আমার দেখা সবচেয়ে ইউনিক কমেন্ট বক্স👌.....যেখানে কোনো নির্দিষ্ট প্রাপক নেই,তবু বেনামী খামে জুড়ে আছে হাজারো চিঠি,হাজারো অনুভূতি,হাজারো স্মৃতি...যেন অনেকগুলো গল্পের সমাহার!!❣
@jonaidahmed67033 жыл бұрын
আপনার নামের মতোই সেইম একটা মানুষ ছিল আমার,, সে হয়তো কখনোই এই গানটাও শুনবেনা।
@abuhamza57913 жыл бұрын
@@sadiaferdousy4305 Same Amr ou Girlfriend or Nam Nayema Ferdousy🌚🖤
@jonaidahmed67033 жыл бұрын
@@sadiaferdousy4305 হুম, একা বেচে থাকতে শেখো প্রিয়😭
@rifanrahat3 жыл бұрын
Amner name to noy jeno national name
@gautamsarkar68562 жыл бұрын
🌼🍂🍂🍂🌼🌺🌺🏵️🏵️🌸
@_BFoysal4 жыл бұрын
সেদিন হঠাৎই তোমার সাথে দেখা।আমাদের সম্পর্কের ইতি টানা হয়ে গেছে তখন প্রায় ৪ বছর। এই ৪ বছরে আমাদের মাঝে কোনো যোগাযোগ ছিলো না।আমি এখন নেভিতে ভালো একটি পোস্ট এ আছি।হয়তো তোমার ফ্যামিলিতে প্রপোজাল দেয়ার মতো যৌগ্যতা আমার আছে এখন।কথায় বলেনা,বেকার ছেলেটাও একদিন চাকরি পেয়ে যাবে কিন্তু ফিরে পাবে না চাকরির অভাবে হারিয়ে ফেলা তার বেলা কে।আমিও সেইদিন তোমাকে হারিয়েছিলাম এইভাবে।পুরাতন কথা মনে করে আর মনটাকে ভারী করতে চাচ্ছিনা।তো,সেইদিন তোমাকে দেখার পর আবারো সেই প্রথম দিনের মতো চোখটা আটকে গেছিলো তোমাতে।হাজার চেষ্টা করেও নিজেকে তোমার চোখের আড়াল করতে পারিনি।সেই তুমি আমাকে দেখেই ফেললে।তার পর তোমার সে টোল পরা গালে একটা হাসি দিয়ে আমার দিকে এলে।আর তোমার সাথে হেটে আসছিলো তোমার পিচ্চি।বেশ দেখতে হয়েছে।তুমি এসে জিজ্ঞেস করলে,"কেমন আছো?"আমি বললাম,"এইতো যেমনটা দেখছ।"তারপর তুমি বললে,"ঘুরিয়ে কথা বলার অভ্যাসটা আজও রয়ে গেছে!"আমি মুচকি হেসে বললাম,"আমার ভুল সংশোধন করা মানুষটা যে আজ অন্যের মন ভালো করতে ব্যস্ত।"তুমি আর কথা বাড়ালে না।আমি হাটুগেড়ে তোমার মেয়ের দিকে তাকিয়ে এক গাল হাসি দিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম,"মামনি, তোমার নাম কি?"উত্তরটা শোনে আমি খানিকক্ষণ চুপ করে রইলাম।তার নাম রেখেছিলে তুমি 'নির্ঝরা'।নামটা ধরে অসংখ্যবার ডেকেছিলাম প্রিয় মানুষটাকে।তখনই তোমার বাচ্চার বাবা এসে ডাক দিলো।তুমি চলে গেলে আর বলে গেলে সেই বিষ মখানো কথাটি।"ভালো থেকো।"আমিও মুখ ফিরিয়ে চলে এসেছিলাম।বিশ্বাস কর,আমি অই দিনও তোমার চোখে আমার জন্য ভালোবাসাটা দেখতে পেয়েছিলাম।নিষিদ্ধ করা হোক পরিবারের অজুহাত দিয়ে একটি সম্পর্কের সমাপ্তি ঘটানো।বেঁচে থাক ভালোবাসা। 🌸
@aponaex39464 жыл бұрын
We're also separated now for her family issue, hope someday I'll find her again :(
@alauddinala17554 жыл бұрын
You are reall lover
@amatullhajannat16484 жыл бұрын
eigolo ktha shunle bok ta fete jai
@ahsansojib31064 жыл бұрын
Heart Broken love..story 🙂💔🙁
@hiddendreams59584 жыл бұрын
❤
@alnomanbadhon88504 жыл бұрын
১৬ই ডিসেম্বর,২০১৬। দিনটি ছিল শুক্রবার। এর ১ মাস আগে আমি ঘুরতে গিয়েছিলাম কক্সবাজারে। আমি সেখানেই ছিলাম। ১৬ ডিসেম্বর রাতে আমার বাস। সকাল ১১ টা নাগাদ তার সাথে আমার কথা হয় মুঠোফোনে। তার শেষ কথাটি ছিল "১ মাসের অপেক্ষা শেষ। অনেক তাড়াতাড়ি আমাদের দেখা হতে যাচ্ছে আবার। ভালোয় ভালোয় ফিরে আসো।আল্লাহ হাফেজ।" এর পর টানা ৪ দিন তার কোনো খবর পাইনি। অতপর ২০ ডিসেম্বরে তার বাড়ির সিকিউরিটি গার্ডের কাছে শুনতে পাই সে ১৬ ডিসেম্বরে দুপুর ১২ টা নাগাদ ট্রাকের সাথে এক্সিডেন্ট করে না ফেরার দেশে চলে গেছে। আজ প্রায় ৫ বছর হয়ে গেল।তার জন্য কেনা স্টনের নীল মালা খানা এখনো আমাকে কাদায়। হয়তো দুর থেকে সে দেখছে আমি ভালোয় ভালোয় ফিরে এসেছি। গানটি শুনে তার সব স্মৃতি চোখের সামনে ভেসে উঠতে শুরু করল। হয়তো দুর থেকে সে আমাকে এই গানের কথা গুলোই বলছে।
@bokharitalukder74094 жыл бұрын
Bhai apner kotha ta shne amar language ta harai galo bhai Khob sad story 😭😭
@jabirhossain88004 жыл бұрын
জানিনা ঘটনা টি সত্য কিনা, কিন্তু বুকের ভিতর কেমন যেনো করে উঠলো 💔
@shafalegendgaming1894 жыл бұрын
আহা জীবন 😢
@arifurrahmansiam77634 жыл бұрын
😢😢
@ummaykhadija83504 жыл бұрын
😔😔😔😔😭😭😭
@fayajahammed583623 күн бұрын
'এরপর আর দেখা হবেনা!' শেষ! খুব ছোট একটা লাইন,একটা বড় দীর্ঘনিঃশ্বাস! 'অভ্যাসে' পরিনত হয়ে যাওয়া মানুষ টার বিদায়! যাকে দেখে শান্তি লাগতো সেই মানুষ টা কেই আর দেখা হবেনা! শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মুখ টাই সেখানে আর থাকবে না! 'সুন্দর স্মৃতি' হয়ে থাকা জায়গা গুলোতে আবারো যাওয়া হবে, কিন্তু সেই মানুষ টা থাকবে না! দীর্ঘনিঃশ্বাস এসে ভর করবে,সেটা তাকে জানানো যাবে না! সব কিছু থেকেও 'খালি খালি' লাগবে, কারন আর দেখা হবে না, আর দেখা হবেনা!🖤
@nomanraj24204 жыл бұрын
কারো এমন হয়েছে কি..? গান চলছে কিন্তু, গানের লাইন গুলো থেকে ও কয়েকগুণ বেশি কমেন্ট গুলোর অর্তনাদ আপনার ভিতর টা ছুঁয়ে যাচ্ছে..?
@montashazquad79944 жыл бұрын
Ji💔
@Anna-um5tu4 жыл бұрын
আমার
@mayarahman31314 жыл бұрын
Amar
@mehjabinalam7924 жыл бұрын
Amar😒
@nomanraj24204 жыл бұрын
@@montashazquad7994 😓
@angelpriyasha22964 жыл бұрын
জানিনা, ঈশান কেমন আছো, কোথায় আছো! শুধু যেখানেই থাকো ভাল থাকো❤ ৫ বছর সম্পর্কে তোমায় খুব ভালবেসে ফেলেছিলাম। তোমার সাথে দেখা করতে যাওয়ার সময় প্রায়ই আমি শাড়ি আর তুমি পাঞ্জাবি পরে আসতে। আমার আজও মনে আছে সেইদিনে কথা। সেদিন তুমি আমার দেওয়া নীল পাঞ্জাবিটাই পরেছিলে। সত্যি তোমাকে খুব ভাল দেখাচ্ছিল! আমরা সেদিন কত আনন্দে কাটিয়েছিলাম তাই না ঈশান? একসাথে বসে চটপটি খেয়েছিলাম, রিকশা করে ঘুরেছিলাম। তুমি একটা বেলি ফুলের মালাও এনেছিলে আমার জন্য। খোঁপায় বেঁধে দেবে বলে... সত্যিই দিনটা খুব সুন্দর ছিল, আবার অভিশপ্ত ও! 🥀 সন্ধ্যায় একে অপরকে বিদায় দেওয়ার সময় তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে। বলেছিলে, আমাকে ছেড়ে কখনো যাবে। আমিও একই কথা বলেছিলাম। আর বলেছিলাম আমি শুধু তোমার। আর কারও না❤ বিদায় দেওয়ার সময় তোমাকে যেন ছাড়তে মন চাইছিল না। মন চেয়েছিল তোমায় যেন আকড়ে ধরে বসে থাকি। সেদিনই যে তোমার সাথে শেষ কথা প্রিয়, আমি জানতাম নাহ! সেদিনের পর ৪ দিন তোমার কোন খোঁজ পাইনি। অবশেষে জানতে পারলাম, ঠিক সেই দিনই, যেদিন আমরা দেখা করতে গিয়েছিলাম, ফেরার পথে তুমি চলে গেছো না ফেরার দেশে। এক পিশাচ ট্রাক তোমাকে বাঁচতে দেয় নি! সেদিন আমার আত্মা কেঁপে ওঠে। অর্ধেক মৃত হয়ে যাই আমি। ঠিক যেমন জীবন্ত লাশ! হয়তো সেদিন তোমাকে ওভাবেই আকড়ে ধরে রাখলে ভাল হতো। 💔 আজ তুমি নেই ৭ বছর কেটে গেছে। জানো ঈশান, আমি বলেছিলাম না? আমি শুধু তোমারই। আমি আজও অন্যকারো হয়নি ঈশান! এই ৭টা বছরে আমার অনেক বিয়ের প্রস্তাব এসেছে। আমি একে একে সবগুলোই প্রত্যাখ্যান করি। কারণ আমি তো শুধু তোমার, তাই না? আমি আজীবনই তোমারই থাকব। তোমার জায়গা আর কেউ নিতে পারবে না ঈশান। ❤ এই ৭টি বছরে অনেক কিছু বদলে গেছে, কিন্তু বদলায়নি তোমায় হারানোর ব্যাথা! আমি আজও অপেক্ষা করছি প্রিয়, পরকালে আমরা একসাথে থাকব। আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও প্রিয়, কেন একা ফেলে গেলে আমায়? তুমি জানো না, আমি তোমায় ছাড়া ভাল নেই? 🖤
@abubakarsiddik14094 жыл бұрын
কান্না এসে গেলো 😭😭😭
@abubakarsiddik14094 жыл бұрын
@@angelpriyasha2296 ata ki Real story? Naki kalponik
@itssukanto73884 жыл бұрын
Heartbroken story❤️
@omarhasan28564 жыл бұрын
কেন শুধু নিজেকে এভাবে কষ্ট দিচ্ছেন??? আল্লাহ যা করেন ভালর জন্যই করেন,,
@sayeedimottakin73864 жыл бұрын
আসলে এসব অনুভূতি মনে অনেক শান্তি আনে,,একজন কে ভালোবেসে যাওয়া আজীবন,, একজন কে নিয়ে স্বপ্ন দেখা,,তাকে জীবনে পাই কিনা সেটা ব্যাপার না কিন্তু তাক নিয়ে সকল ভাবনা কল্পনা মনে অনেক প্রশান্তি আনে,, আপনার অনুভূতি সার্থক হোক
@tatinbhowmick28784 жыл бұрын
৩ টে মূল্যবান জিনিস খুঁজে পেলাম হঠাৎ করেই..... ১.অসাধারণ একটি লেখা। ২. দামি একটি গায়ক। ৩.একটা পূর্ণ গল্প। আর অনেক সাহস
@b-rollHasibulIslamShanto2 ай бұрын
অনেক আগে থেকেই এই গান টা শুনতাম আর কমেন্ট পড়ে কাদতাম।ভাবতাম মানুষের জীবনে এমন হারানোর ব্যথা।এই ব্যথা যে আমাকেও সহ্য করে জীবন চালাতে হবে ভাবিনি কখনোই। ১০ সেপ্টেম্বর, ২০২৪ রাতে হুট করেই ম্যাসেঞ্জারে ম্যাসেজ আসলো "আমি আর পারলাম না,আমাকে ক্ষমা করে দিও" আমিও উওরে বলেছিলাম আক্ষেপ নাই,ভালো থেকো। সমাজ,সমাজব্যবস্থার কাছে হেরে গেলো আমার ৯ বছর ৪ মাস ১৬ দিনের ভালোবাসা। আজ তোমার বিয়ের এক মাস পূর্ন হলো আজ ও তোমাকে দেখি,ভালোবাসি তোমায় অনেক বেশি। শুনেছি অনেক সুখে আছো,দোয়াই রাখি যাতে আল্লাহ যাতে অনেক সুখি রাখে তোমায়। ভালো থেকো।
@rakinulhoque68454 жыл бұрын
আমি কখনো প্রেম করি নাই... এইসব বিষয়ে আমার তেমন জ্ঞান নাই.... কখনো প্রেম বিষয়ে কাদি নাই... তবে আজ কমেন্ট গুলো চেক করে কান্না আটকাতে পারিনি। ভালো থাকুক অসমাপ্ত ভালোবাসা 💗
@sonarbangla10884 жыл бұрын
প্রেম করোনা প্লিজ। এটা কাঁদাবেই
