আপনার ভিডিও অনেক বড় হলেও আমাদের অসুবিধা নাই স্যার ।আমরা ধৈর্য্য ধরে আমরা দেখি কারণ অনেক কিছু শেখার আছে আপনার থেকে।
@souravdas-yg4cu11 ай бұрын
স্যার আপনাকে শত কোটি প্রনাম
@sajidhassan83394 жыл бұрын
স্যার all win top plus আর জিংক কি একসঙ্গে স্প্রে করা যাবে?
@rathinmondal20014 жыл бұрын
অসাধারণ ভালো থাকবেন। আপনার একলব্য
@rimapal5876 Жыл бұрын
স্যার অল উইন টপ এর পরিবর্তে কী বায়োভিটা এক্স ব্যবহার করা যায় ধান গাছে একটু জানাবেন 🙏🙏🙏🙏
@razraima63103 жыл бұрын
Sar apnar video ami niyomito dekhi khub valo laghe .apnar kotha moto ami 5 katha jomita 2kilo chita gur diachi .thanks
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধান কাটার পরে আমাকে জানাবেন ।আমি তো বলব ভালো হবে। যেখানে গুড় দেননি তার থেকে এই ধানগুলো অনেক মোটা হবে সুস্থ হবে দেখে নেবেন।
@riadhasan97393 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 দাদা দ্বিতীয় চাপানের video দেন ১ম চাপানের পর ২৪ দিন পার হয়ে গেছে আপনার অপেক্ষায় আছি
@razraima63103 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 nischoi janabo sar rijal valo hole porar bochor sob khet a dibo. thank u sar
@abhishekdas16483 жыл бұрын
কাকু দ্বিতীয় চাপান সার প্রয়োগ টা কী হবে সেটা শোনা গেল না। কথা গুলো বাদ পরেছে। যদি আপনি বলে দেন তো খুব ভালো হয়। ধন্যবাদ।
@niranjanporamanik48373 жыл бұрын
আমি বাংলাদেশের একজন কৃষক আমি আপনার ভিডিও চিত্র দেখে চাষ করেছি এবং ফলন ভালো পাইছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@masudk113 жыл бұрын
all win top plus কি বাংলাদেশে পাওয়া যায়?
@hasanrahaman4073 жыл бұрын
Sir ধান গাছের চাপান দেবার পরে all win top pluse আর জিঙ্ক টোটাল কত বার ব্যাবহার করবো এইটা একটু বলুন স্যার বুজিয়ে। আপনার অপেক্ষা তে রহিলাম।আপনার মত চাস করে খুব ভালো রেজাল্ট হয়েছে।মাঠ এর সেরা গাছ বলছে সবাই।আপনি ভাল থাকবেন sir। আর আমাদের পাশে এভাবে থাকবেন।
@Bowsasuriblog3 жыл бұрын
Sir amader ghame asben ki?
@voiceofpeace98214 жыл бұрын
Very good advice on online media action in Indian farmers spread. Thanks
@farmingadviseranathhalder75794 жыл бұрын
আল্লাহ আপনার মঙ্গল করুন। চলুন সকলে এগিয়ে চলি।
@একটুকরোসবুজেরকথা4 жыл бұрын
Dada bhalo acha to Ami goromar sobjir Dana akhon ki lagabo ar vatar Fan diaki stkarar kaj korajabe
@একটুকরোসবুজেরকথা4 жыл бұрын
Dada amar chade dalim ghacha fulascha akhon ki korbo
@debashischakraborty23204 жыл бұрын
বোরো ধান সম্পর্কে দারুন বলেছেন।
@dhimangain49474 жыл бұрын
স্যার তিল চাষের ভিডিও বানান এখন তিল চাষের সময়।খুব শিঘ্রই ভিডিও দেবেন।
@mdmithu43013 жыл бұрын
দাদা ধানের মাজরা নিয়া একটা ভিডিও বানান
@optimist....75692 жыл бұрын
kzbin.info/www/bejne/Z2GtYYiqn96KapI
@bishnupadahaldar6648 Жыл бұрын
Respected sir, ধান চাষের মাটি কে উচ্চতর স্বাস্থ্য রক্ষার্থে ও বাঁচাতে, কৃষকের খরচ কমাতে, প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি কখন কিভাবে বেশি করে জৈব কৃষি প্রোডাক্ট ব্যবহার করতে হবে। এবং ৫০%-৭০% শতাংশ জৈব প্রোডাক্টস ব্যবহার করবার পদ্ধতি বলুন। মাজরা পোকার দুইটি ভালো ঔষধের নাম বলুন স্যার। ধন্যবাদ
@arunsantra8134 Жыл бұрын
Sir khub valo bujiyechen
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলুন এই কামনা করবো।
@facebook10194 жыл бұрын
Sir, please reply 🙏 সবচেয়ে কম দামের ভালো কাজ হবে এমন একটি লেদা পোকার ওষুধের নাম বলুন যা শীত ,গ্রীষ্ম ,বর্ষা সব সময়ই কাজ হবে । দাম টা বলবেন। ফল আসার পরেও দেওয়া যাবে?
