Рет қаралды 269,328
বর্তমান বিশ্বের সবচেয়ে সমালোচিত জাতির কথা বলতে গেলে সবার আগে ইহুদী জাতির নাম চলে আসে। মুসলিম প্রধান মধ্যপ্রাচ্যে তাদের নিয়মিত দখলদারিত্ব ও যুদ্ধ-বিগ্রহ আধুনিক এবং সভ্য বিশ্বে দারুন সমালোচিত হচ্ছে। একই সাথে কয়েক শ’ কোটি মুসলমানদের প্রধান এবং প্রকাশ্য শত্রু হলো ইহুদীরা। ইদানীং মুসলিম বিশ্বের অধিকাংশ দূর্ভোগের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইহুদীদের দায়ী করা হয়। এর পেছনে যেমন আছে ইহুদীদের সুদীর্ঘ ‘ইহুদী রাষ্ট্র’ গঠনের প্রচেষ্টা, একই সাথে রয়েছে পুজিবাদি বিশ্বের প্রত্যক্ষ মদদ।
বর্তমানে পৃথিবীতে প্রায় আট শ’ কোটি জনসংখ্যার মধ্যে ইহুদীদের সংখ্যা মাত্র দুই কোটি। অথচ, পৃথিবীর অধিকাংশ সম্পদ দখল করে বসে আছে তারা। সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রায় সকল সিদ্ধান্ত বলতে গেলে ইহুদীদের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
এমনকি প্রাত্যহিক জীবনে আমরা যে সকল আন্তর্জাতিক পণ্য ব্যবহার করি কিংবা যে সকল সেবা নিয়ে থাকি, তার অধিকাংশই ইহুদী মালিকানাধীন কোম্পানি থেকে আসা। অন্য ধর্মাবলম্বীরা যতই তাদের বিরুদ্ধাচারণ করুক না কেন, ইহুদিদের কূটকৌশল এবং শক্তিমত্তার কাছে অন্যরা অতিশয় নগণ্য।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যে লেগে থাকা অস্থিতিশীলতা ইহুদীদের অস্তিত্ব টিকিয়ে রাখতে রসদ যোগায়। একই সাথে ইহুদীদের কোনঠাসা পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়ায় জাতিসংঘ। আর বর্তমানে ইহুদিদের অর্থায়নেই জাতিসংঘের একটি বিশাল খরচ চলে। একবিংশ শতাব্দীতে বসে আপনি বলতেই পারেন, পৃথিবী এখন ইহুদীদের হাতের মুঠোয়। অর্থাৎ, আপনি নিজেও তাদের কব্জাগত। বাংলাদেশের সাথে ইসরায়েলের কুটনৈতিক কিংবা বাণিজ্যিক সম্পর্ক না থাকলেও ইহুদীদের এতে কিছু যায় আসে না। কেননা, আপনার কষ্টে অর্জিত অর্থের একটি বড় অংশ আপনি ইহুদীদের দিয়ে দেন, পরোক্ষভাবে।
সুপ্রিয় দর্শক, ইহুদী জাতির আদ্যোপান্ত জানাবো আজকের আয়োজনে।
📌 সাবস্ক্রাইব করুন : / adyopanto
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন
💻 যুক্ত হোন:
ফেইসবুক: / adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
adyopanto@gmail.com