@xhmedarian27964 жыл бұрын
😞🙂
@rakinulhoque68454 жыл бұрын
@@sonarbangla1088 হ্যা ভাই এইসবে আমি নাই...কারন আমি দুর্বল
@shadowshuvo69174 жыл бұрын
Vlo laglo vi
@rakinulhoque68454 жыл бұрын
@@shadowshuvo6917 💗💗
@mohammadsaddamhossein24584 жыл бұрын
সৃষ্টিকর্তা কে বলবো। যার জন্য যাকে তৈরী করোনি। তার প্রতি তার ভালোবাসা দিওনা।💔😢
@mdmehadihassan35594 жыл бұрын
জ্বি ভাই 😪😪
@backbencher2664 жыл бұрын
akdom moner kotha bolchen love you bro😥😥😥
@tabiyastale8084 жыл бұрын
Thik💔
@ivyhossain25104 жыл бұрын
Ji vaia💜🖤
@mahmudulhasan-ql3or4 жыл бұрын
Thik but Allah e valo janen ,
@emdadulhaque1420 Жыл бұрын
একটা সময় অনেক কনফিউশনে ছিলাম প্রিয় মানুৃষটাকে পাবো কি পাবো না! হাজারো অনিশ্চয়তা ছিলো তখন। গানটা বার বার শুনতাম মন খারাপ হলে৷ আজ ৮ মাস ১০ দিন আমাদের বিয়ের। আলহামদুলিল্লাহ
@cigseducation Жыл бұрын
অভিনন্দন ভাই। 🙏🌻
@abubakkarsiddique-md6hs Жыл бұрын
Alhamdulillah vhai. onk besi shukhe hon apnara.💖
@zannatulmeem13 Жыл бұрын
এতোগুলা হাহাকার ভরা কমেন্ট এ এই একটা সুখকর লিখা পড়লাম। ভালোই লাগলো শুনে। দুজনেই অনেক সুখে থাকবেন 🌻
@saimasultanashimu820511 ай бұрын
দোয়া রইলো আপনাদের জন্য।
@imdadulhoque837211 ай бұрын
Alhamdulillah
@MariaNur-uz6qyАй бұрын
ভালোবাসার প্রতি যে অভিশাপ আমার মনে দাগ কেটেছিল...এই কমেন্ট বাক্স তা আজকে মুক্ত করে দিল...আজ বড় বিশ্বাস হচ্ছে সত্যিকারের ভালোবাসা এখনো বেঁচে আছে
@kmraiyan92844 жыл бұрын
কেবল দুইটা একুইস্টিক গীটার দিয়ে কী মায়ায় জড়ায় দিলেন ভাই! নিঃসন্দেহে এই গানটা বাংলাদেশের সংগীতাঙ্গনে চিরকাল বেঁচে থাকা মাস্টারপিস গানগুলোর কাতারে নতুন সংযোজন ❤
@obakarnob4222 жыл бұрын
প্রতিরাতে গুমথেকে উঠে তাহাজ্জত পড়ার অভ্যাসটা যে তোমায় চাইতে গিয়ে হয়েছে। শুক্রবারে জুম্মাটা না পড়ে যখন গুমাইতাম খুবকরে রাগ করতে, আলহামদুলিল্লাহ আজকে ৩বছর হয়েগেলো পারতে কখনো তাহাজ্জুতটা মিছ করিনি। তুমি আমার হলেনা হারিয়ে দিলে আমায় আসলেকি হেরেছি? না আমি পেয়েছি আল্লাহকে পেয়েছি রাসুলুল্লাহ সাঃ এর সুন্নত আলহামদুলিল্লাহ
@gargidas11112 жыл бұрын
বৃহস্পতিবার আমরা মোমো খাই
@rohanseraj68532 жыл бұрын
@@gargidas1111 মো মো টা কি??
@ashikhasan6682 жыл бұрын
অনেক দামি জিনিস পেয়ে গেছেন ভাই... দুয়া প্রার্থী
@khalidabir9918 Жыл бұрын
Allhamdulliha
@md.abumujahidislam9037 Жыл бұрын
ভাই আপনাকে কেনো ছাড়ে গেছে?? আপনি তাহাজ্জুদের নামাজ পড়তেন সে জন্য ? সে কি মুসলিম ছিলো? 😰
@নীলিমামাহবুবরাফসি2 ай бұрын
বাহিরে বৃষ্টি হচ্ছে, অন্ধকার রুমে একা, প্লেলিস্টে এই গান চলছে। আর মনে হাজারো স্মৃতি। পাশে কেউ নেই, খুব ইচ্ছে করছে কেউ একজন পাশে থাক, তার কোলে মাথা দেই সে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলুক সব ঠিক হয়ে যাবে। কিন্তু না "একা বাচতে শিখো"
@MdabulHasan-ct7tz2 ай бұрын
একা বেচে থাকতে শেখো প্রিয়😅
@MdAjib-ul9ve2 күн бұрын
Sotti ki aka baca Jai ?
@nafizuddin214 жыл бұрын
আমার দেখা ইউটিউবের সবচেয়ে হৃদয় বিদারক কমেন্ট সেকশন 🙂...! সবার হারানোর স্মৃতি দেখে আর কিছু লিখতে মন চাচ্ছে না 😔
@khanhasan84794 жыл бұрын
Hmm vai
@shahmd.kamranuzzaman34634 жыл бұрын
যথার্থ বলেছেন
@sathimiazi10194 жыл бұрын
Same😪😓
@fariaahmed55114 жыл бұрын
Asholei thik..ki r bolbo...tader onuvutir kotha dekhle buke onkk lage
@shivakrishnansarkar16364 жыл бұрын
Aamar dehokhan -Odd Signature (official). Ai gan tar comment section a aktu ghure aasun . Jodio otar theke ai gan ta aamar beshi prio . Tobei "aamar dehokhan" ar comments section r o hridoybidarok
@gamersworld63754 жыл бұрын
2018 সালে বাবা কে হারিয়েছি :( আজ আমার জন্মদিন বাবা । তুমি যেখানেই আছো ভালো থেকো । দূর থেকে ভালোবাসা রইল :(
কমেন্ট বক্স টা দেখছি আর কান্না করেছি অদ্ভুত এক শূন্যতা ঘিরে ধরে!! আমার কমেন্ট এ কেউ নজরে আসলে একটা লাইক দিয়ে যাবেন, স্মৃতিচারণ করা যাবে!!
@ratulahmed5622 Жыл бұрын
😢
@jahangirsohel5666 Жыл бұрын
এই সৃতির পাতা কখনোই শেষ হবার নয় 😥
@tahasinraju508 Жыл бұрын
Miss u
@makramarma5368 Жыл бұрын
হ্যা , আমিও কমেন্ট বক্স দেখছি আর বোবা কান্না করছি😓💔
@Asmarbiye Жыл бұрын
কি হয়েছে আপনার জিবনে
@arafatshipon20332 ай бұрын
গান শুনতে শুনতে কমেন্টস গুলো পরছিলাম, অর্ধেকটা গান শুনে চলে যাচ্ছি বাকি কমেন্টস গুলো পড়ার আর সাহস পেলাম না। ভালো থাকুক একা বেচে থাকা মানুষ গুলো।😊
@naimulhassanrupok3024 жыл бұрын
একটি চিঠি আর দেয়া হয় নি!আমার চাকরির চিঠি!তোমার প্রিয় বেলী ফুল দিয়ে মুড়িয়েছিলাম!তুমি ক্যান্সার এর সাথে লড়ছিলে!আর ২০ মিনিট লড়তে পারো নি!হাস্পাতাল পৌছে আড়াল থেকেই তোমার বাবা মায়ের কান্না দেখে চলে এসেছি!আমি আজও বেচে আছি!একা!প্রিয় তুমিও তহ কবরে একা!💔
@nusratsumona62654 жыл бұрын
💔
@souravadhikary12884 жыл бұрын
💔 নিজেক ভালো রাখার চেষ্টা করুন 😑 উনি আপনাকে সুখী দেখলে শান্তি পাবেন😪
@akilsayeed44364 жыл бұрын
💔
@banglatutorialtamim4 жыл бұрын
খুব কান্না চলে আসলো
@maasound55484 жыл бұрын
অকল্পনীয় বেদনা
@bithychisim32714 жыл бұрын
পাশে কাজিন ফোনে কথা বলছে, লুকিয়ে লুকিয়ে আর কান্না করতে পারছি না মাঝে মাঝে ফোপাঁনোর শব্দ করে ফেলছি। অনেক গুলো কমেন্ট পড়লাম এত গুলো ভালবাসার মানুষের কষ্ট আর নিতে পারছি না। ভালবাসার মানুষ গুলো হারিয়ে যায় কিন্তু ভালবাসা রয়ে যায়।
@swarnagazi77754 жыл бұрын
Api 😥 amn golpo amr satao hoica hoyto tah likhta gela rat sas hoba😥
@bithychisim32714 жыл бұрын
@@swarnagazi7775 যারা ভালবাসে সবাই নিজের জায়গায় ভিন্ন থাকে কিন্তু কোথাও একটা মিল থাকে সবার 😌😌
@zeba27644 жыл бұрын
একদম। মন ভাঙা মানুষ গুলো কিভাবে কিভাবে যেন পরষ্পরের আপন হয়ে যায়।ভালবাসার কষ্ট সবাইকে সমানভাবে পোড়ায়।নইলে সম্পূর্ণ অপরিচিত একজনের শেষ না হওয়া ভালবাসার গল্প শুনে তো চোখে পানি আসার কথা না।
@gururdushtuchele81884 жыл бұрын
Apu apnar cousin youtube e eshe apnar comment ti to pore feleche. Eto lukiye lukiye kanna kore ki laav ta holo?
@mdahsanhabib39414 жыл бұрын
Same apu but Pase Friend ra ase
@zakirhossain64152 жыл бұрын
গতকাল আমার মেয়ে এই গানটা শুনছিল। আমি ও মন দিয়ে শুনছিলাম। হঠাৎ করে অতীত নাড়া দিয়েছে আমার মনে। ১৯৮৫ সালের কথা আমার বড় ভাইয়ের শালী ছিলে তুমি। বড় ভাইয়ের বিয়ের পর তোমাদের বাড়িতে আসা যাওয়ার মধ্যে কখন যে মনে বসে গেছ বুঝতে পারি নি।ভালোবাসা কখন হয়ে গেল তুমি আমি কেউই বুঝতে পারি নি।১৯৯২ সালে চাকরি পেলাম খবর টা দিতে তোমার কাছে গেলাম।তোমাকে বললাম তোমার ঐ হাসিতে বুঝেছিলাম তুমি কতোটা খুশি হয়েছ।ঐ রাতে চলে গেলাম আবার চাকরিতে।তখন মোবাইল ব্যবহার করতাম না। তোমার কোনো খোঁজ খবর পেতাম না। ৫-৬ মাস হয়ে গেল। না হয় তোমার সাথে কথা, না হয় দেখা।জাহাজে তখন আমার ডিউটি।জাহাজের ঐ উঁচু টাওয়ারে উঠেছি ইচ্ছে করে।ঐখান থেকে লাফ দিয়ে পড়লাম সাগরে সবাই হাক ডাক করে আমাকে তুলল। অফিসার এসে বলল এখনি হাসপাতালে ভর্তি করাও ওকে। আমি বললাম স্যার আমাকে কয়েকদিনের ছুটি দেন।এবং সেই ছুটিতে গেলাম তোমার কাছে।তুমি বললে বাড়িতে তোমার বিয়ের জন্য সবাই উঠে পড়ে লেগেছে।আমি কিছু না বলে চলে আসলাম আমার বাড়ি।এসে আমার বড় আপাকে বললাম যেমনে হোক আব্বা কে রাজি করাতে।কিন্তু আব্বা রাজি হয়লো না।একবাড়িতে ২ ছেলে কে বিয়ে করাবে না। সেদিন রাতে আর ঘুম হয়লো না। পরদিন সকালে তোমার কাছে গিয়ে বললাম তোমার বাড়িতে গিয়ে আমার কথা বল কিন্তু তুমি বললে আমার বাড়িতে এই প্রস্তাব মেনে নিবে না। রাগে তোমাকে একটা থাপ্পড় দিলাম। দিয়ে যে এই আসলাম আর তোমার সাথে দেখাও নাই।কথাও নাই। ২০২১ সালে আমার বড় ভাইয়ের মেয়ের বিয়েতে তোমাকে দেখলাম। দেখলাম তোমার চোখে আমার প্রতি হাজার হাজার অভিমান অভিযোগ। আমার চোখে কি ছিল তা কি জানো??? তোমার ছেলে মেয়ে আমার সাথে এসে কথা বলল। তোমার স্বামী ও, একমাএ তুমি এসে কথা বললে না। তোমার কথা আমার মেয়েকে আমি বলেছি। তোমার সাথে কোন গাছের নিচে দাড়িয়ে কথা বলতাম তা ও দেখিয়েছি। জীবনের গতিতে জীবন চলছে। তবে তোমার প্রতি আমার ভালোবাসা সত্য ছিল।তাই আজও গানগুলো শুনে দীর্ঘ শ্বাস পড়ে।চোখ ছলছল করে।যেখানে থাকো যেভাবে থাকো।ভালো থেকো।
@asifridoy93052 жыл бұрын
Khub sundor laglo
@brishtyakter94562 жыл бұрын
আপনার কথা শুনে খুব ভালো রেগেছে 😇
@nelimaneli12982 жыл бұрын
Vison valo laglo
@eiasenarafath32192 жыл бұрын
🤞🏻🤍
@nishiakter1902 жыл бұрын
অনেক খারাপ লাগলো 🙂💔
@belayethossainsarder27134 ай бұрын
সত্যিকার ভাবে কাউকে ভালোবাসার চেয়ে বেশি কষ্ট আর ২য় টা নেই! যে মানুষ মন থেকে কাউকে ভালোবাসে সে মানুষের জন্যই যেন কষ্ট নির্ধারিত। ভালো থাকুক কষ্টে রঞ্জিত সকল মানুষের অপর প্রান্তের মানুষ টা!