@surajpatra41424 жыл бұрын
Missile - Emamectin Benzoate
@mofazzalhossain25503 жыл бұрын
খুব ভালো লাগলো, স্যার। আমি আপনার প্রতিটি ভিডিও দেখার চেষ্টা করি। আমি বাংলাদেশ থেকে বলছি।
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধন্যবাদ জানাই ভালো থাকুন। আর আমার ভিডিও অনুযায়ী চাষ করুন ঠকবেন না , কথা দিলাম।
@khamarokrishi3 жыл бұрын
kzbin.info/www/bejne/fl6WkJ2ohK2Uf6c বাংলাদেশের জমিতে কি সার লাগবে বলা হয়েছে
@chinmoypatra35274 жыл бұрын
স্যার বাদাম চাষের জন্যে একটা ভিডিও বানান।
@alokdas44384 жыл бұрын
খুব সুন্দর একটা ভিডিও। খুব উপকার পেলাম
@mafikahatun21282 жыл бұрын
Sir bora dhana poltir litter dayajaba
@bapandolai78922 жыл бұрын
🙏🏼 sir paschim MDP theke bola6i GMS UMA amar dhan ga6er boyes 30 din. Boro somossay pore6i ektu help korun pls🙏🏼🙏🏼🙏🏼 paskathi 6ar6e na. 50% jomite kadate- DAP=22kg. 16:16:16=22kg. Roponer 15 din pore Gromor=5kg. Uria=5kg. Roponer 25 din pore mul chapan. Gromor=5kg. 20:20:13=5kg. Patas=8kg. Uria=6kg. Ammonia=6kg. Pyriban=300ml. Diye6i.erpore o paskati bar6e na. Amake help korle khub upokrito hobo🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭.
@anirbannag12032 жыл бұрын
Pgr din akta
@ajoybasak3789 Жыл бұрын
Khub sundor sir
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
@sifatislam3554 жыл бұрын
জিংক , পিজিআর,কীটনাশক ও ছত্রাক একসাথে দেওয়া যাবে স্যার ?না হলে কিভাবে দিবো
@khamarokrishi3 жыл бұрын
জি দিতে পারেন kzbin.info/www/bejne/jJTJqJJritCajaM
@shathilvi8992 жыл бұрын
খুব সুন্দর ভাবে বুঝাতে পারেন কাকা👌
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
@milansamanta48964 жыл бұрын
স্যার,পান এর ভিডিও বলেছিলেন এই রবিবার আসবে কিন্তুু এলো না তো 😢
@farmingadviseranathhalder75794 жыл бұрын
ভিডিও হয়েছে কিন্তু ছাড়তে পারিনি এখনো।
@dabashishdolui10984 жыл бұрын
জেঠু zinc edta কি? কতটা পরিমাণ প্রতি লিটার জলে মেশাতে হবে?
@tanmoybaidya11084 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 sir pan chas ar video korun please🙏
@--pigeonloverschannel22764 жыл бұрын
ধান আমার বিষয় নয়- তবে আমার দাদুর যেকোনো ভিডিও আমার প্রিয়। ❤
@sohanjitjana93554 жыл бұрын
স্যার অল উইন টপ প্লাস কী পি জি আর না অনু খাদ্য এরসাথে জিঙ্ক ব্যবহার করা যাবে
@goutamjana85053 жыл бұрын
Haa
@Rohul_amin.3 жыл бұрын
কৃষকদের এইযে নেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের সব সময় পাশে আছি।।
@payerahmad52014 жыл бұрын
ALLWIN TOP PLUS বাংলাদেশে তো নাই মনে হয় আমরা এ-ই ক্ষেত্রে আমরা কি দিতে পারি স্যার
@farmingadviseranathhalder75794 жыл бұрын
তাহলে পি জি আর স্প্রে করবেন 15দিন ছাড়া দুবার।
@devrasel99233 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 পি জি অার এবং বায়ো ভিটা এক্স কি একই কাজ করো? একঠু জানাবেন!
