জাযাকাল্লাহ খায়ের ৷ এত ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
@didarakonofficial97 ай бұрын
❤❤❤❤❤❤
@sharifhossain5535 Жыл бұрын
গ্রাহক যতই শিক্ষিত হোক না কেন যদি না আসে ধর্মীয় সুশিক্ষায় শিক্ষিত না হয় তাহলে এই সমস্ত বুঝায় শুনায় তাদেরকে এক প্রকার সুদের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে
@sharifhossain5535 Жыл бұрын
সালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ আমি হযরতকে বলতে চাই যে বিষয়টা আপনি বলেছেন ইসলামী ব্যাংক সেই সিদ্ধান্তের উপর নাই ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে কাগজপত্র জমা দিয়ে সুদসহ পরিশোধ করতে হয় এবং কি আমি মনে করি প্রত্যেক জন দীনের দায়ি যেন তারা ইসলামী ব্যাংক লেনদেন সম্পর্কে জ্ঞান অর্জন করে শ্রোতাদেরকে যেন সঠিক তথ্য টা দিতে পারে
@Little__K.S.M._28022 жыл бұрын
প্রতিটি ব্যংক সুদে চলে , তানা হলে প্রতিটি ব্যাংকের স্টাফদের বেতন পরিমান মতো কিভাবে দেয়
@salimrokon89752 жыл бұрын
ইসলামী শরয়ীত মোতাবেক ব্যাবসায়ী জন্য বিনিয়োগ নিলে, সেই ব্যবসায় লস খেলে, সেই লস বিনিয়োগকারী স্বীকার করবে,লাভ হলে তার অংশীদার ও হবে।বাট আমাদের দেশের ইসলামি ব্যাংকগুলো কি সেই লস স্বীকার করবে?
@sharifhossain5535 Жыл бұрын
পৃথিবীতে যত মানুষ রয়েছে সব মানুষেরই কোটিপতি হতে হবে ব্যবসা করতে হবে সব মানুষের ব্যবসা করার কোটিপতি হওয়ার প্রয়োজন নাই তবে প্রচেষ্টা করবে এটাই হলো কথা তবে মানুষ যেন সুদের সাথে না ধরায় যার সামর্থ্য আছে সেই ব্যবসা করবে যার সামর্থ্য নাই সে কর্ম করে খাবে আর যদি কেউ লোন নিতে চায় অর্থাৎ নিতে চায় অর্থাৎ কর্জে হাসানা তাহলে তার এ লোন পরিশোধ করার অবস্থা থাকতে হবে অবস্থা থাকার অর্থ হলো এমন কোন সম্পদ যা দিয়েছে এ লোন পরিশোধ করতে হবে ওই জিনিসটা কিসে বন্ধক রেখে কোন মানুষের কাছ থেকে ব্যাংক থেকে যেখান থেকে হোক সুদ মুক্ত সে কর্জ নিবে এবং কি ওই জিনিসটা মুক্ত করার জন্য যেটা সে বন্ধক রেখেছে ওই জিনিসটা উদ্ধার করার জন্য সে টাকাটা পরিশোধ করে দিবে বাড়তি কোনো টাকা দিবে না এটাই হলো কর্জে হাসানা অর্থাৎ কোন মানুষের সেই সামর্থ্য থাকতে হবে একদিকে না একদিকে একটা লোক সে রিকশাচালক যদি হয় সে লোন নেবে সে সেকিতার ঘর বাড়ি বিক্রি করে সে লোন পরিশোধ করবে কই থেকে সে কি ছয় মাস একবছরের কোটিপতি হয়ে যাবে আপনার কথায় কোন প্রয়োজন নাই
@sharifhossain5535 Жыл бұрын
তারা প্রতিষ্ঠান নাম দিতে পারে কর্জে হাসানা বালন ভিত্তিক ব্যবসায়ী ব্যাংকিং পদ্ধতি টা কিন্তু ব্যবসায়ী কোন প্রতিষ্ঠান নাম হতে পারে না
@marjahanaktar4555 Жыл бұрын
স্বামি যদি চাকুরী জিবি স্ত্রী কে ব্যাঃক থেকে লোন নিতে চাপ দেয় সে ক্ষেত্রে স্ত্রী করনিয় কি
@himu160 Жыл бұрын
কিনে দেব আবার বেশি দামে বিক্রি করবো, বুঝলাম না, হুজুর নিজেও বুঝে কিনা জানিনা।
@mdsaidurrahman6229 Жыл бұрын
রাইট
@medicinedetails28007 ай бұрын
হুজুর বুজেই বলছে,, আপনার জ্ঞান নেই,, এজন্য আপনার বুজতে সমস্যা
@sharifhossain5535 Жыл бұрын
এবং কি আপনাদের মত হুজুররা কলা কৌশলে এ সমস্ত জিনিস মানুষের কাছে জায়েজ করার ফলাফল দেখাচ্ছেন
@medicinedetails28007 ай бұрын
আপনার ইসলামের জ্ঞান নেই
@mdsaidurrahman6229 Жыл бұрын
টাকা পরিবর্তে যদি অতিরিক্ত টাকা নিলে হারাম হয় তাহলে এক টাকা পণ্য এক টাকা দশ পয়সা বিক্রি করলেও সুদ হবে। ব্যাংক গুলো যদি আমানতকারীদের অতিরিক্ত অর্থ না দেয় তাহলে কেউ ব্যাংকে আমানত রাখবে না। ইসলামে সুদের স্পষ্ট সংজ্ঞা কি জানতে চাই।
@mdnahidhussain Жыл бұрын
যারা সুদ খায়, তারা কিয়ামতে দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যে, তারা বলেছেঃ ক্রয়-বিক্রয় ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লা’হ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে বিরত হয়েছে, পূর্বে যা হয়ে গেছে, তা তার। তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয়, তারাই দোযখে যাবে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে।সূরাঃ আল-বাকারা [2:275]
@cpabosscpaboss-lh1tb Жыл бұрын
টাকার বিনিময়ে সুদ হয় প্রোডাক্ট বা পন্য এর বিনিময়ে সুদ হয় না।। না জেনে কেন কথা বলেন,,,পড়াশোনা করেন,,কোরআন হাদিস পড়েন।
@Life-ku3iv11 ай бұрын
@@cpabosscpaboss-lh1tbতুমি আগে জেনে আসো তারপর কথা বলো, ছাগল
@sharifhossain5535 Жыл бұрын
এই সমস্ত দালালি বাদ দিয়ে দীনের দায়ী হিসেবে মানুষকে হেদায়েতের পথে ডাকার চেষ্টা করুন
@online-universe3351 Жыл бұрын
Akhane dalalir ki ase ! Uni tho manush k shotorko Kore hedayater pot dekachhen. Jara loan newa shomporke janbe na Tara suder ontorvukto Hobe. Allah abong Allahor Rasul tar birudde juddo gushona korben Jodi shud ey ontorvukto takey. Uni tho manush k shotik pot janiye dichhen. Apnar gaye atho laglo kno? Apni ki suder ontorvukto asen? Jorito takle akono shomoy ase Valo hoye Jan.
@Life-ku3iv11 ай бұрын
আর কত দালালি😂
@medicinedetails28007 ай бұрын
কার দালালি করলো বলেন!!! না বুজে কেন রিপ্লাই দেন
@Life-ku3iv7 ай бұрын
@@medicinedetails2800 Islami Bank er dalali korlo, chokh thakteo ondho naki, kan thakeo Boira naki
@Life-ku3iv6 ай бұрын
@@medicinedetails2800 islami bank er dalali, tumi age jene aso tara ki kore