@moumitasharminnishi60113 жыл бұрын
এটাই বোধয় একমাএ গান,যার কমেন্ট বক্স আজীবন ইতিহাস হয়ে থাকবে।গানটা না যতটা মন ছুয়েছে তার থেকে অনেক বেশি কমেন্ট গুলো মনে দাগ কেঁটেছে।মানুষ প্রিয় মানুষকে হারিয়ে বেঁচে থাকে সত্যি কিন্তু কতটা অসহায় হয়ে বেঁচে থাকে,সেটা একমাত্র যে থাকে সেই জানে।
@biplobbipu76683 жыл бұрын
😢😢😢
@ibrahimsiddik85083 жыл бұрын
এ কষ্টের কোনো তুলনা নেই...
@prantachowdhury7343 жыл бұрын
Hmm
@mdshakilsunny65142 жыл бұрын
হুম
@MdAjib-ul9ve2 күн бұрын
Haa😢
@jannatoboni81763 жыл бұрын
বাবাকে হারিয়ে এ গানটা বেশি বেশি শুনি। বাবা একান্ত প্রিয়, এমন প্রিয় আর হয় না। বাবাকে ছাড়া একা বেঁচে আছি....
@ronyislam20003 жыл бұрын
Bastobota amoni ,kicu korar ny ,duwa krn jno vlo thke uni ,atay Unar jnno vlo hbe onk
@jannatoboni81763 жыл бұрын
@@ronyislam2000 ha r kicui krar nai amader
@mdmurad51983 жыл бұрын
😭😭😭😓😓😓
@ahmedjaber58573 жыл бұрын
ভালো থাকুক ঔ পাড়ে
@pubghero78943 жыл бұрын
Allah unake jannat basi hisebe kobul koruk ... Baba mane onek boro ekta chad mathar upore 😓😓😓😓
@DhushorDipu5 жыл бұрын
জলের গানের মতো ব্যান্ড থেকে নিজেকে সরিয়ে নেয়া অনেক বড় একটা সাহসের বিষয়!! হয়তো তার বিনিময়ে আজ এই গান আমরা পেয়েছি। ভালোবাসা নিও আসির দা
@hadiantu45935 жыл бұрын
joler gaan a chilen naki
@fardinfaisal5 жыл бұрын
হ্যাঁ
@bunoghash25254 жыл бұрын
আসির ভাইয়ের কি কোন চ্যানেল নাই
@nahidmahmud95934 жыл бұрын
Yes. This song will b a historical one i wish. I pray. আহা! "তোমায় কে দিয়েছে নিকষ কালো রাতের যোগান।"
@alaminmahmudul21664 жыл бұрын
R8
@rokibiswas77664 ай бұрын
এক বন্ধুর রিকুয়েষ্ট ও তার খালি গলায় গানটি প্রথম শোনা, আজ ৪ বছর হলো শুধু শুনেই যাচ্ছি, হয়তো যতদিন বেঁচে থাকবো এই গানটি শুনেই যাবো, কেন এত ভালো লাগে তার কারণ খুজে কোনদিন হইতো পাবো না, তবে ভালো থাকুক এই গানের কল্পনার মানুষ গুলো 😢
@sayantimondal52887 ай бұрын
তিন বছরের সম্পর্কের পর যখন সেই মানুষটার মুখে শুনলাম সে আর আমাকে ভালোবাসে না আর কাঁদতে ইচ্ছা হয়নি আর কান্না টাও আসেনি। কত অপমান,অবহেলা, অসম্মান ,চরিত্রহীনের দাগ, সহ্য করেছি কতবার নিজের চরিত্রের প্রমাণ দিয়েছি ,তোমার পায়ে পড়ে কতবার অনুরোধ করেছিলাম শুধুমাত্র আমার সাথে থাকার জন্য তুমি শোনোনি। বিশ্বাস করো শেষে গিয়ে আর পারিনি মনে হয়েছিল যে বিশ্বাস করতে চায় যে বুঝতে চায় তাকে বোঝানো যায় যে আগে থেকেই বুঝতে চায় না তাকে বোঝানো সম্ভব না।কত রাত দম বন্ধ হয়ে যাওয়ার মতন কেঁদেছি তোমার দেওয়া কষ্ট ভুলতে ওষুধ খেয়েছি, কিন্তু যখন তুমি বললে যে তুমি আর আমাকে ভালোবাসো না বিশ্বাস করো ঠিক তার পরম মুহূর্ত থেকে আমার মধ্যে কোন আর অনুভূতি বেঁচে ছিল না মনে হয়েছিল আর আমার কিছু পাওয়ার নেই আমার কিছু হারানোর ও নেই, এবার শুধুমাত্র ঘুরে দাঁড়ানোর লড়াই।শেষ দিনে যখন তোমায় জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আমার সাথে থাকতে চাও কিনা আমি চাই দুজনে মিলে আবার একসাথে সবটা শুরু করতে কিন্তু তুমি এক বাক্যে জানিয়ে ছিলে যে "না" তুমি আর থাকতে চাও না।তারপরেও তোমার কাছে অনুনয়-বিনয় করেছিলাম শুধুমাত্র তোমার সাথে থাকার লোভে তখন তুমি বলেছিলে তোমার দুদিন সময় লাগবে এটা ভাবার জন্য যে আমি থাকলে তোমার জীবনে ,তোমার পরিবারে, তোমার কেরিয়ারে, কি প্রভাব পড়বে😊কত অপমান সহ্য করেছি নেহাত ভালোবেসেছিলাম তাই কিন্তু যখন তুমি শেষ কথাটি বললে তখন আর পারিনি মনে হয়েছিল যে আমার এই তিন বছরের পুরোটাই মিথ্যা একটা মিথ্যে সম্পর্ক টানা থেকে সম্পর্ক না রাখা ভালো শিয়াল কুকুরের মতন মারামারি করে থাকার থেকে মানুষের মতন দূরে থাকা ভালো। আমি যাকে ভালোবেসেছিলাম সে তুমি নও সে মারা গেছে আজ বলতে কোন বাধা নেই আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম, কিন্তু জানো তো তোমাকে ভালোবেসে আমি পরিপূর্ণ আমি আমার সবটুকু দিয়েছিলাম যতটা দেওয়া যায় তুমি নিতে পারোনি আফসোস এটাই😊 যাই হোক ভালো থেকো প্রিয়❤....... সম্পর্কের ইতি টানলাম ঠিক যেমনটা তুমি চেয়েছিলে 😊 যদি কখনো কেউ এই লেখাটি পড়ো পারলে একটি লাইক দিয়ে যেও আবার এসে না হয় স্মৃতিচারণ করবো।😊
@APURBAHALDER986 ай бұрын
Same situation 😢😢
@joyuzzal1.6186 ай бұрын
-· হ্যাঁ আমি ভীষণ ভাবে চাচ্ছি আপনি আবার এসে একটু স্মৃতিচারণ করে যাবেন।😇🤍
@ashik6306 ай бұрын
আরেকটা নতুন জীবনে ভালো থাকুন।
@sayantimondal52886 ай бұрын
@@ashik630 😊
@fatematujjohra72715 ай бұрын
পুরো ঘটনা টা মিলে গেল
@ferozchowdhury21734 жыл бұрын
তুমি একবার ও বললে না তুমি না জানিয়েই বিয়ে করে ফেলছো৷ তোমার বিয়ের খবর শুনতে হয় তোমার প্রতিবেশির কাছ থেকে৷ তবুও অপেক্ষায় ছিলাম তুমি আমায় ডাকবে। ডাকলে না! বিয়ের ৩ মাস পর হঠাৎ ফোন দিয়ে বললে " অসুখ হলেই তোমার কথা অনেক মনে পড়ে ' আমি বললাম " আপনি এখন অন্য কারো বউ, এসব কথাবার্তা এখন আর মানায় না, আপনি যার উদ্দ্যেশে এসব কথা নিয়ে এসেছেন তিনি ৩ মাস আগেই মারা গিয়েছে ' 🙂
@syedmoinulhossain71784 жыл бұрын
সে দিন ছিল ২৬শে মার্চ ২০১০😏
@mdrakiburrahman46364 жыл бұрын
১৩ সেপ্টেম্বর ২০১৮
@mdmonirhosen57224 жыл бұрын
Vhai kotha gula khub koster ..aita niya ki kono book aache..thakle bolen naam ki book taar
@errortoxic21564 жыл бұрын
🥺💔
@ferojalam25174 жыл бұрын
১৭জুন,২০১৭💔
@muhammadbayazidal-amin87454 жыл бұрын
দেখতে দেখতে গানটির কমেন্ট বক্সে যোগ হয়েছে প্রায় ৩ হাজার মন ভাঙ্গার গল্প। এগুলো আই লাভ ইউ বাবু টাইপের প্রেমের গল্প না ভাই। এগুলো ভালবাসার গল্প,এগুলো বুকপোড়া ভালবাসা নিয়ে বেঁচে থাকার গল্প❤
@PlayVidSuball4 жыл бұрын
Thik 🖤🖤
@soniaaktermim99914 жыл бұрын
Hmm,
@soniaaktermim99914 жыл бұрын
এগুলোই সত্যি কারের ভালবাসা।যারা কখনোই শেয়ার করতে পারে নি ব্যথাগুলো।তাই কমেন্ট এ এসে শেয়ার করে কিছুটা হলেও শান্তি পেয়েছে।
@prottashaghosh13564 жыл бұрын
Hmm vaiya🙂💔
@jinializa88794 жыл бұрын
সত্যিকারের ভালোবাসার গল্প সবাই সেয়ার করতে পারে না💔💔💔
@RobiulIslam-r2p4r4 ай бұрын
গভীররাতে যখন তার কথা ভেবে মন খারাপ হয়,তখন এই গানের প্রত্যেকটি লাইন যেন আমার মনের ভাষা হিসেবে প্রতিফলিত হয়।তার জন্য প্রার্থনা রইলো "একা থাকতে শিখো প্রিয়"
@mynulislam37654 жыл бұрын
আমি ক্যান্সার রোগী আমার অনুরোধ আপনারা সবাই দোয়া করবেন Edit: কমেন্ট টা ছোট ভাই করেছিল। আজ চোখে পড়লো। সবকিছুই আছে। নাই শুধু শিহাব। ২৬-১০-২০ সময় ৩ টা বেজে ২৯ মিনিট "আচ্ছা আমার অনেক ঘুম পাচ্ছে। আমি এখন ঘুমাবো। গুড নাইট" অ্যান্ড কেমন জানি চুপ হয়ে গেলো। সবচুপ। ওর একটা কথা খুব মনে পরছে-"মানুষ মরে গেলে কি সবাই ভুলে যায়?"
@sushobhanchowdhury64134 жыл бұрын
ভালো হয়ে উঠবেন। আশা রাখুন। প্রার্থনা রইলো।
@njthegoldenfish27494 жыл бұрын
দোয়া রইলো ভাই। আল্লাহ আপনাকে সুস্থ করে দেক।আবারো সুস্থ আলোয় ফিরে আসবেন
@nowrojrahmanontor12084 жыл бұрын
Dua kori bhai...Allah apnk sustho kore dek!