@prosantomondal67944 жыл бұрын
আপনার বােঝানাে অসাধারন কিনতু ধানের যা দাম অতি সামান}
@riadhasan97394 жыл бұрын
দাদা allwin top plus এর composition টা কী আমি বাংলাদেশ থেকে
ধন্যবাদ জানাই, সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
@tanmoyghosh6983 жыл бұрын
স্যার ,অনেক অনেক ধন্যবাদ।
@farmingadviseranathhalder75793 жыл бұрын
আপনাকেও ধন্যবাদ জানাই সেইসঙ্গে সপরিবারে ভালো থাকুন এই কামনা করব।
@tanmoyghosh6983 жыл бұрын
স্যার, তরমুজের একটা ভিডিও করুন স্যার। স পরিবারে ভালোথাকবেন ।
@azarulsaikh44692 жыл бұрын
বিউটিফুল
@bholasankarsahoo16024 жыл бұрын
ধন্যবাদ স্যার 🙏আমরা সবাই খুব উপকৃত হই, আপনার ভিডিও পেয়ে।
@farmingadviseranathhalder75794 жыл бұрын
ধন্যবাদ জানাই সেই সঙ্গে চলো সকলে এগিয়ে চলি।
@tanumoysinha4343 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 apnar mobile number ta deben please
@amitbar4291 Жыл бұрын
স্যার আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা আপনার ভিডিও খুব ভালো লাগে আপনার ভিডিও দেখে অনেক কিছু সেখার আছে
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
আমি বাড়ির বাহিরে থাকি। খুব কম বাড়িতে থাকি। এজন্য বলি চাষে কি অসুবিধা বা সমস্যা হচ্ছে জানাবেন আমি চেষ্টা করবো উত্তর দিতে।
@subhasishmukherjee3488 Жыл бұрын
অসাধারণ
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
ধন্যবাদ জানাই , সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
@kartickranjit59332 жыл бұрын
Sir mug dal chas niye ekta v.d.o anben.
@hasanrahaman4073 жыл бұрын
সত্যি sir ধান গাছের চেহারা যা হয়েছে খুব সুন্দর। আপনি যা ববেছেন সেই ভাবে একটা করে দেখলাম।আমরা এত কিছু জানতামনা ওই জন্য শুধু সার দিয়া ফালতু টাকা নষ্ট গাছ ও ভালো হতো না। আপনি পাশে থাকবেন,আর আপনি ভালো থাকবেন।
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধন্যবাদ জানাই ভালো থাকুন। আসলে আমি যদি আপনার মাঠে যেতে পারতাম আরো আরো ভালো হতো। ফলন ও অনেক বাড়িয়ে দিতে পারতাম। সেটা তো সম্ভব হচ্ছে না। এখানে এখন হাজার হাজার গরীব চাষীদের সঙ্গে কাজ করছি।তাদেরকে বিভিন্ন ফসল চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বচ্ছল করে তোলাই আমার কাজ ।সেইসঙ্গে কোম্পানির কাজ ও করছি।খুব কাজের চাপের মধ্যে আছি। জানিনা আল্লাহ কতো দিন আমাকে দিয়ে কাজ করাবেন। আমার কোনো ক্ষমতা নেই তিনি ই যা করান আমি সেইটাই করি।সব ই তাঁর দয়া।
@ruralbangladesh50402 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 স্যার আপনার এই প্রতিভা হারাতে দেয়া উচিত নয়। চাষিদের অনলাইন প্রশিক্ষনের মাধ্যমে আপনার প্রতিভা, আপনার ফর্মুলা ছড়িয়ে দিন দেশ হতে দেশান্তরে। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন
@SnehaMondal-eg2vx7 сағат бұрын
দাদা, ৩৩ শতকে বিঘাতে এক বস্তা এস এস পি, ১০ কেজি পটাশ, ১২ কেজি ইউরিয়া এবং ১০ কেজি খোল শেষ চাষের পর, কিন্তু মই দেওয়ার আগে দিয়ে বোরো ধান রোপণ করতে শুরু করেছি ১লা মাঘ থেকে। প্রথম চাপান হিসাবে কোন সার কতটা করে (গুড় সহ) দেব সে বিষয়ে আপনার পরামর্শ চাইছি। ধন্যবাদ নেবেন। ভালো থাকবেন।
@shubhankarpramanik74893 жыл бұрын
Thnk you sir, Apni Krisoker vogoban 🙏🙏
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধন্যবাদ জানাই আর আমার পরামর্শ মতো এগিয়ে চলো নিশ্চয়ই ভালো ফল পাবে । সবাই ভালো থেকো এই কামনা করবো।
@shubhankarpramanik74893 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 ha sir apnar poramorso motoi kaj cholchhe, apni ai vabei pase thakun
@nurulhassan44423 жыл бұрын
স্যার শেষ chapan এর ভিডিও দেন প্লিজ
@sukantabajkhan53692 жыл бұрын
❤️🙏🙏🙏❤️ All wine top plus, ,zing edta shate ki (Hamla) mara jabe????
