ভাই আমি ভারতে র পশ্চিম বঙ্গ থেকে আপনার ভিডিও দেখি, খুব ই ভালো লাগে, ভাই বাংলাদেশের সুন্দর বনে যেতে চাই কি ভাবে তা সম্ভব, বেলায়েত সরদার এর কথা শুনতে খুব ভালো লাগে।
@oppodkraj78083 жыл бұрын
দাওয়াত রইল ভাই। পাসপোর্ট করে ভিসা নিয়ে চলে আসেন ইনশাআল্লাহ।
@Sobuj-jp7ub3 жыл бұрын
আপনি পাসপোর্ট ভিসা করে বাংলাদেশে আসেন। ঢাকা থেকে খুলনা বাস এ করে যেতে পারবেন। খুলনা থেকে সুন্দরবন এর বাস পাওয়া যায়।
@shoheliparveen87283 жыл бұрын
আপনি দেশ ও দেশের মাটি মানুষকে ভালোবাসেন বলে আপনার চোখে এত সুন্দর এদেশেটা
আপনাকে সহ আপনাদের সবাই কে ঈদের শুভেচ্ছা 🌹 ঈদ মোবারক ❤
@sunandarjanala-thewellness88993 жыл бұрын
অপরূপ সৌন্দর্য্যে ভরপুর প্রকৃতির মধ্যে দিয়ে আপনাদের সাথে যেতে যেতে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল ....প্রকৃতির রূপ রস গন্ধ সব কিছু দারুণ ভাবে অনুভব করছিলাম....আমি গ্রামের মেয়ে নই কিন্ত ছোট্ট বেলায় বাগানে বৃষ্টির জল জমলে বরশি বানিয়ে মাছ ধরার যে ছেলেমানুষি প্রচেষ্টা, সেই কথা অদ্ভুত ভাবে মনে পড়ে যাচ্ছিল আপনাদের নদীর চরে মাছ ধরা দেখতে দেখতে।সাথে বাড়তি পাওনা,আপনাদের খুনসুটি...এক সহজ সরল আনন্দের খনি যেন। ..এগিয়ে চলুক সুন্দরবন এক্সপ্রেস তার আনন্দের পসরা নিয়ে
@lighthouse25093 жыл бұрын
বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি. #LIVING_LEGEND #MOHSIN_UL_HAKIM
@mdmasudkhan50313 жыл бұрын
আল্লাহ বাঁচিয়ে রাখলে বাংলাদেশ গিয়ে আপনার মত পুরা সুন্দরবন ঘুরবো একটা নৌকা নিয়ে ইনশাল্লাহ
@absiddique603 жыл бұрын
মহসিন ভাই আছে দেখেই আজ ঘরে বসেই সুন্দরবনের দৃশ্য দেখা সম্ভব হচ্ছে। আর বেলায়েত সরদার ভাই না থাকলে কথার ফুলঝুরি হয়না। ওনার কথার মধ্যে অন্যরকম আমেজ আছে।
@AfifARVlog3 жыл бұрын
9:22 অপরুপ বাংলাদেশ, সৌন্দর্য তার চারপাশে. ❤️❤️
@skyview68583 жыл бұрын
Amar Bari o Khulna Ami Dhaka thaki Ami ki apnar sata akdin somy Katha pari?
@nazmun69a3 жыл бұрын
অভাব থাকলেও মুখে হাসি অনাবিল। 💖💖💖💖💖💖💖
@mdshorifulislam49343 жыл бұрын
Amader jibontai amon apu.
