প্রিয় দর্শক, দেশজুড়ে মডেল মসজিদ তৈরির উদ্যোগকে ভালো বললেও প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের জন্য কী করা হচ্ছে সেই প্রশ্নও করেছেন শিক্ষাবিদ ও দার্শনিক ড. সলিমুল্লাহ খান৷ বিষয়টি আপনি কীভাবে দেখছেন?
@zahirulislam.433 жыл бұрын
আমারও তাই মনে হয়।
@averagereview87363 жыл бұрын
কি আর বলব ভাই...ছাত্র ছাত্রী সবাই অনেক কষ্টে আছে, ডিপ্রেশনে ছাত্র ছাত্রীরা সুইসাইড শুরু করে দিছে.
@bhuiyansharifulislam48013 жыл бұрын
মসজিদ তৈরি করা হয়েছে এজন্য সরকারকে অভিনন্দন জানাই। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা সরকারি করণ করা উচিৎ।
@circledge3 жыл бұрын
Mosjid k keboli namaj porar jayga hisebe bibechona korte bolese k? kon history te masjid kebol namaj porar jayga chilo? Asha kori ans peyesen.
@abdullahalmuazsvlogs90823 жыл бұрын
সে বুঝলাম। কিন্তু সলিমুল্লাহ স্যার দার্শনিক হলেন কবে? উনি কি নিজে কখনো দাবি করেছেন যে উনি দার্শনিক অথবা উনি কোন দর্শন ধারন করেন এবং ওনার আদর্শানুযায়ী কোন গ্রন্থ আছে কিনা জানতে পারলে খুশি হতাম।
@abuiftyananda19053 жыл бұрын
আমার দেখা বর্তমান বাংলাদেশের সেরা এবং শ্রেষ্ঠ বুদ্ধিজীবি। ধন্যবাদ স্যার💝
@wasihanzee68183 жыл бұрын
আপনার কথার সাতে আমিও একমত।
@MdRasel-qs5jm3 жыл бұрын
আমার দেখা বর্তমান বাংলাদেশের সেরা এবং শ্রেসঠ বুদ্ধিজীবি ধন্যবাদ স্যার
@tamimhossain95443 жыл бұрын
কোনো সন্দেহ নাই শুধু মাত্র জ্ঞান পাপীরা বাদে।
@mdgolamhaider76703 жыл бұрын
Thank you so much.
@himelmahmud3213 жыл бұрын
সহমত
@zahedulhaque99213 жыл бұрын
স্যারকে ধন্যবাদ। খালেদ মহিউদ্দিন, এজাতীয় মানষদের বেশি বেশি দাওয়াত করলে দর্শক কিছু শিখতে পারে।
@mdayubali73763 жыл бұрын
স্যারকে ধন্যবাদ।
@jabedhasan98453 жыл бұрын
অসাধারন , আজ পর্যন্ত DW এর সেরা গেস্ট ।
@mdmonwarhossain9563 жыл бұрын
সত্য
@mrnahid1023 жыл бұрын
Thank you sir.Haq kotha.
@kabirideas17263 жыл бұрын
Right 👍👍👍
@raselhossain1683 жыл бұрын
ভাই আপনি কি মেহেন্দিগঞ্জের
@jabedhasan98453 жыл бұрын
@@raselhossain168 জি
@BornForEntrepreneurs3 жыл бұрын
খালেদ ভাই ড. সলিমুল্লাহ খান স্যার কে খুবই ভালোবাসেএবং শ্রদ্ধা করেন। এই দুইজনকে আল্লাহ নেক হায়াত দান করুক।
@bulbul6293 жыл бұрын
আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণ মাদ্রাসাশিক্ষা বন্ধ করা হিন্দুত্ববাদের উত্থান ঘটানো। একটি বিষয় লক্খোকরবেন আগে বন্ধ করা হলো স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠান এর পরে মাদ্রাসা শিক্ষা যাতে করে প্রশ্নের সম্মুখীন হতে না হয়।লকডাউন দেয় সবেবরাতের পরে আর সেষ হয় কুরবানির পরে। প্রতি বছর সবেবরাতের কিছুদিন আগে থেকে নোংরা মানসিকতার রাজনীতির সুরু, জংগী নাটক,জামায়াতে নেতাদের গ্রেফতার, বিচার, ফাঁসীদেয়া সবই কিন্তু সবেবরাতের আগে সুরু কুরবানির পরে সেষ। এই সময়টা বেছে নেবারও কারণ আছে।কারন এই সময়ে রমজান মাসে মাদ্রাসা ছাত্ররা বিভিন্ন জায়গায় রমযানের নামাজ পরায়,ঈদের নামাজ,কুরবানির চামরা উত্তোলন করে ইনকাম করে। তাই এই সময়টা বেছে নেয় নোংরা মানসিকতার রাজনীতির জন্য।জাতে করে হুজুরদের ইনকাম বন্ধ করা যায়। ইনকাম না থাকলে অন্য কিছু একটা কাজ করতে বাধ্য হয়।
@ferdoussalam38773 жыл бұрын
