আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জি আমি একজন প্রবাসী, আমি প্রবাসে আসার সময় আমার বড় বোন এর থেকে 5 লাখ টাকা ঋণ নিয়ে এসেছিলাম, আমার বড় বোন সেই টাকা টা ব্যাংক থেকে লোন করেছিল, এখন ব্যাংক এ সাড়ে 6 লাখ টাকা পরিশোধ করতে হবে, অর্থাৎ দের লাখ টাকা মুনাফা দিতে হবে, আমি নিজেকে সুদি কারবারে লিপ্ত করতে চাই না, এখন আমার করনীয় কি? আমি কি 5 লাখ এর সাথে অতিরিক্ত দের লাখ মুনাফা দেবো? এতে আমার কি পরিমাণ শাস্তি হবে? এখন আমার করনীয় কি?