@nazmulahmed22793 жыл бұрын
@@mdshorifulislam4934 apni k
@sanvysaurav38763 жыл бұрын
উনারাই ধনী। অভাবে বড়লোকেরা থাকে৷ সুখের অভাব
@sudiptobiswas14353 жыл бұрын
Hi
@sanvysaurav38763 жыл бұрын
@@sudiptobiswas1435 দুর হ সালা৷ এখানে এসে হায় দিচ্ছে আবাল
@জিহাদিকাফেলা-দ১হ3 жыл бұрын
মাশাআল্লাহ অসাধারণ সহজ সরল মানুষ এমন মানুষদের জন্য দোয়া শুভকামনা রইল
@mahabuburrahman73863 жыл бұрын
ছোট মাছ গুলো ছেড়ে দিতে হবে, এরকম সবাই করলে দেশে মাছের অভাব থাকবে না। ধন্যবাদ দাদা ভাই কে সুন্দর সুন্দর এপিসোডের জন্যে।
@shyamalkarmakar45633 жыл бұрын
সুন্দরবনের সুন্দর প্রকৃতির দৃশ্য দেখে প্রান জুড়িয়ে যায়।
@shakibmahmudvlog54403 жыл бұрын
অপরুপ সুন্দর যা দেখলেই মন টা ভরে যায় আল্লার কি অপরুপ সৃষ্টি 😇😇
@MohsinULHakim3 жыл бұрын
♥
@parvezvlog28433 жыл бұрын
হাজার কোটি টাকার মালিক হাজার চেষ্টা করলেও মন খুলে ওদের মতো হাসতে পারবে না কারণ তাদের মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কিছুই নেই, কর্মহীন মানুষগুলাই হচ্ছে বাংলাদেশের রিয়েল হিরো, এরাই প্রকৃত মানুষ
@reyhan24rip3 жыл бұрын
এবারের এপিসোড গুলো খুব সুন্দর অসাধারণ সাবধানে থাকবেন
@MohsinULHakim3 жыл бұрын
♥♥♥
@themaskaraltd92353 жыл бұрын
ডিমের জোরে হেঁটে হেঁটে মাছ শিকার খুব ভালো লাগলো ভিডিওটা অসাধারণ সৌন্দর্য ছিল এবং এই ভাবে মাছ শিকার করা যায় এটাই প্রথম দেখলাম
@sutapasen51393 жыл бұрын
আজ সবথেকে ভালো লাগলো গাছের ফাঁক দিয়ে উন্মুক্ত শরতের আকাশ আর ঝড়ে পড়ে যাওয়া গাছের শিকড়ের অপরূপ সৌন্দর্য। কষ্টের মাঝেও হাসি মুখে কি ভাবে থাকা যায় সেটা এই মানুষগুলোর শিখিয়ে যাচ্ছেন নিরন্তর। ভালো থাকবেন আপনারা সবাই।
@mdsujanhowlader57033 жыл бұрын
বিলায়েত ভাইয়ের কথা ওনেক ভালো লাগে ❤️❤️❤️
@trshakil3 жыл бұрын
সত্যিই অনেক ভালো লাগলো আপনাদের মাছ ধরার দৃশ্য দেখে। জেলে ভাইদের হাসি খুশি মজা গুলো বেশ ভালোই লাগে
@mdshojibjoy31153 жыл бұрын
বেলায়েত ভাই আর মহাসিন ভাইয়ের জন্য সুন্দর বন টা সুন্দর হয়ে উঠেছে এবং কি সুন্দরবনের মানুষগুলোর মুখে ও হাসি ফুটেছে
@AliWasiquzzamanChowdhury2 жыл бұрын
ডিমের চরে গিয়েছিলাম গত বছর। ইচ্ছেমত মাছ ধরেছি, পাখির পেছনে দৌড়িয়েছি। এত সুন্দর এই দ্বিপটা
@sanjaydebnath49653 жыл бұрын
রেজাউল ভাই কে অসাধারন লাগে | অসাধারণ পারসোনালিটি...
