রেঙ্গুন থেকে বাগো হয়ে ইনলে লেকের পথে, সোদপুরের এক জুটি ওরা গুপি বাঘার সাথে।।। ইনলে থেকে গাড়ি চেপে বাগান অবধি পাড়ি, দেখছি যেটা চোখের সামনে ভুলতে কি আর পারি।।।। আহা কি বেশ বর্ণনা আর দৃশ্য গুলো খাসা, দেখছি যত জানছি তত বাড়ছে আরও আশা।।।। এই ভাষাতেই জানব আরও অনেক নতুন গল্প, যতই বলো দেখার নেশা ধরিয়ে দিলে অল্প।।। অল্প অল্প করে নেশা বাড়ছে বুঝলে ভাই, পৃথ্বী শিবাজীর মত এমন জুটি বিশেষ নাই।।।। ❤
@rahulraychaudhuri69059 ай бұрын
মিয়ানমারের গ্রাম্য পরিবেশের আমাদের ভারতবর্ষের কত মিল। এইজন্যই ভারতবর্ষ পৃথিবীর একমাত্র প্রতিচ্ছবি। খুব সুন্দর উপস্থাপনা।❤❤❤❤❤
@Anything4freedom9 ай бұрын
How does Myanmar portray the entire planet?
@SouravGuptaSG9 ай бұрын
প্রথমে বলেছিলাম মায়ানমার সিরিজ ভালো লাগছেনা, তবে গত এপিসোড থেকে ভালো লাগছে বেশ, এভাবেই চলতে থাক। ইন্দোনেশিয়া কভার করার কথা ভেবে দেখবেন, অনেক মধ্যবিত্ত বাঙালির সাধ্যের মধ্যে পরে ইন্দোনেশিয়া ট্যুর, আপনার গাইডেন্স পেলে অনেকে উপকৃত হবে।
@topurahman45219 ай бұрын
চমৎকার হয়েছে শিবাজী। খুবই এনজয় করলাম ভিডিওটা। পৃথিজীতের গ্রিন টি খাওয়াটা এবং তার সাথে যে আলাপ বড়ই উপভোগ্য ছিল। মিয়ানমার দেখে আমার বারবার আজকের থেকে অনেক আগের 35 বছর আগেকার থাইল্যান্ডের কথা মনে পড়ে। শিবাজী একবার ভিয়েতনাম ঘুরে আসুন। যাই হোক বাগান দেখার অপেক্ষায় থাকলাম।
@subhankardutta27419 ай бұрын
স্যার আপনাদের জন্য আমাদের মত মধ্যবিত্ত মানুষদের বিদেশ দেখা হয়.... ভালো থাকবেন স্যার...প্রণাম নেবেন.. 🙏🙏🙏
@rashidasultana79829 ай бұрын
দাদা আপনার ভিডিও দেখে অনেক না দেখা দেশ দেখতে পেরে খুব খুব ভালো লাগে ও মনটাও খুব ভালো হয়ে যায়।রোজার দিনগুলো ভালো কাটে। টিভিতে দেখার মতো কিচ্ছু নাই।পরবর্তী ভিডিও দেখার আশা রইলো।💙🙏🙏💙
@sharmilaray62769 ай бұрын
Myanmar এর ভিডিও গুলি মন ছুঁয়ে যাচ্ছে।
@JAGANNATHKUNDU-m9z9 ай бұрын
ইনলেথেকে বাগান হাইওয়ের দারুণ দেখতে লাগলো রাস্তার দুপাশে দারুন সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনমুগ্ধ করেছে ডালো থাকবেন
@laxmisarkar7909 ай бұрын
ঠাকুমা আমি দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম নতুন ভিডিওর জন্য তাড়াতাড়ি দেওয়ার জন্য ধন্যবাদ।
@sayanchatterjee67509 ай бұрын
যেমন নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য তেমনি প্রাঞ্জল বর্ণনা। শুধু তাই নয় বাঙালি রা আমরা ভোজনবিলাসী তাই আমাদের রসনার কথা ভেবেই হয়তো সব খাবারেরও যা দারুন বর্ননা দিচ্ছেন তাতে মন মেজাজ দুই আমোদিত হচ্ছে। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। বাঙালির ইচ্ছেপূরণ এর কান্ডারী আপনারা। আরো অনেক সাফল্য অপেক্ষা করছে আপনাদের জন্য
@purnimaz91669 ай бұрын
অসাধারণ পরিবেশ যেমন সুন্দর প্রকৃতির রূপ আর তেমন পরিস্থার রাস্তা ঘাট সত্যিই শিবাজী দা আপনি খুব ভাগ্য বান যে এমন সুন্দর প্রকৃতির কোলে বার বার পৌঁছনোর সৌভাগ্য হয় আপনার
@SabitaHalder-sl1es9 ай бұрын
দারুন ভালো লাগল দাদা । এই রকম একটা ভিডিও দেখানোর জন্য। ।
@pankajdasgupta12489 ай бұрын
শিবাজি দা,পৃথ্বীরাজ দাদা কিন্তু দারুণ রসিক মানুষ!! যা বলেন,সব ঠাসঠোস করে,,,গ্রীন টি নিয়েও বলেছিয়েছেন যথারীতি 😊
@GmJoynulislam8 ай бұрын
আমি বাংলাদেশ থেকে দেখছি।শিবাজি ও পৃর্থিজিত দাদা নমস্কার আমি এখন সারাদিন আপনাদের চ্যানেল দেখে সময় কাটাচ্ছি আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দোয়া করবেন আপনরা ভাল থাকবেন।?
@niveditaroy29649 ай бұрын
Darun laaglo video ta, especially apanar aar Prithwijit sir er green tea niye conversation. Khoob heshechi, lovely place. Enjoy the trip, you both are rocking.
@pravatkrkhan35319 ай бұрын
ইনলে থেকে বাগান রাস্তার দৃশ্য মনোমুগ্ধকর । কিন্তু মুখর পৃথ্বীজিত্ কেমন যেন ম্রিয়মান লাগল এই পর্বে ।
@gaffarabdur27399 ай бұрын
সাঙ্গা (বিয়ে) করার বৎসর তো এই জন্য এই রকম আপনি ঠিকি দেখেছেন।
@anitaroychowdhury22679 ай бұрын
Khub bhalo laglo room r decoration. Apnader kono vedio miss kori na but a rokom room kothao dekhini. Highway khub neat and clean.Take care.
@DipBhadra5 ай бұрын
Darun darun moja lagche
@INDRAJITRoyRoy-f1j9 ай бұрын
খুব সুন্দর খুব ভালো লাগলো ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম
@nirmalyaroy6929 ай бұрын
Tomader vlog , sob somoer jonna vinna sader hoy vison valo lage
@spc34619 ай бұрын
আরেকটি অবিশ্বাস্য যাত্রা এক্সপ্লোরার শিবাজি দার সাথে! ইনলে থেকে বাগান পর্যন্ত মিয়ানমার হাইওয়ে অভিজ্ঞতা সত্যিই মনোগ্রাহী ছিল। আপনার বিস্তারিত মনোযোগ এবং জীবন্ত গল্প বলার শৈলী আমাদের অনুভব করায় যেন আমরা আপনার সাথে রাস্তার ভ্রমণে আছি। পরবর্তী অভিযানের জন্য অপেক্ষা করছি! 🚗✨ #RoadTrip #MyanmarPart7
@PampaDas-ug6jq9 ай бұрын
Shivaji da tandrar antorikotar kotha shune mon vore galo, valo manusder sathe ishwar sob somoy valo sangi jutiye den, all the best.
@kanakdas49059 ай бұрын
Khub sundor
@sarbariroychowdhury19119 ай бұрын
খুব সুন্দর উপস্থাপনা । মন ভরে গেলো দেখে
@niladrighosh63379 ай бұрын
অসাধারণ জায়গা। সঙ্গে প্রাঞ্জল বিবরণ।
@jayasreedas9529 ай бұрын
ইনলে থেকে বাগান যাওয়ার রাস্তা টা অসাধারণ লাগলো ভাষায় পকাশ করা মুশকিল ।মায়ানমার যে এত সুন্দর জায়গা আপনার ভিডিও না দেখলে কিছুই দেখতে পেতাম না।পাহাড়ী রাস্তা দিয়ে যাওয়ার আনন্দ ই আলাদা।হোটেল টি দারুন সুন্দর ।পরের ভিডিও অপেরায় থাকলাম।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।
@positivebrownie99519 ай бұрын
প্রকাশ
@anjanaroy-n2u9 ай бұрын
শিবাজী দা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এতো সুন্দর করে মায়ানমার ঘোরানোর জন্য। ভিডিও শেষ হলেই মনটা খারাপ হয়ে যায়, পরের ভিডিও বাগান এর জন্য অপেক্ষায় রইলাম। অপূর্ব সুন্দর জায়গা। বেলুন রাইডের ভিডিওর জন্য অপেক্ষা করবো। খুব ভালো থাকবেন শিবাজী দাও পৃথ্বীজিৎ দা। Explorer Shibaji channel এভাবেই এগিয়ে চলুক দুরন্ত গতিতে। অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।❤❤❤❤❤ অঞ্জনা দক্ষিণেশ্বর/ শারজাহ
@anjanaroy-n2u9 ай бұрын
শিবাজী দা আরো একটা ব্যাপার আপনার ভিডিও তে পাই, তা হোলো পার্শ্ব সংগীত। ভিডিও তে ব্যবহৃত সমস্ত পার্শ্ব সংগীতের মার্জিত ব্যবহার আলাদা করে মন কেড়ে নেয়। ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ অঞ্জনা দক্ষিণেশ্বর/। শারজাহ
@MahuaChakraborty-jt1eq9 ай бұрын
দারুণ লাগছে episode গুলো, আমাদের এখানের অনেক জায়েগার প্রাকৃতিক দৃশ্যের সাথে অনেক মিল খুঁজে পাচ্ছি,আর মনে মনে পৌঁছে যাচ্ছি যেনো
@krishnamitra8129 ай бұрын
Awesome khub valo laglo road side r amata hotel room te dekhe ❤
@mondiraghoshgolpo9 ай бұрын
Shibaji Sir sob kichu kheyei bhalo bole.🙂 Amader pokkhe bojha kothin ashole konta actually bhalo. Tai next theke Prithwi Sir er review er daabi janacchi.✊ 12:41 Prithwi Sir, I completely agree with you. Green tea te actually kono taste nei.😅 13:02 Eta asholei gorom jol.🤣 I support Prithwi Sir.✊🌸 18:33 That moment was hilarious.🤣🤣🌸
@explorershibaji9 ай бұрын
😂❤❤😂
@kusaldatta95119 ай бұрын
যা দেখালে তুমি জন্ম জন্মান্তরে ভুলবো না। দারুন দারুন শিবাজী দা ।
@ashimroy9129 ай бұрын
Darun darun room er decoration resort ta khub bhalo Mayanmar series just wow
@sabbir47829 ай бұрын
খুব ভালো হয়েছে তোমার ভিডিও শিবাজী দা ।আরো ভালো লাগলো দুই বন্ধুর খুনসুটি ।তোমরা দুজন ভালো থেকো আল্লাহর কাছে প্রার্থনা করি ।
There is a separate fanbase for prithwijit da - comments r expression gulo next level!!
@biswanathdas39539 ай бұрын
ইনলে থেকে বাগান অভিযান লোমহর্ষক না হলেও সুন্দর নয়নাভিরাম, ধন্যবাদ💕শিবাজী দা আপনাদের Background music টা খুব সুন্দর শ্রুতিমধুর নমস্কার।
@sumitadas99479 ай бұрын
অপেক্ষায় ছিলাম।ভীষণ সুন্দর একটা ভি ডি ও দেওয়ার জন্য মন ভরে গেল।খুব ভালো থাকবেন।❤❤❤❤👌👌👌👌👍👍👍👍🙏
@fazlulkarimkhan91748 ай бұрын
Hotel review is excellent. Very nice hotel with very good hospitality and taste. lot of unrest at that country. if not, we could explore like other countries. Thank you and Mr. Prithwijit for your lively presentation.
@kekachatterjee88179 ай бұрын
Apnader vdo r apekhya tei chhilam . Ajker vdo khub valo laglo
@jayantasikdar62539 ай бұрын
ইনলে থেকে বাগান যাবার পথের দৃশ্য অসাধারণ লাগলো তার হোটেলে থাকার ব্যবস্থা অতুলনীয়। ভালো থেকো।❤
@PranabKrGhosh-jk8sv9 ай бұрын
Dada appnar protiti episode a j khawa dhawa dekhan seta khub bhalo lagey aro aktu boro kore dekhale bhalo lagbey, appnar chop chop sobdho ta mind blowing
@rejaulkhan57729 ай бұрын
Khub khub sundor disso ❤Amar ekti prosno?eto sundor disso dekhe , how to control your self ❤ hariye jete iccha korena
@raktimdey379 ай бұрын
Khub bhalo laglo
@mahabubulislam29549 ай бұрын
দাদা আবার বাংলাদেশে আসার আমন্ত্রণ রইল। এখনো অনেক কিছু দেখার বাকি আছে আমাদের দেশে র।আপনাদের দুজনের জন্য অনেক শুভকামনা রইল
@ronydey88269 ай бұрын
দুর্দান্ত একটি ভ্রমন চ্যানেল আর ততোধিক অসাধারণ আপনাদের উপস্থাপনা।
@sarmisthadas63409 ай бұрын
অসাধারণ ভিডিও দেখে মনটা ভরে গেল
@triptighosh54709 ай бұрын
যথারীতি অনবদ্য,অপূর্ব সুন্দর একটা ভ্রমণ কাহিনী, দারুন দারুন। হোটেল টি ও খুব সুন্দর। এবার বিদেশে যাত্র যদিও আমি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এ ভোট দিয়েছি তবে অপেক্ষায় আছি ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে যাত্রা টি দেখার জন্য এবং পুরো যাত্রা পথের ছবি দেখতে চাই । খুব ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। শুভ রাত্রি।
@sudeshnabanerjee16139 ай бұрын
অপূর্ব লাগল। পাহাড় আমার সবসময় খুব প্রিয়, ইনলে থেকে বাগান যাও আর রাস্তার সাথেই শিলং এর রাস্তার মিল পেলাম। অপেক্ষা করছি পরের ভিডিও র। আর পৃথ্বীজিৎ দা ঠিকই বলেছেন, গ্রীন টি সুখাদ্য নয়, আমি একদিন খেয়েছিলাম, দ্বিতীয় বার চেষ্টা করিনি।😂😂
Sotti khub khub sundor hotel ta darun video ta👌👌👌👌👍👍👍👍
@dhananjoydas99669 ай бұрын
Great job. Visited Pagan (Bagan) in 1997.
@BANICHAKRABORTY-l8z5 ай бұрын
Khobe valo laglo
@dipqacharyya24049 ай бұрын
Dada ai video ta kub valo laglo.actully ai series ta e khub valo lagchey. next video tar opekkha te thaklam 😊
@nihardas35759 ай бұрын
খুব খুব ভালো লাগছে, দারুন ঘুরছেন, দারুন দেখাচ্ছেন !
@Akashbro-X9 ай бұрын
পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন ইউটিউবার থাকতে পারে, কিন্তু শিবাজি সবার থেকে আলাদা,অনবদ্য❤️🇧🇩
@explorershibaji9 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@arpitasaha86159 ай бұрын
Myanmar r video dekhe khub bhalo.lagche❤
@samirmukherjee45249 ай бұрын
অপেক্ষায় রইলাম আমরা সবাই happy journey ❤❤❤❤❤
@sayaksc35909 ай бұрын
Baah Besh bhalo laglo ❤❤Amazing Vlog 👌❤ Myanmar series jome gachhe Puro 🔥 Inle theke Bagan er jatra Onoboddo 👌 dujonke seraa lagchhe 🔥 Khabar tao Aweesome 😋 Excellent presentation , porer golper opekkhay thaklam..❤❤❤
@KishoreChowdhury-n5o9 ай бұрын
দারুণ লাগলো
@sabarisarkar59649 ай бұрын
দারুন দারুন।
@PampaDas-ug6jq9 ай бұрын
Wow hotel r hotel room er decor fatafati.
@swapnabhattacharjee73479 ай бұрын
দারুণ দারুণ দারুণ খুব সুন্দর জায়গা।তোমাদের চোখ দিয়ে ই দেখছি।
@krishanuacharjee46209 ай бұрын
মায়ানমার টা তো দারুন লাগছে এরপর চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া vlog দেখতে চাই আপনার চ্যানেলে।
@ajantamukherjee56909 ай бұрын
Kub sundor poribesh.Kub valo laglo. Tandrar jothner kono tulona hoyna.😊😊😊
@Lipusvlog9 ай бұрын
স্যার আপনার ভিডিও অনেক ভাল লাগে। ভালবাসা নিবেন । লন্ডন থেকে আপনাকে দেখছি ।
@explorershibaji9 ай бұрын
আন্তরিক ধন্যবাদ
@abuazam17639 ай бұрын
Thank you . Myanmar map and location town, villages and places may be more enjoyable. Very nice.
@BISWADIPDAS-19829 ай бұрын
Akta fantastic journey sudhu apnader sathe Akothay awesome 👌
@simachakraborti89859 ай бұрын
খুব সুন্দর ভিডিও, ভাল লাগল 👌👌👌
@baninath86009 ай бұрын
তোমাদের প্রত্যেকটা ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে
@MrSouravkarmakar9 ай бұрын
হোটেল টা দারুন খুব সুন্দর সাজিয়ে দিয়েছে 👍👍👍 রাস্তা টা সত্যি পুরুলিয়া এর মতন 🤘🤘
@souravchowdhury7469 ай бұрын
Khub Valo Laglo video ta dada
@moumitaroy52799 ай бұрын
খুব সুন্দর একটা পর্ব উপহার দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ❤
@saibalsen14749 ай бұрын
Khub valo lagcha
@kanchanroy23769 ай бұрын
প্রিয় দুই দাদাকে অনেক অভিনন্দন। আপনাদের প্রতিটা ভিডিও তে পরিবেশ রক্ষ্যার যে বার্তা থাকে আমাদের খুব অনুপ্রাণিত করে। বর্তমানের লাদাখের পরিস্থিতি(আমরন অনশন) নিয়ে যদি একটু আলোকপাত করেন খুব ভালো হয়। জানি অপ্রাসঙ্গিক ও রাজনৈতিক তবুও আপনাকে অনেকে fallow করে তাই আপনার একটা msg অনেক প্রভাব ফেলতে পারে। jai hind
Dorkar nei afganistan Pakistan jawar . Apnara Sundar vabe tour gulo karun etai chai. Love you both❤❤
@srikrishnabanerjee34099 ай бұрын
Darun darun lagche apnader video ta 👍🎉❤
@jayashreedutta3619 ай бұрын
Ki opurbo vdo gulo.ato santo snigdho poribes. Dekhei monta juriye jachche. Tobe green tea te kintu motei amej kore khawar moto swad nei😂 Hotel ti osadharon. Next vdo er opekkhay roilam.
@sahadebmetya44359 ай бұрын
দাদা অসাধারণ সব কিছু দেখলাম মনে হয় তোমাদের সাথেই আছি আমি
@budhadityadas_babu9 ай бұрын
খুব সুন্দর লাগলো যাত্রাপথ। আর পৃথ্বিদা লেজেন্ড আগে জানলে কাপ খালি করতাম না 😂 ভালো থাকবেন দাদারা ❤️🙏
@rabinpaul26409 ай бұрын
Hotel er bed sajano ta khub sundor chilo.
@arundhatighosh74299 ай бұрын
Prothom drisya ta dekhe to mone hochhilo akebare heaven pouchhe gachhen ki sundar pachi dake din shuru hoy
@subratadas66549 ай бұрын
মায়ানমার ভালো লাগছে দেখতে। পৃথ্বীজিৎ দার "Green Tea" নিয়ে বাক্যালাপ সমর্থনযোগ্য এবং সাথে সাথে উপাভোগ্যও বটে। 🙏
@debojyotibhattacharya36759 ай бұрын
Khub sundor dada
@abnidas81419 ай бұрын
আবার বাংলাদেশ আসেন❤️সোমপুরবিহার,ভরতরাজার দেউল,,খুব পুরাতন বৌদ্ধ নিদার্শন,,,,নিমন্ত্রণ রইল দাদা❤
@debasisjana32209 ай бұрын
খুব সুন্দর অসাধারণ।
@Mainak____FF9 ай бұрын
Osadharon shibaji daa❤❤❤❤❤❤❤
@SanjoySafarBD9 ай бұрын
এক কথায় অসাধারণ একটি ভিডিও.... 👍
@priyankagon72059 ай бұрын
Opurbo sundor akta video dada.opekkha.korchilam khokon video ta asbe❤❤❤
@titashsarkar68459 ай бұрын
Opekkhay Chilam Aj....Darun Laglo Dada❤❤
@biplabdasgupta78619 ай бұрын
Darunn Lagche Kintu.
@jayantachattopadhyay50169 ай бұрын
Wonderful......... And beautiful hotel room. বিছানায় যে পাতা দিয়ে লিখে রেখেছিল, সেই পাতাগুলো হচ্ছে, Date Palmএর। অনেক ভালবাসা আপনাদের জন্য।🙏
@surojitdaspal58389 ай бұрын
Shibaji Dada apnader video dekle jno onno duniyate hariye jai..💙 Tea niye conversation ta interesting chilo! Actually ei bisoy ami Prithwijit dar sathe agree korbo je taste matter kore je karone I don't prefer Alcohol 😅 bt apnar point tao true practically.. Food items gulo interesting bt temon bhalo chilo na mone holo😂 Ok & Finally Hotel room & washroom ta dekhe mone holo e toh jno Honeymoon destination! 😁😅
@RabbiHadan-in6rf9 ай бұрын
Ami Bangladesh thake daksi dada apnder dojon k valoi Lage .Valo thakben .
@smitasingha33229 ай бұрын
Khub shundor laglo 😍 Shivaji da: bathtub e abar golaper papri choriey rekheche🙄🙄 Prithhi da: bojho 😂😂