ড. সলিমুল্লাহ খান স্যার সর্বজন শ্রদ্ধেয়। এরকম গুণীজনকে এনে মহিউদ্দীন ভাই অনুষ্ঠানকে মর্যাদাাপূর্ণ করলেন।
@mohammadrasel60143 жыл бұрын
"অন্তরে যে কি কষ্ট বললে জিহ্বা পুড়ে যাবে আর যদি না বলি তাহলে কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। "
@rejaulkarim54443 жыл бұрын
যেমন প্রশ্ন কর্তা তেমন অতিথি, সত্যি দারুণ ! আর সলিমুল্লাহ স্যারের তো কোন তুলনায় -ই হয় না। এই মানের উত্তর আর কারও কাছে আশা করা যায় না। ধন্যবাদ আপনাদের দু'জনকেই।
@ahmadh12443 жыл бұрын
শ্রদ্ধা ও ভালবাসা ড. সলিমুল্লাহ খান স্যারের প্রতি। মহেশখালীর মানুষ খুব মিস করে আপনাকে।❤️
@harunorrashid90033 жыл бұрын
টকশো চলাবস্থায় উপস্থাপক যখন স্মরণ করিয়ে দেন "স্যার আপনার ওষুধ খাবার সময় হয়েছে"। এটাই নৈতিক শিক্ষা!!! যা বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো দিতে পারেনা।
@asheemify3 жыл бұрын
আপনার চমৎকার commentএর জন্য ধন্যবাদ ভাই।
@bulbul6293 жыл бұрын
আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণ মাদ্রাসাশিক্ষা বন্ধ করা হিন্দুত্ববাদের উত্থান ঘটানো। একটি বিষয় লক্খোকরবেন আগে বন্ধ করা হলো স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠান এর পরে মাদ্রাসা শিক্ষা যাতে করে প্রশ্নের সম্মুখীন হতে না হয়।লকডাউন দেয় সবেবরাতের পরে আর সেষ হয় কুরবানির পরে। প্রতি বছর সবেবরাতের কিছুদিন আগে থেকে নোংরা মানসিকতার রাজনীতির সুরু, জংগী নাটক,জামায়াতে নেতাদের গ্রেফতার, বিচার, ফাঁসীদেয়া সবই কিন্তু সবেবরাতের আগে সুরু কুরবানির পরে সেষ। এই সময়টা বেছে নেবারও কারণ আছে।কারন এই সময়ে রমজান মাসে মাদ্রাসা ছাত্ররা বিভিন্ন জায়গায় রমযানের নামাজ পরায়,ঈদের নামাজ,কুরবানির চামরা উত্তোলন করে ইনকাম করে। তাই এই সময়টা বেছে নেয় নোংরা মানসিকতার রাজনীতির জন্য।জাতে করে হুজুরদের ইনকাম বন্ধ করা যায়। ইনকাম না থাকলে অন্য কিছু একটা কাজ করতে বাধ্য হয়।
@fahimalgulib74573 жыл бұрын
জি ভই,সহমত।।
@AbdulAhad-mt3if3 жыл бұрын
Jekhane nongra rajniti sekhano hoy,,,,
@MdFahimMuntasir3 жыл бұрын
@@bulbul629 mongora kotha
@anisrahman34653 жыл бұрын
কে কোন পন্থি এটা না ভেবে এমন জ্ঞানীজন সলিমুল্লাহ খান স্যারের জ্ঞানকে সরকারের উচিৎ দেশের কল্যাণে কাজে লাগানো। ---এম আনিছুর রহমান
@bulbul6293 жыл бұрын
আসলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কারণ মাদ্রাসাশিক্ষা বন্ধ করা হিন্দুত্ববাদের উত্থান ঘটানো। একটি বিষয় লক্খোকরবেন আগে বন্ধ করা হলো স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠান এর পরে মাদ্রাসা শিক্ষা যাতে করে প্রশ্নের সম্মুখীন হতে না হয়।লকডাউন দেয় সবেবরাতের পরে আর সেষ হয় কুরবানির পরে। প্রতি বছর সবেবরাতের কিছুদিন আগে থেকে নোংরা মানসিকতার রাজনীতির সুরু, জংগী নাটক,জামায়াতে নেতাদের গ্রেফতার, বিচার, ফাঁসীদেয়া সবই কিন্তু সবেবরাতের আগে সুরু কুরবানির পরে সেষ। এই সময়টা বেছে নেবারও কারণ আছে।কারন এই সময়ে রমজান মাসে মাদ্রাসা ছাত্ররা বিভিন্ন জায়গায় রমযানের নামাজ পরায়,ঈদের নামাজ,কুরবানির চামরা উত্তোলন করে ইনকাম করে। তাই এই সময়টা বেছে নেয় নোংরা মানসিকতার রাজনীতির জন্য।জাতে করে হুজুরদের ইনকাম বন্ধ করা যায়। ইনকাম না থাকলে অন্য কিছু একটা কাজ করতে বাধ্য হয়।
@IsmailIsmail-pf2lq3 жыл бұрын
