব্যবহার করলে কি আর অন্য কোনো রাসায়নিক আর ব্যবহারের প্রয়োজন আছে ফুল হবার জন্য? যেমন আপনি NPK ব্যবহার করতে বলেছিলেন আপনার এই মিলি গাছ সম্পর্কিত ভিডিওতে।
@SahiGarden4 жыл бұрын
গাছের মূল খাদ্য উপাদান নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ। জৈব উপায়ে নাইট্রোজেন এবং ফসফরাস এর উৎস প্রচুর কিন্তু পটাশিয়াম খুব সহজলভ্য নয়। সেই জন্য মিউরেট অব পটাশ বা সালফেট অফ পটাশ কখনো কখনো ব্যবহার করতে হয়। মিলির ক্ষেত্রে নাইট্রোজেন খুব বেশি প্রয়োজন হয় না। পটাশিয়াম এর প্রয়োজন বেশি হয় সেই ক্ষেত্রে রাসায়নিকভাবে সহজেই ফুল পাওয়া যায়। তবে আপনি যেকোনো ধরনের কম্পোস্ট এবং কলার খোসা দিয়েও মি লিতে ফুল পাবেন।
@hindolaghosh45184 жыл бұрын
অনেক ধন্যবাদ।
@partha96144 жыл бұрын
সাহিদুর দা NPK কতো দেব।মনে 10.26.26 না 19.19.19 একটু যদি বলেন খুব হেল্প হয়। আমি গতমাসে লাগিয়েছি গাছ টা।
@SahiGarden4 жыл бұрын
10 26 26 ভালো কাজ করে
@partha96144 жыл бұрын
@@SahiGarden ধন্যবাদ আপনাকে
@mimiduttavlogs3855 жыл бұрын
👌👌👌
@jamilanabillah76354 жыл бұрын
বারান্দায় কি হবেনা?রোদ মোটামুটি দু তিন ঘন্টা পড়ে
@samaundewan46715 жыл бұрын
কি দাম আছে দাদা?
@fnboys98734 жыл бұрын
sirআমার গাছ খুব ভালো কিন্তু এখনো ফুল আসেনি ডগা কেটে দিয়েছিলাম। খাবার ভারমি কম্পোস্ট দিয়েছি।
@SahiGarden4 жыл бұрын
পটাশ সার ব্যবহার করুন ,রোদে রাখুন
@fnboys98734 жыл бұрын
@@SahiGarden Ok thank you
@Laddugopal-d4p4 жыл бұрын
Amar gach tai ful futchena akebare kintu gach akdom sotej
@SahiGarden4 жыл бұрын
অতিরিক্ত খোল সার বা নাইট্রোজেন সমৃদ্ধ স্যার দেবেন না। আট দশ ইঞ্চি টবে এক চামচ পটাশ ব্যবহার করুন 15 দিন অন্তর।
@md.nurunnobi66344 жыл бұрын
বৃষ্টির পানিতে সমস্যা হয় না?
@SahiGarden4 жыл бұрын
তবে জল না জমলে কোন সমস্যা নেই। মাঝেমধ্যে অবশ্যই ফাঙ্গি সাইট ব্যবহার করুন।
@nazmussakib32404 жыл бұрын
১০ঃ১০ঃ১০ বলতে কোন সার কে বুঝায়।একটু বলবেন প্লিজ।
@SahiGarden4 жыл бұрын
নাইট্রোজেন 10 পার্সেন্ট, ফসফেট 10% এবং পটাশ 10%
@tandradas87994 жыл бұрын
আমার মিলি গাছে আগে খুব ফুল ফুটত বলতে গেলে বারোমাস হত এখন এক বছর ধরে শুধু পোট বেরোচ্ছ খালি পাতায় ভরে যাচ্ছে পাতা ডগার দিকে রেখে সব কেটে দিচ্ছি হাড়ের গুড়ো কলার খোসা ভারমি সব দিচ্ছি গ্রোথ খুব ভালো অথচ ফুল নেই আর দু একটা যাও বা দেখা যায় সেটা সবুজ রঙ এর এর প্রতিকার কি আমার আটটি গাছের এক অবস্থা
@SahiGarden4 жыл бұрын
নাইট্রোজেন বেশি পেয়ে যাচ্ছে। খাবার বন্ধ করে দিন। ফুল আসবেই ।
@shakhawathossain13513 жыл бұрын
আমার গাছের গোড়া পঁচে গেছে। পানি কম দেই। গাছ রোদেই আছে।
@hossainahmed55634 жыл бұрын
আমার গাছে পাতা নেই কি করব😅
@SahiGarden4 жыл бұрын
এই সময় গাছের পাতা পড়ে যায়
@rahulchakraborty42504 жыл бұрын
কোথায় ভালো গাছ পাওয়া যায় - এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করলে উপকৃত হব। ধন্যবাদ। আমার মোবাইল নাম্বার 9831352370.