@farmingadviseranathhalder75792 жыл бұрын
হ্যাঁ অবশ্যই মিশিয়ে স্প্রে করতে পারেন।
@hasanrahaman407 Жыл бұрын
স্যার ধানের জন্য সবথেকে ভালো PGR এখন বাজার এ কোনটি? যেহেতু আপনি সব কিছু PGR ব্যাবহার করেন আপনি যেটা সবথেকে ভালো বলবেন সেটাই দেবো।আর আমি TATA ধূর্বি কিছু টা জায়গাতে দিয়ে পরীক্ষা করছি স্যার।
@apurbapaul93824 жыл бұрын
স্যার. ভালো থাকবেন. আপনার ভিডিও গুলো অত্যন্ত ভালো এবং গুরুত্ব পূর্ণ. আগে তো জানতাম না যে ধান গাছে 50টা কাঠি হবে. স্যার,উচ্ছে বরাবর 12-15টাকা করে বিক্রি করে এসেছি এখন 35টাকা পাইকারি. গাছ তো গোড়া থেকে 2-3হাত করে পাতা আর নাই বয়সের জন্য. আগার দিকে মোটামুটি আছে. তা ও লাল মতো হয়ে গেছে. খোল পচানো জল+28:28+10:26+ডিএপি দিয়ে যাচ্ছি. পাতায় পিজিআর+revus দিচ্ছি.গাছ কে ফেরানোর জন্য কি কোনো সার বা ঔষধ অথবা কোনো উপায় আছে স্যার?
@subratamandal1074 Жыл бұрын
নমষ্কার স্যার, বোরো ধানের প্রথম চাপানের পরে অবতার+ কীটনাশক+অলউইন টপপ্লাস একসঙ্গে মিশিয়ে spray করতে পারি, যদি একটু পরামর্শ দিতেন তাহলে খুব উপকৃত হতাম।
@sathibag80363 жыл бұрын
Jio guru I like it
@farmingadviseranathhalder75793 жыл бұрын
এবছর বোরো ধান খুব যত্ন করে চাষ করতে হবে কারণ আমন ধান সব জায়গায় নষ্ট হয়ে গিয়েছে। আমি আবার ধান চাষের ভিডিও আনবো ভিডিওটা কিন্তু দেখবেন।
@MdShams-fq7lu2 жыл бұрын
খুব ভালো লাগলো
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ধন্যবাদ জানাই।ভালো থাকুন আর চলুন সকলে এগিয়ে চলি।
@lucylina36234 жыл бұрын
বাংলাদেশ থেকে বলছি। ৩৩ শতক জমিতে শেষ চাষে কি কি সার কি পরিমানে দিতে হবে। জিংক শেষ চাষে দিলে প্রথম চাপান সার দেয়ার পর কি জিংক স্প্রে করতে হবে? ধানের জাত বায়ার এর Arize তেজ গোল্ড। কত দিন বয়সের চারা রোপন করতে হবে। ধন্যবাদ।
@farmingbangladesh63314 жыл бұрын
তেজ গোল্ড টা ভালো ফলন হয়,আমি পরপর তিন বছর করছি,আমি কক্সবাজার থেকে।
@sujaypatra8122 Жыл бұрын
Sir... আপনি যখন বলেন - "মন খারাপ করবেন না 🙃🙃🙃" সত্যি বলছি বলছি মন টা ভালো হয়ে যায়।।। মনে হয় আপনার হাত মাথার ওপরে আছে ।।।।
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
সত্যিই এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
@swapanshit935611 ай бұрын
@@farmingadviseranathhalder7579 All wind top plus na thakle ki debo
@animalyard5185 Жыл бұрын
Sir, ধানে থোর এসে গেলে আর all win top plus দেয়া যাবে ?🙏
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
শীষ বার হবার আগে স্প্রে করবেন।
@bikramghosh5660 Жыл бұрын
বলছি যে স্যার আমাদের এখানে তো গোমর 28,২8.0 এই সার পাওয়া যায় তো এর পরিবর্তে ধানের জমিতে কি দেয়া যাবে আপনি এই ভিডিওতে যে সমস্ত সারগুলো কথা বললেন সবই আছে কিন্তু 28.২8.0 নেই। আর একটা কথা স্যার zinc স্প্রে করা কথা বলছেন ওটা কি পাউডার না লিকুইড কিনব ?
@rupamvines32293 жыл бұрын
Sir , apner kotha moto dhan chas korchhi, khub bhalo hoye6e, sir, all win top plus ekhono spray korini , ekhan marte pari sir, ar avatar fungicide liter poti koto gram debo sir, avatar er songe ki jinc dite hobe, ami dui bar jinc 10 din antar spray kore6i. Gachhe tic dag dekha ja66e. Thank you . Please ektu bolben.