ডঃ সলিমুল্লাহ খানের কথা যদি ঘন্টার পর ঘন্টা ও সুনি তারপরও বিরক্তবোধ লাগেনা। বাংলাদেশের একজন প্রকৃত বুদ্ধিজীবী এবং শিক্ষিত লোক।
@darknlightinterior65042 жыл бұрын
আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আমার মনের কথাটাই বললেন।
@riadahmed16093 жыл бұрын
একজন জীবন্ত কিংবদন্তি। এমন মানুষের কথা শুনতে এবং বুঝতে পারাও সৌভাগ্যের বিষয়।
@mamunhossain163 жыл бұрын
অসাধারন , আজ পর্যন্ত DW এর সেরা গেস্ট । সলিমুল্লাহ খান স্যার একজন অসাধারণ ব্যক্তিত্ব। তার কথা যতই শুনি ততই ভালো লাগে
@shaheen73813 жыл бұрын
ভুয়া বুদ্ধিজীবিদের ভিড়ে, ড.সলিমুল্লাহ খান স্যার একজন সত্যিকারের বুদ্ধিজীবি।
@ruhulamin16833 жыл бұрын
একজন সমৃদ্ধশালী প্রকৃত জ্ঞানী। স্যালুট জানাই স্যারকে।
@@Roton7222 জাকির কেবল ইসলামী বিষয়ে অধিক রেফারেন্স দিতে পারেন । তারপরেও জাকির হাফেজ নন, এটা মাথায় রাখতে হবে । কিন্তু এই সলিমুল্লা সাহেব আরও বেশি জীবন্ত কম্পুটার । বহু বিষয় নিয়ে তার অগাধ জ্ঞান ।
@Roton72223 жыл бұрын
@@bismarkwatts238 হতে পারে আপনার কথা ঠিক। কিন্তু আমরা জাকির নায়েকের লেকচার নিয়মিত শুনি তো তাই জানি যে, তিনি বৈশ্বিক নলেজ কতটা রাখেন। তিনি লেকচারের সাপোর্ট হিসেবে অতীত ও বর্তমান ইসলামিক ছাড়াও হাজার হাজার নির্ভুল রেফারেন্স দিয়ে কথা বলেন। যাইহোক, আমার কথা হচ্ছে দুজনই দুজনের জায়গায় শ্রেষ্ঠ। কম্পেয়ার করা জরুরি নয়
@akhirahmedia33223 жыл бұрын
@@bismarkwatts238 আপনার ভুল ধারণা। জাকির নায়েক হাফেজ তো বটেই বরংচ অন্যান্য ধর্মগ্রন্থগুলোও তাঁর মুখস্থ। কাজেই মন্তব্য করার আগে বুঝেশুনে মন্তব্য করবেন।
@arif32863 жыл бұрын
মাদ্রাসা শিক্ষা থেকেই নকল করে পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। অনেক ভালো লেগেছে স্যার।।
@speaktruth38913 жыл бұрын
ছাগল নাকি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মুসলিম জাতিকে প্রকৃতিপক্ষে ধ্বংস করেছে কারণ এখানে বিজ্ঞান, গবেষণা, যুক্তি প্রমাণ, কারিগরি শিক্ষা ইত্যাদির অস্তিত্ব জিরো।
@smsohel46443 жыл бұрын
@@চট্টলাএক্সপ্রেস-থ৭ঘ পাগলের সুখ মনে মনে। রামায়ণ আর মহাভারত হইলো বিরাট জ্ঞান গর্ভ ভান্ডার 🤣🤣 লুচ্চামি আর ভন্ডামির ইতিহাস এই গুলাতে।
@time-vz8un3 жыл бұрын
@@চট্টলাএক্সপ্রেস-থ৭ঘ ha ha tara keu greek ba rendian teke gyan nei nai.bujai jacce tor muslim itihas somporke gyan kom
@চট্টলাএক্সপ্রেস-থ৭ঘ3 жыл бұрын
@@smsohel4644 রামায়ন মহাভারত পড়েও কেউ বিজ্ঞানী হয় নাই-- কোরান আর রামায়নের মধ্যে কোন তফাৎ নাই- সবই আজগুবি গাঁজাখুরি কথাবার্তায় ভরা।
@gaanwala9523 жыл бұрын
Hayre gyani reeeeee....
@prankerimraan47293 жыл бұрын
সময়ে সেরা আলোচনা। বরাবরই স্যার সলিমুল্লাহ খানের আলোচনা ভালোলাগে, কারণ তিনি সত্যবাদী ও প্রকৃত জ্ঞানী। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন স্যারকে।
@robirobi83483 жыл бұрын
ধন্য হলাম স্যারের কথা শুনে,আমার মতে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীদের একজন তিনি,আফসোস সরকার সম্ভবত উনাকে পছন্দ করেনা,দল মতের উপরে উঠে আমাদের নীতি নির্ধারকরা যদি ইনাদের মূল্য দিত এবং তাদের সাথে নিয়ে কাজ করতো তবে আমরা জাতি হিসেবে অনেক এগিয়ে যেতাম!!ডয়েচেভেলে কে অনুরোধ করছি স্যারকে বেশি বেশি আনার জন্য!!
