ইকামতে দ্বীনের ব্যাখ্যা কার কাছথেকে নিবেন সাহাবীগণ না বর্তমান যুগের আলেমদের থেকে ?

  Рет қаралды 25,965

Bangla Waz Short Video Collection

Bangla Waz Short Video Collection

Күн бұрын

ইকামতে দ্বীনের ব্যাখ্যা কার কাছথেকে নিবেন সাহাবীগণ না বর্তমান যুগের আলেমদের থেকে ?
ডক্টর ইমাম হোসাইন
To Watch More Bangla waz Short video SUBSCRIBE Our Channel Now ► bit.ly/bwsvc -------------------------------------------------------
অন্যান্য আলেমদের বক্তব্য
Check Other Playlists:
✓ All Bangla Waz ► bit.ly/2w4rcVa
✓ Abdur Razzak ► bit.ly/abrazzaque
✓ Motiur Rahman bit.ly/Motiur
✓ Muzaffar ► bit.ly/mujaffor
✓ Amanullah ► bit.ly/Amanul
✓ Imam Hossain ► bit.ly/imamh
✓ Abdullah ► bit.ly/adullah
✓ Sifat Hasan bit.ly/sifath1
✓ Kazi Ibrahim ► bit.ly/kazi1
✓ Shahidullah Khan ► bit.ly/skmadani
✓ Ahmadullah ► bit.ly/ahamul1
✓ Dr Abdullah Jahang ► bit.ly/abjahg1
✓ Dr Saifillah ► bit.ly/saifullahm
✓ Dr Abu Bakar ►bit.ly/abubakur
✓ Dr Manjure E Ilah ► bit.ly/1munzule
--------------------------------------------------------
Also Find us: Site: bit.ly/bwsvc11
► Email Address:
► Like our Facebook Page: www. BWSVC
► join our Facebook Group: bit.ly/fbgroupb
► Google plus G+ bit.ly/2w9H3lg
------------------------------------------------------
☑️ Bangla Waz Short Video Collection কুরআন ও সহীহ সুন্নাহ ভিত্তিক পরিচালিত একটি ইউটিউব চ্যানেল।
আলহামদুলিল্লাহ, আমরাই প্রথম কোরআন ও সহীহ সুন্নাহ ভিত্তিক শর্ট ভিডিও বিষয়ভিত্তিক ভাবে ইউটিউবে আপলোড করা শুরু করেছি। আল্লাহ আমাদেরকে দিয়ে এই কাজটা শুরু করিয়াছেন এই জন্য মহান রবের দরবারে জানাই লাখো-কোটি শুকরিয়া
------------------------------------------------------
কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সমস্ত ইউটিউব চ্যানেলের owner ও তাদেরকে সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা ও দ্বীনি ভাইদেরকে যাদের চ্যানেল থেকে আমরা ভিডিও সংগ্রহ করে বিষয়ভিত্তিক ভাবে শর্ট ভিডিও আকারে আমাদের চ্যানেলে আপলোড করেছি/করছি সেই সমস্ত চ্যানেলের সাথে সম্পৃক্ত সকল দ্বীনি ভাইদের প্রত্যেককে যেন আল্লাহ এই মহৎ কাজের পূরণ নেকির ভাগীদার করেন, আমীন।
☑️ সত্যকে জানুন সত্যের সাথে থাকুন।

Пікірлер: 109
@deendeen6697
@deendeen6697 6 жыл бұрын
আমরা সবাই যদি কোরআন সুন্নার বেখ্যা সাহাবা দের কাছে থেকে নিতাম। তাহলে এত মতবিরুদ হত না। আমরা সুদু। ইমাম বুর্জগ পীর দলের আমির দের কাছ থেকেই বেশি বেখ্যা নিয়েছি তাই এত মতবিরুদ
@abutahirj100h9
@abutahirj100h9 4 жыл бұрын
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা ইসলামের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা ইসলামের আইন ও শিক্ষা ব্যবস্থা এবং অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করার পর তা প্রতিষ্ঠিত ছিল। এমনকি বিভিন্ন জালিম বাদশারাও এগুলি পরিবর্তন করেনি। ব্রিটিশরা এসে ইসলামের আইন পরিবর্তন করে তাদের তৈরি আইন , অর্থনীতি, শিক্ষানীতি অনুযায়ী মুসলিম দেশ পরিচালনা করে। এখনো তাই আছে ,তাই প্রয়োজন হয়েছে ইসলামী আইন, অর্থনীতি ও শিক্ষানীতি পুনঃপ্রতিষ্ঠার। সালফে সালেহীনদের যুগে ইসলামী আইন, অর্থনীতি ও শিক্ষা নীতি ছিল তাই প্রয়োজন পড়েনি এগুলো প্রতিষ্ঠার। ভালো করে ইসলামের ইতিহাস পড়েন তাহলে জানতে পারবেন । কোরআন ও হাদিস নিজে পড়েন তাহলে জানতে পারবেন এ কাজের গুরুত্ব কত । সূরা মায়েদা 40 থেকে 50 আয়াত ও সূরা শূরা 13 আয়াত পড়েন এবং