@moynapakhi17223 жыл бұрын
এতো রাতেও ঘুম চোখে সর্দার এর কথা শুনে হাসছি,, সেই আনন্দ
@channeletc603 жыл бұрын
স্যার আমি আপনার ভিডিও নিয়মিত দেখি পশ্চিম বঙ্গ থেকে। অনেক ভালো লাগে।
@swapanpaul50023 жыл бұрын
অসাধারণ একটা দৃশ্য দেখে আমি মুগ্ধ
@গরিবেরবন্ধু-ভ২চ3 жыл бұрын
🙆♂️আমার কাছে বেলায়াত সরদারের কথাগুলো🙆♂️ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে বলবেন 🙆♂️
@sb.sarkar3 жыл бұрын
Khub Valo Laglo. Sundari Sundarban. Love From India 🇮🇳 🤝🇧🇩
@arnobhasan62543 жыл бұрын
বড় ভাইয়ের সাথে এইভাবে মাছ ধরার কথা মনে পড়ে গেলো। মেঘনা নদীতে এইভাবে অনেক মাছ ধরেছিলাম ❤️❤️
মহাসিন ভাই দেখি বেলাত সদরের যে কোন কথার উপরেই খুব অনুপ্রাণিত হয়ে মুখ ভরা হাসি দিয়ে থাকেন এটাও এক ধরনের বন্ধুর জন্য ভালবাসা প্রেম
@subratadhara2973 жыл бұрын
আপনার ভিডিও মাধ্যমে দুটো আনন্দ একসঙ্গে পেলাম, ডিমের চরের নয়নাভিরাম দৃশ্য, আর মাছ ধরা।একটা চোখের আনন্দ আর একটা মনের আনন্দ। ধন্যবাদ। ভালো থাকবেন। হাওড়া, প,ব।
@wasifurrahman87123 жыл бұрын
আপনি অনেক সুখী মানুষ। বর্তমানের কোলাহলপূর্ণ নাগরিক জীবনে এমন জীবন কাটানো যা স্বপ্নের মতো। সুন্দরবন যেখানে আমাদের জন্য অনেক প্রত্যাশিত ভয়ংকর সুন্দর জায়গা সেটা আপনার জন্য হয়ে গেল নিত্যকার ভ্রমণের জায়গা।
@khanmanir1953 жыл бұрын
আমি সিঙ্গাপুর প্রবাসী আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি
@Sammi_Jinat3 жыл бұрын
খালি তো হাসিরই শব্দ শুনলাম!😁😄
@meherabffgaming3 жыл бұрын
সুন্দর বনের সৌন্দর্য উপহার দেওয়ার জন্য ধন্যবাদ মহাসিন ভাই ☺☺🐠🐟
@rupkothargolpo80833 жыл бұрын
প্রকৃতি প্রেমী কাজী মন্জুর জন্য শুভকামনা
@apurahman85793 жыл бұрын
কিছু মানুষকে দেখলে মন থেকে সম্মান চলে আসে ওই টাইপের মানুষ একজন আপনি ভাই অনেক পছন্দ করি দোয়া করি আপনি সাধারণ মানুষের জন্য কাজ করে যাবেন যতদিন বেঁচে থাকবেন। (লাভ ইউ ভাই)
@bangaliisamoti9992 жыл бұрын
অসাধারণ আপনি আর আপনারা প্রোগ্রাম। এই জীবন, এই ঢাকা ছেড়ে কয়েকদিন আপনার সাথে বনে জলে ঘুরতে পারতাম...!! আল্লাহ আপনাকে ভালো রাখুক, আমিন
@Sharminakter-gw1xk2 жыл бұрын
প্রকৃতির অনাবিল সৌন্দর্য মহসিন ভাইয়া ও বেলায়েত ভাই র রক্তের সম্পর্কের চেয়েও অনেক গভীর সম্পর্ক বহন করে চলেছে,এক আত্বা দূই প্রান,আজ হতে শতবর্ষ পরে সেই কথা সূন্দরবনের পরতে পরতে লেখা থাকবে ইনশাআল্লাহ 🥰🥰
@reazuddinrezareza28413 жыл бұрын
এই ভিডিওটায় মনে হচ্ছে সত্যি একটা বন দেকছি আর এতে বাঘ সিংহ না থাকাটাই অস্বাভাবিক। আর পাখির শব্দ ও পেলাম বলে মনে হলো।🥰
@polashstor12953 жыл бұрын
প্রিয় মহাসিন ভাই আপনার ভিডিওতে প্রায়ই দেখি সুন্দরবন নিয়ে জেলেদের জীবনযাত্রা কিন্তু বাংলাদেশ সীমান্তে এসে ভারতের টলার মাছ ধরে নিয়ে যাচ্ছে একটা ভিডিওতে দেখলাম আপনার সুদৃষ্টি কামনা করছি সেদিকে
@md.mahmudulhasan49383 жыл бұрын
আসসালামু আলাইকুম। ভাই আমি আপনার সব ভিডিও দেখি অনেক ভালো লাগে। আর মনে একটা ইচ্ছে জাগে আপনাদের সাথে সুন্দরবন ঘুরে দেখার। এবং প্রকৃতিকে উপভোগ করার।
@Anirbaan.3 жыл бұрын
Adventure of Sundarban.❤️🇮🇳
@sawdahossain31183 жыл бұрын
Apnader ranna o khaoa dekhte khub bhalo lage.besh kore ranna khaoar video diben.
