অপূর্ব বিশ্লেষণ মহারাজ আপনার ,, মুগ্ধ হয়ে শুনি আপনার সমস্ত আলোচনা 🙏🙏🌺🌺,, ভক্তিপূর্ণ প্রণাম জানাই আপনার চরণে 🙏🙏🌺🌺,, জয় ঠাকুর,, জয় ভগবান🙏🙏🌺🌺
@InternationalVedantaSocietyАй бұрын
প্রণাম। জয় ভগবান।
@dulalchakraborty8784Ай бұрын
Pronam Swamijee
@InternationalVedantaSocietyАй бұрын
Pranam.
@swarupapal3950Ай бұрын
খুব ভালো লাগলো আবার শোনার ইচ্ছা রইল কিন্ত একটা প্রশ্ন যে ঠাকুরের কথা বলে ঠাকুর কে জয় না দিয়ে ভগবান কে জয় দিচ্ছেন তিনি কে জানার আগ্রহ রইল জয় ঠাকুর 🙏🙏 জয় মা 🙏🙏 জয় স্বামীজি 🙏🙏
@InternationalVedantaSocietyАй бұрын
আপনার কমেন্টের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার আধ্যাত্মিক জগতের সমস্ত কিছু- যতটুকু আমি জেনেছি বা বোধ করেছি তা সবকিছুই ভগবানের জন্য। তিনি আমাকে হাত ধরে সব শিখিয়েছেন। আধ্যাত্মিক জগতের যে কথাগুলো আমরা শাস্ত্রে, উপনিষদে, কথামৃত তে দেখতে পাই সেই কথাগুলোকে ভগবানের জীবনে জীবন্ত দেখেছি। তাঁর সত্যের প্রতি নিষ্ঠা, মানুষের জন্য অপার, অকৃত্রিম, নিঃস্বার্থ ভালোবাসা, তাঁর সমাধি, তাঁর মহাভাব- এই সবকিছু দীর্ঘ ৩৪ বছর ধরে খুব কাছের থেকে দেখেছি। তাঁর পাশে এসে সাধন ভজনহীন মানুষকে শান্ত, ধ্যানস্থ, আত্মস্থ, সমাধিস্থ হতে দেখেছি। ধর্মকে তাঁর মধ্যে জীবন্ত দেখেছি। তিনিই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা, প্রাণপুরুষ ও উপাস্য।