পুরো কুরআন অন্তত একবার পড়েন। শূরা 13 আয়াতের ব্যাখ্যা আপনাদের শায়েখরা জেনে শুনে ভুল ব্যাখ্যা করেন সেখানে আছে দীন প্রতিষ্ঠার কথা। আল্লাহ সেখানে শব্দ দিয়েছেন দীন, তাওহীদ নয়। কিন্তু আহলে হাদিসের কিছু শাইখ তাওহীদ দ্বারা পরিবর্তন করেন নিজের মন মত ব্যাখ্যা করেন আবার বলেন এটাই সঠিক ব্যাখ্যা কি আশ্চর্য। সূরা শূরা 13 আয়াতের দীনের ব্যাখ্যা হবে সামগ্রিক জীবনব্যবস্থা হিসেবে(অর্থাৎ কোরআনে যে যে বিষয়কে দীন বলে অভিহিত করা হয়েছে সে সব গুলোই হবে দ্বীনের অন্তর্ভুক্ত) শুধু তাওহীদ নয়। তাওহীদ ও ইবাদাত দুটি শব্দ হিসেবে কোরআনে এসেছে। তাই শব্দটিকে মিলিয়ে ফেললে হবে না। অধিকাংশ তাফসীরুল কুরআন গ্রন্থ গুলিতে শুধু তাওহীদের কথা আসেনি। তাওহীদ ও ইবাদতের পার্থক্য আছে। কিন্তু আপনারাই নতুন করে শুধু তাওহীদের কথা বলছেন । আপনাদের আগের পূর্বসূরীও রাষ্ট্রীয়ভাবে ইসলাম পালনের কথা বলেছেন । কোরআনের আরো অসংখ্য দলীল লাগলে বলবেন। সবাইকে মূর্খ মনে করবেন না। রাষ্ট্রীয় ক্ষমতা শুধু আল্লাহর দায়িত্ব হলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরে এতগুলো যুদ্ধ করেছেন যুদ্ধ করেছেন কেন? কেনইবা নামাজ ও রোজা কাজা করেছেন জিহাদের জন্য ।কেনইবা সাহাবীরা বিভিন্ন বিধর্মীদের অঞ্চল বিজয় করেছে । এর সঠিক ব্যাখ্যা দেবেন কি? প্রত্যেক নবী- রাসুল কিছু বিধান নিয়ে এসেছেন। প্রত্যেক নবী- রাসুলকে এ বিধান প্রতিষ্ঠিত করার দায়িত্ব দেয়া হয়েছিল। আর সফলতা প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। প্রতিষ্ঠিত করার চেষ্টা করাই দায়িত্ব ,প্রতিষ্ঠা করা আল্লাহর দায়িত্ব। ইসলাম দুটি বিষয়ের সমন্বয়ে: ১. ঈমান ২. ইবাদাত ঈমানের রুকন ৬ টি। তার একটি হল তাওহীদ। অবশ্যই তা গুরুত্বপূর্ণ ,তাওহীদ ছাড়া ইসলাম কল্পনাই করা যায়না। ইবাদত শব্দের শাব্দিক অর্থ দাসত্ব বা আনুগত্য। এখন প্রশ্ন আসে কিসের আনুগত্য আল্লাহর আইনের আনুগত্য। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ , প্রশ্ন আসতে পারে কিসের আত্মসমর্পণ আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ (কোরআন হাদিসের অসংখ্য দলিল দেয়া যাবে এ স্বপক্ষে, লাগলে বলবেন লেখা অনেক বড় হয়ে গেছে তাই দিলাম না)
@at-taqwachannel2041
@at-taqwachannel2041 3 жыл бұрын
@@abutahirj100h9 আসসালামুআলাইকুম, ভাই। ইসলাম কায়েম করতে হলে ইসলামের মূল আবেদনকে কুরআন ও সহীহ হাদীসের আলোকে বুঝতে হবে। সেজন্য ইসলাম কায়েমের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবায়ে আজমাঈনগণের ব্যাখ্যা নির্মোহ দৃষ্টিতে গ্ৰহণ করার ক্ষমতা অর্জন করতে হবে। এটা মূল সূত্র। এ সূত্র মানতে না পারলে ইসলাম কায়েম এর লক্ষ্য থাকলেও শয়তান উক্ত লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন দল-উপদলসহ বহু মতবাদের সৃষ্টি করে লক্ষ্যচ্যূত করে ফেলবেই ফেলবে। গভীরভাবে চিন্তা করে দেখুন, আমরা যদি রাসূল সাঃ ও তাঁর সাহাবায়ে আজমাঈনগণের ব্যাখ্যাকে উচ্চে তুলে ধরতে না পারি তাহলে আর কার ব্যাখ্যার ব্যাপারে ঐক্যবদ্ধ হতে পারব!!! নিজ নিজ মতবাদ, গ্ৰুপ, দল, গোষ্ঠী ইত্যাদি নিয়ে কী বিভৎস অবস্থায় আমরা বিভক্ত হয়ে পড়ব তাকি ভেবে দেখেছেন? আর শয়তান তার সুযোগ নিয়ে আমাদেরকে কোথায় নিয়ে যাবে বুঝতে পারছেন? মহান আল্লাহ সুবহানাহু তা'য়ালা আমাদেরকে তাঁর হক্ব তথা ইসলাম কায়েম করার জন্য একমাত্র তাঁর রাসূল সাঃ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে আজমাঈনগণের মতামতের আলোকে ঐক্যবদ্ধ হওয়ার তাওফীক দান করুন, আমীন।
@Abu_rushd-sh1ej
@Abu_rushd-sh1ej 9 ай бұрын