@farmingadviseranathhalder75793 жыл бұрын
অবতার প্রতি লিটার জলে দু গ্রাম সেইসঙ্গে চিলেটেড জিংক 1 গ্রাম মিশিয়ে স্প্রে করবে। অল উইন টপ প্লাস প্রতি লিটার জলে দু গ্রাম হিসাবে ওই হলুদ পাউডার টা 30 মিনিট জলে ভিজিয়ে রাখবে তারপর spray করবে বিকেল চারটের দিকে ।
@rupamvines32293 жыл бұрын
Thank you, sir
@rupamvines32293 жыл бұрын
Sir, nativo spray korle dose keman hobe.
@najirhossain83842 жыл бұрын
" থিয়োভিট " ধান গাছে স্পেরে করলে কী ধানের ফলন বাড়বে? একটা ভিডিও করুন স্যার সকলের খুবই উপকার হবে।
@amitpatra38082 жыл бұрын
Sir ami akjon choto chasi apnar sob vidio dekhi ,boror dhane koto din antar mazrar ausad spray korbo or ausad spray nia jadi akta vidio koren khub bhalo hobe,,ata apnar kache anurodh,
@farmingadviseranathhalder75792 жыл бұрын
কোন ওষুধ দেওয়া হচ্ছে তার উপর নির্ভর করবে । যদি কোরাজেন জাতীয় ওষুধ দেওয়া হয় তাহলে দশ দিন পরে স্প্রে করলে চলবে। যদি হামলা দেওয়া হয় চারদিন পরে স্প্রে করতে হবে। ওষুধ টা বললে ভাল হতো।
@utpaldatta6615 Жыл бұрын
Very nice vidro
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
@sabyasachiroy3008 Жыл бұрын
নমস্কার স্যার। আমি আপনার পদ্ধতি তেই চাষ করি। এখন আমার প্রশ্ন অল উইন টপ কতবার spray করতে হবে?
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
তিন বার ব্যবহার করলে খুব ভালো হয়।
@sumanadhikari87554 жыл бұрын
স্যার, দয়া করা কাঁঠাল নিয়ে একটা ভিডিও করুন, আমার গাছে কাঁঠাল দাঁড়াচ্ছেনা
@hasanrahaman4073 жыл бұрын
স্যার ধান গাছ রোপণ করার পরে মোট কত দিন নতুন পাসকাঠি ছারে।আর সব পাসকাঠি তে কি ধান হয়? এটা আমাকে বলবেন স্যার। আর আপনার জন্য অনেক ভালোবাসা রহিল।ভালই থাকবেন sir।
@farmingadviseranathhalder75793 жыл бұрын
ধানের উপরে কেন্দ্রীয় সরকারের একদল বিজ্ঞানী এসেছিল মাঠ দেখে আমাকে ভারত সরকার জাতীয় পুরষ্কার দিয়েছিল । আমি এককাঠি করে আই ই টি 4786 ধানের জাত রোয়া করে SRI পদ্ধতিতে, আমি একটা গোছে 92 টি পাশকাঠি পেয়েছিলাম। সেখানে আমার শীষ এসে ছিল 72 টা ।এটাই আমার জীবনের সেরা রেকর্ড ।একটা গোছ আমি তিনবার ধরে কাটিয়েছিলাম। শতকে ধান পেয়েছিলাম 43 কেজি। সাধারনত গরম পড়লে 16 /17 দিন পর থেকেই পাশকাঠি আসতে থাকে এখন ঠান্ডা হলে 24 / 25দিন লেগে যাবে।
@mojaffarahamed330611 ай бұрын
Sir Sri podhoti ki plz describe
@bimaldas973411 ай бұрын
জিঙ্ক এবং PGR এক সঙ্গে মিশিয়ে স্প্রে করা যাবে SIR
@ShohagHossain-x1e Жыл бұрын
zinc ar pgr pothom capan sir deoyar for je spry korvo tokhn to dhane pas kathi khub kom spry korle to osud panite porbe tao aktu jamela lage aktu bujai bolen
@sukantabajkhan5369 Жыл бұрын
🙏🙏🙏💓💓💓 ধান গাছে প্রচুর পরিমাণে মাজরা পোকা লেগেছে, ফাটেরা দিয়েছি ও হামলা মারছি তবুও যাচ্ছে না, এখন কি করা যাবে, বাড়িতে profex super আছে এটা কি স্প্রে করা যাবে , না হলে একটা ভালো ঔষধ এর নাম বলুন
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
Profex Super প্রতি লিটার জলে দুই মিলি মিশিয়ে স্প্রে করবেন তিন দিন ছাড়া দুবার।
@KFentertainment-l6h2 жыл бұрын
ভাই স্কোয়াস নিয়ে েকটা ভিডিও করেন
@farmingadviseranathhalder75792 жыл бұрын
হ্যাঁ আমার চাষ আছে। চেষ্টা করবো। আসলে আমি এখন বাড়ির বাহিরে থাকি। অনেকদিন ছাড়াছাড়া বাড়ি যাই এজন্য একটু সমস্যা হচ্ছে।
@saifuddinmandal2163 Жыл бұрын
বাঁকুড়া থেকে বলছি সাইফুদ্দিন মণ্ডল
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
ধন্যবাদ জানাই সেই সঙ্গে এগিয়ে চলার শুভেচ্ছা রইল।
@hasanrahaman4072 жыл бұрын
পশু তে যে গুড় খায় ওই গুর দিলে জমিতে কাজ হবে? একটু বলুন স্যার।
@bappamistry1677 Жыл бұрын
Sir all win top ki ব্যবহার কোরবো না? গত বছরে ভালো ধান গাছ বেরেছে। biovita x কি ওর থেকে বেশি কাজ পাবো। please bolben taratar.