@arunchowdhuri22203 жыл бұрын
অসাধারণ এক আলোচিত বক্তা তিনি। ড: সলিম উল্লাহ খান। যেমন অসামান্য করে ভাবেন। তেমনই চমৎকার করে বলেন।
@mithunmahmud32393 жыл бұрын
আমাদের দূর্ভাগ্য আহমদ ছফা আজ নেই। তবে আমরা সৌভাগ্যবান সলিমুল্লাহ খান আমাদের মাঝে এখনো রয়েছেন। তার যথাযথ মর্যাদা দেয়া আমার, আপনার, পুরো জাতির দ্বায়িত্ব।
ডঃ আসিফ স্যার ডঃ সলিমুল্লাহ স্যার দুজনের কথাগুলা যুক্তিগুলা অসাধারণ
@khansaheb11493 жыл бұрын
অনেক কিছুই অজানা থেকে জানলাম, ভালো লাগার মাত্রাটা এমন ছিলো যে দেরিতে হলেও মনোমুগ্ধ হয়ে একটানা শুনলাম,
@mdahsan66683 жыл бұрын
শ্রদ্ধেয় স্যার ড. সলিমুল্লাহ খান ও খালেদ মুহিউদ্দিন ভাইকে ধন্যবাদ সুন্দর আলোচনার জন্য।
@sagartalukder22233 жыл бұрын
সত্যিকার অর্থের বুদ্ধিজীবী, জীবন্ত উইকিপিডিয়া 💗 সবিনয় শ্রদ্ধা রইলো স্যার আপনার জন্য 💓💓💓
@protappramanick68403 жыл бұрын
মৃত উইকিপিডিয়া কি বস্তু?
@AmitBhowmik553 жыл бұрын
আহমদ ছফা এর ছায়া উনার উপর আছে আমার মনে হয়। উনি যাই বলে শুনতে ইচ্ছে করে, এটা যেন নেশার মতো। ভালো থাকবেন শিক্ষক।
@masudrana-ln5ir3 жыл бұрын
sir Ahmed sofa sir er student and Abdur Razzak sir er o student.
@1minute-uplift3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@abidfaysal133 жыл бұрын
আমার পছন্দের তালিকায় শীর্ষে ড.সলিমুল্লাহ্ খান, তারপর ড.আসিফ নজরুল। এনাদের দুইজনের কথা শুধু শুনতেই ইচ্ছে করে, একটুও বিরক্ত লাগে না😘
@tastyvideo83993 жыл бұрын
Dujonei DU law department er ex student
@Shawpnochari3 жыл бұрын
Right.
@abidfaysal133 жыл бұрын
Md. Mominul Islam দুজনেই আবার শিক্ষক ও ঢাকা ইউনিভার্সিটির।যদিও ড.সলিমুল্লাহ খান খন্ডকালীন শিক্ষক।
@tastyvideo83993 жыл бұрын
@@abidfaysal13 at present iml a class nay salimullah sir ..French language
@duronto29903 жыл бұрын
সলিমুল্লাহ খান স্যার বহু বছর বেচে থাকুন প্রার্থনা করি। উনার মত মানুষ আমাদের দেশে খুবই প্রয়োজন বর্তমান সময়ে।
@SyedJulArshil3 жыл бұрын
এই ব্যক্তি দুজনকে অসম্ভব ভালো লাগে। এ পর্যন্ত DW এর সেরা গেস্ট উনি! ❤️
@worstlife1003 жыл бұрын
জীবন্ত লাইব্রেরি.অবাক হয়ে শুনছি।এত ভালো আলোচনা।প্রিয় শিক্ষক❣.ভালোবাসা অবিরাম স্যার.
@polashhossin29143 жыл бұрын
খালেদ স্যার নিশ্চুপ 😍😍
@Pastimepalace2133 жыл бұрын
সলিমুল্লাহ খান স্যার একজন জীবন্ত বই।।অসাধারণ বাচনভঙ্গি, চমৎকার বিশ্লেষণ,তথ্যবহুল আলোচনা মন ছুয়ে যায়।।।
@himelmahmud3213 жыл бұрын
১০০% একমত,,
@mirajsheikhanik79323 жыл бұрын
খুবই ভালো আলোচনা,কখন যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না।এত মনোযোগ দিয়ে আগে কোনো অনুষ্ঠান দেখি নাই।খালেদ ভাইকে ধন্যবাদ,স্যারকে একা নিয়ে আলোচনা করার জন্য।
@sheikhmonsur65343 жыл бұрын
স্যার, আপনাকে ধারণ করবার মত ব্রেন আমাদের নাই। মহান আল্লাহ্ তালা আপনাকে নেক হায়াত দান করুন।
@nasrinsultana85153 жыл бұрын
এত সুন্দর উত্তর স্যার দিবে ধারনাও করতে পারিনি এজন্যই উনি জ্ঞানী। "উচিত শিক্ষা দেই"
@saymameherin90053 жыл бұрын
"অন্তরে যে কী ভীষণ কষ্ট!যদি বলি জিহবা পুড়ে যাবে,যদি না বলি কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে।"অনেক খারাপ লাগলো,স্যার।নিজ দেশের কাছে এই আমাদের পাওয়া!