“فَاقْتُلُواْ الْمُشْرِكِينَ حَيْثُ وَجَدتُّمُوهُمْ وَخُذُوهُمْ وَاحْصُرُوهُمْ وَاقْعُدُواْ لَهُمْ كُلَّ مَرْصَدٍ” (التوبة : 5)“ অতঃপর (napak Awami) মুশরিকদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা কর, তাদেরকে (Cantonment) বন্দী করো, (thana) অবরোধ করো এবং প্রত্যেক (MP, Minister) ঘাঁটিতে ওঁৎ পেতে থাকো”। (সূরা তাওবাহ-৫) বাস্তবতা: বাস্তবতা হচ্ছে, আমেরিকা ও ইসরাইল India, China. Russia Ihudibadi hinduttobadi kukur Awamilig er Police tareq siddiqi, khaled mamun safiulra আমাদের সাধারণ মুসলমানদেরকে দিন-রাতে হত্যা করে যাচ্ছে। kashmir, Uighur তারা দখলদার hasinar god India ইসরাইলের মাধ্যামে ৫০ (Pegasus) বছরের ও বেশী সময় ধরে ফিলিস্তিনে আমাদের সাধারণ মুসলমানদেরকে হত্যা করে যাচ্ছে। তাদের ঘর বাড়ি বোমা মেরে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। আর আফগানিস্তান ও ইরাকের কথা কি বলবো! সেখানে তারা হাজার হাজার নিরপরাধ সাধারণ মুসলমানদেরকে America india হত্যা করেছে। তারা সোমালিয়ায় ১৩ হাজার মুসলমানকে হত্যা করেছে ও সুদানে গনহত্যা চালিয়েছে। এককথায় সারা বিশ্বে এই আমেরিকা O India আমাদের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত। মুসলমান, মুজাহিদদেরকে হত্যা, গ্রেফতার ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা awamirs যেমন আমাদের ক্ষেত্রে gumkhun hitta সীমালঙ্ঘন করেছে আমরাও তাদের ক্ষেত্রে gupto hotta সীমালঙ্ঘন করা বৈধ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন: (فَمَنِ اعْتَدَى عَلَيْكُمْ فَاعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدَى عَلَيْكُمْ) “সুতরাং যে (feraun hasina) তোমাদের উপর সীমালঙ্ঘন করে তাদের উপরও তোমরা সীমালঙ্ঘন করো যেমন সীমালঙ্ঘন তারা (Modi) তোমাদের উপর করেছে”। (সূরা বাকারাহ-১৯৪) INDIA, আমেরিকার (pachata Kukur Hasina) সাধারণ জনগণ তাদের সরকারকে ট্যাক্স দিচ্ছে। সেই দেশে অবস্থান করে সেই দেশ ও শাসকদের স্বার্থে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে। এমতাবস্থায় তাদের এই অসম্মতি তাদের নিরাপত্তার জন্য যথেষ্ট নয়, যতক্ষণ না তারা তাদের স্থান ও অবস্থান পরিত্যাগ করে।
@Abu_rushd-sh1ej
@Abu_rushd-sh1ej 9 ай бұрын
​যখনই আপনি এই বিশ্বে যুদ্ধ দেখতে পান, আপনি এতে সংযুক্ত আরব আমিরাতের হস্তক্ষেপ গোপনে বা প্রকাশ্যে অনুভব করতে পারেন, মুসলমানদের হত্যা এবং তাদের দেশগুলিকে ধ্বংস করার জন্য অস্ত্র এবং বিমানের পাশাপাশি ভাড়াটে সৈন্যরা কিনেছেন। - সংযুক্ত আরব আমিরাত সুদানে আরএসএফকে সমর্থন করে। - সংযুক্ত আরব আমিরাত লিবিয়ায় হাফতারকে সমর্থন করে। - সংযুক্ত আরব আমিরাত মালিতে রাশিয়া সমর্থিত সরকারকে সমর্থন করে। (যারা একসময় ফ্রান্স দ্বারা সমর্থিত ছিল) - টাইগ্রেতে এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সত্ত্বেও সংযুক্ত আরব আমিরাত ইথিওপিয়াকে সমর্থন করে। - UAE অর্থনীতি, সামরিক এবং প্রচারের ক্ষেত্রে ইসরায়েল এবং আরব বিশ্বের তাদের অন্যতম শক্তিশালী মিত্রকে সমর্থন করে। - সংযুক্ত আরব আমিরাত মুরসির উৎখাত সমর্থন করেছিল এবং স্বৈরশাসক সিসিকে সমর্থন করেছিল। - সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততাকে সমর্থন করে এবং হুতিদের বিরুদ্ধে ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে। - আরব লীগ দ্বারা আসাদ সরকারকে স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত ছিল সামনের মুখ, তাকে প্রথমে তাদের দেশে সম্মেলনের আমন্ত্রণ জানিয়েছিল। - লিবিয়ায় তুরস্কের মনোযোগ সরানোর জন্য ইউএই সিরিয়ার আসাদ সরকারকে যুদ্ধবিরতি ভঙ্গ করতে এবং ইদলিব (আসাদ সরকারের শক্ত ঘাঁটির বিরুদ্ধে বিরোধী দল) আক্রমণ করার জন্য ৪ বিলিয়ন