কাউয়া কাদেরের ৪-৫ জন পি এস ছিল, তারা সবাই শত কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া কোথাও যেত না। এদের ব্যাপারে তদন্ত করেন।
@mustafakamal5318Ай бұрын
যারা পালিয়েছে সকলের সম্পত্তি ক্রোক করা হোক।
@mdnuruzzaman5478Ай бұрын
এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি
@রবীউললাদেওয়ানАй бұрын
এদের বিচারের সম্মুখীন হ ওয়া দরকার 😊
@mdZahidul-qs2vbАй бұрын
এরা আমাদের গর্ব জি রো থেকে হিরো
@rashidulrashed5816Ай бұрын
ঢাকার বাসা গুলো কই বলতে পারেন?
@mukhlesurrahmanmondol5225Ай бұрын
এগুলো কে দ্রুত আইনের আওতায় আনতে হবে।
@monirullah1168Ай бұрын
ভালো করে তথ্য নিয়ে,আইনের আওতায় আনা হোক,
@RAHMAN-df3zbАй бұрын
আল্লাহ সবাই কে হেদায়েত দান করুন,দেশের উন্নয়নমূলক কাজ স্বপ্ন পূরন হচ্ছে এখন দেশের নানারকম বাহানা করে অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে,অতীত বর্তমান নিধারিত করে আর বর্তমান ভবিষ্যৎ নিধারিত করে ভবিষ্যৎ প্রজন্মক শিক্ষা দেয়,আমাদের অতীতে ছিলো দেখতে সুন্দর মুখস্থ বিদ্যা করে শুদ্ধ ভাবে ইংরেজিতে মিথ্যা বাহানা করে চাকরি ক্ষমতা বড় পদ চেয়ার আদায় করা দেশ ও দলের নাম বিক্রি করে জনগণের কষ্ট টাকা ও দেশের সম্পদ লুটপাট অপচয় করা,অনিয়ম-দুর্নীতি তেলবাজি স্বজনপ্রীতি করা,অবৈধভাবে দখল চাঁদাবাজির মাদক চোরাচালান পন্য সামগ্রি জ্বালানি টোল বাড়ানো,ভেজাল ঔষধ,খাদ্য চিকিৎসা কাপড় সহ তৈরি করে জনগণের সাথে প্রতারণা করা,ব্যাংকের টাকা অপচয় লুটপাট করা, যানজট সৃষ্টি করে নিজের স্বার্থ সেবা নিয়ে পেরেশানি থাকে,,সকল সেক্টরে জনগণকে হয়রানি করায়,দেশ ও দেশের মানুষের কি হলো দেখার সময় নেই।বাহানা করে অনিয়ম-দুর্নীতি করে দেশ বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলা,ছেলেমেয়েরা স্বজন বিলাসিতা স্বজনপ্রীতি করে, পরিচিত সকল স্বজনদের প্রশ্ন ফাঁস করে লবিং চাকরি দেওয়া হয়,,তা তদন্ত করা খুঁজে বের করা হোক,,এবং ভবিষ্যৎ ৫ প্রজন্ম যেন কোন স্বজন সরকারি চাকরি না পায় ও তিন দল বিশিষ্ট কমিটি সাময়িক বদলি বরখাস্ত না করে কঠোর শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে কেউ অপরাধ করতে ভয় পায়,, এইদশে উপর থেকে নিচ পর্যন্ত পরিবারতন্ত্র ঘুষ চুরি দলীয়করণ,নেতা সচিব প্রশাসন সহ সবাই মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে সিন্ডিকেট করে স্বজনপ্রীতি অনিয়ম-দুর্নীতি করে,, আমার পানি লাগবে না পানি আমার পরিবারতন্ত্র দলীয়করণ মুক্ত গনতন্ত্র স্বাধীন দেশ লাগবে,যে দেশ আর কেউ যেন না বলে পানি লাগবে পানি লাগবে, অনেক কষ্ট হয়। যে পর্যন্ত সরকারি স্বায়িত্বশাসিত হাসপাতালে প্রশাসনে সিটি করপোরেশন রাজুক,পানি,বিদ্যুৎ গ্যাস ওয়াসা,দুদক,বিআরটি, এনবিআর ইনকাম ট্যাক্স খেলাধুলাসহ সকল অফিসে স্বৈরাচার মুক্ত সকল কর্মকতারা মুক্ত না হবে সে পর্যন্ত স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ হবে না। এই দেশের পুলিশ প্রশাসনসহ সকল অফিস সেক্টরে আগের রুপে আছে,কোনদিন ভালো হবে না,তাই নতুন ভাবে শিক্ষায় শিক্ষিত মেধাবী দেশ প্রেমিকদের নিয়োগ দেন কেননা অনেক বেকার যুবক আছে যাদের মেধা আছে কিন্তু টাকা স্বজনপ্রীতি তেলবাজ মামা চাচা নেই,যারা নিরপেক্ষ ভাবে লোভ লালসা অনিয়ম-দুর্নীতি ঘুষ স্বজনপ্রীতি বাদ দিয়ে দেশ সেবা করতে চায় তাদের দায়িত্ব সুযোগ দেন। ১৫০/২০০ ভবিষ্যতে প্রজন্ম কথা না ভেবে সকল সেক্টরে সঠিকভাবে বিশ্লেষণ আধুনিক সিস্টেম নাই তা করেন ও কঠোরভাবে আইন নিরপেক্ষ তদন্ত জবাবদিহিতা বিচার কঠোর শাস্তির ব্যবস্থা নাই তা করেন এবং নিরাপত্তার সাময়িক শক্তি বাড়ানো ও কাঠামো অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য শিল্প কৃষি সহ নানা রকম সেবা কাজ ছয়নয় করে তা বন্ধ করে সংস্কার টেকসই আধুনিক উন্নয়ন করতে হবে। বুদ্ধিজীবি সুশীল সমাজ সাংবাদিক প্রশাসনদের দেশ নিয়ে চিন্তা ভাবনা বিশ্লেষণ গবেষণা করতে হবে,ভবিষ্যতে যেন আর দেশে এমন খারাপ পরিস্থিতি না হয় না করতে ভয় পায় সেই অভিজ্ঞতা মনমানসিকতা দিয়ে কঠোর আইন সিস্টেম সংস্কার করতে হবে। দেশ পেলাম ভালো কিন্তু আফসোস দেশের মানুষ গুলো পেলাম শিক্ষিত রুপে অশিক্ষিত বাহানা করে অনিয়ম-দুর্নীতি করা মানুষ, দোষ খারাপদের না দোষ আমাদের আমরা ভয়ে অন্যায় করার সুযোগ সুবিধা দিয়েছি বলে তারা নানা রকম অপরাধ অপকর্ম করে থাকে,,তার জন্য আমাদের সিস্টেম কঠোর আইন নেই, জবাবদিহিতা নিরপেক্ষ তদন্ত শাস্তি নেই বলে তারা অপরাধ করে থাকে,বিচার হয় পুটিমাছের বেঁচে যায় রুই কাতলাগুলো ওদের আছে টাকা সিন্ডিকেট ক্ষমতা ওয়ালা মানুষ,এটা বাংলাদেশ এখানে আইন শুধু অসহায় মানুষের জন্য আইন বিচার,বড়লোক পদ ওয়ালাদের জন্য নয়।আমরা অত্যাচারে জুলুমে ভয়ে প্রতিবাদ করি না তাই তেলবাজি অনিয়ম-দুর্নীতি সহ নানা অপরাধ করতে সাহস পায়। অসৎ কর্মকতা ও মূর্খ্য নেতারা তা কাজে লাগায়,,যারা ক্ষমতা ছিলো আছে বা আসবে তারা সবাই বড় পদ চেয়ার চাকরি ক্ষমতা জন্য পেরেশানি করে,দেশ ও দেশের অসহায় মানুষের কষ্ট ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে কাজ করে না, শিক্ষা নিয়ে রাজনীতি কোচিং বাণিজ্য রেগিং না হয়,চিকিৎসা নিয়ে ছয়নয় ব্যবসা না হয় উন্নত হয়,,খাদ্য জন্য অন্য দেশে ভিক্ষা করতে না হয়। ব্যাংকের টাকা অপচয় লুটপাট সহ নানা অপরাধ অপকর্ম না হয়, সকল উন্নয়নমূলক বড়ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের পরিকল্পনা করে সেনাবাহিনী ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে বা তাদের দায়িত্ব দিয়ে সকল কাঠামো অবকাঠামো টেকসই ভাবে হবে কোন লুটপাট হবে না, এমপি মন্ত্রী সরকারিসহ সকল কর্মকতাদের সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক আগে দেশ প্রেমিক তারপর দেশ সেবা,,
@juwelkhan6881Ай бұрын
চোর দের দুর্নীতি তদন্ত করে আটক করা দরকার। সমস্ত দুর্নীতি বাজদের বাসার কাজের লোক দের এবং তাদের ড্রাইভার দের প্রথম আটক করলে দুর্নীতিবাজ দের সহজে অটক করা সম্ভব এবং সমস্ত দুর্নীতির খবর পাওয়া যাবে খুবই ভালো ভাবে অতি সহজে।কারন বাসার কাজের লোক জানে তার মালিকের সমস্ত গোপনীয় কাজ।
@HaiderHossain-pb5zuАй бұрын
মন্ত্রী এবং এম পি দের পিয়ন কিভাবে কোটি কোটি টাকার মালিক তা তদন্ত করে আইনের আওতায় আনা হোক।
@mokbalhossain9957Ай бұрын
ওর সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক তাকে আইনের আওতায় নিয়ে আসে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।
@বহকজচয়বআবАй бұрын
😢😢😢
@shefatrider4023Ай бұрын
ময়মনসিংহ শহরের এমপি, মেয়র ও পরিবহন মাফিয়া শামীম সাহেব এর সম্পদ এর হিসাব নেওয়া হোক।
@GodHelp-ex8pyАй бұрын
তার ভাইকে সুন্দর কর গুছিয়ে মিথ্যা বলার জন্য পুরস্কৃত করা উচিত,,,,, 😂