Рет қаралды 104,497
মৌলভীবাজারের সুজানগর সবার কাছে আগর এবং আতরের রাজধানী হিসেবে পরিচিত। কেবল বাংলাদেশ নয় সুজানগরের আগর আর আতর বিশ্বব্যাপী সবার কাছে খুবই পছন্দের। সুজানগরের আগর এবং আতরকে মৌলভীবাজারের তরল সোনাও বলা হয়ে থাকে। বড়লেখা উপজেলার সুজানগরের প্রায় প্রতিটা বাড়িতেই আগর গাছ আছে। তার সাথে আছে আতরের কারখানা। আর সুজানগরের এই আগরের সুনাম সেই মুঘল আমল থেকেই চলে আসছে। আমার এই ভিডিওর মাধ্যমে সুজানগরের আগর এবং আতরের সবকিছু দেখে নিতে পারবেন।
For More Visit:
Website: infohunterbd.b...
Facebook: / bdinfohunter