ডলারের প্রস্তাবও দিয়েছে। - সংযুক্ত আরব আমিরাত কাশ্মীরে ভারতের দখলকে সমর্থন করে। - উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের নিপীড়নকে সমর্থন করে সংযুক্ত আরব আমিরাত। তারা বিশ্বব্যাপী উইঘুরদের টার্গেট করতে চীনকে সংযুক্ত আরব আমিরাতের কালো সাইটগুলি ব্যবহার করার অনুমতি দিয়েছে। - সংযুক্ত আরব আমিরাতও আলোচনার সময় তালেবান নেতৃত্বকে হত্যা করতে চেয়েছিল। (এমনকি মার্কিন কর্মকর্তারাও বিভ্রান্ত ছিলেন ) পয়েন্ট গুলোর সত্যতা জানার জন্য পয়েন্ট গুলো লিখে ইন্টারনেটে সার্চ করুন।
@Abu_rushd-sh1ej
@Abu_rushd-sh1ej 9 ай бұрын
প্রশ্নঃ hinduttobadi Ihudibadi Mafia Votedakat Awami Hasina kaferder birodhye জিহাদ না করলে কি ক্ষতি হবে? উত্তরঃ awami kaferder birodhye জিহাদ না করলে ব্যক্তিগত এবং জাতীয়ভাবে ভয়ংকর পরিণতির সম্মুখীন হতে হবে। এর শাস্তি ভােগ করতে হবে দুনিয়া এবং আখিরাতের উভয় জগতে। ব্যক্তিগত ক্ষতি হলাে, আমরা দুনিয়ার পরবর্তী যে জীবন, সে জীবনে সকলে জান্নাত লাভের আশা করি, কিন্তু জিহাদ না করলে পরকালে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তা'আলা বলেন- أَم حَسِبتُم أَن تَدخُلُوا الجَنَّةَ وَلَمّا يَعلَمِ اللَّهُ الَّذينَ جٰهَدوا مِنكُم وَيَعلَمَ الصّٰبِرينَ অর্থঃ তােমরা কি ধারণা করেছাে সােজা জান্নাতে চলে যাবে অথচ দেখে নেয়া হবে না, তােমাদের মধ্যে কে জিহাদকারী আর কে জিহাদে ধৈৰ্য্য ধারণকারী। (সূরা আল ইমরান ৩ঃ ১৪২) عن أبی ھریرة قال قال رسول الله صلی الله علیه وسلم من مات ولم یغز ولم یحدث به نفسه مات علی شعبة من نفاق অর্থঃ আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ (সাঃ) বলেন, “যে মুসলিম জীবনে কোন গাজওয়া (দ্বীন প্রতিষ্ঠার জিহাদ) করল না কিংবা গাজওয়া করার কোন দৃঢ় সংকল্পও করল না, এ অবস্থায় মারা গেলে, সে মুনাফিক অবস্থায় মারা গেল। আমরা সকলেই জানি যে, মুনাফিকের স্থান চিরস্থায়ী জাহান্নাম। অন্য একটি হাদীসে বর্ণিত হয়েছে যে, রসূলুল্লাহ সাঃ বলেন: من لم یغز أو یجھز غازیا أو یخلف غازیا فی أھله بجیر أصابه الله بقارعة قبل یوم القیامة অর্থঃ যে মুসলমান তার জীবনে কখনাে কোন জিহাদে অংশ নেয়নি, না কোন মুজাহিদের জন্য জিহাদের সরঞ্জাম যােগাড় করে দিয়েছে আর না কোন মুজাহিদ পরিবারে সহযােগিতা করেছে। কিয়ামতের পূর্বে আল্লাহ তাকে এক ভীষণ বিপদে নিপতিত করবেন। (সুনানে আবু দাউদ, কিতাবুল জিহাদ, ইফাবা হাঃ ২৪৯৫) এতাে গেল ব্যক্তিগতভাবে জিহাদ না করার দুনিয়া ও আখিরাতের শাস্তির কথা। এবার দেখা যাক, জিহাদ না করলে জাতীয়ভাবে দুনিয়া ও আখিরাতে কি শাস্তির ব্যবস্থা রয়েছে। এ সম্পর্কে আল্লাহ তা'আলা বলেন- يٰأَيُّهَا الَّذينَ ءامَنوا ما لَكُم إِذا قيلَ لَكُمُ انفِروا فى سَبيلِ اللَّهِ اثّاقَلتُم إِلَى الأَرضِ ۚ أَرَضيتُم بِالحَيوٰةِ الدُّنيا مِنَ الءاخِرَةِ ۚ فَما مَتٰعُ الحَيوٰةِ الدُّنيا فِى الءاخِرَةِ إِلّا قَليلٌ অর্থঃ হে ঈমানদারগণ! তােমাদের কি হলাে, তােমাদের যখন অভিযানে বের হতে বলা হয়, তখন তােমরা মাটি আঁকড়ে ধর। তােমরা কি আখিরাতের তুলনায় পার্থিব জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? আখেরাতের তুলনায় পার্থিব জীবন কত নিকৃষ্ট? (সূরা তাওবাহ্ ৯ ঃ ৩৮) এখানে ঈমানদারদের সম্বােধন করে বলা হয়েছে যে, তােমাদের যখন অভিযানে বের হতে বলা হয় অর্থাৎ অভিযান করা, জিহাদ করা তােমাদের প্রয়ােজন হয়, ফরজ হয়ে যায়, তখন তােমরা কেন মাটি আঁকড়ে ধর? মাটি আঁকড়ে ধরার অর্থ হলাে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা, ঘর-বাড়ি, ধন-সম্পদ, আত্মীয় স্বজন, ব্যবসা-বাণিজ্য প্রভৃতি নিয়ে ব্যস্ত থাকা, জিহাদে বের না হওয়ার পথে এগুলাে বাঁধা হয়ে যাওয়া। ঈমানদাররা যদি এ উপকরণ গুলাে নিয়েই সন্তুষ্ট থাকে তবে তার জন্য আল্লাহ তা'আলা শাস্তির ঘােষণা দিয়েছেন- إِلّا تَنفِروا يُعَذِّبكُم عَذابًا أَليمًا وَيَستَبدِل قَومًا غَيرَكُم وَلا تَضُرّوهُ شَيـًٔا ۗ وَاللَّهُ عَلىٰ كُلِّ شَيءٍ قَديرٌ
