আমার নাভানা ব্রান্ডের চুলায় এতদিন যেরকম ফ্যানের শব্দ হয় এখন অন্যরকম হচ্ছে মনে হচ্ছে যে ফ্যান ধীরে চলছে।এর কারন কি?চুলা কিভাবে ব্যবহার করলে নষ্ট হবেনা?এই দুইটা প্রশ্নের উত্তর দিন প্লিজ
@kuelectric4 ай бұрын
ধুলা জমে কুলিং ফ্যান জ্যাম হয়ে গেছে কিনা খেয়াল করুন ফ্যানের পাখাগুলোতে ধুলা জমে যায় এর ফলে শব্দ পাল্টে যেতে পারে। প্রত্যেকবার রান্নার শেষে দ্বিতীয়বার রান্না করার আগে ইনডাকশন বা ইনফারেড দুই প্রকার কুকার ৩০ মিনিট রেস্ট দিয়ে ঠান্ডা করে নিলে ভালো হয়। কুলিং ফ্যান কিছুদিন পর পর পরিষ্কার করতে হয় তেল চিটচিটে ভাব হয়ে যায় যদি কুকার খুলে পরিষ্কার করা যায় ভালো আর না পারলে ব্রাশ ব্যবহার করে যতদূর পরিষ্কার করা যায় ফ্যানের উপরে যে নেট রয়েছে তাতেও ধুলা জমে। সকেটে যখন সাপ্লাই ক্যাবেল প্লাগ সংযোগ করা হয় কোনভাবেই লুজ কন্টাক থাকতে পারবেনা লুজ কন্টাক হলে সাপ্লাই কেবল এবং প্লাগ পুরড়ে যাবে। কুকারের নিচে কোন প্রকার কাপড় কাগজ জাতীয় কোন কিছু রাখা চলবে না যাতে বাতাস চলাচল করতে পারে সমান্তরাল স্থানে রাখতে হবে।
@sobujahmed9112Ай бұрын
Apnar dokan kothay?
@kuelectricАй бұрын
আমার নিজের কোন দোকান নেই আমি খুলনার একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করি।
@sabihajenifasmomАй бұрын
ভাই আমার চুলা এতোদিন একরকম চলছিল এখন ভিতরে কেমন একটা জোরে শব্দ হচ্ছ কারনটা কি
@kuelectricАй бұрын
খেয়াল করে দেখুন কুলিং ফ্যানের সাথে ময়লা আটকে আছে। ময়লার কারণে কুলিং ফ্যান বেধে যাচ্ছে এবং শব্দ হচ্ছে।
@siponahmed75252 ай бұрын
ইনফ্রারেড চুলার ফ্যান নষ্ট অবস্থায় কি চুলা চালানো যাবে?
@kuelectric2 ай бұрын
না চালানোই ভালো অতিরিক্ত সময় ফ্যান ছাড়া সার্কিট গরম হয়ে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
@amzadraihan94187 ай бұрын
আমার মিয়াকো ব্রান্ডের ইনফ্রারেড চুলার গ্লাস ভেঙে গেছে। এখন এটাকে কীভাবে রিপেয়ার করা যাবে? কোথায় রিপেয়ার করা যাবে?
@kuelectric7 ай бұрын
গ্লাস কিনতে পাওয়া যায় আপনার এলাকায় খোঁজ করুন। বড় মার্কেট গুলোতে যেখানে পার্টস বিক্রি করা হয় ওই সমস্ত দোকানে পেয়ে যাবেন।
@moni8923Ай бұрын
আমার চুলার পিছন সাইট এক জায়গায় হালকা গলে গেছে, আর চুলার যে দুই পাট উপর পাট আর নিচের পাট। তো নিচের পাট টা একা একাই খুলে যাচ্ছে । আমর করনীয় কি? আর পিছনের পাট টা কি কিনতে পাওয়া যায় আর দাম কত। একটু জানাবেন।
@kuelectricАй бұрын
গলে গেলেও কোন সমস্যা নেই যদি স্ক্রু খুলে যায় তাহলে টেপ দিয়ে লাগিয়ে রাখুন ফ্যানের জায়গাটা পরিষ্কার রাখবেন তাহলে চুলার ক্ষতি হবে না বাতাস চলাচল করতে পারবে।
@moni8923Ай бұрын
@@kuelectric ধন্যবাদ ❤️❤️❤️
@labonisumi4296Ай бұрын
ভাইয়া প্লিজ হেল্প। আমি আমি চার মাস ধরে vision infrafed চুলা ব্যবহার করছি।কোনো সমস্যা হয় নি।কিন্তু আজকে হঠাৎ করে ফ্যান জোরে শব্দ করে।আমি ভয়ে চুলা বন্ধ করে দেই। তারপর নিচে কুলিং ফ্যানে ফু দিয়ে আবার ওপেন করি।তারপর শব্দ করে নি।এখন প্রশ্ন হচ্ছে, আমি কি চুলাটা ব্যবহার করব? আর শবদটা কেন হলো। প্লিজ জানাবেন
@kuelectricАй бұрын
ভয়ের তেমন কোন কারণ নেই কুলিং ফ্যানে ময়লা জড়িয়ে গেছে এ কারণে শব্দ হচ্ছিল আপনি খুলে দেখুন তেলাপোকা বা এই জাতীয় কিছু একটা ওখানে রয়েছে যার কারনে শব্দ হচ্ছে।
@Ratansarkar-yn4ovАй бұрын
কুলিং ফ্যান চালু অবস্থায় খুলে যায় এই জন্য কি করা
@suhaibaafrin289 ай бұрын
আমার শুলার ফ্যানে অনেক শব্দ হয়।পরিষ্কার করছি তবু চুলায় অনেক শব্দ হয়
@kuelectric9 ай бұрын
কুকার খুলে পরিষ্কার করার পরেও যদি ফ্যানে অতিরিক্ত শব্দ হয় তাহলে চলতে থাকুক যেহেতু ফ্যানে শব্দ হচ্ছে অর্থাৎ বাতাস হচ্ছে বাতাস হলেই চলবে। কুকারের ফ্যান চললে হালকা শব্দ হয় ফ্যান চলার সময় কোথাও বেধে যায় কিনা একটু খেয়াল করুন। আর যদি শব্দের কারণে বিরক্ত হতে হয় তাহলে ফ্যান পরিবর্তন করাই ভালো।
@marishamanha66508 ай бұрын
ভাই আমি ইনফারেড চুলা ব্যবহার করি কিয়াম কম্পানির। চুলা ব্যবহার করি ৬/৭ মাস ধরে ভালোই সার্ভিস দিচ্ছে। এখন হঠাৎ করে চুলা ওপেন করে পাওয়ার কমাতে গেলে মনে হয় এটা ফ্যানের জোরে শব্দ হয়। আমি ভয়ে চুলা বন্ধ করে দেই এখন কেন এমন শব্দ হয় দয়া করে জানাবেন
@kuelectric8 ай бұрын
কুলিং ফ্যানে ময়লা জাম হয়ে রয়েছে কিনা খেয়াল করুন। যদি বেশি পরিমাণে ময়লা থাকে পরিষ্কার করে দিন।