@maniruzzamankhan36493 жыл бұрын
সময়ের সেরা অসাধারণ।
@Shikkao3 жыл бұрын
খালেদ মহীউদ্দীনকে ধন্যবাদ, এরকম মানুষকে খুঁজে বের করার জন্য। ১ ঘন্টার আলোচনা যেনো কোটি টাকা মুল্যের সম্পদ।
@TravelVlog243 жыл бұрын
আল্লাহ পাক সলিমুল্লাহ স্যার কে নেক হায়াত দান করুক আমিন। এর মত ৩০ জন লোক থাকলে একটি দেশ শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।
@rafiqalam84183 жыл бұрын
শিহরিত হই, গায়ে কাঁটা দেয়! অনেক ভালবাসা স্যারের জন্য!
@yasinarfat47893 жыл бұрын
উনি হলেন বাংলাদেশের একজন প্রকৃত লেখক ভালো মানুষ।
@চট্টলাএক্সপ্রেস-থ৭ঘ3 жыл бұрын
জনাব সলিমুল্লাহর কাছে প্রশ্ন- মাদ্রাসা শিক্ষার মত অলিক ও অবাস্তব শিক্ষা ব্যবস্থার কি আদৌ দরকার আছে? লাখ লাখ সমাজের বোঝা আর ভিখারি তৈরি করে দেশের লাভ কি? মুর্খতা ছড়ানো এসব ওয়াজি মোল্লা আর জঙ্গি তৈরির শিক্ষা ব্যবস্থা বিরুদ্ধে উনার মত বুদ্ধিজীবিরা কেন কথা বলেন না? কতল হওয়ার ভয়ে?
@suchitrapaul64693 жыл бұрын
শ্রদ্ধা জানাই,যৌক্তিক মন্তব্যের জন্য!
@smsohel78883 жыл бұрын
@@চট্টলাএক্সপ্রেস-থ৭ঘ আরে এরা কারা? কোথা থেকে এলো এরা?😂😂😂
@smsohel78883 жыл бұрын
@@চট্টলাএক্সপ্রেস-থ৭ঘ আমরা বিজেপির হিন্দু মলবাদী শিক্ষা চাই।
@smsohel78883 жыл бұрын
@@suchitrapaul6469 আমরা বিজেপির হিন্দু মলবাদী শিক্ষা চাই।
@mahdihasan723 жыл бұрын
উনি দালাালি করেন না বলে আজকে জাতীয় অধ্যাপক হতে পারলেন না।
@harunal-rashid72783 жыл бұрын
উনি সরকার এবং আওয়ামী লীগের সমালোচনা করেন বলেই বিম্পি জামায়াতের কাছে অতি প্রিয় মানুষ। বিম্পি জামাত ক্ষমতায় যেতে পারলেই উনি জাতীয় অধ্যাপক হয়ে যাবে। তবে ভুলেও যদি উনি শুধু একবার সরকারের প্রশংসা এবং বিম্পি জামাতের সমালোচনা করে দেখুক তবেই বুঝা যাবে বিম্পি জামাতি ছাগুরা কত অশ্লীল ভাষায় এই ভদ্রলোক মাননীয় অধ্যাপককে গালি গালাজ করে।
@magictv52153 жыл бұрын
Right
@NusratJahan-ho5we3 жыл бұрын
@@harunal-rashid7278 bnp amlig ak e ghu ar a pith o pith.....uni kkon o e national professor hoty parben na...coz bnp khomotay galy o onar uchit kora tader valo lagby na
@mohsinsujon1003 жыл бұрын
@@harunal-rashid7278 আপনার বক্তব্যে অমার্জিত একটা দলকানা আচরণ লক্ষ্মণীয়। সবাইকে নিজের মত ছাগু মানসিকতার ভাবা আর ছাগলামোর মর্কেটিং করে বেড়ানো একই রকম। পাচাটার একটা ছড়াছড়ি চলছে দেশে।
@harunal-rashid72783 жыл бұрын
@@mohsinsujon100 হ বড় ভাই। বিম্পি জামাত রাজাকার এবং পাকিস্তানের পাছাটলে কেউ কোন দিন দলকানা, দালাল এবং ছাটুকার হয় না।
@95saidulislam163 жыл бұрын
আলহামদুলিল্লাহ, প্রথম থেমে শেষ পর্যন্ত শুনলাম।স্যার একটা জীবন্ত ইতিহাস এবং সুশিক্ষায় শিক্ষিতো
@masudak30873 жыл бұрын
আমি মনে করি আমাদের স্যার নোবেল পাওয়ার যোগ্য কারণ স্যর এর মত এত জ্ঞানী মানুষ বর্তমান বাংলাদেশে আর কেহ নাই।
@ahsanulislamtapadar68763 жыл бұрын
Bai, amader sobar priyo sir ke novel dibe na. Karon uni Muslim.