@nomansiddiqe80
@nomansiddiqe80 6 жыл бұрын
আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুলআলামিনের কাছে দোআ করি তিনি যেন বাংলার জমিনে এরকম হাজার আলেম তৌরি করে দেন।আর শায়েখ কে হায়াতে তাইয়্যেবাহ দান করেন।আমিন।।
@abumuhammadkabir3296
@abumuhammadkabir3296 6 жыл бұрын
আমীন
@mobarakaliprodhan325
@mobarakaliprodhan325 6 жыл бұрын
Amin
@at-taqwachannel2041
@at-taqwachannel2041 3 жыл бұрын
আমীন।
@dayee-2368
@dayee-2368 4 жыл бұрын
রাষ্ট্রে তৌহিদ প্রতিষ্ঠা করার আগে নিজের উপর তৌহিদ প্রতিষ্ঠা করুন। প্রতিদিন রাত্রে ঘুরানোর টাইমে ভাবুন নিজের উপর কতটা তৌহিদ প্রতিষ্ঠা করতে পেরেছেন। সারাদিন নেক আমল কয়টা করেছেন ,আর পাপ কয়টা করেছেন সেইটা ভাবুন ।
@kashemabul6785
@kashemabul6785 3 жыл бұрын
তারপর?
@bayezidtalukdar
@bayezidtalukdar 2 жыл бұрын
@@kashemabul6785 poribar
@abdulkabir3446
@abdulkabir3446 5 күн бұрын
মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান
@abdurrashid8512
@abdurrashid8512 3 жыл бұрын
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়ের। একামতে দিন নিয়ে হলো আমাদের মধ্যে সবচেয়ে বড় ফেতনা সমস্যা।,আল্লাহ রাহমান আমাদের সঠিক দিন ইকামত বুঝার তাওফিক দান করুন আমীন
@SeaborgiumMdSamsulIslam
@SeaborgiumMdSamsulIslam 3 жыл бұрын
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান শাইখ।
@মোঃরফিকুলইসলাম-প৭ভ
@মোঃরফিকুলইসলাম-প৭ভ 6 жыл бұрын
আমিন
@zulhashmiah8472
@zulhashmiah8472 Жыл бұрын
মাশাআল্লাহ জাজাকাল্লাহ খাইরান
@mmhasankhan5281
@mmhasankhan5281 3 жыл бұрын
সুন্দর আলোচনা মা শা আল্লাহ।
@Rasel5
@Rasel5 6 жыл бұрын
মাশাআল্লাহ শায়েখ অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দেন। আর উনি সম্পুর্ন সহীহ কথা বলেন। আর আপনাদের Thumbnail তে যেইটা দিছেন এইটা ঠিক হয়নি আর আপানাদের
@nurulmojumder5349
@nurulmojumder5349 3 ай бұрын
কায়েম মানে দীন এর প্রতি শুধু বিশ্বাস করাই নয়, বরং সকল পর্যায়ে তার বাস্তবায়ন। বিশ্বাস করলাম মানলামনা এটাকে কায়েম বলেনা।
@farhadzaman1507
@farhadzaman1507 3 жыл бұрын
জাজাকাল্লাহ খাইরান
@JahangirKhan-np4pv
@JahangirKhan-np4pv 6 жыл бұрын
Masha Allah
@mdbidyut7485
@mdbidyut7485 2 жыл бұрын
আলহামদুলিল্লাহ
@shaifulislam8103
@shaifulislam8103 6 жыл бұрын
মাশাআল্লাহ
@basherabull6085
@basherabull6085 6 жыл бұрын
Zajak allah khair
@masudalamdragongarden2023
@masudalamdragongarden2023 6 жыл бұрын
thanks.
@techdoctor2.0
@techdoctor2.0 Жыл бұрын
আসসালামু আলাইকুম। থাম্বনেইলে এদের ছবি দেওয়া কি ঠিক হয়েছে?
@Futuregm24
@Futuregm24 Жыл бұрын
রাসুলুল্লাহ (সাঃ)এর আনুগত্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের করলে এটাই তো দিন কায়েম হয় একামতি দিন হয়ে যায় আপনি কি বুঝাতে চাইলেন।
@omarfaruk7989
@omarfaruk7989 6 жыл бұрын
Masallah
@md.sirajulislam1997
@md.sirajulislam1997 Жыл бұрын
আল্লাহ বলেছেন সবাইকে একদল থাকতে, কোনো ফিরকা তৈরী না করতে। তাহলে আমরা এতো দল গঠন করা উচিত হয়নি।
@aworan833
@aworan833 Жыл бұрын
Musolmander dol ekti shayta hosse Allahr nijer sristi kora dol MUSLIM.
