Рет қаралды 1,073
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি কী?:
ইতিহাসচর্চার অন্তর্নিহিত উদ্দেশ্য হল সত্যানুসন্ধান। তারই প্রেক্ষিতে বর্তমান বিশ্বে নানা জাতির মধ্যে ছড়িয়ে থাকা মুসলমানদের অতীত জীবনসাধনা ও সংস্কৃতিচর্চার সত্যানুসন্ধানে অনবরত প্রচেষ্টাই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। সহজ করে বললে মুসলমানদের অতীত জীবনের ঘটনাবলি, ইসলামের সম্প্রসারন এবং মুসলমানদের জীবনাচরন সম্পর্কে জানাই ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। মানবজাতি বিশেষভাবে মুসলমানদের ক্রমবর্ধিত প্রগতি কিংবা অবনতির ধারাবাহিক চিত্র সঠিক ও সুবিন্যস্তভাবে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরে ইসলামের ইতিহাস।
###কেন পড়বো ইসলামের ইতিহাস :-
প্রথমত :পড়াশুনা করবো কেন?
১.ইসলামের ইতিহাস আপনার জ্ঞানের জগতকে প্রসারিত করবে।আপনি ইসলামের মাধ্যমে কী কী পরিবর্তন হয়েছে। মানুষ হিসেবে আপনার কোন গুনাবলি অর্জন করা দরকার।সত্যিকার মানুষের আদর্শ কেমন তা আপনি জানবেন।
২.সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রের কাঠামো ও সরকার সম্পর্কে জানতে পারবেন।
৩.একজন মুসলিম হিসেবে পঠিত সাবজেক্ট না হলে ও আমাদের সবারই ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস পড়া উচিত।
###ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পড়াশুনা করে আপনি কোন ধরনের চাকরীর সুযোগ পাবেন:
বাংলাদেশে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এর শিক্ষার্থীদের বিষয় সম্পর্কিত এবং বিষয় বহির্ভুত দু ধরণের চাকরির সুযোগ রয়েছে। প্রথমেই আলোচনা করব ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এর শিক্ষার্থীদের বিষয় সম্পর্কিত চাকরি নিয়ে।
বিষয় সম্পর্কিত চাকরি:-
১.বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এর শিক্ষার্থীদের কাছে এই চাকরিই বোধহয় আকর্ষণীয় চাকরি।
২.সরকারি কলেজ শিক্ষকতার সুযোগ।বেসরকারি কলেজে শিক্ষকতার সুযোগ।
৩.সরকারি মাদ্রাসা পর্যায়ে শিক্ষকতা।
৪.সরকারি -বেসরকারি মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে।যেমনঃ সহকারী শিক্ষক(সামাজিক বিজ্ঞান)
৫.সরকারি প্রাথমিক বিদ্যালয়।
৭.চাকরি হল জাদুঘরের-সহকারী কিউরেটর /কিপার(৯ম গ্রেড) হিসেবে চাকরি।
৮.আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরে -সিনিয়র/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (আরকাইভস) হিসেবেও চাকরির সুযোগ রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টের শিক্ষার্থীদের।
৯.কনটেন্ট রাইটার
১০.আর্কাইভিস্ট
সাবজেক্টের বাহিরের চাকরিঃ
১।ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টের শিক্ষার্থীরা অনায়াসে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে জেনারেল ক্যাডার এবং নন ক্যাডার হিসেবে চাকরি পেতে পারে।
২। সবচেয়ে লোভনীয় চাকরী হিসেবে বাংলাদেশ ব্যাংকে চাকরী পেতে পারে।
৩.সরকারি -বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সহজেই চাকরির সুযোগ পেয়ে থাকে অন্যান্য সাবজেক্টের শিক্ষার্থীদের মত।
৩। কর্পোরেট চাকরিসহ আন্তর্জাতিক চাকরিসমূহে নিয়োগ পেতে পারে নিজ দক্ষতাবলে।
**এছাড়া আইটি বিষয়ে দক্ষতা অর্জন করে অথবা ভিন্ন সাবজেক্টে মাস্টার্স করে ভিন্ন পরিসরে ও ক্যারিয়ার গড়তে পারে।কেউ আইটিতে দক্ষ হয়ে আইটি সেক্টরে কাজ করতে পারে,কেউ আইন বিষয়ে ডিগ্রি নিয়ে আইন পেশায় যেতে পারে, আবার সাংবাদিকতা পেশায় ও নিজেদের পথ বেঁচে নিয়েছে।
বিদেশে উচ্চশিক্ষাঃ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষার স্বপ্ন বুনে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টাল স্টাডিজ বা এশিয়ান স্টাডিজ অনুষদের অধীনে মাস্টার্স, এমফিল ও পিএইচডি ডিগ্রী বিদ্যমান। নিচে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উদাহারণ তুলে ধরা হলঃ
১.ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে উচ্চশিক্ষা।
২. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে উচ্চশিক্ষা।
৩.ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে উচ্চশিক্ষা।
৪.এছাড়াও মধ্যপ্রাচ্য,ভারত, তুরস্কে উচ্চশিক্ষার ভাল সুযোগ রয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে ।বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়েও মাস্টার্স, এমফিল ও পিএইচডি করার সুযোগ রয়েছে।
তবে একটি কথা মনে রাখতে হবে।তা হলো আপনি যে বিভাগেই পড়ুন,দিনশেষে আপনার যোগ্যতাই আপনাকে সাফল্যের চুড়ায় নিয়ে যাবে।এজন্য জ্ঞানার্জনের মাধ্যমে নিজেকে যোগ্য করে গড়ে তুলুন।সফলতা পাবেন ইনশাআল্লাহ। #ইসলামিক_ভিডিও #নতুন #নবীদের_কাহিনী #islamicvideo #islamic_history_bangla #islamic_history #ইসলামের_ইতিহাস #career_of_Islamic _history