@apughosh84803 жыл бұрын
মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে আর সুন্দর বনের বেলায় উল্টো মামা ভাগ্নে যেখানে বিপদ আছে সেখানে
@স্বপ্নযাত্রা-স৫ঠ3 жыл бұрын
এই মাছের কাটা বিঁধলে আওয়াজ হবে হু হু হু🤣🤣🤣 বেলায়েত ভাই আসলে তুমি একটা বিনোদনের হেডমাস্টার
@himelpasha92203 жыл бұрын
দিনের শেষে রাতে ফিরে এসে যেমন খুশি তেমন গানের আয়োজন করলে আরো বেশ লাগতো।আর যে যায়গার ভিডিও চিত্র ধারন করেন সে যায়গার নাম করনের কারন জানালে মানুষের কাছে আরো ভালো লাগতো। আশাকরি বিষয় দুটি ভেবে দেখবেন।
@mhbabuhasan51093 жыл бұрын
হাসি সব থেকে বড় ঔষধ ❤️❤️
@tonisikdar34583 жыл бұрын
Sara din jai korina kano apnar video ta na dekhle sabtai jeno britha....srantor majhe prosanti pai....akta taja upolobdhi....mone hay diner sheshe ghare firlam.... sundor.... khubi sundor.... 🇮🇳❤️❤️👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️❤️🇮🇳
@smondal14632 жыл бұрын
প্রকৃতির কি অপরূপ শোভা।
@ronnieaich57373 жыл бұрын
Season ta darun hocche..Content, Story, Videography teen tei valo hocche..
@sagorahmed65273 жыл бұрын
খুবই ভালো লাগে যখন দেখি আপনারা মাছ ধরতে যান
@jisapan23603 жыл бұрын
মানুষ এত সুন্দর করে কি করে উপস্থাপন কিরর,এটা আপনার দ্বারাই সম্ভব স্যার
@JnanaJoy3 жыл бұрын
Koto koshto, tateo eto hashi... This is simply excellent... Bilayet Sardar toh Jack Sparrow 😀
@goldeway92243 жыл бұрын
জায়গাটা এতো সুন্দর লাগলো জা বলে বুঝাতে পারবোনা অপরুপ সুন্দর আমাদের এই বাংলাদেশ
প্রাকৃতিক সৌন্দর্য বন,ভিডিওর সৌন্দর্য বেলায়েত সরদারের বুকুনি
@sozolkhan76303 жыл бұрын
আসসালামু আলাইকুম মহসিন উল হাকিম ভাই আপনার সাথে আমাদের প্রিয় নেতা প্রিয় ভাই,কাজি মঞ্জু ভাইকে দেখে, খুবই ভালো লাগলো,,,আপনার সুন্দরবন সিরিজ নিয়মিত দেখি,বাট আজ কে মঞ্জু কে দেখে আরো উৎসাহ পেলাম আপনার ভিডিও দেখার,,
Ami Kolkata thaka apnar video dakhi khoub valo lage ....God bless you
@nahidahmed16653 жыл бұрын