@islamnezamuddin8898
@islamnezamuddin8898 6 жыл бұрын
ماشاءاللہ
@nhhfb1459
@nhhfb1459 6 жыл бұрын
I'M 1ST VIEWER
@BWSVC
@BWSVC 6 жыл бұрын
জাজাকাল্লাহ খায়ের
@talibul-ilm8853
@talibul-ilm8853 6 жыл бұрын
#Add_min শাইখ যে তাফসীর টার নাম বললেন এটার নাম কি? এবং এইটা কি বাংলায় অনুবাদ হয়েছে?
@rahelaakter4111
@rahelaakter4111 Жыл бұрын
আমিও জানতে চাই এই তাফসির এর নাম
@mmhasankhan5281
@mmhasankhan5281 3 жыл бұрын
💞
@hasanmasdhu3686
@hasanmasdhu3686 13 күн бұрын
কুরআনে দ্বীনের সংগা নাই- ব্যাপারটা কি এমন? কিন্তু কুরআনের বাইরের কিছুকে বিবেচনায় নিয়েন না। মানুষের আল্লাহর বিচারে উত্তীর্ণ হওয়ার জন্য যা যা দরকার সবই কুরআনে বিস্তারিত আছে ও ব্যখ্যা স্বয়ং আল্লাহ করেছেন। অন্য কোথাও যাওয়ার দরকার নাই। দ্বীন কি কুরআনে অনেক স্থানে বলা আছে। যেমন: সুরা বাইয়িনাহ আয়াত ৫।
@habibmunse140
@habibmunse140 6 жыл бұрын
অনার সমস্ত বক্তব্যর সাথে এক মত,কিন্তু,, এ বক্তব্য আমি কোন দিনো মানতে পারিনা, রাছুল কি ইসলামি রাস্টো কায়েম করে নাই?
@abumuhammadkabir3296
@abumuhammadkabir3296 6 жыл бұрын
*রাসুলুল্লাহ সা এর ইসলামী রাষ্ট্র কায়েমের পদ্ধতি কি ছিল** ?? সে পথ অনুসরণ করেন
@cometotruthofislam3108
@cometotruthofislam3108 6 жыл бұрын
উনিত ইসলামী রাষ্ট্র কায়েমের বিপক্ষে নয় কিন্তু প্রশ্ন হচ্ছে পদ্ধতিটা কি হবে কিভাবে কায়েম করতে হবে
@dayee-2368
@dayee-2368 4 жыл бұрын
রাষ্ট্রে তৌহিদ প্রতিষ্ঠা করার আগে নিজের উপর তৌহিদ প্রতিষ্ঠা করুন। প্রতিদিন রাত্রে ঘুরানোর টাইমে ভাবুন নিজের উপর কতটা তৌহিদ প্রতিষ্ঠা করতে পেরেছেন। সারাদিন নেক আমল কয়টা করেছেন ,আর পাপ কয়টা করেছেন সেইটা ভাবুন ।
@akashahmad8910
@akashahmad8910 6 жыл бұрын
আপনার আলোচোনা আমাভালোলাগে মসজিদ কথায় আমি জা বো কিভাবে
@nurislam-pt2rz
@nurislam-pt2rz Ай бұрын
আল্লাহর রাসুল সাঃ কে বাদ দওয়া ইবনে আব্বাচ ইনবে মাসুদ রাঃ এদের রেফারেন্স দিবেন কেন,? কুরআন বুঝানের দায়ীত্ব দিয়াছেন নবী সাঃ কে ।
@Emran-islam-786
@Emran-islam-786 Жыл бұрын
Great ignorant
@হাফিজফয়জুল্লাহমোল্লা
@হাফিজফয়জুল্লাহমোল্লা Жыл бұрын
Rasulullah sa Rawhide Sariat o Rastro protita krechen
@akashahmad8910
@akashahmad8910 6 жыл бұрын
আমারকিসু পোসন আছে জানাবো কিভাবে
@messageofimran
@messageofimran 6 жыл бұрын
ভিডিও ইমাম হোসেনের শুধু,কিন্ত কভার ফটোতে এত আলেমের ছবি দিয়ে ধোকা দেওয়ার কারন কি? এটা কোন ধরনের দ্বীন প্রচার
@BWSVC
@BWSVC 6 жыл бұрын
*কোন ধোকাবাজি করা হয়নি, তারাও ইকামতে দ্বীনের ব্যাখ্যা দিয়ে তাই তাদের ছবি ব্যবহার করা হয়েছে এখন আপনি কার ব্যাখ্যা নিবেন এই বুঝানো হয়েছে*
@messageofimran
@messageofimran 6 жыл бұрын
তাহলে তাদের ভিডিও আনুন...মতিউর রহমান মাদানী কিছু বলেছে??তার ছবি কেনো
@mahmudmahmud3465
@mahmudmahmud3465 6 жыл бұрын
Assalamualaikum ji vai onno alemder picture dea ta thik hoy nai Ami mone kori.
@BWSVC
@BWSVC 6 жыл бұрын
@@messageofimran ভাই আপনি হয়তো শুনেননি, *শায়খ মতিউর রহমান মাদানী এই সম্পর্কে বলার পর থেকেই এক শ্রেনীর ভাইদের ঘুম হারাম হয়ে গেছে*
@BWSVC
@BWSVC 6 жыл бұрын
@@mahmudmahmud3465 kzbin.info/www/bejne/jJrTpGysdrtkgc0
@akashahmad8910
@akashahmad8910 6 жыл бұрын
আমিথাকি সাভারের জাবোকিভাবে
@aliarmanaman5256
@aliarmanaman5256 6 жыл бұрын
Aita at tawqa mosjid na??
