আমি ইন্ডাকশান চুলা ব্যাবহার করছি গত ২ বৎসর ধরে , মিয়াকোর চুলা । এখন প্রজন্ত কোন অসুবিধা হচ্ছে না তারও কারন আছে , আমি প্রতি ৬ মাসে একবার করে পিছনের পেনেল্টা খুলে এগজস্ট ফ্যান এবং সার্কিট বোর্ড খুব ভাল করে পরিষ্কার করে থাকি এর সাথে কখনও ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ২২০০ ওয়াটের এই ম্যাক্সিমাম পাওয়ার ব্যাবহার করতে একেবারেই নিষেধ করে রেখেছি , আমার বিশ্বাস কোম্পানি যেটা এড দিয়ে থাকে ম্যাক্সিমাম সার্ভিস বা পাওয়ার সেটা কখনই ব্যাবহার করা উচিৎ না । ১৬০ সি সির বাইক কেও যদি প্রতিদিন ঐ ম্যাক্সিমাম স্পিডে চালায়ে তবে ঐ বাইকটা কয়েক মাসেই নস্টো হয়ে যাবে তাই কোন মেশিনই ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে কখনই চালানো উচিৎ না । ধন্যবাদ ভিডিও আপলোড করার জন্য ।
@MdOmarFarukKhan6 ай бұрын
ধন্যবাদ আপনার টিপস শেয়ার করার জন্য, আমিও নিয়মিত পরিষ্কার রাখার চেষ্টা করবো।
@sabbirahmed23155 ай бұрын
মিয়াকোর কোন মডেলটা নিয়েছেন ভাই দয়া করে যদি বলতেন
@IqbalHossain-ef5be5 ай бұрын
কত ওয়াট দিয়ে চালান দয়া করে বলেন
@abdullahalmamun50134 ай бұрын
Vai rooti ki induction e hoy please janaben
@MdOmarFarukKhan4 ай бұрын
হয়, আমি ফ্রাইং প্যানে রুটি বানাইছি
@TSI_khan10 ай бұрын
Bhi Ai Chula tar ki Ring tar uporer Dan side er silver ring er thik bhitore ekbare shate lagono Ekta soto Hole 🕳️ ase ?? Iktu dekhben please ❓❓
@MdOmarFarukKhan10 ай бұрын
ছোট কোন ছিদ্রতো দেখি না ভাই!
@mahamudalrabbi477417 сағат бұрын
Thanks for excellent review brother. Really appreciate it.
@MdOmarFarukKhan16 сағат бұрын
It’s my pleasure
@mahfujaakter37505 ай бұрын
ভালো একটা ধারণা পেলাম। ধন্যবাদ আপনাকে
@MdOmarFarukKhan5 ай бұрын
My pleasure
@reajulibrahim68088 ай бұрын
Grateful for your extraordinary cooperation
@MdOmarFarukKhan8 ай бұрын
Thanks, but what "cooperation" you are talking about vai?
@reajulibrahim68088 ай бұрын
@@MdOmarFarukKhan I would like to thank you because I have learnt a lot about the electric cooker from your video. And this is the reason for the mentioned comment. 💗
@MdOmarFarukKhan8 ай бұрын
Ok vai, thanks for your nice comment.