@northsikkim99924 жыл бұрын
ভাইয়া ভালো হবেন আশা করি তারাতারি
@beginneranimator23554 жыл бұрын
বাচুন নিজের মত জা কদিন আছে,আমরা সবাই মারা জাব।মৃত্যু আমাদের শেষ সংগী। আললাহকে ডাকুন
@riadhossain89324 жыл бұрын
আমি কাউকে ভালোবাসিনি কাউকে হারাইনি, তবুও আমি কেনো জানি কমেন্ট গুলো পড়লে আবেগি হয়ে চোঁখ দিয়ে পানি এসে পড়ে।
@sush49692 жыл бұрын
2020 সালের 24 November......... যখন শুনলাম তুই কোলকাতা যাচ্ছিস আমার বিশ্বাস হয়নি কারন অন্য কেউ আমাকে বলেছিল কথাটা .... আমি ভেবেছিলাম তুই আমাকে না জানিয়ে যেতে পারিস না..... তবে আমি তোর থেকে শুনলে হয়তো একটু কম কষ্ট পেতাম ..... যদিও আমরা ছোটবেলার বন্ধু তবুও তুই আর আমি 2017-2020 এই 4 বছর আমরা বেশি কাছাকাছি ছিলাম...... একে অপরের সাথে সব কথা share করতাম, ঘুরতে যেতাম আরও কত কিছুই না করতাম ...... খুব মনে পড়ে সেই সব কথা.......... তারপর এলো আমাদের উচ্চমাধ্যমিক পরীক্ষা....... পরীক্ষার পর আমরা বলেছিলাম যে কলেজে পড়বো একসাথে .... তারপর দুজনেই একই কলেজও ভর্তি হলাম ...... তারপর তোর হঠাৎ কি হলো জানিনা তুই আমাকে না বলেই অন্য একটা কলেজ ভর্তি হলি....... সেদিন খুব কষ্ট পেয়েছিলাম.........তারপর তোর আর আমার সম্পর্ক টা আগের মতো ছিল না .... তুই আমার সাথে একবারও কথা বলতিস না দেখাও করতিস না ...... তারপর এলো তোর কলকাতায় যাওয়ার দিন...... খুব খারাপ লেগেছিল সেই জন্যে আমি তোর সাথে শেষ বারের মত দেখা করতে গিয়েছিলাম....... তুই বললি "তুই আমাকে ভুলে যাবি না তো!" আমিও বললাম এরকম কোনোদিন হবেনা! তুই বললি "কলকাতা গিয়ে তোকে আমি রোজ ফোন করবো" আমি বললাম ঠিক আছে দেখবো কত করিস নতুন বান্ধবী পেয়ে আমাকে ভুলে যাবি! তুই হাসলি! তারপর তুই চলে গেলি................... সেদিন এর পর থেকে তুই আমার সাথে কোনো যোগাযোগ ই রাখলি না...... ফোন ও করতিস না ভাবলাম তুই হয়তো ব্যাস্ত তাই আমিই নিজে থেকে তোকে মেসেজ দিতাম তুই ঠিক করে উত্তর ও দিতিস না আর আমিও তোকে বার বার বিরক্ত করতে চাইতাম না ....... তারপর এলো আমার জন্মদিন ভাবলাম 1স্ট wish ta তুই করবি আগে যেমন করতিস সেদিন তোর কোনো ফোন বা মেসেজ এলো না খুব কষ্ট পেয়েছিলাম জানিস .................... তারপর তুই ছুটি তে বাড়িতে এলি তুই সবার সাথে দেখা করলি অথচ দেখ তোর আর আমার বাড়ি 5min এর রাস্তা তুই একবারও দেখা করতে এলি না ......আমি ভাবলাম না তুই যাওয়ার আগে একবার তো দেখা করতেই আসবি ........ কিন্তু তুই এলি না .........একটা সম্পর্ক টেকাতে হলে দুজনকেই সমান efforts দিতে হয়....... আমি ভেবেছিলাম অন্তত তুই আমার সাথে ওরকম করবিনা...........যাই হোক ভালো থাকিস , জীবনে তোর সব স্বপ্ন যেনো সত্যি হয় ........ comment টা রেখে দিলাম তুই হয়তো কোনোদিন দেখবি ।যখনই কেউ এখানে like করবে আর আমি notification পাবো তখন তোর কথা একবার হলেও মনে পড়বে আর আমার মনে হবে কাউকে এতটা ও ভালবাসা উচিত নয়!!!!....... " Best Friend forever" বলে কিছু exsist করে না আমার জীবনে ☺️ #ভালোথাকুকস্বার্থপরবন্ধুগুলো
@kingstargaming13372 жыл бұрын
ভাই এডি দেখলে মাইনষের জন্য কিছু করতে ইচ্ছে হয় না, মন চায় সবগুলারে ছাইড়া চলে যাই, এই বিবেকহীন সমাজের মানুষ গুলা অনেক হারামী।
@mdnaime79732 жыл бұрын
😔
@zinnatulhasan97232 жыл бұрын
😥😥😥
@mdamiralli83152 жыл бұрын
😓🖤🥀..
@MdShohag-ud9ld2 жыл бұрын
Meye manus golo amon e hoi
@tamannaislam855120 күн бұрын
আম্মুকে হারানোর পর গান টা শুনি। গান টা যত বারই শুনি নিজেকে শান্তু রাখতে পারি না। মায়ের চেয়ে প্রিয় পৃথিবীতে কেউ হতে পারেনা
হঠাৎ একদিন দেখা হলো আমাকে তার ভালো লাগল দীর্ঘ সময় আমার জন্য অপেক্ষা শেষে একদিন একবুক সাহস জমিয়ে কথাটি আমায় বলল নতুন পৃথিবীর আলো দেখালো কিন্তু আমি বুঝানোর চেষ্টা করি এটা সম্ভব না। এর পর তার চোখে ওই কষ্ট গুলো ছিল দুঃসহ আমিও এবার তাকে ভালোবাসতে শুরু করি প্রায় ১০ মাসের মাথায় সবাই সাজানো থেকে এলোমেলো হতে শুরু করে সে আমায় অবহেলা করতে শুরু করল একদিন হঠাৎ ই আমার কাছে অনাবশ্যক ছুটি চেয়ে বসল আমি অপেক্ষার প্রহর গুনি আইডিটা আনব্লক হল সে আমার কাছে মাফ চাইলে আমি বললাম যা ছিল তা অভিমান সব ভুলে গেছি, সে বলল,, যে চাকরি টার জন্য তোমায় ছারলাম সেই চাকরি টাই আমার রইল না, কিন্তু সেই দিন সে আমার আমার সে তার সাথে কথা বলা প্রথম মুহূর্তটাই ফিরিয়ে দিয়ে বলল,আমরা বন্ধু হতে পারি না তাকে দূরে সরাতে চাইনি বলে সে দাবিও মেনে নিতে হলো,সে বলল একা থাক ভালো থাকবে🖤💔 আমি এখন ও তার জন্যই অপেক্ষা করি ভালোবাসি কোন অতীত নেই এটার হবেওনা ইনশাআল্লাহ 🖤💔🥀 🖤একা বেঁচে থাকতে শিখো প্রিয়❤️💔
@sillyfoalofgreenmountain86223 жыл бұрын
আম্মু লাইফ সাপোর্টে থাকার সময় খুব শুনতাম, এখন একাই বেঁচে আছি। আর শুনি না এই গান। শুনলে আর থাকতে পারি না। আম্মু যাবার ১.৫ বছর পর আবার শুনতে আসলাম, পুরোটা শুনবো না, চলে যাবো।
@sanjidakeya23613 жыл бұрын
এত হারাম রিলেশনশিপ, প্রেম-ভালোবাসার গল্পের মধ্যে সত্যিকারের ভালোবাসার মানুষ কে হারানোর সত্য কাহিনি টা আপনি ই লিখলেন 🥺🥺। আল্লাহ আপনার আম্মুকে জান্নাতুল ফেরদৌস দান করুন৷ আমিন। মন থেকে আপনার জন্য দোয়া🙂
@konikakeya86203 жыл бұрын
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমীন
@rownakjahanananna20303 жыл бұрын
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসে দান করুন। আপনিও ভালো থাকবেন। "একা বেঁচে থাকতে শেখ প্রিয় "
@nahidsaikat25253 жыл бұрын
Valo bolsen khub e...gaan shune jototuk emotional na lage aituk pore er cheye beshi lagse..may god bless her..
আম্মু চলে গেছেন আজ ৪ বছর হবে. শেষ মুহূর্তে আম্মু খুব অসুস্থ ICU তে হালকা কথা বলতে পারে. আমার একটা সরকারি চকারীর পরীক্ষা আম্মু কাছে নিয়ে কানে কানে বললো চিন্তা করিস না বাবা আমাকে নিয়ে মন দিয়ে পড়. অনেক বড়ো হবি তুই, আজ আমার অনেক টাকা বড়ো চাকরি করি মা তুমি নেই মা আমি এই খুশির খবর টা কাকে দেই মা??? তুমি চলে গেলে মুমুর্স অবস্থায় তুমি এতটা ভালোবাসা দিয়ে গেলে মা
@sorifulislam13043 жыл бұрын
"তুমি যখন ছেড়ে চলে যাচ্ছিলে,আমার বারবার মনে হচ্ছিলো তোমাকে ভুলে যাওয়ার চাইতে সহজ কিছু আর এই পৃথিবীতে নেই! অথচ ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটাকেই তুমি সাথে করে নিয়ে গেছো।"
@sajibsimanto40023 жыл бұрын
Kotodin ager kotha bhai?
@hasinsadablabib20183 жыл бұрын
তুমি যখন ছেড়ে চলে যাচ্চিলে,আমার বারবার মনে হচ্ছিলো তোমাকে ভুলে যাওয়ার চাইতে সহজ কিছু আর এই পৃথিবীতে নেই! অথচ ঘরে ফেরার পর দেখলাম আমার পুরো পৃথিবীটাকেই তুমি সাথে করে নিয়ে গেছো
@azimctg72223 жыл бұрын
Akdom tik vlobasle kawke bhula jaina bah take Cara akha taka jaina...kintu AI pritibite kicu cele meye ache jara past biye korve bole but majkane kono akta ojuhat dekiye cole jete cai...but ora knn ATO sarthopor hoy...jekono prblm tar vlobasar Manus ke niye slop Korte parena...jibone sotik manuske hariye Pele tai amder Bangladesh Manus vlobasahin hoy😭😭😭
@foysilgaming55753 жыл бұрын
😭
@NJTuBe113 жыл бұрын
সময়টা ছিল 2010 সালের ডিসেম্বরের 31 তারিখ। দিনটি ছিল শুক্রবার। আমার বয়স তখন ছয় বছর কিবা সাত বছর হবে। ক্লাস টু তে পড়ি আমি। আমার খুব ঘুরি উরানোর শখ ছিল । ঠিক সেদিন অন্যান্য দিনের মতো আমি সে দিন সকাল সাতটায় ঘুড়ি উড়াতে চলে গেলাম বিলে। ঠিক একটিবারের জন্যও বুঝতে পারিনি আমার জীবনে যে এত বড় একটি দুঃসংবাদ অপেক্ষা করছে। সময়টা 12:41 আমার ছোট খালা আমাকে গিয়ে বলল যে তোর মা অসুস্থ তাড়াতাড়ি বাড়িতে আয় । এর ভিতর যে তোমাকে হাসপাতালে নিয়ে গেছে মা আমি একটি বারের জন্যও বুঝতে পারিনি। যখন 12:47 বাজে আমি বাড়িতে আসার অর্ধেক পথে, তখনই শুনতে পেলাম মা তুমি আর এ পৃথিবীতে নেই। আমার বোনকে জন্ম দিতে গিয়ে তুমি পৃথিবী থেকে হারিয়ে গেছো। বিশ্বাস করবা আমি তখনও বুঝতে পারিনি যে তোমাকে হারানোর যন্ত্র টা এত কষ্টের হবে। আমি আর সবচেয়ে বেশি খারাপ লাগছে কি মা জানো , যখন শুনছি তুমি আমাকে একটি বারের জন্য দেখাতে সবার হাত পা ধরে আকুতি মিনতি করেছ। কিন্তু বেঁচে থাকতে সেদিন আর আমাকে একটু দেখনি। বিশ্বাস করো মা এখন আমার বয়স 18 চলে, তোমাকে ছাড়া আমার এই জীবনটা এতো বেমানা হয়ে গেছে। যে ভালোবাসা নামক শব্দটা আমার জীবন থেকে উঠে গেছে। সেই তোমার মত কেউ আর এখন আমাকে ভালবাসে না মা। মা তুমি তো চলে গেছো ওইপারে আমাকে কেন রেখে গেলে এইপারে। মা একদিনও বলতে পারেনি তোমাকে খুব ভালোবাসি মা।
@angelmimi87893 жыл бұрын
Please মন খারাপ করবেন na😢🙏
@shamimanasrinurmi96353 жыл бұрын
Same to u 🙂
@136_saptarsimondaltithi93 жыл бұрын
😔😔😔😔😔
@albinsojibmahmud58563 жыл бұрын
Vai tor poti ta kotha jno amr moner kotha sob kisu tey onk mile gase Amr 2 yrs bosoy 1997 aaa amr ammajan notun ak othiti ane mane amr soto bon hobar somoy amader sobai k prithibite rekhe Cole gase. Ammajaner face taw cokee vase nah amr ..protiti muhurte protiti somoy aa miss kori ma k ...maj rat hole nijake r control korte pari nah ..Coker pani jol jol kore porte thake .. R ammajan cole jawya te ajo vlobasa bole kisu ase ata bealive hoina.vlobasa k mane nite pari nah ....Akhon doa sara r kisuy possible nah..doa kori Allaho tala jeno Tader k koborer ajab hote Maf koren..jannatul ferdos nosib koren...amin
@mariyaislam89013 жыл бұрын
😭😭😢😢
@sifatchowdhury93214 жыл бұрын
কমেন্টগুলা পড়ে বুঝলাম সত্যিকারের ভালবাসা বলে দুনিয়াতে এখনও কিছু একটা আছে একেবারে বিলুপ্ত হয়ে যায়নি। কমেন্ট রেখে গেলাম। অনেকবছর পর কেউ দেখবে হয়তো🙂🙂🙂
@bithiakhter69624 жыл бұрын
অনেক বছর পর কেন? এখনি দেখতে পারে আপনার ভুল ধারণা ভাইয়া।
আলহামদুলিল্লাহ ঈমানি ভাই !!🙏 যেখানেই তোমার বসবাস , 🌃 সেখানেই আমার সুপ্ত বিন্যাস 🎆
@kureghorofficial94984 жыл бұрын
কবুল হইলো না তাহাজ্জুতের দোয়া? আস্তাগফিরুল্লাহ
@CoolGuy-tg8ij4 жыл бұрын
ভাই আমি বৌদ্ধধর্মালম্বী,,আমিও আপনার মতো একজনকে পাবো বলে প্রার্থনা করতাম,পাইনি আফসোস নেই,,,ধর্মের পথে মন দিয়ে চলার চেষ্টা করতেছি,,,
@omarfaruq88804 жыл бұрын
Alhamdulillah vai. Allah kobul kore nin🥰
@naimmunsuri84983 жыл бұрын
সেদিন আমার ঘরে এসে তোমার মাথার নিচের বালিশটা দেখিয়ে বলেছিলে " এটা আমার বালিশ, যত্ন করে রেখো" ।বালিশটাকে আজও যত্ন করে রেখেছি কিন্তু তোমাকে পারিনি।।সারাজীবনের জন্য কষ্ট দিয়ে গেলে।
@jahangirsohel56663 жыл бұрын
ভাই মনের কথা টা বলেছেন 😞
@arpitagupta66803 жыл бұрын
😂😂😂
@samiahmad57923 жыл бұрын
Vallagche boss
@jonaidahmed67033 жыл бұрын
হু হয়তোব😢😣💞
@gwninja27053 жыл бұрын
💔💔💔
@muhammadzaheed23224 жыл бұрын
আলহামদুলিল্লাহ নিজের ভালোবাসার মানুষ টাকে নিজের করে পেয়ে ফেলেছি আমাদের দুই পরিবার আমাদের মেনে নিয়েছে🥰🥰
@fahim4ever4 жыл бұрын
congratulations bhaijan
@majharulislamtipu98394 жыл бұрын
কিভাবে হেন্ডল করলেন
@tamimhossain98304 жыл бұрын
আপনাদের উপরে আল্লাহর রহমত বর্ষন হওক,,,
@siammimi21694 жыл бұрын
Congratulations💕
@santaakter34034 жыл бұрын
ভালোথাকবেন ভাইজান সবার এই ভাগ্য হয় নাহ😊
@PujaDas-m5wАй бұрын
মানুষের এত কষ্ট এত ব্যথা দেখে নিজের কষ্টের কথাই ভুলে গেছি। এত মানুষের এত কষ্টের মাঝে আমার টা কিছুই না।🥺🥺 ভালোবাসাই কেনো এত কষ্ট 😅
@kaziabidasultana29072 жыл бұрын
আব্বু যখন অসুস্থ ছিল,প্রায় রাতে এই গানটা শুনতাম।আমার আব্বু আমাকে ছেড়ে চলে গেছে ঠিকই,কিন্তু এই গানটা আমায় আব্বুর স্মৃতিগুলোকে আকড়ে ধরতে শেখায়।আলাদা একটা প্রশান্তি দেয়🥰
@bappylike22182 жыл бұрын
আমার বেস্ট ফ্রেন্ড মারা যাওয়ার পর আমি এই গানটা কে অনেক আপন করে নিয়েছি,চুরমার করে ফেলে ভিতরটা,তাও শুনি,শুনে যাবো....
