যারা ইজিপ্ট সিরিজের আগের ভিডিও গুলো মিস করেছেন তাদের জন্য: kzbin.info/aero/PL67w8SUgzyzt68Rxj5QdUCabXOsvUV2FJ পরের পর্ব আসবে মঙ্গলবার রাত ৮ টায়।
@kanakdas4905 Жыл бұрын
Ok
@aninditadeb855 Жыл бұрын
Sathe achi dada
@khorshedalam6896 Жыл бұрын
দাদা মিসরের সরকারি ট্রেন সার্ভিস ভালো মানের না তাই বলবো প্রয়োজন নেই প্রাইভেট একটু টাকা নিলেও বেশি সার্ভিস ভালো মানের সরকারী ট্রেন সার্ভিস এর তুলনায় !! তবে ভবিষ্যতে আরব ও আফ্রিকার দেশ ভ্রমনের পূর্বে আমি রোড ম্যাপ এবং ভাড়া সহ কিভাবে যাপন করবেন আমি আমি একটা বড় ফরম্যাটে ড্রাফ্ট এবং অন্যান্য কিছু প্রয়োজনীয় টিপস অবশ্যই দিয়ে সহায়তা করবো, এতে আপনার এবং আপনাদের সার্ভিস ভালো তুলনামূলক ভালো এবং জোর দিয়ে বলছি খরচ কমে আসবে শতভাগ নিশ্চিত থাকুন ( ভাইয়া ) দাদা, Because I have it memorized long time ago, so don't worry,You can take my help whenever you feel like it.I am a common man in Bangladesh so I will definitely help with travel but don't tell anyone all the secrets because it's a surprise.And for travel business companies it is business so I am not with any company but we cannot harm other's business !! poolzone0007@gmail.com this is my email address Leave it if you feel need and whenever you feel of course I am ready to help because I see your travel related subject regularly so a Bangladeshi well wisher you will always find me !! ভবিষ্যতে Egypt গেলে অবশ্যই Qena train station হয়ে Hurghada, আকর্ষণীয় টুরিস্ট জোনে গিয়ে ভালো মানের তিনটা রিসোর্ট দেখে আমি মাত্র দুই দিন থেকে চলে আসবেন অনেক বেশি আনন্দ অনুভব করবেন আমি নিশ্চিত তাছাড়া Luxor City, অনেক গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক স্থাপনা দেখতে দেখতে ইতিহাস ও ঐতিহ্য জানার অনুভূতি অন্যরকম পাবেন !! ধন্যবাদ ভাইয়া
@jayat4927 Жыл бұрын
dada jairambati kamarpukur korun ekta tour guide sathe amay nie cholun
@gaffarkhan2505 Жыл бұрын
বেশ ভালো❤ই
@sohebahammed2184 Жыл бұрын
একজন বাঙালি হিসেবে খুব আনন্দ লাগছে।। সাধারণ মানুষের সমর্থন ভালোবাসা ছাড়া কেউ এগোতে পারে না, তাই সব দর্শক দের বলবো সবাই সাপোর্ট করুন।। আমাদের বাঙালি ব্লগার রাও এগিয়ে যাক।। ❤
@rupakguha1936 Жыл бұрын
যে ব্যাপারটা ভালো লেগেছে তা হলো আপনাদের সৎ উপস্থাপনা। পরিষেবা ভালো না হলে বা ভালো হলে তা দর্শকদের জানানো প্রয়োজন যা আপনারা পরিষ্কার জানাচ্ছেন, এটি প্রশংসনীয়। অনেক ইউটিউব চ্যানেলের যা কিছু ঘটছে তাকে রঙ্গিন করে দেখানোর অভ্যাস আছে যা দর্শকদের ঠকানোর শামিল। ভালো দিকগুলি নিশ্চই তুলে ধরবেন কিন্তু সত্যকে বিকৃত করে নয়। আপনারা ভালো কাজ করছেন। শুভেচ্ছা রইলো।
@adrijabanerjee1732 Жыл бұрын
ট্রেন দুর্ঘটনার পর থেকে মন ভালো নেই, আজ আপনার এই vlog দেখে একটু হলেও মন ভালো হলো। নীল নদ কে দেখে ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন।
@PROSUNBANERJEE1 Жыл бұрын
শিবাজী দা আর পৃথিজিৎ দার ভিডিও গুলো দেখে আমিও বেশ মিশর টা বাড়িতে বসে ঘুরেনিতে পারছি । দারুন দারুন। নীলনদ পাস দিয়ে train journey টা একটা অন্য অনুভূতি।
@sanglapdey Жыл бұрын
এই রকম উপস্থাপনা আর তথ্য ভিডিওতে থাকলে অবাঙ্গালী রাও খুব শ্রীঘ্রই বাংলা বলা শিখবে। সত্যি স্যার আপনার প্রতি ভালোবাসা আর সন্মান আরও অনেকটা বেড়ে গেলো।
@avijitdutta1622 Жыл бұрын
নীল নদের পাশ দিয়ে দীর্ঘ যাত্রা পথটাই বেশি আকর্ষণীয় ও নতুনত্ব। ভারতে সাধারণত এমন রেলপথ এর দেখা মেলেনা। খুব ভালো লাগলো।
@sahelibasu7857 Жыл бұрын
Chilka lake er pash diye train jay south india jabar somoy
@AstroRossi Жыл бұрын
ইতিহাসের শিবাজী দেশ জয় করেছিলেন । আর বর্তমান সময়ের শিবাজী গোটা বাঙালির মন জয় করে নিয়েছেন । পৃত্থিজিত দা ও শিবাজী দা বড্ড বেশি ভালোবেসে ফেলেছি । ♥️♥️ আপনাদের দীর্ঘ জীবন কাম্য হক । (ভালোবাসা পাঠালাম কাকদ্বীপ গঙ্গাসাগর থেকে ❤❤)।
@souhardyaclassixroll2610 Жыл бұрын
Amio
@sankhabiswas86492 ай бұрын
Historical Shivaji was a mere extremist group leader, nothing more than that.