@kazirowshon921711 ай бұрын
কিভাবে চুলা পরিস্কার করব সে সম্পর্কে বলেন।
@MdOmarFarukKhan11 ай бұрын
সকেট থেকে প্লাগ খুলে নেবেন। প্রথমে ওপরটা হালকা ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দিতে পারেন রান্নার পরপরই, এর পরে শুকনো পরিষ্কার ন্যাকড়া দিয়ে একটা টান দেবেন তাতে দ্রুত শুকায় যাবে। ভেজা ন্যাকড়ায় যেনো বেশি পানি না থাকে সেটাও খেয়াল রাখবেন। . নিচের/পেছন দিকটা সবসময় শুকনো ন্যাকড়া আর ব্রাস দিয়ে পরিষ্কার করবেন, যখন প্রয়োজন মনে করবেন।
@sanjidamamota35438 күн бұрын
Aj ami notun chula kinsi induction cooker vision er... Oitah kishukhon chalanor por e puro flat er current chole jay... Kno? Bolre parben vai???😢
@md.abdullahrhoman7667 ай бұрын
আমার এই মডেলের চুলায় টাচ সেনসর এর প্রবলেম যেদিন থেকে কিনেছি সেদিন তাহলে কি কমপ্লেন করলে বলে 550 ঠিক করাতে লাগবে ওয়ারেন্টি কি আছে তারপরও
@MdOmarFarukKhan7 ай бұрын
১ বছরতো ওয়ারেন্টি থাকে। এর মধ্যে নিয়ে গেলেতো চার্জ চাইবার কথা না। আপনি ওনাদের হেল্পলাইনে কথা বলে দেখেনতো কি বলে!
@AM_SAYEM3 ай бұрын
আমি ভিশনের ১২০৪ ইন্ডাকশন কিনেছিলাম নষ্ট হয়ে গেছে কেউ সারাতে পারছেনা বেশিদিন ইউজও করিনি তাই ফেলেদিতে ইচ্ছে করছেনা কি করতে পারি?কোম্পানি সারিয়ে দিচ্ছেনা।
@MdOmarFarukKhan3 ай бұрын
আমি এর সমাধান দিতে পারবো না, বাট কোন পার্টসটা নষ্ট হয়েছে একটু বলেনতো! (জানার জন্য)
@riponroy584114 күн бұрын
ভাই এটা আমিও নিয়েছি,, কিন্তু এটার চুলার চার পাশে একটু ফাকা জায়গা আছে ওই ফাকা জায়গা দিয়ে পানি পরলে কি পানি ভিতরে যাবে? এটার যদি উত্তরদিতেন
@MdOmarFarukKhan14 күн бұрын
আমার মনে হয় না যে যাবে, যদিও আমি আসলে পানি ফেলে দেখিনি। এনিওয়ে ইলেক্ট্রিক চুলার ক্ষেত্রে পানি মুছে পাতিল রাখা এবং পানি যাতে না পড়ে চুলার ওপরে (ভেতরে না গেলেও) সেদিকে বিশেষ ভাবে লক্ষ রাখা উচিৎ
@abidaakbar3045Күн бұрын
ধন্যবাদ আপনাকে।
@MdOmarFarukKhanКүн бұрын
My pleasure
@abdullahmirza96374 ай бұрын
অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে নিরপেক্ষভাবে তথ্য দেয়ার জন্য। বিরল তথ্যমূলক ভিডিও।
@MdOmarFarukKhan4 ай бұрын
My pleasure
@aztech6Ай бұрын
Ekhon service kemon dicche ?
@MdOmarFarukKhanАй бұрын
ভালো, তবে আমার রেগুলার ব্যবহার পরে না
@muktamonika36182 ай бұрын
ভাইয়া অনেক ধন্যবাদ, আপনার কথাগুলো সুন অনেক উপক্রিত হকাম + একটা ডিসিশন নিতে পারলাম।আমি গত ১০/১২ যাবত ভাবতেছি ইন্ডাকশন নিবো নাকি ইনফ্রারেড নিবো।
@MdOmarFarukKhan2 ай бұрын
My pleasure
@muhammadnajmulhasan9944 ай бұрын
Thank You For Sharing Your Experience and Explanation🙂.
@MdOmarFarukKhan4 ай бұрын
My pleasure
@1sajibАй бұрын
আমি একটা ইনডাকশন চুলা নেব। এখন নিলে কোন কোম্পানির কোন মডেল টা ভালো হবে? ইনডাকশন চুলার পাত্রের দাম কেমন?
@MdOmarFarukKhanАй бұрын
আমিতো এই ভিডিওতে আইডিয়া দিয়েইছি! আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখুন অনেক ইন্ডাকশন চুলা পাবেন।
@MousumiNur4 ай бұрын
😮😮onnek vaallagca video vaiyaa amar onek opokar hoica
@MdOmarFarukKhan4 ай бұрын
My pleasure
@ovihasanrubel124210 ай бұрын
ভাই ইন্ডাকশন চুলা ভাত রান্না করতে এত সময় লাগে কেন, প্যারা এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে ভাত রান্না করতে?
@MdOmarFarukKhan10 ай бұрын
আপনি টেম্পারেচার কতোতে দেন? 🤔
@ovihasanrubel124210 ай бұрын
@@MdOmarFarukKhan 1200 te
@MdOmarFarukKhan10 ай бұрын
সেক্ষেত্রে আপনার পাত্রটা একটা কারন হতে পারে, ফ্লাট ভাবে চুলার ওপরে বসছে কিনা কিংবা ওপরের ঢাকনির ফুটো দিয়ে বেশি বাতাস বের হয়ে যাচ্ছে কিনা ইত্যাদি
@ovihasanrubel124210 ай бұрын
@@MdOmarFarukKhan ঢাকনা তো দিয়ে রাখি
@MdOmarFarukKhan10 ай бұрын
১৪০০ বা ১৬০০ তে রান্না করে দেইখেন তো
@halinaakter42804 ай бұрын
ভাইয়া এটা কি কোনো ডিস্টার্ব দে জানাবেন প্লিজ।
@MdOmarFarukKhan4 ай бұрын
এখন পর্যন্ত সমস্যা পাই নাই কোন
@litondas26828 ай бұрын
অনেক অনেক ধন্যবাদ।
@MdOmarFarukKhan8 ай бұрын
আপনাকেও ধন্যবাদ
@munianion480413 күн бұрын
কোনটায় রান্না দ্রুত হয়? ইন্ডাকসনে নাকি ইনফারেডে??
@MdOmarFarukKhan13 күн бұрын
একই হবার কথা, রান্নার সময় চুলার ওপরে নির্ভর করে না
@munianion48048 күн бұрын
@@MdOmarFarukKhan r bill kontay besi ase??
@MdOmarFarukKhan8 күн бұрын
আপনি ভিডিওটা দেখুন
@sharminaktersawoni91622 ай бұрын
আমি একটা চুলা কিনতে চাচ্ছি কিন্তু কোন কোম্পানির চুলা নিবো বুঝতে পারছি না সম্ভব হলে রিপ্লে দিবেন
@MdOmarFarukKhan2 ай бұрын
আপনি আরও কিছু রিভিউ দেখেন এরপর আপনার প্রয়োজন বুঝেশুনে একটা নিয়ে নেন
@1sajibАй бұрын
আমিও বুঝতেছি না কোন কোম্পানির কোন চুলা নেবো। আপনি নিলে জানাবেন।
@mdfarid-gq6cm7 ай бұрын
কোনটাতে তাড়াতাড়ি রান্না হয় একটু জানাবেন
@MdOmarFarukKhan7 ай бұрын
রান্নার সময়ের ব্যাপারটা আসলে রান্নার তরকারি বা ইনগ্রেডিয়েন্টের ওপরে নির্ভর করে, এটা আসলে চুলার ওপরে নির্ভর করে বলে মনে হয় না আমার কাছে
@MdOmarFarukKhan7 ай бұрын
রান্নার সময় কতোটুকু লাগবে তা রান্নার উপাদানের ওপরে নির্ভর করে, চুলার আচ কতোটুকু দেবেন/কিংবা কতো ওয়াটে সেট করবেন সেটা আপনার ওপরে; এটা আসলে রান্নার সময় বাড়াবে বা কমাবে বলে আমার কাছে মনে হয় না