বিয়ের ৬দিন আগে যখন বাবা,চাচা আর জেঠুসহ পরিবারের সবার সামনেই কল দিয়ে হাউমাউ কান্না করে বলেছিলাম "তোমার সাথে থাকতে চাই সিয়াম,প্লিজ কিছু করো,আমায় এরা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে।" সেদিন তুমি সাড়া দাওনি,দাওনি ২বছরের সম্পর্ককে বিয়েতে রূপ দেয়ার আশ্বাস।তারপর জীবন থেকে ৮টা বছর চলে যেতে চললো,তুমিও আমার মত প্রতারিত হলে শেষমুহুর্তে,ভীড়তে চাইলে আবার আমার কাছে,জুড়তে চাইলে নতুন ভালোবাসা। কিন্তু আমি পারিনি আবার ঘেষতে তোমার কাছে।২বছরের ভালোবাসায় ৮বছরের যন্ত্রনা পেয়ে কিভাবে ৫বছরের বাচ্ছা ছেলেটাকে একা করে ছেড়ে যাই তোমার মতো বলো?তোমাকে ছাড়া আমি ভালো নেই যদিও,তবুও এখন পেতে চাইনা তোমার সঙ্গ। এবার একা বেঁচে থাকতে শিখো প্রিয়🙂
@sajjadriaz783 жыл бұрын
😥😥
@MegherShohorOfficial3 жыл бұрын
😢😢😔
@mdshahadathosen98353 жыл бұрын
এমন ভালবাসা আমাদের জীবনে কেন আসে না
@asmedia69583 жыл бұрын
এই কমেন্টা করার জন্য ধন্যবাদ আপু আমাকে ছেড়ে চলে গিয়েছে ১বছর হয়েছে ৫বছরের সম্পর্ক ত্যাগ করে অন্যজনের সাথে সম্পর্ক হয়ে গেছে এখন আর আমি কি পরিমাণ যন্ত্রনায় আছি একমাত্র আল্লাহ জানে।
@mdshahadathosen98353 жыл бұрын
@@asmedia6958 কষ্ট নিয়েন না. এটাই ভাগ্য মনে করেন
@tasnimkabir53593 жыл бұрын
৭ বছরের সমপর্ক আমাদের আর বিয়ের বয়স সাড়ে তিন বছর।। 🥰❣️ বাড়ি থেকে এখনও মেনে নেয়নি।তারপরেও দুইজন এখনও একসাথে আছি। আলহামদুলিল্লাহ।। ইনশআললাহ সারা জীবন এভাবে যেন থাকি।।❣️🥰
@mdmostafa56693 жыл бұрын
❤️❤️❤️
@adnanshiraj45753 жыл бұрын
Inshallah
@tasnimkabir53593 жыл бұрын
@Md Tutul ধন্যবাদ ভাইয়া ❣️
@mdpolas87553 жыл бұрын
Sm too
@mahabubmozahid43963 жыл бұрын
ভাই ভালোবাসার মানুষ টা কে কখনো কষ্ট দিয়েন না অফুরন্ত ভালোবাসা দিয়ে অাগলে রাখবেন।। হুম
@MizanJewel-h9o Жыл бұрын
গতকাল রাতে শুনলাম তার নাকি ফুটফুটে একটা ছেলে হয়েছে ❤ তারা ২ জনে আলহামদুলিল্লাহ ভাল আছে 🖤🖤🖤 ২০১৯ জুন ২১ তার বিয়ে হয়ে যাই,,, আজ ১ জুলাই ২০২৩ 😌,,,এখন ভালো বাসি প্রিয়,, অনেক চেষ্টা করছি তোমাকে ভুলার পারি না প্রিয়তমা। সব শেষে এটাই স্থির (ভালবাসতাম বলে কোন শব্দ হয় না) জানি না কমেন্ট টা কই থেকে কই হারাই যাবে,, অনুরোধ রইল কেও যদি আমার কমেন্ট টা পড়ে থাক একটা লাইক দিয়, একটা নোটিফিকেশন এ হয়ত আবার এখানে পৌঁছাবো 🥀
@shakibahmedniloy963 Жыл бұрын
😅, নারী মানে রহস্য রে ভাই, মনে কি যে জেগে ছিল, তাকে ভালোবেসে ছিল
@EhteshamJohnny Жыл бұрын
akon o ki tar kotha apnar mona pora
@MizanJewel-h9o Жыл бұрын
@@EhteshamJohnnystiil love her and always be remembered 🖤🥀
@tawsifalif1144 Жыл бұрын
Nodirpola kos ko mumin ato bhalobasha kothay peli kauke amone toh bhalo bhashte parlam nah
@iftekarahmedlimon Жыл бұрын
😅🥺🙂
@neelneela2674 жыл бұрын
এইতো অই দিন ২য় বিবাহ বারষিকিতে সারাদিন রাত এক সাথে কত সুন্দর সময় কাটালাম দুইজন,,, ঘুম আসলাম একসাথে দুইজন,, আমার ঘুম সকালে ঠিকি ভাংলো অথচ তার ঘুম আর ভাংলো না,,,ওপারে ভালো থেক প্রিয়
@RashedHalim4 жыл бұрын
কি হয়েছিল?
@neelneela2674 жыл бұрын
ঘুমের মধ্যে মারা গেছে,,,,পোস্টমর্টেম রিপোর্টে স্বাভাবিক মৃত্যু আসছে
@mdrajuahmed47084 жыл бұрын
😪😪😪😪😪
@RashedHalim4 жыл бұрын
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আপনি ভালো থাকবেন।
@chaityfalguni254 жыл бұрын
😞😞😞
@rahatmirza72023 жыл бұрын
শেষবার যখন কথা হয়েছিলো, বলেছিলে যখন চলে যাবে আর কখনো খুঁজে পাবো না তোমায়। ভেবেছিলাম আমার অভিমান হয়ত অনেক বেশি, তুমি পারবে না আমায় ছেড়ে থাকতে। আজ ৭ বছর হয়ে গেলো ঢাকার এমন কোনো গলি নাই যেখানে তোমাকে একবার দেখবো বলে পিছে তাকাই নি। কিন্তু তুমি সত্য, আজো তোমায় দেখি নি। ভালোবাসা কখনো মরে না, তুমি আছো আমার সারা শরীরে মিশে। যেখানেই থাকো ভালো থেকো অতন্দ্রিলা :)
@msjehad87863 жыл бұрын
True love
@santosaiful95423 жыл бұрын
Kuhje pele,,,janaiyen
@meherunmahi43113 жыл бұрын
আপনি এখনো বিয়ে করেন নাই?
@TARIQULISLAM-uf6bs3 жыл бұрын
vai apnr love story ta ektu bolben
@rahatmirza72023 жыл бұрын
@@meherunmahi4311 আমি বিয়ে করি নাই, করবো কিনা সেটাও ভাবিনি। আমি যখন তাকে প্রথম দেখায় ভালবেসেছিলাম তখন আমরা দুজন দশম শ্রেণী তে পড়তাম। এরপর যখন আমাদের মধ্যে ভালোবাসা হয় তখন আমরা দুইজন ইউনিভার্সিটির প্রথম বর্ষে পড়ি। ওই বছর ই উনি আমাকে ছেড়ে চলে যায়। ও কখনো বলেনি ব্রেকাপ। যেই বছর ও চলে যায় সেই বছরে আমার জন্মদিন এ এতো উপহার দিয়েছিলো যা আমার আনন্দ কে কয়েকশ গুন বাড়িয়ে দেয়। ঠিক এর দুই মাস পর ওর জন্মদিন ছিল আর আমি ওর মুখ টাও দেখতে পারি নি। আজো প্রতি বছর জুনের ১৮ তারিখ ওর জন্মদিন আমি পালন করি। তবে একা। ভালোবাসি আজো, তবে একা। সুখে থাকুক দোআ রইলো। শুনেছি বিয়েও করেছে। আমি এখনো ভালোবাসি ঠিক আগের মতো । ভালোবাসা কখনো হারায় না। এভাবেই বেঁচে থাকে আজীবন ।
@ShahadatHossain-n3r4 ай бұрын
আমি অভিমান করে বললাম, আর কখনো কল,মেসেজ করবো না।সে বলল 'আমিন'। চার বছরে তার থেকে এইটুকুই পাওয়া ছিলো, দোয়া করি সারাজীবন ভালো থাকুক।
@ObhiNs4 жыл бұрын
ঘুমানো নিষেধ তবে জেগে থাকা অপরাধ 🙂 অনুমতি আছে মৃত্যুর তবে সেচ্ছায় মহাপাপ 💔🥀
@Rakibkhan-zr8mh4 жыл бұрын
হুম
@justxhill68184 жыл бұрын
হুম
@riazhossain39603 жыл бұрын
ঘুমানো নিষেধ তবে জেগে থাকা অপরাধ অনুমতি আছে মৃত্যুর তবে সেচ্ছায় মহাপাপ 😥 আসলেই
@letssee36183 жыл бұрын
❤️🥺💔
@ArifurRahman-xi4un3 жыл бұрын
❤️
@rimonhossain96974 жыл бұрын
কমেন্ট পড়তে এসে আজ এক অন্যরকম অভিজ্ঞতা হলো। কষ্টে বুক যেন ফেটে যাওয়ার মতো অবস্থা। এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না।
@tahzibislam42804 жыл бұрын
Akdom... 😔
@vlog-ij3pv Жыл бұрын
কোনো আক্ষেপ নেই,আলহামদুলিল্লাহ, আপন করে পেয়েছি যাকে জীবনের থেকেও বেশি ভালোবেসেছিলাম। আজ ২ বছর সংসার জীবন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি🥰
@raihanrx4058 Жыл бұрын
........... .. ...... ....
@polamansixnine Жыл бұрын
❣️
@mabyfahim814 Жыл бұрын
ভাই সত্যি কি আপনি শুখি???