@md.sirajulislam1997
@md.sirajulislam1997 Жыл бұрын
ইকামাতে দ্বীন - এর ব্যাখ্যা কোরআনে নাই? রাজতন্ত্র ঠিক আছে?
@sadrulalam2706
@sadrulalam2706 11 күн бұрын
খারিজিরা এই কোথা বলেছিল আলী এবং মুআবিয়া। কাফের। কারণ তারা কুরআন দিয়ে ফায়সালা করলনা। অমর বিন আস কেনো। ফায়সালা করবে ফায়সালা হবে কুরআন দিয়ে
@kanijrubina4382
@kanijrubina4382 6 жыл бұрын
Apne ja ta bolcen dik aca. Nobeje rasto cala nai? Sahabara rasto caleca. Nobe ka onusoron kortha hoba. Jamat islam dik aca. Apnader motho hujur ra manus ka Confuse a rakhan.
@salataler9689
@salataler9689 6 жыл бұрын
আসলে রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে প্রতিষ্ঠা করবে বা করতে হবে কি না ঐ টাই মূল কথা এবং বর্তমান গনতন্র মুকাবিলা করা যাবে কি না তার এই সব কোন কিছুই খোলাসা করা হয়নি
@BWSVC
@BWSVC 6 жыл бұрын
*রাসুলুল্লাহ সা যেইভাবে করেছে সেই ভাবে করুণ*
@salataler9689
@salataler9689 6 жыл бұрын
রাসূল তো দ্বীন কায়েমের জন্য একদল সংঘবদ্ধ মুজাহিদ তৈরি করেছেন। দ্বীন ইসলাম কে কায়েম করার জন্য সাহাবীরা যে ভাবে জান ও মালের ত্যাগ করেছেন আজের সমাজে তেমন কোন উদ্দেগ আছে কি তেমন সংঘবদ্ধ মুজাহিদ দল তৈরির কোন প্রচেষ্টা আছে কি আপনার জানা থাকলে একটু ইংগিত দিবেন
@BWSVC
@BWSVC 6 жыл бұрын
*মদীনা রাষ্ট্র কোন যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে* সেটা হয়েছে একমাত্র দাওয়াতের ফলশ্রুতিতে সেই দাওয়াতি দিচ্ছে আহলে হাদিস আলেমগণ এবং মানুষের অন্তরকে পরিবর্তন করার চেষ্টা করেছেন মানুষের দুয়ারে দুয়ারে দাওয়াত পৌঁছাচ্ছেন সাহাবীদের মতো নিজের জীবনকে গড়ে তোলার জন্য দাওয়াত দিয়ে যাচ্ছেন প্রয়োজনে যখন জিহাদের ডাক আসবে জিহাদে অংশগ্রহণ করবেন এমন মন মানসিকতা তৈরি করার দাওয়াত দিচ্ছেন আর প্রথমত সেটা হবে নিজের জীবন থেকে পরিবার সমাজ তারপর রাষ্ট্র
@salataler9689
@salataler9689 6 жыл бұрын
মাশা আল্লাহ জাযাকুল্লাহূ খায়রান প্রথমেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই পরিশ্রম ও মেহেনত কবুল করেন। দ্বিতীয়ত বলতে চাই প্রত্যেক ঈমানের দাবী করনে ওয়ালা মুসলমান নর নারীর এই দাওয়াতি কাজ করা নতিক দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি রাসূল বলেছেন বালেগও অ আন্নী আয়া তুমি যদি রাসূলের থেকে একটি আয়াত ও জান তা প্রচার কর। খুব ভালো লাগল ভাই। আমি যত টুকু জানি আহলে হাদীস কোন সুসংঘটিত দল নয় অনেক খন্ডে খন্ডে বিভক্ত তো আপনি কোন দিকে বা কার সাথে আছেন বললে সুবিধা হয়ত
@salataler9689
@salataler9689 6 жыл бұрын
ভাই আল্লাহ তো দিবেন মানুষের প্রচেষ্টার মাধ্যমে তো রাষ্ট্রীয় সকল যন্র ব্যবহার করছে বাতিল তথায় আল্লাহ দৌহিরা শিখা ব্যবস্থা সম্পণূ অনইসলামীক সমাজে ফেতনা ফাসাদ উসকে দিচ্ছে আপনারা গনতন্র হারাম বলে দূরে সরে রয়েছেন অথচ তাদের সকল সুযোগ সুবিধা ঠিকই ভোগ করেন
@MizanurRahmannickty
@MizanurRahmannickty 6 жыл бұрын
Quran nije theke boja jabe na e kotha apni kot theke pelen?
@BWSVC
@BWSVC 6 жыл бұрын
কোরআন যদি আপনি নিজে নিজেই বুঝবেন তাহলে রাসূল প্রেরণ করা হয়েছে কেন??
@MizanurRahmannickty
@MizanurRahmannickty 6 жыл бұрын
@@BWSVC rasul (s) intekal koresen. Akhon kono rasul nai je apni tar kase jaben. Akhon Islam akti porishkar jibon bidhan. Kisu bishoy aktelaf ase jegula amader sahaba akram er amol dara bujte hobe. Kintu apni evabe dhalaovabe bolben j nije nije boja jabe na ekotha tik noy. Ar vi shure shure waz kora sohi akida'r alem er boishisto noy jodio ami Imam hossain vi er alochona amr valo lage.