@bidyutjana31543 жыл бұрын
স্যার, প্রণাম নেবেন এবং হেল্প করুন... biovita X কি allwin top plus এর মত 30 মিনিট আগে থেকে ভিজিয়ে রাখতে হবে..?আর এর সাথে zinc ও কি এক এ সাথে 30 মিনিট মিশিয়ে রাখতে হবে কিনা একটু জানালে খুব উপকৃত হতাম ..🙏🙏🙏plz বলবেন ..🙏🙏
@farmingadviseranathhalder75793 жыл бұрын
আমি বোরো ধান নিয়ে শীঘ্রই ভিডিও আনছি । ভিডিও টা দেখবেন। আর বায়ো ভিটা এক্স বা জিঙ্ক ভিজিয়ে রাখতে হবে না।
Sir 🙏... All win top+ zink+ bayr regian akk sotha mix kora boro dhana dawa jaba... Bolben🙏..
@bappamistry1677 Жыл бұрын
Sir all win goldsupar,/ biovita x,/all' win top pls.কোনটা ব্যবহার কোরবো ধান গাছের জন্য। please bolben taratar.
@farmingadviseranathhalder7579 Жыл бұрын
Biovita X প্রতি লিটার জলে এক মিলি মিশিয়ে স্প্রে করবেন সাত দিন ছাড়া তিন বার।
@uttammandal665411 ай бұрын
🙏sir, Allwin top plus আর জিঙ্ক একসাথেমারা যাবে কি স্যার প্লিজ বলবেন। 🙏🙏
@farmingadviseranathhalder757911 ай бұрын
Allwin top plus আর আগের মতো কাজ করছে না। Biovita X , Exovita, হিউমিনল গোল্ড, এই জাতীয় পি জি আর প্রতি লিটার জলে দুই মিলি সেই সঙ্গে দু গ্রাম জিঙ্ক 12% মিশিয়ে স্প্রে করবেন।
@KamalUddin-zd9sd3 жыл бұрын
দাদা বাংলাদেশ থেকে বলছি বোরো ধানের জমিতে শেষ চাষের সময় দস্তা (জিংক) মাটিতে দিয়েছি এখন ধানের চারার রোয়ার বয়স ২২ দিন এখন কি চিলেটেড জিংক স্প্রে করতে হবে??? প্লিজ প্লিজ প্লিজ দাদা বলেন আপনার অপেক্ষায় আছি।
@mahirahi93623 жыл бұрын
স্যার, আমি বাংলাদেশ থেকে সব সময় আপনার ভিডিও দেখি। আপনার কাছে অনুরোধ যে, বাংলাদেশের সারের মাত্রা একটু বলবেন
@khamarokrishi3 жыл бұрын
kzbin.info/www/bejne/fl6WkJ2ohK2Uf6c
@khamarokrishi3 жыл бұрын
বাংলাদেশ থেকে বলছি
@bappamistry167711 ай бұрын
Sir all win top Plus/BAN/Zink 11,00 সময় নাকি/বিকালে ।কোন সময় spye উপযোগী।pls বলবেন তাড়াতাড়ি।
@SanjibMondal-n3j8 күн бұрын
স্যার ৪৭ শতক বিঘা আমাদের রোপন করার সময় ১কেজি খোল ১কেজি ফসফেট ১ কেজি DAP আর ৩০০ গ্রাম ইউরিয়া দিয়েছি এরপর চাপানে কি কি সার দেবো স্যার একটু বলে দিন
@Poorkitchen43634 жыл бұрын
কাকু সাদা বেগুন গাছের পাতার ধার পুড়ে যাচ্ছে আর বেগুন গুলো ছোট অবস্থায় হলুদ হয়ে যাচ্ছে এর উপায় বলে দিন
@MdRazzak-m4c11 ай бұрын
কাকু কেমন আছেন??? আমি বাংলাদেশ থেকে আপনার সব ভিডিও দেখি অনেক মনদিয়া। কিন্তু আপনি জে সার ও কিটনাকশ এর কথা বলেন আমাদের এখানে সব পাইনা আমরা বাংলাদেশে জা পাবো তার কথা একটু বলবেন plz plz plz
@farmingadviseranathhalder757911 ай бұрын