@vlog-ij3pv Жыл бұрын
আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি,আমার প্রিয়জনের দিক থেকে, লাখো কোটি শুকরিয়া 🥰
@vlog-ij3pv Жыл бұрын
@@mabyfahim814 দোয়া চাই,সারাজীবন যেনো ঠিক এভাবেই তার সাথে কাটিয়ে দিতে পারি
@MDATIKUR-ot7nx5 күн бұрын
ভালোবাসার প্রকৃত স্বাদ বিচ্ছেদে। বিচ্ছেদ না হলে জানতমই না একটা মানুষকে আমি এতো ভালোবাসতে পারি😊
@shamimreza96653 жыл бұрын
কোন এক ঈদের সকালে ,, তুমি আমার প্রথম ইনকামের ২৭০ টাকা রেখে দিয়ছিলে,,,সেই টাকা জন্য আমি তোমার সাথে ঝগড়া করেছিলাম ,,তুমি চুপিসারে কেঁদে ছিলে কিন্তু আমাকে বুঝতে দাও নি,,, আমায় নিয়ে তুমি অনেক স্বপ্ন দেখতে,, কিন্তু হঠাৎ এসএসসি পরীক্ষা পরীক্ষার আগে তুমি প্রথম স্টোকে না ফেরার দেশে চলে গেলে ,,তারপর থেকেই জীবন কে নতুন করে চিনা শুরু হলো,, প্রথমে ভেবেছিলাম পরীক্ষাটা দিব না কিন্তু তোমার স্বপ্ন পূরণ করতে দিয়েছিলাম তারপর থেকে দুইটা বছর আমি পরিবারের সাথে থাকতে পারিনি,, তুমি চলে যাওয়া আট বছর পূর্ণ হলো,, তোমার স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে এসে দাড়িয়েছিআমি,, বিশ্বাস করো মা এখন আমি তো নিজের ইনকামের টাকা দুহাতে উরাই কিন্তু তোমায় দিতে পারিনা ,,আজো আমি পরিবারে 10000 টাকা পাঠিয়েছি কিন্তু তবু আজও সেই পরিবারের বাইরে রয়ে গেছি,,, অনেকে হয়তো তোমায় ভুলে গেছি কিন্তু আমি কখনো ভুলতে পারিনি ,,আমার আব্বু সংসারে নতুন একজন কে পাইছে কিন্তু আমি কখনো তোমাকে পাইনি ,,কখনো আর পাবো না,,, কিন্তু কখনো তোমাকে ভুলতে পারব না,, দোয়া করি মা আল্লাহ যেন তোমার সকল দোষ ক্ষমা করে তোমাকে ওপারে ভালো রাখেন এবং জান্নাতুল ফেরদৌস দান করেন,, তোমাকে অনেক ভালবাসি মা কিন্তু বলতে পারিনা
@habibajahankhushi63332 жыл бұрын
Nijer ojantei kede diyesi🖤
@dhakadak65302 жыл бұрын
ভাই আপনার পোষ্ট টা দেখে কান্না ধরে রাখতে পারলাম না😭😭😭 কেনো এমন হয় ভাই কেনো কেনো কেনো😭😭😭😭
@pixieangel83392 жыл бұрын
Prithibi te mayer moto apon Kew hoi na,,,apnr comment ta pore Vetor ta fete Kanna astiche😭
@walidmeraj69722 жыл бұрын
😭😭😭
@tahsinahmed67372 жыл бұрын
🥲🥲
@sharifurrahman97403 жыл бұрын
একসাথে প্রাইমারি স্কুলে পড়েছি, ২০০৫ সালে ক্লাস ৫ম শ্রেনীর বার্ষিক পরীক্ষা শেষ হলে সে চলে যায় অন্য কোনো এক শহরে অন্য এক স্কুলে। আলহামদুলিল্লাহ ১৫ বছর পর ২০২১ সালে এসে তাকে আমার করে পেয়েছি, আগামী মাসেই আমাদের বিয়ে। প্রতিটি ভালোবাসায় পূর্নতা আসুক,সকল ভালোবাসার মানুষ গুলো অনেক ভালো থাকুক। #আপডেট ( ৩১ ডিসেম্বর ২০২১ আমাদের বিয়ে)
@jisanmahmud37813 жыл бұрын
vai khub lucky apni.....amio valobsashi emon ekjon k se bujeni amak
@Hamim183 жыл бұрын
same thing happened with me brother in 2019. ❣️
@coolboy13853 жыл бұрын
Congratulations bro
@mdshahadathosen98353 жыл бұрын
🥰🥰🥰
@palashmiah12623 жыл бұрын
ভাগ্য সবার হয়না দাদা আপনার মতো🙂
@jannatulmomo97742 жыл бұрын
"একা বেচে থাকা" জরুরি না হলেও "একা বেচে থাকতে শেখা" টা অত্যন্ত জরুরি 💙💙💙
@mdtito10812 жыл бұрын
হুম
@bipashaakter71082 жыл бұрын
Apih perfectly said!😅
@Lucifer696162 жыл бұрын
Right 💯
@tarektafi35212 жыл бұрын
Hm
@hasanraj99852 жыл бұрын
hoo apu thik kotha bolsan
@33mushammedsumaiya574 ай бұрын
এইতো প্রায় পাঁচ বছর হতে চলল.... কথা নেই, যোগাযোগ নেই, আর কখনো হবেও না....... কিন্তু একদিন যোগাযোগ ছিল, অনেক কথা ছিল,অনেক ভালোবাসা ছিল, আর বুক ভরা স্বপ্ন ছিল তোমার সাথে সংসার করার।বড্ড ভালো যে বাসতাম তোমায়। কিন্তু কি আর করার বলো,আমার পুরো পৃথিবী জুড়ে তুমি থাকলেও আমি তোমার কোথাও ছিলাম না। তুমি জানতে আমি তোমাকে কতটা ভালবাসি , তুমি জানতে তোমার প্রতি আমার দুর্বলতা কতটুকু, তুমি জানতে আমি তোমাকে ছাড়া নিঃস্ব.... তুমিও বলতে তুমি আমায় ভালোবাসো..... কিন্তু যখন আমার হাতটা ধরার সময় এলো তুমি তখন আমার হাত টা ধরলে না, একটাবার সাহস করে তোমার পরিবারের সামনে বললে না যে তুমি আমায় ভালোবাসো। আমাকে তোমার জীবনে রাখার জন্য তুমি কিছুই করলে না। আমার হাতটা ছেড়ে অন্য আরেকজনের হাত ধরে সংসার শুরু করলে।জানিনা কিভাবে পারলে। খুব জানতে ইচ্ছে হয় যখন তুমি কবুল বলেছিলে তখন কি একটা বারের মতো তোমার আমার কথা মনে পড়েনি, তোমার বুকটা কি একটা বারের জন্য ও কাপে নি। এই প্রশ্ন তোমার কাছে আমার মৃত্যু পর্যন্ত রইবে। দোয়া রইল তুমি সুখী হও যদিও আমি জানি তুমি অনেক সুখে আছো।
@mkwazbanglabd.939024 күн бұрын
পুরো আমার জীবনের সাথে মিলে গেছে 😭😭
@souvikbanerjee3608 Жыл бұрын
এই গানের নীচে একদিন নিজের গল্প লিখতে আসবো ভাবিনি। ভালোবেসে তার নাম রেখেছিলাম 'বিভাবরী'। আদর করে ডাকতাম বিভা বলে। লং ডিস্টেন্স সম্পর্কে সাড়ে তিন বছর তাকে চোখে না দেখেই ভালোবেসে গেছিলাম, bsc 1st year থেকে , graduation পাস করে চাকরি পেলাম, তার বাড়ির লোকের সাথে দেখা করলাম, আমাদের সম্পর্কের কথা সে জানালো , বাড়ি থেকে আপত্তিও এলোনা। সেও চাকরি পেলো খুব ভালো জায়গায় , ভেবেছিলাম আমার জীবনের এতখানি লড়াই, এবার বুঝি শেষ হলো। কিন্তু তারপরই সব বদলে গেল! সে জানিনা কেন আমার সাথে আর থাকতে চাইলো না, তার বাড়ির লোকও অস্বীকার করলো আমাদের সম্পর্ক। আজ তার সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন। সে থাকতে চায়নি, আমি তাকে রাখতে পারিনি। এখনও আমি তার মায়া কাটিয়ে উঠতে পারিনি, তাই একাই আছি লক্ষ্যহীন ভবঘুরে এক জীবনে। কমেন্ট রেখে গেলাম, যদি কোনোদিন এই গান শুনতে এসে এই কমেন্ট টা সে দেখতে পায়।
@soruarehosen Жыл бұрын
😅
@nasense0143 Жыл бұрын
Dada,ekhon thik hoyeche sab????
@MdMamun-cl2ux11 ай бұрын
সে এখন লেখক,,তার বই প্রকাশ পেয়েছে
@sumonislam760411 ай бұрын
vai onek koster kotha pukas korle onek vao lagol asakori apnar agami din gulo vlo katuk amin
@shasankanath867311 ай бұрын
মেয়েরা যে কখন কি চায় বোঝা অসম্ভব ভাই। ভালো থেকো ভাই ।
@hridoyhossain5863 жыл бұрын
আগে টাকা কামাও, ভালোবেসো পরে। গরীবের ভালোবাসা নিলাম হয়, চৌরাস্তার মোড়ে!🖤
@md-qg6sy3 жыл бұрын
হুম
@mehedifaysal25753 жыл бұрын
পাগলা খালি টাকা থাকলেই হয় না ভাগ্যে থাকা লাগে
@florenceripaadhikari67923 жыл бұрын
Ei kotha ta ekdomi vul . Poristhiti r poribesh r ma-baba,family er chinta ta o onek boro bishoy ekta mey er jonno. Ma baba jara take jonmo diyeche r ei dik e nijer valobasha. 2 tai volai onek boro bishoy onek.........ki korbe shei mey ta emon poristhiti te porle. Ahob kichu taka naaaaa..........
@sajjadahamed20723 жыл бұрын
@@florenceripaadhikari6792 hae tomar Kotha gohulo soundor,, kinthu taka oi jodi sob Kichu na hotoh ta hole hoy toh amar vlo basa r Manus ti aj amake cere chole jeto na.😔💔
@florenceripaadhikari67923 жыл бұрын
@@sajjadahamed2072 ami r ki bolbo bolo.karor amar bishoy kichu ta emon bishoy related 😔.ami amar valobashar kache porajito.💔
@Tishanita18 күн бұрын
গানটার একটা অদ্ভুত মায়া আছে যতবার শুনি আটকে যাই। আর অজানা কোনো কারণে চোখ টা জলে ভরে যায়❤️
@goodbye7884 жыл бұрын
আলহামদুলিল্লাহ দীর্ঘ ২ বছর রিলেশন শেষে অবশেষে অনেক জামেলা করে একা একা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। এরকম বাংলার সোনামনি সবার ভাগ্য খুব কম জুটে। যাই হোক অনেক সুখে আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য।
@RIMOn-gu8ty4 жыл бұрын
❣️❣️
@nirjharahamed79754 жыл бұрын
Stay happy always brother ❤️
@goodbye7884 жыл бұрын
ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের
@PritomPaul19204 жыл бұрын
সুখী হবেন, সবার ভাগ্যে জুটে না :)
@goodbye7884 жыл бұрын
@@PritomPaul1920 ধন্যবাদ ভাই❤❤
@Akhtaruzzaman3007 Жыл бұрын
যাদের তোমারা পাওনি, তাদের ভুলে যাবার ক্ষমতা তোমাদের হোক। কাউকে দূর থেকে মনে রাখার এই দীর্ঘ য'ন্ত্র'না থেকে সবার মুক্তি হোক।❤️
@isratsumia9787 Жыл бұрын
Amin.. Ei koshto ta j ki jontrona dey! Jodi jantam jake bhalobashi she hariye jabe ebhabe tahole hoyto etota bhalobashtamna 😢💔 The memories literally killling me from inside 💔
@deidara007 Жыл бұрын
❤❤❤❤❤❤
@fariatuz9681 Жыл бұрын
@@isratsumia9787😅😅sbr bagge valobasha thake na😅
@ShahnajJepi Жыл бұрын
চাহিলে কি ভুলা সম্ভব
@PeterParker-vb5gs Жыл бұрын
❤❤
@porismrity28103 жыл бұрын
আলহামদুলিল্লাহ.. সব কষ্টের অবসানের পর তাকে পেয়েছে..আল্লাহ্ দিয়েছেন...আমাদের এক করে...💞
@usaeidrayhanplabon63983 жыл бұрын
শুভকামনা ভাই। এই ব্যর্থ প্রেমিক এর দোয়া রইল আপনাদের সবার সাথে শুভ হোক আগামীর পথচলা। মনের মানুষকে নিজে পেলেও জতটা না খুশি হতাম তার চেয়ে বেশি খুশি হই অন্য কেউ তার মনের মানুষকে পেলে। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা। ইতি, ব্যর্থ প্রেমিক।💔
@Mariana40058Ай бұрын
কমেন্ট বক্স পড়ে অজোরে কান্না....! যে প্রকৃত ভালোবাসে সে হেরে যায় হয়তো বাস্তবতার কাছে,নয়তো তার ভালোবাসার মানুষের ভালোবাসা নামক অভিনয়ের কাছে!