ভাই আপনার জন্য প্রতিদিন অপরূপ সুন্দরবন ভ্রমণ করতে পারি । এই জন্য ধন্যবাদ আপনাকে।
@rashedkhan14963 жыл бұрын
ভাই আমি রাশেদ খান আপনার ছোট ভাই গরিব মানুষ আপনার সঙ্গে আমাকে একটু নেয়া যায় না ভালো থেকো দোয়া ও শুভকামনা রইল সিনিয়র বন্ধু সরদার ভাইকে আমার সালাম দিও আল্লাহ পাকের কি অপরূপ সৃষ্টি তিনি কত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই তিনি এই সুন্দর পৃথিবীতে আমাকে সৃষ্টি করেছেন
@soudiaenterprise27183 жыл бұрын
আপনার প্রতিটা ভিডিও খুব সন্দর লাগে প্রিয় ভাই
@iftekheralamjohn53663 жыл бұрын
প্রিয় বেলায়েত ভাই মহসিন ভাই
@abujahed86953 жыл бұрын
ভাই মন চায় এখনই চলে আপনার সাথে মাছ ধরতে সুন্দর বনের খালে
@Qatar.Probashi-2 жыл бұрын
Qatar theke deksi khob valo lage deser amon sundor vidio dejte
@MyTravelp3 жыл бұрын
আপনার ভিডিও গুলো খুব সুন্দর। অনেক কিছু জানতে পারি। কলকাতা থেকে 💐💐💐
@harejdu10033 жыл бұрын
মহসিন ভাই, আপনি জীবনকে অসাধারণভাবে উপভোগ করে সময় কাটাচ্ছেন।
@bangle29993 жыл бұрын
সবাইকে ধন্যবাদ প্রবাসী মালয়েশিয়া
@kazioli22013 жыл бұрын
এই বারের ছফরে মাছ ধরার দৃশ্য কম। মাছ ধরা আর্ ধরা মাছ দেখা এই দুটি ই ভালো লাগে। মিস করছি আগের লোকগুলো,জাহাঙ্গীর ভাই ছাড়াও বাকিদের
@SUZAUDDINOFFICIAL3 жыл бұрын
অসাধারণ ভিডিও। ভালো লাগলো সব মিলিয়ে। 🙂
@Sumikhanvlogs3 жыл бұрын
Khub e sundhor akta video
@abumusa18823 жыл бұрын
জোয়ারের সময় বাঘ কোথায় আশ্রয় নেয় ।
@sumansarkar33333 жыл бұрын
কাইন মাছের কাঁটা ফুটলে,পায়রা মাছের কাঁটা ফুটলে ট্রলারে এসে পিঁয়াজের রস লাগাবেন, ব্যাথা কমে যাবে।। একবার প্রয়োগ করে দেখুন।। আশা করি এই টোটকা টি আপনাদের উপকারে লাগবে।।
@vusonsing65833 жыл бұрын
Sob thaka boro khotha apnar songi gulo khub valo
@moinuddin75793 жыл бұрын
অসম্ভ ভাল লেগেছে।। অনেক ধন্যবাদ।।
@rashedkhan79823 жыл бұрын
Vai apnader dekhe hingsa hoy... Nice tour Niben apnader sathe...
@mridulhalder43063 жыл бұрын
Nice episode. Er agerbar er Dimer chor er chaka chingri episode ekhono dekhi.