আমি কি কি উপাদান দিয়ে ওষুধ তৈরি হয়েছে ঐ কম্পোজিশন এখন লিখে জানাচ্ছি। ঐ দেখে আপনাদের ওখানে পাওয়া যায় সেই সব ওষুধ কিনবেন। কোনো অসুবিধা হবে না।
@SubhasNaskar-s8r Жыл бұрын
Sir ropon korar age poltry liter kaday chapan deya jabe please jodi bolrn
@yasinali73963 жыл бұрын
স্যার আপনার কথা অনুসারে জমিতে পোল্ট্রি সার ও চিটাগুড় দিয়েছি। প্রায় ৮দিন হল রোপন করেছি, কিন্তু একটা জমির ধান হলুদ হয়ে আছে? এখন কী অপেক্ষা করব? প্রথম চাপান হিসাবে 20:20সুফলার পরিবর্তে কী DAP দেওয়া যাবে? যদি প্রয়োগ করা যায় তাহলে প্রতি কাঠায় কতটা দেব?
@ShohagHossain-x1e11 ай бұрын
Tsp sar ar Dap sar konta valo sir janaben ami tsp diyechi dhan khete
@saganhansda8463 Жыл бұрын
❤❤❤
@myvillage17373 жыл бұрын
Sir allwin top plus কি পিজিআর ?? আ্রর এটা কি বাংলাদেশের পাওয়া যায়? স্যার জানাবেন একটু ।। অপেক্ষায় রইলাম
@myvillage17373 жыл бұрын
Sir plz janaben.. allwin top plus ki pgr?
@farmingadviseranathhalder75793 жыл бұрын
হ্যাঁ এটা পি জি আর ।এটা স্প্রে করে ধান গাছকে কিভাবে আমি ভাল করেছি সেই নিয়ে পরে অবশ্যই ভিডিওতে জানাবো । এটাই স্প্রে করলে গাছ চমকে যাবে। এটা জাপানি কোম্পানির তৈরি, নাম SDS Ramcides কোম্পানি । যদি ওখানে পাওয়া যায় শুনেছি ঢাকা গুলিস্থান বাজারে নাকি অনেক রকমের ওষুধ পাওয়া যায় আপনাদের মধ্যে অনেকে আমাকে জানিয়েছেন । একবার খোঁজ করে দেখতে পারেন যদি পাওয়া যায় তাহলে প্রতি লিটার জলে দু গ্রাম মিশিয়ে রাখবেন 30 মিনিট তারপরে জলটার রং কালো হলে স্প্রে করবেন চাপান সার দেওয়া তিনদিন পরে একবার 25 দিন পরে একবার আর থোড় মুখে একবার । অবশ্যই ধানের ফলন বেড়ে যাবে।
@myvillage17373 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 thank you sir
@myvillage17373 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 I will try with my best to find it sir..
@monojitnandi86734 жыл бұрын
গমের কিভাবে পরিচর্যা করব একটা ভিডিও বানিয়ে দিন 🙏🙏🙏🙏❤️
@gopalsardar8498 Жыл бұрын
স্যার বরো ধানের গড়া পচা রোগ হলে কোন ঔষধ দিতে হবে
@moonmarket12 жыл бұрын
Sir valo acen? Sir Zink ka Kato bar marte hobe? Ar top plas Kato bar marbo? Janaben plez
@KamalUddin-zd9sd2 жыл бұрын
দাদা বাংলাদেশ থেকে বলছি বোরো ধানে এক সঙ্গে চিলেটেড জিংক , পি জি আর, কীটনাশক ও ছএাকনাশক মিশিয়ে কি দেওয়া যাবে প্লিজ দাদা বলেন আপনার উওরের অপেক্ষায় আছি প্লিজ দাদা!!!
@farmingadviseranathhalder75792 жыл бұрын
ছত্রাকনাশক টা বাদ দিয়ে আর সব কিছু মিশিয়ে স্প্রে করুন।
Sir, khejur ( saudi) gachher poricharjar ekta video Karen.please.