@rajiurrahman89503 жыл бұрын
Kiser jnno nobel dibe?
@muhammadk26373 жыл бұрын
পাগলা নাকি?
@যমদূত3 жыл бұрын
নোবেল পেতে হলে যেসব ক্যাটেগরিতে নোবেল দেয়া হয় সেসব ক্যাটেগরিতে বিশ্বসেরা মৌলিক গবেষণা লাগে। ওনার বিশ্বসেরা দূরে থাকুক, সম্ভবত কোনো মৌলিক গবেষণাই নাই। উনি ভাল বক্তা, কিন্তু _বক্তা_ বা _বাগ্মিতার_ ক্যাটেগরিতে কোনো নোবেল নাই! 🤣
@masudak30873 жыл бұрын
@@যমদূত তোমার নুন্যতম knowledge আছে বলে আমার মনে হয় না... তুমি স্যার সম্পর্ক কিছুই জান না আমার যথা সম্ভব তূমি সিজোফোনিয়া অথবা মানসিক রোগী। স্যার এর গবেষণা অলরেডী নোবেল পাওয়ার যোগ্য, তোমার মত মানসিক ভারসাম্যহীন সেটা imagine করার যোগ্যতা ও নাই।
@masudrana-rh5pz3 жыл бұрын
মুহিউদ্দিন ভাইয়ের প্রতি ভালবাসাটা বরাবরের মতই আরও বেড়ে গেলো❤️❤️ অনেক ধন্যবাদের সলিমুল্লাহ স্যারকে,আমাদেরকে অতীত জানানোর জন্যে
@akborliakot16173 жыл бұрын
শ্রদ্ধা ও ভালবাসা ড. সলিমুল্লাহ খান স্যারের প্রতি।
@swateesultana82073 жыл бұрын
গতকাল লাইভ শুনেছি, তারপর আরও দুবার পুরোটা শুনলাম। অসাধারণ। ওনাকে মাঝে মধ্যে আনলে আমরা সমৃদ্ধ হব। অনেক ধন্যবাদ।
@alaaudinhussein91333 жыл бұрын
খালেদ মহিউদ্দিন স্যার কে ধন্যবাদ জানাই সঠিক উপযুক্ত সময় উপযোগী সলিমুল্লাহ স্যার কে এনে জাতিকে অনেক অনেক কিছু শিখার সুযোগ করে দিয়েছেন
@ruhulamin20053 жыл бұрын
এতকিছু মনে রাখা - - -সুবহানাল্লাহ ।
@Mahmudhasan-nd3zk3 жыл бұрын
সলিমুল্লাহ স্যার ও মহিউদ্দিন ভাই দুজনের জন্যই শুভকামনা।
অসাধারণ আলোচনা !!! স্যারকে এবং খালেদ মহিউদ্দিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ
@sranacoxs3 жыл бұрын
আমার দেখা ডয়চে ভেলের সেরা আলোচনা পর্ব। খালেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ স্যারকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রন জানানোর জন্য।
@MostafaMostafa-fw3cv2 жыл бұрын
সম্পূর্ণ ভিডিওটি দেখলাম। খুবই তথ্যবহুল আলোচনা। সলিমুল্লাহ স্যার অসাধারণ ভাবে কথা বলেন।
@mdobaidulhaque47743 жыл бұрын
প্রথমে ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই সুন্দরভাবে আলোচনা করার জন্য তারপরে ধন্যবাদ প্রিয় স্যার সলিমুল্লাহ খান কে❤️❤️ ভালোবাসা অবিরাম।
@mdfaysalhosen20113 жыл бұрын
অসাধারণ লোক। আমার সাথে একবার তার ঢাকার গাউছিয়া মার্কেটে দেখা হয়েছিল। অসম্ভব বিনয়ী ❤
@abdullahshahid61833 жыл бұрын
‘শিক্ষা সম্পর্কে অসাধারণ শিক্ষা’ ধন্যবাদ উপস্থাপক ও দার্শনিককে
@AsadZaman3 жыл бұрын
Love and respect for Salimullah Sir. He won my heart when he fearlessly spoke about the truth of HEQEP and IQAC of universities in Bangladesh.
@alaminbhuiyan70433 жыл бұрын
প্রিয় সলিমুল্লাহ স্যার ইদানিং ওনার কথা শুনা নেসার মতো হয়েছে অনেক টা আমি প্রতি রাতে ঘুমানোর আগে ওনার কথা শুনি সময় করে। এত ভালো লাগে আমার। আল্লাহ স্যারকে দীর্ঘ হায়াত দান করুন আমিন
@SohagMridah-k1d3 жыл бұрын
স্যারের আলোচনা শুধু শুনতে মন চায়। সময় যে কখন চলে যায়। টের পাওয়া যায় না।
এরকম একজন বুদ্ধিজীবী থাকতে দেশের এই শিক্ষা ব্যবস্থার এই অবস্থা কেন? উনাকে জাতীয় অধ্যাপক করা উচিৎ।
@sislamservant3 жыл бұрын
জাতীয় অধ্যাপক একটা অলংকারিক পদ। দায়িত্বশীল পদ, সেটা যে নাম-ই হোক কোনো সমস্যা নয়।
@lutfarrahman73483 жыл бұрын
দেশের শিক্ষা ব্যবস্হা তার হাতে দেয়া যায় কি?
