Рет қаралды 892,038
গোবিন্দল গ্রাম ময়লা থেকে স্বর্ণ বানানো যে গ্রামের মানুষের একমাত্র পেশা | মানিকগঞ্জের সিঙ্গাইর এর গোবিন্দল ইউনিয়ন কে স্বর্ণ বা সোনার গ্রাম বলা হয়ে থাকে। এই গ্রাম সহ আশপাশের আরও দুই তিনটি গ্রামের মানুষ সারা দেশের সব স্বর্নের দোকানের সারা বছরের ময়লা কিনে আনেন। তাদেরকে ছাই বা ছালি ব্যবসায়ীও বলা হয়ে থাকে। আর এসব ময়লা এনে তারা বিভিন্ন প্রক্রিয়া ও কৌশল অবলম্বন করে সেখান থেকে ২৪ ক্যারেট মানের স্বর্ণ বের করেন। আর কিভাবে তারা ময়লা থেকে স্বর্ণ বের করেন তার সবকিছু নিয়েই আমার আজকের এই ভিডিও। এর আগে আমি আরও একটি ভিডিও তৈরী করেছিলাম শুধু ময়লা সংগ্রহ করা নিয়ে। আর এই ভিডিও হচ্ছে তারই ধারাবাহিকতায় ময়লা থেকে স্বর্ণ বের করা নিয়ে।
#ময়লা_থেকে_স্বর্ণ
Google map link
goo.gl/maps/FZ...
For More Visit:
Website: infohunterbd.b...
Facebook: / bdinfohunter