@sangitasengupta6722 Жыл бұрын
2010 Egypt tour করেছিলাম। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি আপনাদের সাথে হচ্ছে। খুব ভালো লাগছে ।
@indranildas6415 Жыл бұрын
শিবাজীবাবু ও পৃথিজীৎদা , অস়ংখ্য ধন্যবাদ নীলনদের জীবন্ত চিত্র পরিবেশন করার জন্য। সত্যি এ এক অদ্ভুত অনুভূতি।
@sudiptamitra1608 Жыл бұрын
সত্যি ভাষায় বর্ণনা করা যাবে না। Shibaji দা আর Prithwijit দা অসাধারণ। Love from Baranagar
@আধুনিককবিরাজ Жыл бұрын
বই পড়লে জ্ঞান বাড়ে, ভ্রমণ মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখে, ভ্রমণ করলে জ্ঞান বাড়ে, ❤❤❤
@munnabanik267 Жыл бұрын
খুব সুন্দর রেল যাত্রা, ঐতিহাসিক গন্তব্য স্থল দর্শনের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন শিবাজী দা ভালো থাকবেন পৃথ্বিজিত দা।
@prabirpal6461 Жыл бұрын
এই train journey টা তে নতুন কিছু পেলাম না শুধুমাত্র নীল নদের পাশ দিয়ে ট্রেন ছুটছে ওটাই ভালো লাগলো বাকি টা একটা stereo type train journey আর আপনাদের দুজনের কথোপকথনের ভিডিও ছিল। আশা করি পরের পর্ব গুলোতে ভালো জায়গার দৃশ্য দেখতে পাবো। Take care both of you. ভালো থাকবেন
@chitralekhachatterjeerail6714 Жыл бұрын
সব খারাপের মধ্যে এটাই ভালো, নীলনদের পাশ দিয়ে যাওয়া যাচ্ছে❤
@ashimkumarghosal2549 Жыл бұрын
Indian Railways এর সাথে তুলনামূলক বিশ্লেষণ দারুন লাগল। ঠিক এই সময় খবর আসছে আমাদের দেশে রেল দুর্ঘটনায় নাশকতার অভিযোগ। যারা এই দুষ্কর্ম করেছে তাদের কঠোরতম শাস্তি চাই।
@jayantaguchait546 Жыл бұрын
এই দূঘটনা মধ্যে explore sebaji দার ভিডিও দেখলাম মনটা আনন্দে ভরে গেল। সোশ্যাল মিডিয়া খুললে শুধু টেন দূঘটনা ছবি আর ভিডিও আর ভালো লাগছে না। সকাল থেকে ভাবছিলাম শিবাজীদা ভিডিও আসবে অবশেষে পেয়েই গেলাম ভিডিও। ধন্যবাদ দাদা এরকম সময়ে এত মন ভালো করা ভিডিও দেয়ার জন্য।
@ruchiritaroy7446 Жыл бұрын
কোনো দিন ভাবিনি এভাবে ও সব দেখা যায়। নীল নদের দান । ❤❤ তোমরা সব সময় সুস্থ থেকো ভালো থেকো।
@manilalbiswas72422 ай бұрын
গত 20,10,2024 তারিখে আমি কোলকাতার একটি দলের সদস্য হিসেবে কায়রো থেকে আসওয়ানে রাতের ট্রেনে এসেছিলাম। আমার অভিজ্ঞতা আপনার মতো একই। অবিকল একই ডিজাইনের কামরায় সফর করেছিলাম, খাবারও একই রকম। অবশ্য আমাদের ট্রেন কায়রোর নতুন স্টেসন থেকে ছেড়েছিলো। সেই দিনই নতুন স্টেসনের উদ্বোধন হলো। নতুন স্টেসন আকারে বিশাল, বিমানবন্দরের ধাঁচে তৈরি মিশরের পুরনো সৌধের আদলে। আমাদের ট্রেনও দেরিতে ছেড়ে দেরিতে আসওয়ান পৌঁছেছিলো। আপনাদের সাথে অভিজ্ঞতা মিলিয়ে নিতে ভালোই লাগছে। ধন্যবাদ আপনাকে এবং পৃথ্বীজিতকে।
@pijushdas5696 Жыл бұрын
এমন হিস্টরিকাল আরো ভ্রমণ হোক জাস্ট দুর্দান্ত সিরিজ ভাষায় বোঝানো সম্ভব না।
@santimaykar7277 Жыл бұрын
অতি সুন্দর করে প্রতিটি জিনিস পুঙ্খানুপুঙ্খ দেখান এবং তার বিবরণ দেন, মনে হয় নিজেরাই ঘুরে বেড়াচ্ছি। দারুণ উপভোগ করি আমরা। এমনি ভাবে দেশ দেশান্তর ঘুরে বেড়ান। আপনাদের মধ্য দিয়ে আমরাও ঘোরার আনন্দ উপভোগ করি।
@anirbanchanda564 Жыл бұрын
Lovely as always 💕 Waiting for ... 1. Australia- New Zealand via Singapore. 🤟 2. Japan. 3.south korea. All the best ❤️🫡
@explorerdhiman Жыл бұрын
সত্যি আপনি আমার icon. .. কতকিছু যে জানতে পারি ।এভাবেই আনন্দ দিয়ে যান ।কোনদিন আপনার সাথে দেখা হলে আমি দারুণ খুশি হব ।অনেক কিছু শিখতে পারি আপনার থেকে ॥
@budhadityadas_babu Жыл бұрын
আপনাদের এই নিখুঁত তথ্য দিয়ে ভিডিওটি পরিপূর্ণতা পেল। ভালো থাকবেন দাদারা ❤️🙏
@কবিতায়প্রশান্তপাল10 ай бұрын
আপনাদের জন্য পৃথিবীকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ। এগিয়ে যান।
@surajitpal7358 Жыл бұрын
After a very treble train accident mind khub depressed hoyechilo ,but whenever you release your wonderful blog dekhar pore mon bhalo hoy gelo,it seems you have now become a genuine mind blowing person for all of us.❤️❤️❤️❤️🌹🌹🙏🙏
@arghyatarafder2823 Жыл бұрын
খুব কম চ্যানেল আছে যেগুলো সত্যি মনে হয় যদি সাবস্ক্রিপশন পেইড হতো , তাও সাবস্ক্রাইব করতাম, এই চ্যানেল টা সেগুলোর মধ্যে একটা!
@srijanijana800 Жыл бұрын
Thank you so much to both of you for sharing such tours with us... Egypt sotti e shei chotobelakar history book e ora ek obhabonio jaega jekhane jawar ichhe chotobela theke.. Chotonelay library theke khuje khuje Egypt related books, Cleopatra r nijer lekha diary eishob porte porte jeno nijekei shei shorer ekjon mone hoto... Apnader ei Egypt tour series ta jeno shei sopno put on kore dichhe.. Bhison bhabe enjoy korchi ei series gulo... Waiting eagerly for the next episodes... All my best wishes to your channel and both of you... 😍😊👍
@milansen3503 Жыл бұрын
অসাধারণ লাগলো আমার। ভিন দেশের ট্রেন জার্নির সাধ পেলাম আপনার ভিডিও এর মাধ্যমে। উভয়ে খুব ভালো থাকবেন।
@ARNABCHANDA-yg4pg Жыл бұрын
আবার একটা দারুন train journey দেখে মনটা ভালো হয়ে গেলো। যদিও এবারের টা ছিলো বিদেশি train।
@tech_friend3369 Жыл бұрын
Nice video. Ei mishor vlog ta khub khub valo vabe tule dhorechhen. Dhonnobad apnader
@santiniketanerbarighar2330 Жыл бұрын
অনেক হলো, এবার শান্তিনিকেতন আসুন❤, এই সিরিজটাও চমৎকার
@shampaanenriomitra8173 Жыл бұрын
Khub khub depression e chhilam....tv khole bondho korechhi, News paper theke duure....sudhu I accodent er voyaboho photographs aar video. E sob kichhur majhe apnar video ta elo.....mon er vaar onek ta komlo....aar ekta katha....irctc apnake ebar buke jorie dhorbe.....😊
@gautamkumardas1971 Жыл бұрын
কায়েরোর ট্রেনের ব্যবস্থা ও পরিষেবা দেখে যা বুঝলাম আমাদের দেশের রাজধানী এক্সপ্রেস অনেক অনেক ভাল।
@Debashis_4654 Жыл бұрын