@ajhossain14513 жыл бұрын
@@lutfarrahman7348 শতভাগ আস্থার সাথেই
@Aktarul-Islam_Official3 жыл бұрын
স্যারকে শিক্ষা ব্যবস্থার প্রধান নীতিনির্ধারক করা উচিত তবে সরকার তা করবে না। পা চাটারা এরকম স্পষ্টভাষী মানুষ পছন্দ করে না।
@marufrahman85743 жыл бұрын
@@Aktarul-Islam_Official করলে সরকারের ক্ষতিও নাই। ইচ্ছা করলে করতেই পারে। অন্তত শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়াই যায়।
@user-fh5xt8hh5y3 жыл бұрын
স্যারের বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে উপায় নেই।অসাধারণ বলেছেন। আমার এই ক্ষুদ্র মস্তিষ্ক বলছে, সবাই যদি একটু সত্যিকারের আন্তরিক হয়ে এবিষয়ে ভাবতেন, তাহলে আমরা ও নিজেদের পৃথিবীর বুকে সভ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে পারতাম। শুধু কথায় না কাজে বড় হওয়া জরুরি। ধণ্যবাদ।
@arafatibnemahbub85833 жыл бұрын
স্যার এর জ্ঞানের পরিধি তার কথা থেকেই বোঝা যায়।অনেক ভাল লাগলো আজকের এপিসোড টি♥
@amimulahsan58393 жыл бұрын
অধ্যাপক সলিমুল্লাহ স্যার মানে একটা জিবন্ত লাইব্রেরী। অত্যন্ত চমৎকার ও প্রাণবন্ত বিশ্লেষণ। একজন প্রকৃত বুদ্ধি জিবি।
@digitalbangladesh98343 жыл бұрын
ঐ মানুষটা কে শিক্ষামন্ত্রী পথ পাইলে, আমাদের শিক্ষাব্যবস্থা অনেক উন্নতি হতো।
@himelmahmud3213 жыл бұрын
রাইট
@sportsbd87433 жыл бұрын
Taile Madrasha bilupto niscit
@sumonsurma1163 жыл бұрын
এদেশে যারা হাঁচা কথা কয় তাদেরকে ক্ষমতা দেয়া হয়না। কারণ, পুরো দুনিয়াটাই এখন দূর্নীতিবাজদের দখলে।
@fhakrulrony21833 жыл бұрын
১০০% স্যার কে শিক্ষা মন্ত্রী করলে শিক্ষার অনেক উন্নতি হত, কিন্তু হাসিনা করবে না বলবে উনি বি এন পি জামাত
@alap_bd3 жыл бұрын
ড: সলিমুল্লাহ খানের কথা শুনলে মনে হয় তিনি একজন জীবন্ত লাইব্রেরি!! অসাধরণ পাণ্ডিত্য। আমার মনে হয় তিনিই বাংলাদেশের একমাত্র পণ্ডিত ব্যক্তি যিনি সাদাকে সাদা এবং কালকে কাল বলতে পারেন। স্যারের দীর্ঘায়ু কামনা করছি।
@withabd81112 жыл бұрын
এই ভিডিটি বারবার দেখতে মন চায়৷ এখানে অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ প্রিয় স্যার সলিমুল্লাহ খান এবং খালেদ মহিউদ্দিন ভাই 💚🖤
@mdferdaushasan65603 жыл бұрын
খালেদ মহিউদ্দিন যে কি চমৎকার একজন উপস্থাপক! 👌 উভয়জনই সেরা।ভালোবাসা❣️
@shahadatmollah24353 жыл бұрын
Brother Khaled Mohiuddin, I have listened to many of your virtual discussions, but you have brought a wise man among us and among the nation who will touch our hearts and listeners forever. Thank you, dear sir.
@aratinrahman15973 жыл бұрын
সঞ্চালক-আলোচক দুজনেই আলোকিত মানুষ। এদের নিকট থেকে জানার আছে অনেক কিছুই। দুজনকেই সাধুবাদ।
@abdurrauf92613 жыл бұрын
জ্ঞানী মানুষের কদর কম।। স্যার আপনাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন আমীন।
@iqbalvlog3 жыл бұрын
এক কথায় অসাধারণ 👌 খুবই ভালো লাগলো। অনেক শিক্ষণীয়
@habibsir41883 жыл бұрын
"বাংলাদেশের অতীত থেকে বর্তমান পর্যন্ত দর্শন ও সাহিত্য" এই টপিকে স্যারের একটা টকশো চাই খালেদা ভাই।
@abdmtb493 жыл бұрын
জ্ঞানীদের সমালোচনা থেকে অনেক কিছু শেখা যায়।
@mahirafsar14363 жыл бұрын
"হক কথা বললে সবারই গাত্রদাহ হয় "👌❤
@mdanowarhossain65103 жыл бұрын
ভালোবাসার প্রিয় মানুষ ডাঃ সলিমুল্লাহ সাহেব, আপনার জন্য দোয়া আর ভালোবাসা রইল নোয়াখালীর পক্ষে থেকে।
আল্লাহ সারকে নেক হায়াত দান করুক, স্যারের একজন জীবন্ত উইকিপিডিয়া, অসাধারণ লাগছে স্যারের তথ্য বহুল বক্তব্য গুলো, 😊সম্মানিত ডঃ সলিমুল্লাহ স্যারের সাথে এমন আরও কয়েকটি আলোচনা মূলক পর্ব চাচ্ছি।
@mosfiqurrahman76873 жыл бұрын
ড.সলিমুল্লাহ খান স্যারের কথা শুনতে ভালই লাগে, একজন খাটি যুক্তিবাদী মানুষ।
@rkreja83803 жыл бұрын
কত আলোচনাই শুনলাম এই প্রথম মনে হয় ব্যাতিক্রম কোন আলোচনা শুনলাম। স্যারের কথাগুলো অনেক ভালো লাগলো
@hasanjaman22093 жыл бұрын
খুব চমৎকার যুক্তি।এই ধরনের লোকদের থেকে আমাদের অনেক কিছু শিখার আছে।আপসোস আমরা এদের কে যোগ্য জায়গায় বসাই না এবং সম্মান ও করি না
@hafsaakter53543 жыл бұрын
এদের না বলে, আমাদের উচিত উনাদের বলা উচিত।
@mahinnazu54553 жыл бұрын
Allah Sir k nek hayat dan koruk..Amin
@shahinmahmud1543 жыл бұрын
সময় সাপেক্ষ এই টকশো খুব উপোযোগী। খুব গুরুত্বপূর্ণ আলোচনা খুব ভাল লেগেছ ধন্যবাদ জনাব খালেদ মহীউদ্দিন।
@khsikder16203 жыл бұрын
অনেক কিছুই জানা হলো। ধন্যবাদ স্যারকে। কৃতজ্ঞতা খালেদ মহি উদ্দিন ভাইকে।।
@rejaulkarim71293 жыл бұрын
হাজারো চাটুকারের ভিতরে একজন সত্যিকারের বুদ্ধিজীবী।
@shafikvlog44773 жыл бұрын
সহমত
@yeanurrashid89293 жыл бұрын
এনারাই হলো প্রকৃত শিক্ষিত এবং বুদ্ধিজীবী। যখন কথা বলে শুধু মনে হয় চাইয়ে চাইয়ে দেখি।
@sushankhan21603 жыл бұрын
দুজনেই সেরা। ❤️❤️ সলিমুল্লাহ স্যার কে এইরকম ইন্টেলেকচুয়াল কৌশান করার মতো খালেদ মহিউদ্দিন ছাড়া আর কেউ বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই। ওনাদের দেখলে আসলেই হিংসে হয়। ওনাদের মতো যদি গুছিয়ে কথা বলতে পারতাম। আমার এই জীবনে দেখা সেরা টকশো ❤️❤️
@MD.NasirAhmmed Жыл бұрын
স্যারকে মহান আল্লাহ পাক অসামান্য জ্ঞান দিয়েছেন, স্যারের কথা সারাদিন শুনলেও বিরক্ত আসবে না হয়তো ক্ষুধাও লাগবে না, আমি মনে করি স্যার স্যারদের স্যার, মন থেকে দোয়া করি মহান আল্লাহ পাক যেন স্যারকে অনেক ভালো রাখেন,
@TINAFI3 жыл бұрын
সলিমুল্লাহ খানের কথাগুলো বরাবরের মতোই মুগ্ধ ক।
@shumonahmed50283 жыл бұрын
ধন্যবাদ খালেদ ভাই। মুগ্ধ হয়ে শুধু শুনে গেলাম। অসাধারন
@formalinvestigation44063 жыл бұрын
অসাধারণ জ্ঞানগর্ভ আলোচনা ছিল ভালো লেগেছে।।।
@masudrana-wd1wy3 жыл бұрын
Your are a muslim
@formalinvestigation44063 жыл бұрын
Mane
@formalinvestigation44063 жыл бұрын
Ki borkar??
@faisal.comilla.983 жыл бұрын
মন্ত্রমুগ্ধ করা একটি ঘন্টা গেল। স্যারকে লাল সালাম।
@youtube-bangla46013 жыл бұрын
ড. সলিমুল্লাহ খান স্যারকে বাংলাদেশের শিক্ষা মন্তি করা উচিৎ । I like him excellent men.
@rafiulkabir.223 жыл бұрын
অসাধারণ! শিক্ষনীয়, চিন্তা-জাগানিয়া ...
@sahadatsahidullah78283 жыл бұрын
ধন্যবাদ, DW কে৷ স্যার কে কয়েকটা পর্ব আকারে নিয়ে আসলে এই জাতি অনেক কিছু শিক্ষা নিতে পারবে