@rituakter20254 жыл бұрын
৮ হাজার কমেন্ট এর ভেতরে যে জীবন্ত লাশ গুলো বেচে আছে তাদের স্যলুট জানাই।আমার ৭ বছরের সম্পর্ক ঠিক এদের মত গল্প ছিল😥 তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই কিন্তু এক আকাশ সমান অভিমান জমে আছে! এটা সারা জীবন থাকবে।আসলে তোমার সাথে আমার না হওয়া একটা সংসার রয়ে গেল।💔 একা বেঁচে থাকতে শিখ প্রিয়।🥀🌸
Amr 4 bochorer love ta o emn bari 8 hazar manusher motoi
@sajidurrahman90784 жыл бұрын
Stay strong dear😊
@tipokhan56294 жыл бұрын
Hmmm
@singwithoutmusic47803 жыл бұрын
2017 কলেজে উঠার পর প্রথম ভাললাগা তারপর ভালবাসা! আবার ৬৪ দিন পর ১১ ডিসেম্বর বিচ্ছেদ, তারপর তোমার বিয়ে হয়ে গেলো অন্য এক অপরিচিত মানুষের সাথে, আমি পাগল হয়ে গিয়েছিলাম মরতে চাচ্ছিলাম বারবার,কেননা ঠিক তখন তোমারো এক অচেনা চেহারা দেখেছিলাম, ব্যস কেটে গেলো ২ বছর এর বেশি সময় চাকরি পেলাম একটা, ভুলতে পারিনি তবে আমিও নিজেকে সামলিয়ে নিয়েছিলাম, কিন্তু আবার ২০২০ এ তোমার আবার একটা মেসেজ আমার ইনবক্সে আসবে ভাবিনি কখনো, তুমি বললে ক্ষমা করে দিও,আমি বললাম যেখানে তোমাকে অপরাধীই ভাবিনা তবে ক্ষমা করবো কেনো? তুমি কেদে দিলে, বললে নিয়ে চলো আমায়, ভালবাসি তোমাকে, খুব কান্না করছিলে তুমি! আমি বললাম সুখে থেকো
@abssujon11173 жыл бұрын
সচ্ছ ভালোবাসা গুলো সবসময় এমনই হয়,,, কখনওই অপূর্ণ থাকে না
@singwithoutmusic47803 жыл бұрын
কি অদ্ভুত, তাহার বরের নাম ও সুজন আলী
@afridjahan60263 жыл бұрын
একা বেচে থাকতে শেখো প্রিয় ---😢😢😢
@muhammadsagor79643 жыл бұрын
🥺
@gazinur44353 жыл бұрын
ভালোবাসা গুলো ভালো থাকুক এইটাই আমার চাওয়া
@avisheksheaven43513 жыл бұрын
গানটা শুনতে এসেছিলাম, এখনো শোনা হয়নি, কমেন্টস এর মধ্যে সবার কষ্টের আর্তনাদ গুলো, হৃদয় ছুঁয়ে যাচ্ছে যা খুবই নাড়া দিচ্ছে আমাকে। ভালো থাকুক সকলেই সেই প্রার্থনা করি।
@priyabookscomputerАй бұрын
রাত 4 টা বাজে এখন কোনো এক আকাশ পরিমাণ কষ্ট বুকে নিয়ে গান টি শুনতে আসছি যেইখানে রয়েছ ভালো থেকো প্রিয় নিশু।
@babusdiary32354 жыл бұрын
2021 এ একাদশ বারের মতো শুনলাম। অফলাইনে শতবারের উপরে শুনা হয়ছে। ২০২১ এ যারা শুনছেন তারা সাড়া দিন।
@minhajulabddin98793 жыл бұрын
অনেক বার শুনলাম এই বছর ৪ বার
@Napa_5003 жыл бұрын
Ami🤗🤗
@nazminnahar45433 жыл бұрын
Shunchi🙂🙂
@ahearrahman3 жыл бұрын
Roj Rat E Na Sunle Ghum Ase Na...😔😔😔💔 17/01/2021 2:34 AM
@sazzadkhansifat87873 жыл бұрын
অনেক বার
@nirobraju932 жыл бұрын
প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আল্লাহ আমাদের অনেক সুখি রেখেছেন। 🖤 শূন্য পকেটে 'ও' পাশে ছিলো। এখনো আছে।দোয়া করবেন সবাই আমাদের জন্য।
@ikbalhasan30622 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@mst.tajnurTR2 жыл бұрын
Valo thakben apnra dowa Kori☺️🙂
@tasingaming28122 жыл бұрын
Doa kori Valo thakben Inshallah
@shahariaopu49232 жыл бұрын
আগলে রাখুন আপনার ভালোবাসাকে , দোয়া করি
@motivationalspeech68892 жыл бұрын
Allah vlo rakhun apnader🤲☺️
@rubelahmed18913 жыл бұрын
সময় টা ২০০৯ সাল থেকে ৩ বছর রিলেশনশিপ এর পর আল্লাহর রহমতে ২০১২ জানুয়ারি ২৭ তারিখে বিয়ে হয় আমাদের। আলহামদুলিল্লাহ ভালই আছি আমরা সবাই আমদের জন্য দোয়া করবেন।
@ahmedrahmancreations479 Жыл бұрын
💙
@anannaahammed31744 ай бұрын
এই গান টা আমি যতবার শুনতে আসি, বার বার শুনি। কারণ আমার কমেন্ট গুলো পড়া শেষ হয় না... কতই না কিছু শিখিয়ে যায় জীবন,শুধু একা বাচতে শেখায় না..
@MdAjib-ul9ve2 күн бұрын
😅
@crazytutor3 жыл бұрын
কোনো একদিন খুব বৃষ্টি হবে তুমি আর আমি একসাথে ভিজবো তুমি মাটির উপর আর আমি মাটির নিচে সবশেষে একা বেচে থাকতে শেখো প্রিয়
@mdabdulmalek26943 жыл бұрын
hmm
@mithilafarjana8223 жыл бұрын
😔😔
@crazytutor3 жыл бұрын
@@mithilafarjana822 🙂🙂🥰
@rxhridoy98583 жыл бұрын
হ্যাঁ হবে হয়তো 😢
@crazytutor3 жыл бұрын
@@rxhridoy9858 🥰😭
@kamruzaman93543 жыл бұрын
মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে..অসহায়ের মতো কেঁদেছিলাম.... তার পরেও সে আমার হয়নি.. 😭
@talukdarsourav19413 жыл бұрын
ভালো থাকুক ভালোবাসা ভালো থাকুক ভালোবাসার মানুষ❤️🙂
@shanjomall-noor40562 жыл бұрын
গল্প সবার জীবনেই থাকে৷ কেউ লিখে মন হালকা করছে, আর কেউ কমেন্ট গুলো পড়ে চুপচাপ কেঁদে চলে যাচ্ছে 🙂
@danidaniels62772 жыл бұрын
Hmmm 😓
@amshisir2 жыл бұрын
Hmm😭
@utsho74922 жыл бұрын
🙂
@orkpereira25012 жыл бұрын
Vhi ami 😭
@drtasirahamed29382 жыл бұрын
Moner kotha bolecen vai❤️
@MdRasel-uo3woАй бұрын
জ্যোতি... প্রায় দুই বছর হতে যাচ্ছে আমার সাথে তুমি নেই... শেষ একবার দেখা হয়েছিল হাসপাতালে.. আমার অসুস্থ বাবার পাশে দাড়িয়ে তার জ্বর মাপছিলাম... আর তুমি এটা দেখেও পাশ কেটে চলে গেলে... একটাবার ফিরেও তাকালে না... অথচ কতই না মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলে দীর্ঘ ৬ বছরের সম্পর্কে.... সত্যিই এখন আর কোনো অভিযোগ নেই.... খুব ভালো থেকো....
@aibrytff62384 жыл бұрын
তুমি যাওয়ার আগে বলে গিয়েছিলে. হয়ত একদিন বৃদ্ধ বয়সে আবার দেখা হবে..টপটপ করে চোখের পানি পড়বে. তোমার জড়িয়ে ধরার ইচ্ছে হবে তোমার হাত ধরে শেষ নিশ্বাস ত্যাগ করার ইচ্ছে হবে. কিন্তু কোনটাই হবে না. চোখের পানি টা নিজেই মুছে পরকালে মিলনের অপেক্ষায় আবার হাটা শুরু করবো.. কিন্তু যতদিন বাচবো তোমার নাম নিয়ে বাচবো প্রিয় 💔
@noyonrahman55814 жыл бұрын
Ahaaa....💔
@asifarafat36904 жыл бұрын
Serra
@monikhan64414 жыл бұрын
😑😑😑😑
@nadianawshin58884 жыл бұрын
Thik bolchen ja ja sopno dekha hoyeche kichui r puron hbena...hoito atai neoti...atai mante hbe....ai prithibite R ak Howa hbena....hyto porokale ak HBO....hoito....sei icchatei hoito ai jibonta paar korte hbe....ekai bachte hbe...
@moumetaalo38014 жыл бұрын
😭
@nisho39973 жыл бұрын
তবু মেনে নিতে হয়, হেরে যেতে হয় ভালোবেসে। সব কি আর কেঁদে পাওয়া যায়, কিছু ছেড়ে দিতে হয় হেসে 🥀 ভালোবাসতাম :) ভালোবাসি :) ভালোবাসবো :) 🖤
@juhibarma88533 жыл бұрын
একদম ❤🥀
@wearemuslimah20233 жыл бұрын
🥲🥲🥲
@everythingistawaf34103 жыл бұрын
🎵+🔊+😟=😭🖤
@munnasarker93593 жыл бұрын
কথা গুলা লেগে গেলো 💔
@zakirhasan23013 жыл бұрын
ছেড়ে যেওনা জীবন্ত লাশগুলোর ময়নাতদন্ত 🚑 করলে ফেঁসে যাবে অনেক প্রিয়জন ।
@athoyjannatdancecover52163 жыл бұрын
একসময় তোমাকে পাবার জন্য, তাহাজ্জুদ নামাজে কান্না করতাম, এখন তোমাকে ভুলতে তাহাজ্জদ নামাজ এ কান্না করি।🙂
@abuhamza57913 жыл бұрын
😔💔
@mohammadedris6783 жыл бұрын
ধৈর্য হারা হতে নেই
@IsratJahan-ud4ml3 жыл бұрын
😢
@mrnai93 жыл бұрын
সবার মত আমারও শেষ চিঠিটা এখানে রেখে গেলাম প্রিয়😥 শুধু তোমার জন্য রাজশাহী শহরে গিয়েছিলাম পড়াশোনা করতে। বাবা-মা আমাকে ঢাকা তে পড়াশোনা করতে পাঠাতে চাইলে বিভিন্ন অজুহাত দেখিয়ে আমি রাজশাহীতেই যাই 🥺 কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস রাজশাহী গিয়ে তিন চার মাস পরেই তোমাকে হারিয়ে ফেলি চিরতরে 😥 10 তারিখ তোমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করি অনেক কিছু তুমি আমার সব কথা এড়িয়ে যাও কিছু উত্তর দাও না 😔 11 তারিখ রাতে তোমার এক বান্ধবী বলে তোমার বিয়ে হয়ে গেছে আজ 🥺 বুঝতে পারছিলাম না কি করবো, তিন বছর একসঙ্গে পথ চলা 😥 কি করে ভুলবো তোমায়?? অনেক কষ্টে নিজেকে সামলিয়ে নেই 🥺 লাল শাড়িটা পড়ে তো আমার পাশে বসানোর কথা ছিল কিন্তু কেন অন্য কেউ এখন?😥 জীবনের সবটুকু দিয়ে ভালোবেসে ছিলাম প্রিয় তোমাকে 😥আজও ভালোবাসি আর সারা জীবন হয়ত বাসবো😔 তুমি হয়তো অন্যের বুকে সুখে আছো কিন্তু আমিতো সুখে নেই ,আজও তোমার স্বপ্নগুলো বুকে লালন করে বেঁচে আছি 😔 কিন্তু তুমি তো কথা দিয়েছিলা, শেষ নিশ্বাস পর্যন্ত যাই হয়ে যাক না কেন আমার সঙ্গে থাকবে কই গেল তোমার প্রতিশ্রুতি ?😔 যে নগরীতে শুধু তোমার জন্য গিয়েছিলাম সেই নগরীতে আজ তুমি নেই, নগরী টা আজ বিষাক্ত লাগে প্রিয়🥺 প্রিয় আর কাউকে কোনদিন ভালোবাসবো না, বাবা-মা যাকে পছন্দ করে এনে দিবে চোখ বন্ধ করে মেনে নেব 🥺 আজও চিৎকার করে বলতে ইচ্ছে করে 😔 খোদা একটা মানুষই তো চেয়েছিলাম তাই না পুরো পৃথিবীতো আর চাইনি, কেন দিলানা?😥 জানি খুব কষ্ট হচ্ছে, তার পরেও একা বেঁচে থাকতে শিখতেছি প্রিয় 😥
@officialahasan3 жыл бұрын
aamin... allah kobul koruk
@sulataswarnakar75315 ай бұрын
অয়ন, আজ প্রায় তিনবছর হতে চলল, আমাদের কথা হয় না। তোমার আমার আলাপ হয়েছিল ২০২০ এর শেষে ফেসবুক সূত্রে। একটা বছর আমাদের মধ্যে মেসেজে কথা হয়েছিল, দুজন দুজনকে ভালোবেসেছিলাম। আমরা, দূরে থেকেও। আপনি বাংলাদেশের রাজশাহীতে , আমি ভারতের কলকাতা । আমাদের কখনও দেখা হয়নি। অথচ আমরা দূরে বার্তার মধ্যে , আলাপের মধ্যে একে অপরকে নিবিড়ভাবে ভালোবেসেছিলাম। ভিডিও/ অডিও কলে দু একবার কথা হয়েছিল আমাদের মধ্যে। অথচ বর্ডারের, কাঁটাতারের ব্যবধান আমাদের দূরেই রাখলো। ব্যবধানটা সত্যি হলো কয়েকটা কথাবার্তার দ্বারা আমাদের মনমালিন্য , অভিমান। যা এখনও দুজনেই বয়ে চলেছি। সেই অভিমানে আমি নত হয়েছি, বেশ কবার, আপনার সামনে, অথচ আপনি এখন আমাকে চান না, ভালোবাসেন না, সময় পেরিয়েছে অনেকটা, আমি আপনাকে ভুলতে পারিনি, পারিনা, পারছিনা। দুঃস্বপ্ন ভেবে ভাবনা গুলোকে বাঁধা দিতে চাই যখনই ততই আপনি যেন আরও জড়িয়ে যান আমার সমস্ত জীবনের ভাবনার সাথে। নিত্যদিনের এই ভাবনা আমাকে, আপনাকে নিয়ে লিখিয়ে নিচ্ছে কবিতার বই, ব্যক্তিগত ডায়েরী। আপনাকে আমি বারবার ফোন করে, মেসেজ করেও যখন ইগো, অভিমান, আর আ্যভয়েট পাই তখন বিরক্ত করা কিংবা নত হয়েও বোঝাপড়া করেও না বোঝার ঝরা ফুল পাই তখন শূন্য হয়ে ফিরে আসি, অথচ শূন্য নই, নিয়ে আসি বিরহের বেদনা, অশ্রুর ফোঁটা মিলিত মোহনা। যে মনে রয়ে যায় তাকে না পেলেও যে সে থাকবে এই ভেবে আজও ভালোবেসে যেটুকু পাই তাই সই। আজ ২০.০৭.২০২৪, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, অবস্থা সম্পর্কে অবগত। ছাত্র আন্দোলনে এতগুলো ছাত্রের মৃত্যু হচ্ছে, একটা স্বাধীন দেশে। ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করা রাজাকার, সরকার, ফ্যাসিস্টরা যেভাবে ছাত্রদের ওপর পোষা পুলিশবাহিনী দিয়ে ছাত্রদের দমিয়ে রাখতে চাইছে, তা এই বাংলাদেশের স্বাধীন দেশের জন্য বড়োই মর্মান্তিক ঘটনা। আপনার জন্য আমার চিন্তা হচ্ছে ঠিকই, তবুও বলবো, "লড়াইটা জারি রাইখেন।" পাশে আছি। ভালোবেসে আছি। বন্ধু- সিনিয়র- জুনিয়র- ছাত্রদেরকে নিয়ে লড়াইয়ে সামিল থাকেন। ❤ আজও ভালোবাসি অয়ন, ভালোবাসি ভালোবাসি। - সুলতা, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
@remanahmed322 ай бұрын
আপু টেক রেসপেক্ট ❤,আপনাদের মতো শুভকামনার মানুষ থাকাতেই আমরা ফ্যাসিস্ট কে বিদায় করতে পেরেছি,
@mohammadabid625Ай бұрын
Valobasa hoy toh asolai amon onk manus bujta parla o bujta chai na 😢
@setudey1.0Ай бұрын
হাই, আপনার সাথে কথা বলা যাবে?