চায়নার ট্রেন আরো অনেক অনেক ভালো
@Debashis_4654 Жыл бұрын
@@saonapahan4598 হ্যা চীন তোমার আব্বু লাগে তো
@bipashanaskar1401 Жыл бұрын
Onek din dhorei egypt er video khuj chilam Bengali youtuber er Ei video ta dheke khubi khusi holam Thank you 🎉 Wishing you very good luck to ur all upcoming journey
@joybhattacharya5645 Жыл бұрын
Excellent vlog..it will help to plan future journey through egypt by referring your vlogs.., natural, homely, free and Frank narration of your and Prithijit's experience.. By looking at the Egyptian railway through your video and narrative, it makes me wonder whether the current gen in the land of old civilizations degenerates due to a natural cycle of highs and lows through time..most of these have seen their supreme days and going through a phase of degeneration to again rise to a new peak in faraway future!!
@kajalkanti8803 Жыл бұрын
কায়রো শহরের নাম শুনে আসছি সে স্কুলজীবন থেকে। আজ দেখলাম, ধারণা পেলাম ,আপনার অসাধারণ এ ভিডিও দেখে। পিরামিড এর উপর করা ভিডিও দেখেছিলাম। তাতে মিশর কে নিয়ে ভাল একটি বাস্তব ধারণা পেলাম।
@abhijitghosh979 Жыл бұрын
রেল দূর্ঘটানার খবরটা শোনার পর মনটা ভীষণ ভাবে খারাপ ছিল, তোমাদের এই ভিডিওটা দেখে মনটাকে কিছুটা সুস্থ করে তুলতে পেরেছি ❤
@somachatterjee84185 ай бұрын
দাদা আমি এই vedio টা বহুকাল পরে দেখছি একটা কথা ভীষন বলতে ইচ্ছে করছে ওই train r space সম্পর্কে। নিশ্চয়ই সত্যিই খুব ছোট । আর জিনিসটাই বহুকাল আগে আমরা যখন family tour করতাম সমস্যা হতো আমার ছোটো জেঠু কে নিয়ে ওনি একদম পৃথিজিৎ দার মতোই লম্বা ছিলেন 6 ft 4 in আর যেখানেই ওই সমস্যা হতো সেটা বাস হউক train হউক খুব 😊 রেগে যেতেন । গুরুজন মানুষ আমরাও খুব চিন্তায় পড়ে যেতাম । খুব ভালো লাগছে আপনাদের যাত্রা 😊😊😊🙏🙏🙏
@krrahul2335 Жыл бұрын
সিরিজ হিসেবে দুর্দান্ত কিন্তু ট্রেন জার্নি হিসেবে আপনাদের সাথে দেশের মধ্যে আরও অনেক এক্সাইটিং ট্রেন জার্নি করেছি সেদিক থেকে মিশরের রেল সফর খুব একটা আহামরি লাগল না তবে সব মিলিয়ে আমরা একটা স্বপ্ন সফরের মধ্যে আছি এরপর আগ্রহের সাথে ক্রুজ জার্নির অপেক্ষায় রইলাম ❤️❤️❤️❤️
@sahelichaudhury4575 Жыл бұрын
আপনাদের সঙ্গে আমিও বিভিন্ন জায়গায় মানস ভ্রমণ করি,অনেক অভিজ্ঞতা শেয়ার করেন,আমরা সমৃদ্ধ হই অনেক ধন্যবাদ। দুইজন মানুষের সুন্দর বন্ধুত্ব, পৃথিবীর সেরা সম্পর্ক। অনেক শুভেচ্ছা রইল
@pradiptapradhan1054 Жыл бұрын
Don't worry...Shibaji and Prithwijit bothr amazing....your efforts r appreciable...thank you...❤
@hiranmoymandal2729 Жыл бұрын
Every day I watch your glorious tour because I am very interested to visit many places. Now I am 67 yrs. I have visited many places in India and Bangladesh. I am enriched your happy tour .