@BWSVC
@BWSVC 6 жыл бұрын
@@MizanurRahmannickty রাসুল এখন জীবিত নাই তাতে কি হয়েছে রাসূলের লাখো লাখো হাদিস বিদ্যমান *আপনি কি ঐ আয়াত পড়ে নি যেখানে আল্লাহ বলেছেন যে আমি তোমাকে পেরন করেছি কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য* ইজতেহাদের দরজা কেয়ামত পর্যন্ত খোলা আছে ইজতেহাদের দরজা কেউ বন্ধ বলছে না নতুন নতুন বিষয় সম্পর্কে ইজতিহাদ করতে শরীয়ত নিষেধ করছে না
@MizanurRahmannickty
@MizanurRahmannickty 6 жыл бұрын
@@BWSVC tik ase to vi, amader kotha to onno cilo. apni bollen j alem sara quran hadis jabe na. ei kothata purapuri tik noy. Alem bolte ami amader shamjer jara biggo alem taderke bojacci. Apni amr shathe akmot ki na?
@kashemabul6785
@kashemabul6785 3 жыл бұрын
@@BWSVC তোমরা যে ক'জন এই চ্যানেল পরিচালনার দ্বায়িত্ব নিয়েছ তাদের সবাইকে বলছি, তোমরাই রাজনৈতিক দর্শন নিয়ে এসে এই আলেমদের বিতর্কিত করেছ। এগুলো বন্ধ করে যদি তাওহীদ, রিসালাত, শিরক-বিদাতের প্রচার প্রসারে কাজ করো উম্মাহর উপকার হবে। মতিউর রহমান মাদানি, জাকারিয়া, আবদুল্লাহ বিন আবদুর রাজ্জাক এরা রাজনীতির ঘন্টাও বুঝে না। এদের সৃষ্টি সৌদ সিলেবাসে, আহলে হাদিসকে এরা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে। যারা এদের অন্ধভক্ত তারা কখনও এদের ভুল খুঁজে পাবে না। সুরা কামারের দুইটি আয়াতই এ যুক্তির বিরুদ্ধচারন করার জন্য যথেষ্ট। রাসুল সঃ ও তাঁর সাহাবায়ে কেরাম ও খোলাফায়ে রাশেদীনের পাঁচ খলিফার ৩০ বছরের রাজত্বে দ্বীনের পূর্ণাঙ্গ বিধি-বিধান ও তাঁর ব্যাখ্যা পূর্নতা পেয়েছে। এটাকে বর্তমান মাদানী খেতাবীরা কোন বিতর্কিত করার সুযোগ নেই। সমস্ত মেছাল তখনই মোকাম্মেল হয়েছে বাকী এগুলো তোমাদের রাজনৈতিক মতবিরোধের সমস্যা।
@BojlurRosid-cf9sj
@BojlurRosid-cf9sj 12 күн бұрын
😂monafik
@roxsar1872
@roxsar1872 6 жыл бұрын
সহি হাদেসে বলা হয়েছে প্রতিটি মানুষকে একজন এলেম ওলা লোকের নিকট বয়াত হতে,নইলে হাসর ময়দানে তার দিক থেকে মুখ পিরিয়ে নেবেন; অত এব ব্যাপারটা মানুষকে ভাবতে হবে,এবং এক জনের বয়াত হতে হবে;.
@samiulislamniloy6785
@samiulislamniloy6785 6 жыл бұрын
মুসলিম খেলাফত থাকলে রাষ্ট্রনায়ক বা খলিফার নিকট বায়াত নিতে হবে।।। বতমানে সারা বিশ্বে কোথাও ইসলামী খিলাফত নাই।।তাই বায়াত গ্রহন করা যাবেনা এখন।।। আল্লহ এর সাহায্যের জন্যে অপেক্ষা করতে হবে ও ধৈর্য্য ধরতে হবে
@aworan833
@aworan833 Жыл бұрын
mittha kotha. kon Hadith koto number Hadith ? bolen to dekhi ?
@aworan833
@aworan833 Жыл бұрын
mittha kotha. kon Hadith koto number Hadith ? bolen to dekhi ?
@roxsar1872
@roxsar1872 6 жыл бұрын
কেনোনা জ্জান্নাতে কেউ একা একা যেতে পারবেনা,দলো বদ্দ হয়ে জান্নাতের যেতো হবে;অত এব সকলকে হাদিসের অনুসারি হতে হবে;এবং কারো কাছে বয়াত গ্রহন করতে বলা হয়েছে;পড়ে দেখুন;
@abutawhidmuhammadzakaria
@abutawhidmuhammadzakaria 6 жыл бұрын
apu hadiser ref ta dile upokrito hotam
@bitarainbow3709
@bitarainbow3709 6 жыл бұрын
এক্কামতে দ্বীনের অনুসরণ কি শরীয়তী বিধান? এটা একটা নতুন ফঁাকা আওয়াজ।
@harun-or-rashid9656
@harun-or-rashid9656 2 жыл бұрын
আপনি শয়তানি প্রতিষ্ঠা করতে চান নাকি মিয়া?
@hafizurrahman-lp5sv
@hafizurrahman-lp5sv 7 күн бұрын
আপনি কোন সাহাবির কথা বলেননি ?????????
@aliazgar5773
@aliazgar5773 6 жыл бұрын
মাশাআল্লাহ
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
OYUNCAK MİKROFON İLE TRAFİK LAMBASINI DEĞİŞTİRDİ 😱
00:17
Melih Taşçı
Рет қаралды 13 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН