Рет қаралды 959,221
আইফোনকে টেক্কা দেয়ার চ্যালেঞ্জ নিয়ে, বাজারে এসেছে নতুন ফোন! নামটাও চমকে দেয়ার মতো। নাথিং ফোন ওয়ান। ব্যাটারি-মাদারবোর্ডসহ ফোনের সব যন্ত্রপাতি দেখা যাবে বাইরে থেকেই। চমকপ্রদ লুকের ফোনটির ডিসপ্লে থেকে ক্যামেরা, সবখানেই রয়েছে অভিনবত্বের ছোঁয়া। পেছনে আছে বিশেষ এলইডি প্যানেল, যাকে বলা হচ্ছে 'গ্লিফ ইন্টারফেস'।
ওয়ানপ্লাসের সাবেক কো-ফাউন্ডার, কার্ল পেই ,২০২০ সালে শুরু করেন নিজের কোম্পানি, নাথিং। যুক্তরাজ্য-ভিত্তিক এই প্রতিষ্ঠানটি বাজারে এনেছে তাদের প্রথম স্মার্টফোন, নাথিং ফোন ওয়ান।
কল নোটিফিকেশনের পাশাপাশি ব্যাটারি চার্জ আর ছবি তোলার সময়ও কাজে আসবে এই প্যানেল। ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইনের সাথে এমন লাইটিং, আগে কখনো দেখা যায়নি। নাথিং ফোনের পেছনে দেয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা।মেইন ক্যামেরাটিতে আছে সনির আইএমএক্স ৭৬৬ সেন্সর। ওয়াইড অ্যাঙ্গেল ছবি তুলতে আছে সেকেন্ডারি ক্যামেরা।
Subscribe to our channel: / jamunatvbd
Follow us on Twitter: / jamunatv
Find us on Facebook:
Check our website: www.jamuna.tv
#JamunaTelevision #JTV #Nothing_phone