@pmmondal36404 жыл бұрын
দাদা 802 ধানের চাষ নিয়ে আলোচনা করুন ।
@rajeshbiswas218711 ай бұрын
Sir ami Nadia theke bolchi amra miniket dhan er chas kori.ami dhan lagiyechi 10 din holo matite 25 kg phosphate 8 kg potas- r 12 kg urea diye lagiye chi proti bighate . Tahole next chapane ki debo. R allwin top r Zink ki debo .pls ektu bole din.
@SamareshBasu-w4b5 ай бұрын
আপনাকে প্রণাম জানাই। আপনি একটা 📚 বুক লিখুন। অনলাইন ক্লাস শুরু করুন
@farmingadviseranathhalder75795 ай бұрын
আসলে আমি এখন পশ্চিম বঙ্গের বিভিন্ন জায়গায় অর্থাৎ কোম্পানি যেখানে পাঠাচ্ছে সেখানে গিয়ে চাষীদের সঙ্গে কাজ করতে হচ্ছে। তাদের সমস্যার সমাধান করতে হচ্ছে। গত সপ্তাহে হাবড়া, ও গাইঘাটা ব্লকে অনেক গুলো মিটিং করলাম চাষীদের নিয়ে। চাকরি থেকে বিশ্রাম নেওয়ার পর বই লেখার চেষ্টা করবো। খুব ব্যস্ত থাকতে হয়।
@subirghosh74043 жыл бұрын
বোরো ধানে দ্বিতীয় চাপান কবে দেব.... প্রথম চাপান আপনার কথা মতো দিয়েছি।
@mahmudulhaque53514 жыл бұрын
দাদা চাপান সার দেওয়ার ৩দিন পর যে কোন কীটনাশক, বোরোন, পি জি আর এক সাথে মিক্স করে স্প্রে করা যাবে কি?
@salmanfoysal66843 жыл бұрын
স্যার চাপান সার কি, এটা কখন দিতে হয়। অর্থাৎ ধানের চারার কত দিন বয়সে দিতে হয়। দয়া করে একটু বলবেন। আমি বাংলাদেশ থেকে বলছি। আমি আপনার ভিডিও প্রতিনিয়তই দেখি। স্যার একটু জানালে উপকৃত হতাম। চাপান সার এর মধ্যে কি কি সার দিতে হয় এগুলো একটু জানাবেন স্যার। ধন্যবাদ
@uttamkoley27544 жыл бұрын
Sir ami purbobardhoman theke bolchi apnar chas bas niye somosto video gulo deklum khub valo laglo onek kichu jante parlum .aro kichu janar ache asa kori paroborty videote peye jabo.amr baba chaser sathe jukto ak somoi ami chasr sathe jukto chilum ami akhon bengal policer job kri .apnar ai video gulo dekhe onek manus khub upokri hobe .amder akhane akhon prochur mini kit dhaner chas. amdero 10 bighar moto ache .amder 1 February roya ses hlo ami jeta jante chi seta hlo zink ar allwin top plus aksathe ki spray kora jabe.valo thakben sir.
@farmingadviseranathhalder75794 жыл бұрын
অবশ্যই একসাথে ব্যবহার করা যাবে। এটা তিনবার ব্যবহার করবে কুড়ি দিন ছাড়া ছাড়া খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে।
@uttamkoley27544 жыл бұрын
@@farmingadviseranathhalder7579 thank you sor
@uttamkoley27544 жыл бұрын
Sir ar jeta jante chi6i amader barite je gobor sar hoi seta akta nirdisto jaygay gama hoi ar jakhon ota sar hisabe mathe deua hoi je tuku gobor jama hoi sob jomite vag kre deua hoi amr question hlo sir gobor ta to sar hote 9 maser moto lage ta hole amra to se somoi dichi na tahole ki gobor ta mathe deua bekar hlo.sob ki jala galo.sir aktu bolben.
@স্বপনেরসাগরদ্বীপ2 жыл бұрын
Sir ami sourav samanta sagar dwip South 24 parganas theke bolchi jodi pan kivabe boro hobe pata mota hobe kando mota hobe sikorr valo hobe se bishoye alochana koren tahole amader sagarer chasi vai ra khubei upokrito hobe.
@farmingadviseranathhalder75792 жыл бұрын
আচ্ছা পরে এই নিয়ে আলোচনা করার চেষ্টা করবো।
@akbarsardar6864 жыл бұрын
Thank-you sir
@sekendarsardar8961 Жыл бұрын
Sir আমার জিরেকাঠি ধান,চাপান সার দিয়েছি 6 ফেব্রুয়ারি এখন দেখছি যলসা লেগেছে। Sir এখন কি nativo আর zinc বা all win top puls একসাথে মারতে পারব???