লেখক সম্বুদ্ধ বেশ মজাদার লেখা উপহার দিলেন, পঠনের ভঙ্গিও রসালো মজা পেলাম, আরও চাই
@rsgolpokotha Жыл бұрын
অনেক ধন্যবাদ।
@biswaruphalder2477 Жыл бұрын
যতদিন যাচ্ছে গল্প বলিয়ে হিসেবে তোমার উন্নতি হচ্ছে যদিও জানিনা তবু শুনে মনে হয় তোমার সুন্দরতর কন্ঠস্বরের পিছনে নতুন ও সঠিক সাউন্ড সিস্টেমের অবদান থাকলেও থাকতে পারে যাইহোক এতে আমার মতো শ্রোতাদের কাছে শুধু শুনতে ভালো লাগলেই হলো। তবে তোমার শেষ দুটো গল্প পঠন শুনতে খুবই মনমুগ্ধকর ও আকর্ষণীয় লেগেছে। সম্বুদ্ধ নামাঙ্কিত ভদ্রলোকের শিকার ও বন জঙ্গলের নানান ঘটনা সম্বলিত চটি বই ১৯৬০-৭০ দশকে পাওয়া যেত। আজ সবই হারাতে বসেছে বা হারিয়ে গেছে। তুমি যে তোমার ঐকান্তিক প্রচেষ্টায় সেই পুরোনো দিনের ঘটনা গুলিকে তোমার চ্যানেলের মাধ্যমে শুনিয়ে চলেছো তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। ভগবান তোমার মঙ্গল করুক।
@rsgolpokotha Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে। সম্পূর্ণরূপে ন্যাচারাল কন্ঠস্বর এবং সাধারণ ভাবেই গল্প পাঠ করা হয়।