@thisisbhabani5049 Жыл бұрын
Hello, explorer Shibaji and Prithijit, amader barite amra regularly apnader vlog dekhi. Bola jetei pare apnara amader khub chena hoyechegen.. aj ker ae video dekhte giye ekta adbhut kando holo... Apnara train e dhuktei ami r amar bhai oporer sei luggage space ta dekhte pae ebong ritimoto anxious je apnara dekhte pachen na keno .😂😂😂😂 Finally dekhlen r amra o Shanti pelam ... Aro ghore beran r amader kache eesh bidesh k tule dhorun.. Amra chaibo apnara north east ta aro explore korun.. all the best.
@jayasreedas952 Жыл бұрын
অসাধারণ লাগল আপনাদের এই টেন জারনি ।হাওড়া স্টেশনের মত মনে হলো।তবে এটা সঠিক কথা আমাদের রাজধানী দুরন্ত অনেক সুন্দর আপনাদের গাড়ি ভাড়া অনুযায়ী আর একটু আরাম দায়ক হয়া দরকার ছিল।বাড়তি পাওনা হিসাবে ইতিহাসের পাতা য় পড়া নীল নদ দেখা।আপনারা ভাগ্যবান তাই ভগবান আপনাদের বোঝা বয়ে ছেন।সেই দিক দিয়ে আমিও ভাগ্যৱান তাই এত সুন্দর সুন্দর জায়গার দেখা পাওয়া।আপনি আরো বিদেশ ভমন করুন শুভেচ্ছা সহ ধন্যবাদ ।সুস্থ থাকবেন ভালো থাকবেন ।
@Iamsayantanbasu Жыл бұрын
*350K+* Subscribers 🔥 Congrats Shibaji Da Boss ❤️
@susmitamallik6316 Жыл бұрын
পৃত্থিজিত বাবুর হেয়ার স্টাইল টি কিন্তু দারুণ হয়েছে! নীলনদের পাশ দিয়ে ট্রেন জার্নি টি অনবদ্য!
@ayushgaming658 Жыл бұрын
শিরায় শিরায় রক্ত...শিবাজী দা আর পৃথিজিৎ দার ভক্ত...❤️🔥
@explorershibaji Жыл бұрын
🙏🙏🙏
@gargeeebanerjee Жыл бұрын
Same here ❤
@englife7701 Жыл бұрын
Shibaji da + kaushik da + Nature womb palash da Bangali er imotion ❤❤
@3anubhabchakraborty313 Жыл бұрын
Same here❤❤
@joydevpaul2444 Жыл бұрын
@@Indranil5500Explorer Shivaji is the best Bangali Travel Vlogger, information, presentation, videography, editing, background music wise.
@ranjanask2027 Жыл бұрын
খুব সুন্দর এবং সহজ-সরল উপস্থাপনা আপনার দাদা। ভীষণ ভালো লাগে। প্রতিটি ভিডিও মনযোগ দিয়ে দেখি। অবসর সময়টা দারুণ কাটে। শিবাজিদা, সত্যি বলছি, প্রতীক্ষায় থাকি নতুন কিছু উপভোগ করার জন্য। পৃথ্বীজীৎদা এবং আপনার জন্য অফুরন্ত শুভকামনা। ভালো থাকবেন নিরন্তর।
@triptighosh5470 Жыл бұрын
সব ভিডিও মতো ই এই ভিডিও টি ও অনবদ্য, আর আপনার তথ্য এবং উপস্থাপনা অসাধারণ। নীল নদের তীরবর্তী এলাকায় ট্রেন যাত্রা just কি বলবো অপূর্ব সুন্দর।
@rubydey683 Жыл бұрын
Wow, what an incredible journey from Cairo to Aswan! It felt like I was right there with you, exploring the rich landscapes and vibrant culture along the way. Your videos always take us on fascinating adventures, and this one was no exception. Thank you for sharing this remarkable train journey with us, Explorer Shivaji. Looking forward to your next captivating expedition!
@basudevmondal9203 Жыл бұрын
খুব ভাল লাগে আপনার এই চ্যানেলটি। অনেক ধন্যবাদ। আশা করছি শ্রীলঙ্কার সফর দেখতে পারব।
@gargibasu6970 Жыл бұрын
ধুস, ট্রেনটা মোটেও impressive নয় 😥 পুরো ঘুপচি মার্কা! ডিনারটাও তো ফ্লপ শো! মোটামুটি ঠিক সময় পৌঁছানো গেছে একমাত্র এটাই যা আনন্দের 😀 পরের ভিডিওর অপেক্ষায় রইলাম 🙋🏻♀️
@ritadutta4060 Жыл бұрын
অসাধারণ ভিডিও। ঘরে বসে আপনাদের সাথে কায়রো থেকে আসোয়ান ট্রেনে করে,ঘোরা, নীল নদের ধার দিয়ে। এইসব স্মৃতি কখনো ভুলবো না। আবারও বলছি ধন্যবাদ দেবো না। শুভেচ্ছা জানাব এবং আপনাদের সুস্থতা কামনা করব। ভালো থাকবেন🙏🙏
@arijitroy2802 Жыл бұрын
এই সিরিজটা সত্যিই অনবদ্য লাগছে ❤🎉
@gargeeebanerjee Жыл бұрын
100% true
@asokemaity5683 Жыл бұрын
আমরা এখন অস্ট্রেলিয়ার সিডনিতে আছি। রেগুলার আপনাদের চ্যানেল ফলো করছি। খুব ভালো লাগছে। এখানে এখন শীতকাল। তাই সন্ধ্যেবেলা ঘরের লাউঞ্জে বসে দেখে খুব আনন্দ পাচ্ছি।। বাকিগুলোর অপেক্ষায় থাকলাম।
@sohomghosh3935 Жыл бұрын
দাদা এবার ইউরোপ ভ্রমন করুন, আপনাদের মাধ্যমে অমাদেরও ঘোরা হয়ে যায় 😊😊
@letsgo966 Жыл бұрын
অসাধারণ অসাধারণ অনবদ্য সমস্ত ভ্রমণ পিপাসু বাঙালির কাছে এই মিশর একটা স্বপ্ন শুধু বাঙালি কেন সারা ভারতের মানুষের কাছে মিশর একটা স্বপ্ন সেই স্বপ্নের নীলনদ, পিরামিড, মিশরীয় সভ্যতা । সেই জায়গায় দাঁড়িয়ে না যেতে পারা বাঙালীর কাছে তোমাদের এই মিশরের সিরিজ টা বলিউড সিনেমার থেকেও অনেক বড় প্রাপ্তি । এই সিরিজ টা যে কি ভালো লেগেছে ভাষায় বলা যাবে না।এগিয়ে যাও এগিয়ে যাও আরো এগিয়ে যাও ,অনেক বড় হবে এই চ্যানেল " মিরচির "সবচেয়ে বেস্ট ভিডিও যেমন The Count Of Monte Cristo তেমন শিবাজী চ্যানেলের সবচেয়ে বেস্ট ভিডিও এই মিশরের সিরিজ ❤❤।
@soumitkumar8664 Жыл бұрын
I want to see explore shibaji in other countries such Tokyo Japan ...I hope once I can Bengali youtuber in Japan 😊😊❤❤.. waiting for nil river experience
@subhajitbanerjee404 Жыл бұрын
ঘরে বসেই মিশর দর্শন করলাম, ধন্যবাদ এক্সপ্লোরার শিবাজী
@shibanikarmakar5343 Жыл бұрын
Darun laglo 👍
@aninditaghosh7507 Жыл бұрын
সত্যি বলতে কি আমি আপনার সমস্ত ভিডিও দেখি। কিন্তু সবসময় কমেন্ট করে উঠতে পারিনা। আপনাদের প্রতিটা ভিডিও আমার ভীষণ ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর আরো ভিডিও উপহারের আবদার রইল।ভালো থাকবেন।
@dipanjanbhattacharya1476 Жыл бұрын
এরকম ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ট্রেন সম্পর্কে আমাদের মনে যে বিষণ্ণতা ও আতঙ্ক সৃষ্টি হয়, আপনার ভিডিও তা সম্পূর্ণ দূর করে আবারও ট্রেনকে ভালোবাসতে শেখায়।
@sbroy1977 Жыл бұрын
darun laglo apni amader bengali der pride - apnader jonno egypt dekhte parlam ar The Nile - the greater river of my dreams - thank you shibaji da and Prithijit da - asadharon!!!!!!'
@somekamalika5873 Жыл бұрын
East or West Indian Railways is the best ❤ though the accident at Orrissa is unfortunate..however the food , graciousness and the hospitality of the Indian Railways is unmatched 😊🎉
@md.solaimanchowdhurykhokon8442 Жыл бұрын
ভীষন ভাবে উপভোগ করছি প্রতিটা পর্ব। ধন্যবাদ।
@dibyenduroy1081 Жыл бұрын
" ইজিপ্টে পাউরুটির quality ভালো কিন্তু এটা ভালো না "এটা বেশ ভালো ছিল 😂😂
@subhangisarkar8996 Жыл бұрын
আপনাদের অজস্র ধন্যবাদ, আপনাদের জন্য আমরা বাড়িতে বসে বিশ্বের বিভিন্ন জায়গার ভ্রমণ করতে পারছি। অনেক শুভেচ্ছা । ভালো থাকুন।🙏
@SUVANKAR-TRAVEL-VLOG Жыл бұрын
খুব ভালো কিন্তু ভারতের বালেশ্বর ট্রেন দুর্ঘটনার কথা মনে পড়লে মন😢 কাঁদি য়ে দেয় ,,, কতমানুসের মৃত্যু তবু রাজনৈতিক দল তাদের কু কীর্তি চালিয়ে যাচ্ছে ভারতের রেল পৃ থীবির সব থেকে বড় পরিসেবা তবুও এখনো আমাদের দেশে উন্নত হয়নি 😢😢😢
@anitachakraborty17615 ай бұрын
দাদা আপনারা দুজনে একসাথে এতো সুন্দর ভাবে বুঝিয়ে বলেন খুব ভালো লাগে 👍🏾👍🏾
@elinabakshi9997 Жыл бұрын
Khub sundor ভাবে প্রকাশ পায় আপনাদের যাত্রা সব থেকে ভালো লাগে যে detailed information গুলো provide করেন তাতে খুব help hoy Keep up your journey Stay safe, happy journey
@anjankumar082 Жыл бұрын
পরবর্তী ভিডিওগুলো এই রকম বড়ো বড়ো যেন আসে। অপেক্ষায় থাকলাম।
@piyalchatterjee3168 Жыл бұрын
আরে দেখো কান্ড, আমি সেই দিন ই ফোন করেছিলাম। 😂 তবে সত্যিই কামরাটা ছোট লাগলো। আর ছুটন্ত ট্রেনের পাশে বয়ে চলা নীলনদ যেন চক্ররেলের পাশে গঙ্গা। এক পৃথিবী ভিন্ন রূপ। দারুণ লাগলো। ❤❤❤
@abhishekchowdharykolkata9633 Жыл бұрын
Thankyou apnader apnara bharoter irctc bhalo service date ETA accept korlen ar bharoter railway Egypt motun desh theke onek agiye eta sune khubi gorbito anubhuti hochee..
@amitakhuli4536 Жыл бұрын
Sun glass টা ভালোই লাগছে । বেশ মানিয়েছে আপনাকে
@SubhasishBhattacharjee-v4v Жыл бұрын
Sibaji দা আপনাকে অনেক ধন্যবাদ।
@utpalbiswas1698 Жыл бұрын
শিবাজী দা ও পৃথিজিৎ দা এই ভ্রমণের জন্য তোমাদের ধন্যবাদ। শুরু তো ভালোই লাগল। ইজিপ্টের দর্শনীয় স্থান দেখার আগ্রহে অপেক্ষা করে রইলাম। ভালো থাকবেন।
@sudipagorai3738 Жыл бұрын
Apnar ekta travelling video dekhe vlog dekha suru krechlm tarpor thke apnar ektao travelling video miss krini...Dubai r missor er series gulo awesome 😍🤩
Baah, dui bondhui matching check shirt porechen ar apnake thumbnail e darun smart dekhache !
@babaisharma2798 Жыл бұрын
Kono language diye bojhano jabe na ,,, ato vlo ,,, thank you so much, valo takben, take care,
@SuperSoumyabasu Жыл бұрын
Dada 1dm thk bolechen..amadr 1st class onk better ei trn r 1st class theke. But ei Cairo r train journey 1st time dekhlam. Really Nice.
@puroveelata5184 Жыл бұрын
Shivaji da selute aapna ke aapni je bhabe video dichchen ata ato easy noy khub bhalo lagchhe..aami jachchi harihar fort treck jachchi chesta korbo video banabar aapnar theke anek kichu sikhlam aboshoi kaje lagabo aapnar video..I don't have word .. but awesome..aapnar pagla bondhu k o thanks oni na thakle gaan sunte partam na
@puroveelata5184 Жыл бұрын
Offf..salute
@anirbandey7543 Жыл бұрын
Besh bhalo train journey.. New experience holo.. Waiting for more videos
@arpitasaha8615 Жыл бұрын
Video khub bhalo. Amra flight e giyechilam Aswan. Tai train journey ta dekhte pelam.bhalo laglo. Nil Nader pas diye jawa. Bhalo experience. Quality of train bhalo na. Jak apnar video dekhe seta bujhlam seta. Apnar video gulo dekhle anek kichu jante pari.
@yaazid09 Жыл бұрын
নমস্কার দাদা, আপনাদের ইজিপ্ট সফরের শুরু থেকে নতুন সঙ্গী হয়েছি। এই বিশেষ দেশটি সম্পর্কে ঠিক আপনাদের মতোই আমিও আশৈশব রোমাঞ্চ অনুভব করি। অনেকদিনের স্বপ্ন নিজের চর্মচক্ষে সেই স্বপ্ন পূরণ করা, কিন্তু বিভিন্ন কারণে হয়ে উঠছে না। তবে আপনাদের সঙ্গে এখন আপাতত মানস ভ্রমণ করলেও ভবিষ্যতে অবশ্যই যাওয়ার ইচ্ছে রয়েছে। যদি কখনও আপনারা আমার মতো উৎসুক বাঙালি বন্ধুদের জন্য কোনো গ্রুপ ট্যুর পরিকল্পনা করেন তাহলে এই অধম আপনাদের সঙ্গ পেতে আগ্রহী থাকবে।❤ সম্পূর্ণ মিশর সিরিজের জন্য অধীর প্রতীক্ষায় থাকলাম। আপনারা দুজনেই খুব ভালো থাকবেন। শুভকামনা রইল। 💐😊🙏
@TamojitCh Жыл бұрын
অবশেষে আপনাদের মাধ্যমে ঘরে বসে মিশরের ট্রেন travel সম্বন্ধে একটা ধারণা হয়ে গেল। অজস্র ধন্যবাদ Globetrotter শিবাজী দা ও পৄথ্বীজিতদাকে । 👍👍
@dipade887 Жыл бұрын
ট্রেনে চেপে অপূর্ব নীলনদ দেখতে দেখতে পথ চলা...... সৌভাগ্য।
@anik.yt.933045 ай бұрын
আপনার ভিডিও অনেক দিন ধরে দেখি কিন্তু কমেন্ট করা হয়নি খুব ভালো লাগে আপনিও খুব ভালো থাকবেন ভালো ভালো ভিডিও দেন আমি কাঁচরাপাড়া থেকে বলছি
@bonni_the_wondering_soul Жыл бұрын
Train journey related blogs amar vison priyo. To ekhaneo katha hobe na. Bango santan ra bidesh bivui te eto sundor train blog korchen. Jai hok khaoya daoya, experience is matchless. Take care . Love from durganagar Kolkata
@bidyutkumarghosh3259 Жыл бұрын
আপনাদের সব ভিডিও দেখছি তবে কেনিয়ার ভিডিও খুবই ভালো লাগলো। আর মিশরের নীল লোহিত সাগর এটাও ভালো লেগেছে।
@rajrajak2293 Жыл бұрын
bangla vasa....amar bangla vasaye travel vlog dekhe sotti mon vore jaye...thanks to you sibaji sir for that great job...i love your communication skill too
@dr.shiladityaburman9372 Жыл бұрын
Darun lagche dada ei series ta..sei choto belar sopno egypt ta tomar jonne te dekha hoye gelo❤lots of love
@kshamabanerjee7465 Жыл бұрын
ভীষনই ভালো লাগছে।আমাদের মানস ভ্রমন হচ্ছে।সুন্দর ভি ডি ও ।
@MrSouravkarmakar Жыл бұрын
Valo laglo. Puro ekhankar moto train bathroom to puro dhouli express. Sokaler nilnoder diker view gulo darun. 👍👍👍
@sanakasen6784 Жыл бұрын
মিশরের ট্রেন পরিসেবা যাই হোক না কেন আপনাদের ভিডিও পরিবেশনার মাধ্যমে খুবই উপভোগ্য হয়েছে।
@passionnstyle9897 Жыл бұрын
এই ভিডিও দেখতে দেখতে একটা কথা মনে হলো আপনারা সাবধানে থাকবেন ❤ অনেক ভালো জায়গা দেখানো জন্য ধন্যবাদ ❤
@niladryranjandas132 Жыл бұрын
ইজিপ্ট এর ট্রেন দেখে মন ভালো হয়ে গেলো, কারণ এটা বুঝলাম আমাদের ভারতীয় রেল সব দিকদিয়ে অনেক এগিয়ে
@niladryranjandas132 Жыл бұрын
আমি আপনাদের ব্রিটিশ সাম্রাজ্য ভ্রমণের অপেক্ষায় আছি, যারা আমাদের উপর এতো অত্যাচার করে ২০০ বছর রাজত্ব করে গেলো, তাঁদের রাজত্ব টা আপনাদের চোখ দিয়ে দেখতে চাই
@koushikrakshit4696 Жыл бұрын
আপনাদের উপস্থাপনা দারুণ। নীল নদের পাস দিয়ে ট্রেন এ করে যাওয়া অসাধারণ।
@sumitbiswas6073 Жыл бұрын
দাদা আপনাদের ভিডিও দেখেতে অনেক ভালো লাগে। আর পরিমার্জিত ভাষার ব্যবহার শৈলী ভিডিও গুলোকে প্রানবন্ত করেছে। আরও অনেক নতুন নতুন ভিডিও চাই।। 🙏🙏🙏😊😊