@LifeofBangladesh3 жыл бұрын
এমন জায়গায় চলাচল অনেক কঠিন।
@supremecorporation63413 жыл бұрын
ভাই, এর আগে এত প্রান খুলে কাউকে হাসতে দেখিনি। আপনার হাসিটা খব টানে।
@imamsha49193 жыл бұрын
খুব সুন্দর আমাদের বাংলাদেশ
@mostofamostofa18993 жыл бұрын
ভাই সুন্দর বনের গভিরে গিয়ে আপনি যে ইপি সোড গুলো করেন আপনাদের অনেক অনেক বেশি কষ্ট হয় অনুভব করতে পারি তবুও সাবধানে চোলবেন আল্লাহর উপর ভরসা রাখবেন সালাত আদায় করবেন,, শুভকামনা রইল প্রিয় ভাই বর্গা জার্মান থেকে দেখি,,,!!!
@mdshojibjoy31153 жыл бұрын
মহাসিন ভাই সালাম নিবেন কেমন আছেন আশাকরি সবাইকে নিয়ে খুব ভালো আছেন, একটা কথা বলার ছিল, সুন্দরবন জগত টা আসলে কেমন আমরা তা জানতাম না আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছি এবং শিখতে পেরেছি তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর সবচেয়ে বড় কথা হল আমার মনে হয় বেলায়েত ভাই আপনাদের সাথে না থাকলে আপনাদের সময় কাটতোই না বেলায়েত ভাই সব সময় হাসিখুশি থাকে এবং সবাইকে হাসিখুশি রাখে সত্যি কথা বলতে বেলায়েত ভাই না থাকলে আমার মনে হয় আপনাদের এই শুভযাত্রা আনন্দময় হয়ে উঠতো না অসংখ্য ধন্যবাদ বেলায়েত ভাই আপনাকে আপনার ভিডিও গুলা খুব ভালো লাগে রসিক মানুষ আমাদের বেলায়েত ভাই সবার জন্য শুভকামনা ও দোয়া রইল সামনে আরও ভাল কিছু আমাদেরকে উপহার দিবেন আশা করি
@mdkawser44823 жыл бұрын
মাশাল্লাহ মাশাল্লাহ দোয়া রইলো আপনার জন্য
@mdrayhanuddinmirdda79023 жыл бұрын
এই চরগুলি কে বেশি বেশি গাছ লাগানো দরকার
@debabratasarkar69623 жыл бұрын
Your presentation is outstanding. Love from India.
@MdEmon-xh5om2 жыл бұрын
ভাই আমি আপনাদের সমস্ত পব দেখি অনেক দিন থেকে, আমার অনেক ভাললাগে দুবলার চরের নিউ মাকেট , সময় করে আসবো বেলায়েত ভাইয়ের রান্না খেতে ,আর আপনার সাথে দেখা করতে ,আমি নড়াইল থেকে দেখি
@HridoyKhan-ry9il3 жыл бұрын
আপনার ভিডিও গুলো অনেক সুন্দর । আরো সুন্দর ভিডিও চায়। সুন্দরবন সত্যিই খুব সুন্দর। ভালো থাকবেন ।
@sanjibbanerjee75843 жыл бұрын
শুনেছি নোনা জলের মাটিতে নারকেল গাছ ভালো হয় কিন্তু এই জঙ্গলে দেখা যায় না,এই সমন্ধে কিছু বললে, জানতে পারি।
@mridul79223 жыл бұрын
নারিকেল গাছের শ্বাস মূল নেই। তাই সুন্দরবনে নারিকেল গাছ নেই বললেই চলে। সুন্দরবন বা যেকোনো ম্যানগ্রোভ বনই জোয়ারের সময় নোনা পানিতে তলিয়ে থাকে, তাই বিশেষ প্রজাতির কিছু গাছই শুধু জন্মায়।
@mdebrahimsheikh33203 жыл бұрын
vaiya onk miss kori apnader....onk onk tnx....
@numanhasnath12073 жыл бұрын
অফুরন্ত ভালবাসা আপনাদের জন্য ভাই
@m.a.tvchannel3 жыл бұрын
আপনাদের ভিডিওতে রান্না খাওয়ার পাট্টা যদি না থাকে তাহলে মনে হয় কি যেন একটা মিস হয়ে গেছে