@kukurchana4652Ай бұрын
ইমন, আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। তুমি খুব খারাপ। তুমি শুধু আমাকে কষ্ট দাও। আমার কষ্ট তোমায় আনন্দ দেয়। _ আর কখনো তোমার কাছে ফিরে যাবে না, কখনো না!
২৯.০৮.২০২০ একা বাঁচতে শিখতে গেছি প্রিয়। প্রায় তিন বছর হতে চলল... বড্ড হাপিয়ে উঠেছি জানো,কথা জমতে জমতে বুকের ভিতর কথার পাহাড় হয়ে গেছে। চারিদিকটা কেমন যেন নিস্তব্ধ,ধুধু করে... মনে হয়,আমার তো কেউ নেই।। বিশ্বাসগুলো ভেঙে চুরমার হয়ে গেছে,কাউকে বিশ্বাস করতে পারি না আর।।তুমি ছাড়া তো কেউ ছিল না আমার,তবে কেন আমারই এই শাস্তি প্রাপ্য???এত অবহেলা,এত অসম্মান সত্যিই কি পাওনা ছিলো আমার??তুমি তো জানতে মিথ্যেটা আমার বরাবরই অপছন্দের, তবে কেন???? শেষ যেদিন দেখা হলো.... তুমি বলেছিলে,"আমার দ্বারা নাকি প্রেমটা হবে না।।".................যাক অন্তত এইটুকু তো চিনেছিলে!! আমার বলা কথাটা এখন কতটা বোঝো, কিংবা আদেও বোঝো কিনা জানি না.... তবে বুঝবে!!"বয়স বাড়ুক,রক্তের গরম কমুক সেদিন বুঝবে।।যত মেয়েই আসুক তোমার জীবনে, সারাজীবন তুমি সবার মধ্যে আমাকেই খুঁজবে।" সম্পর্কটা শেষ,তুমি নেই,আমিও আছি আমার মতো.... ভালো থেকো,নিজের শরীরের খেয়াল রেখো।। ভালোবাসা❤️
ঠিক কতোটা নির্লজ্জ হলে, ছেড়ে যাওয়া মানুষটাকেই আমরা মোনাজাতে চাই তা কেবল আল্লাহ'ই জানেন। 😊
@hridoyhassanmanik25793 жыл бұрын
Right
@kazitasnimhasan98963 жыл бұрын
ভাই,দোয়া করতে থাকবেন।মন থেকে দোয়া করতে থাকবেন।আমি এটাই করি এখন।
@srabonyrahman23633 жыл бұрын
কে বলেছে ভালোবাসা মিথ্যে?এই গান গুলোর কমেন্ট গুলো বুঝিয়ে দেয় ভালোবাসার সত্যতা!!🙂
@MEMOUNAT3 жыл бұрын
There’s no love , only sex and loneliness.
@abdurrajjakmiah64423 жыл бұрын
Hmm 🙂
@alaminsarker16812 жыл бұрын
কমেন্ট পড়ি আর গানটা শুনি
@sagnikpanja200010 ай бұрын
@@MEMOUNAThell yeah brother
@omihossain96132 ай бұрын
৬ বছর আগে যেদিন গানটা সুনেছিলাম গানটার রিলিস্ক বুজতে পারতাম ফালতু একটা গান বাভতাম কিন্তু একদিন এই গানটাই যে আমার সব থেকে প্রিয় আপন জন হয়ে উঠবে কে বা জানতো🙂 গানটা সুনলে এক দরনের সুখ অনুভূতি করি🤧
@pritibanik34184 жыл бұрын
দূরে দাঁড়িয়ে প্রিয় মানুষকে দেখি অন্য কারোর হাতে হাত রেখে। মাথা নিচু করে অচেনা ব্যক্তির মত পাশ কাটিয়ে পেরিয়ে গেলাম। হেডফোনে বেজে উঠলো " একা বেচেঁ থাকতে শেখ প্রিয়" 🖤
@Alphabet-h1p4 жыл бұрын
নীরাগ লাগে ভারি
@mr.tanvir-x4 жыл бұрын
😢
@ajsshakil78074 жыл бұрын
You are strong
@RahatKhan-jg6kz4 жыл бұрын
💔💔💔
@sabbirhossen42263 жыл бұрын
অপরিচিতা থেকে পরিচিতা, পরিচিতা থেকে প্রেয়সী, প্রেয়সী থেকে পরিণীতা হওয়ার যাত্রাই আবার ও অপরিচিতা হওয়ার পুরো যাত্রাটি নিদারুণ সুন্দর। সকল প্রণয় গপ্লের সমাপ্তি পরিণয় হয় না প্রিয়ো ☺🍂🌼
@sweetysneha87373 жыл бұрын
Ha khub bhalo mato jani
@sajedaakther95393 жыл бұрын
Masaallah onk sondor liksan.
@janeysworld64443 жыл бұрын
🙂🙂🙂🙂🙂
@pritomsharma61973 жыл бұрын
অভিযোগ ফুরোয়, যোগাযোগ ফুরোয়, অধিকার ফুরোয়; তবু কিছু মানুষের প্রতি মায়া ফুরোয় না!' 🖤
@rahelaakter43373 жыл бұрын
এইটা চির সত্য
@mdsamimhossain74213 жыл бұрын
মুখে বলি তাকে পরিপূর্ণ ভাবে ভূলে গেছি!💔💔💔 কিন্তু, মনকে বিশ্বাস করাতে পারি না কেন😭😭😭😭😭
মায়া! সে তো পুরোবার নই।আত্মা যেদিন ফুরিয়ে যাবে সেদিন মায়া ও ফুরিয়ে যাবে🙂
@sadiarahmantoma99462 ай бұрын
জীবনে তাকে আনতে চাইনি কখনো,, কিন্তু এসে গিয়েছিলো। তবে তার মাধ্যমে আল্লাহ আমাকে অনেক সুন্দর শিক্ষা দিয়েছেন,যেটা আমার জীবন কে আরও সুন্দর করে তুলেছে❤ কিন্তু মনের মধ্যে সে এখনো থেকে গিয়েছে,,,
@iimtamim4 жыл бұрын
তিন দিন ধরে কোন যোগাযোগ ছিলনা,আমি অস্থির হয়ে গেছিলাম। হঠাৎ তিন দিন পর এক অচেনা নাম্বার থেকে কল, আমি রিসিভ করে হ্যালো বললাম কিন্ত কোন উত্তর পেলাম না।কিছুক্ষন পর দীর্ঘশ্বাস শুনতে পেলাম বুঝে গেলাম এটা তুমি🖤। অনেক প্রশ্ন করলাম তোমায় তুমি শুধু বললে পারলে একবার আমার বাসার সামনে আসো।তোমার দেয়া সেই নীল শার্টটি পরে তোমার বাসার সামনে গেলাম,অনেক ঝকঝকে আলো জালানো ছিল তোমার বাসায়।হঠাৎ চোখ পরল একটা সাইনবোর্ডে,তোমার ছবি দিয়ে লেখা ছিল তোমার গায়ে হলুদের কথা।কিছুখনের জন্য আমার দম বন্ধ হয়ে গেছিল।বুঝতে পারলাম আজকের কথাই আমাদের শেষ কথা। মনের অজান্তেই চোখ থেকে অশ্রু ঝড়ছিল😭। বাসায় চলে গেলাম আমার রুমমেটরা হাজার চেষ্টা করেও আমার কান্না থামাতে পারেনি।🖤 একা থাকতে শিখে গেছি প্রিয় ভালো থেকো
@jarinsultana64034 жыл бұрын
☹️😓
@iimtamim4 жыл бұрын
@@jarinsultana6403 💔
@jarinsultana64034 жыл бұрын
@@iimtamim aita ki real
@iimtamim4 жыл бұрын
@@jarinsultana6403 mitthe bolar saddho nei je🙂
@jarinsultana64034 жыл бұрын
@@iimtamim amon no hoite pare😣😥😓
@fahadbarkotullah70023 жыл бұрын
গানটি কখনো ডাউনলোড দেই না, কারন ডাউনলোড দিয়ে শুনতে গেলে এই জীবন্ত লাশগুলোর প্রাপকহীন চিটিগুলো পড়া হবেনা।
@iftikhan60583 жыл бұрын
কমেন্ট গুলা পড়ার জন্য বার বার শুনি
@maliha67413 жыл бұрын
Same
@akashhossain47693 жыл бұрын
☹️😰🙁😕😟🥺
@loveniloy42783 жыл бұрын
😥😢
@romanahmed40983 жыл бұрын
- উপসংহারে যদি বিচ্ছেদই থাকে💔 - সূচনা কেন এত রঙিন🙂🥀
@subonnajahan22523 жыл бұрын
Wow❤️❤️
@romanahmed40983 жыл бұрын
@@subonnajahan2252 😅😅😅
@romanahmed40983 жыл бұрын
@Faheem Shahryar 🙃🙂🙃
@amitumi71233 жыл бұрын
মুখোশধারী মানুষ থাকে বলে
@solaymanhossintonmoy7833 жыл бұрын
বাহ্ ভাই ❤❤
@princeraju28812 ай бұрын
অনু!! এই গানটি যখন গুনগুন করে গাই কিংবা যখন শুনি আমার কলিজাটা তখন ভীষন শুন্য লাগে। মনে হয় যেন আমার অনু আমার মধ্যে নেই। সে কি মহাশুন্যতা। যেন কেউ এই মহাশুন্যতা কোনোদিন চাইনি কিংবা চাইবেও না। তোমার ছলনার কাছে আমি ভীষন পরাগ্রস্ত!! আমায় কোনোভাবে কি বাঁচাতে পারো তুমি অনন্যা? 😢😢😢
@farjanaanonna612126 күн бұрын
আমার নাম ও অনন্যা।তবে আমিও এক পরাস্ত যোদ্ধা😢
@ashrafulramim78143 жыл бұрын
৭ বছর পিছে পিছে ঘুরেছি। তোমায় অনেক ভালোবেসেছি। তোমার ছাড়া অন্য কারো দিকে না তাকিয়ে তোমার সাথে সাথে হেটেছি। খুব কস্ট পেয়েছি তবুও ভালোবেসেছি। এতো বছর ভালোবেসেছি অমৃত্যু বাসবো ইনশাআল্লাহ। তুমি যখন অন্যের হয়েছিলে তখন একা বাচতে শিখেছি। এখনো তোমায় ভালোবাসতে ব্যাস্ত আমি আর তুমি অন্য কাউকে ভালো রাখতে ব্যাস্ত। তবুও তো ভালোবাসি। ভালো থাকুক এক তরফা ভালোবেসে জাওয়া মানুষ গুলো।
হুম ভাই 😭😭ভালো থাকুক প্রিয় মানুষ টা😭😭একতরফা ভালোবাসা গুলো এরকম ই হয় ভাই😭😭
@receiptofmelody91734 жыл бұрын
আমি জানি তুমিও একদিন গানটা শুনতে আসবে , আজ জানিয়ে রাখি গানটা আমারো প্রিয়। বিষন্ন এই পৃথিবী থেকে বিদায় নেবো।অন্ধকারে হারিয়ে যাবো, ধুলো হয়ে বাতাসে উড়বো,কালো হয়ে অন্ধাকার ছড়াবো।। তোমরা ভেবে নিও আমি মরে গিয়েছি।ধরে নিও আমার অস্তিত্ব আর নেই,ধরে নিও আমার অস্থি অন্ধকারে বিলীন হয়েছে। হাজার বার চেয়েছিলাম নতুন করে বাঁচতে,কেউ দেয় নি,প্রতিটি বার আমায় ঠেলে দিয়েছ আধারে।অবশেষে আমার মৃত্যুঘটেছে, এবার তোমাদের আনন্দ উৎসব সফলতা পাবে। আমি ইতিবৃত্তের বাহিরে,আমার শোকসভার পান্ডুলিপির নাম "জীবন্ত লাশের শোকসভা" ---তানবীর
@alemrankhan36663 жыл бұрын
আমি তোমার ইমরান। আজ ও আছি আমি তোমার অপেক্ষায়
@mdakaidhosen46913 жыл бұрын
ঘুমানো নিষেধ😢 তবে জেগে থাকা মহাপাপ😢 অনুমতি আছে মৃত্যুর 😁 তবে স্বেচ্ছায় তা মহাপাপ😢😢😢