@ikk1stndfast8549 ай бұрын
সেইম ইডাকশ্নে soup milk water এগুলোতে ২০০০ এর নিচে নামেনা কেন ভাই?নাকি এমনই
@MdOmarFarukKhan9 ай бұрын
ঐটা প্রিফিক্সড সেটিং ভাই, যা দেয়া আছে তাই। আপনি ম্যানুয়ালি সেট করে দেবেন তাহলে পারবেন।
@md.romanhossain63706 ай бұрын
thank you
@MdOmarFarukKhan6 ай бұрын
my pleasure
@AbdullahelKafi-k2s2 ай бұрын
ভিশন ভালো হবে নাকি ওয়ালটন? পরামর্শ চাই
@MdOmarFarukKhan2 ай бұрын
আমি যেহেতু শুধু ভিশন ব্যাবহার করেছি তাই এই কম্প্যারিজন করা সম্ভব না। তবে দাম যদি কাছাকাছি হয় ভেতরের মেশিনে খুব একটা পার্থক্য পাবেন বলে মনে হয় না।
@AbdullahelKafi-k2s2 ай бұрын
@MdOmarFarukKhan ওয়ালটনের তুলনায় ভিশনের দাম বেশি। যদি ভেতরের পার্থক্য না থাকে তাহলে ওয়ালটন'ই ভালো হবে মনে হয়।
@litondas26827 ай бұрын
ধন্যবাদ আপনাকে, আমার শেষ প্রশ্নঃ ইন্ডাকশন চুলায় নাকি রেডিয়েশন হয় যা মানুষের জন্য কতিকারক।
@MdOmarFarukKhan7 ай бұрын
এটা একটা বিস্তর গবেষণার বিষয়। এইটা নিয়ে আমার ডাউট আছে। যেমন মোবাইল টাওয়ারের ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ/রেডিয়েশন এর প্রভাব আছে পশুপাখির ওপরে। নানান যন্ত্রপাতি নিয়ে গবেষণা হওয়া উচিৎ। এনিওয়ে আমাদের চতুর্পাশেই ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, পুরো পৃথিবীটাই একটা ম্যাগনেট বলা যায়। এটা নিয়ে আলোচনা বিস্তরভাবে না করলে বোঝানো কঠিন তাই ইয়েস/নো এই টাইপের কোন উত্তর আমার কাছে আপাতত নাই।
@mdnayemislam939711 ай бұрын
ফিলিপস এর চুলা কেমন হবে ভিশন থেকে?কিংবা মিয়াকো?
@MdOmarFarukKhan11 ай бұрын
এইটা বলতে পারবো না ভাই, তবে যারা বিক্রি করবে তাদের কাছ থেকে অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে কোন সমস্যা হলে তারা সারায় দিতে পারবে কিনা। যেই ব্রান্ডই নেন।
@mdnayemislam939711 ай бұрын
@@MdOmarFarukKhan আপনার বর্তমান ইন্ডাকশন চুলো তো গত বছর থেকে ব্যাবহার করছেন অর্থাৎ দীর্ঘদিন,এই পর্যন্ত কি কোনো সমস্যা পেয়েছেন? এবং কতোটুক রান্না করলে কি পরিমাণ বিদ্যুৎ বিল আসে?
@MdOmarFarukKhan11 ай бұрын
না ভাই এবছরই নেয়া, ২-১ মাস হবে। এখনও কোন সমস্যা পাই নাই
পাতিল কালো হলেই যে নষ্ট হয় এটাতো ঠিক না, গ্যাসের চুলায় রান্নায় তো কড়াইএর নিচ পুরাই কালো হয়ে যায়। এনিওয়ে আমি যেহেতু রেগুলার রান্না করছি না তাই বলতে পারছি না কালো হয় কিনা। এটাতে গ্যাসের চুলার মতো ধোয়া ওঠে না তাই সেরকম কালো হবার সম্ভাবনা কম বলেই আমার কাছে মনে হচ্ছে।