ইসলামে এত দল সঠিক দল কোনটি বুঝবেন কীভাবে। Amir hamza new waz। Mufti Amir hamza। মুফতি আমির হামজা

  Рет қаралды 33,477

Pabna TV

Pabna TV

Күн бұрын

মুফতি আমির হামজা Amir hamja। amir hamja new waz মুফতি আমির হামজা,মুফতি আমির হামজা,মুফতি আমির হামজা নতুন ওয়াজ,বাংলা ওয়াজ ২০২০,ওয়াজ ২০২০,নতুন ওয়াজ,মাওলানা মুফতি আমির হামজা,মাওলানা মুফতি আমির হামজা,ওয়াজ মাহফিল,বাংলা ওয়াজ
amir hamja,bangla waz
ইসলামে এত দল সঠিক দল কোনটি বুঝবেন কীভাবে | নতুন ওয়াজ ২০২০ | মুফতি আমির হামজা | মুফতি আমির হামজা নাটোর ঝড় তুললেন | নতুন ওয়াজ ২০২০ | মুফতি আমির হামজা,
#আমিরহামজানতুনওয়াজ
#amirhamjawaz
#আমিরহামজানতুনওয়াজ
#amirhamzawaz
ওয়াজের বিষয়:ইসলামে এত দল সঠিক দল কোনটি বুঝবেন কীভাবে।।
আলোচনায়: মুফতি আমির হামজা।
স্থান: । ঝিনাইদাহ
রেকর্ডেঃ ইসলামিক টিপস টিভি ।
Lecturer: mufti amir hamza
Waz Recorded by Islamic Tips Tv
দেশ বরন্য আলেমদের ওয়াজ শুনতে আমাদের ওয়াজ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন । আর সবার আগে দেখতে বেল বাটুন টি বাজিয়ে দিন । আপনাদের ওয়াজ মাহফিল রেকর্ড করে অনলাইন এ প্রচার করতে যোগাযোগ করুন ।
দেশ বরন্য আলেমদের ওয়াজ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে দেখতে বেল বাটুন টি বাজিয়ে দিন।
আর আমাদের ইসলাম প্রচারে আমাদের সহযোগিতা করুন।
ঝিনাইদাহ ঝড় তুললেন | নতুন ওয়াজ ২০২০ | আমির হামজা
Subscribe Us For Daily New Waz.........
✅Like । ✅Comment । ✅ Share। ✅Subscribe

Пікірлер: 24
@NahidHasan-ji4kb
@NahidHasan-ji4kb 3 жыл бұрын
মাশা আল্লাহ
@toufikhasan3899
@toufikhasan3899 3 жыл бұрын
amin
@shirinakther1615
@shirinakther1615 Жыл бұрын
Masah allah amin❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@moksedali6944
@moksedali6944 Жыл бұрын
আমার নবী আদম নবীর আগেও নবী ছিলো। আর আল্লাহর অলিগনের পথ ও মত হচ্ছে সঠিক পথ
@bassistamirul2326
@bassistamirul2326 Жыл бұрын
সঠিক দল হল আল্লাহ এবং রাসুলকে মেনে চলবে কোন দল করেনা
@nilakasnilakas857
@nilakasnilakas857 2 жыл бұрын
ভালো ভালো আলেমদেরকে বন্দি করে রাখা হয়েছে
@amirulislamshaikh738
@amirulislamshaikh738 10 ай бұрын
হে আমার মুর্শেদ বা আদর্শ; যদি আপনি প্রায় সারে চৌদ্দশত বছর পূর্বে আমার নবী হযরত মুহাম্মদ মোস্তফা (স.) আল্লাহ কর্তৃক প্রাপ্ত যে ইসলাম আমাদের জন্য রেখে গেছেন সেখানেই থাকেন এবং ইসলামের মধ্যে নতুন কোন দল বা আদর্শ বা মতবাদ নাম দিয়ে ভিন্ন ভিন্ন নামে না চলেন তবে আপনি যতদুরেই থাকুননা কেন আপনি আমার মুর্শেদ বা আদর্শ। আমারে জন্য আপনি দোয়া করবেন।
@shamimusman2374
@shamimusman2374 Жыл бұрын
যে আলেরা জেলে বন্দী আছে আল্লাহ যেন তাদেরকে ভালো রাখেন।
@nilakasnilakas857
@nilakasnilakas857 Жыл бұрын
মারাত্মক কথা বুঝাতে জ্ঞান লাগবে
@asifikbal1227
@asifikbal1227 Жыл бұрын
Subhanallah ALHAMDULILLAH Allah hu akhbar 😂❤❤❤❤❤
@user-hv8wf4ui2h
@user-hv8wf4ui2h Жыл бұрын
আমির হামজা ভাই বাংলাদেশের রত্ন ইসলামের রিয়েল সুপার স্টার
@FerozFeroz-bh2xc
@FerozFeroz-bh2xc Жыл бұрын
Right.aiman❤❤❤❤❤
@mdrajib1247
@mdrajib1247 Жыл бұрын
ঠিক
@juweljuwelrana7249
@juweljuwelrana7249 Жыл бұрын
Al-An'am ৬:১৫৩ وَأَنَّ هَٰذَا صِرَٰطِى مُسْتَقِيمًا فَٱتَّبِعُوهُۖ وَلَا تَتَّبِعُوا۟ ٱلسُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِۦۚ ذَٰلِكُمْ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمْ تَتَّقُونَ Bengali - Fozlur Rahman “আর এই হচ্ছে আমার সরল পথ। অতএব, তোমরা এ পথই অনুসরণ করো, অন্যান্য পথ অনুসরণ করো না; তাহলে সেসব পথ তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করবে। তিনি তোমাদেরকে এই আদেশ দিয়েছেন, যাতে তোমরা (বিভ্রান্তি থেকে) বেঁচে থাকতে পার।” Bengali - Muhiuddin Khan তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যেন তোমরা উপদেশ গ্রহণ কর। নিশ্চিত এটি আমার সরল পথ। অতএব, এ পথে চল এবং অন্যান্য পথে চলো না। তা হলে সেসব পথ তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা সংযত হও। Bengali - Tafsir Abu Bakr Zakaria আর এ পথই আমার সরল পথ। কাজেই তোমরা এর অনুসরণ কর [১] এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না [২], করলে তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করবে। এভাবে আল্লাহ্‌ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমারা তাকওয়ার অধিকারী হও। [১] দশম নির্দেশ: “ইসলামকে আঁকড়ে থাকবে”। বলা হচ্ছে, মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আনিত শরী’আতই হল আমার সরল পথ। অতএব, তোমরা এ পথে চল এবং অন্য কোনো পথে চলো না। কেননা সেসব পথ তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এখানে هٰذا শব্দ দ্বারা দীনে ইসলাম অথবা কুরআনের প্রতি ইশারা করা হয়েছে। অর্থাৎ ইসলামই যখন আমার পথ এবং এটাই যখন সরল পথ, তখন মনযিলে মকসূদের বা অভিষ্ট লক্ষ্যের সোজা পথ হাতে এসে গেছে। তাই এ পথেই চল। [২] অর্থাৎ আল্লাহ পর্যন্ত পৌঁছা এবং তাঁর সন্তুষ্টি অর্জনের আসল পথ তো একটিই, জগতে যদিও মানুষ নিজ নিজ ধারণা অনুযায়ী অনেক পথ করে রেখেছে। তোমরা সেসব পথে চলো না। কেননা সেগুলো বাস্তবে আল্লাহ পর্যন্ত পৌছে না। কাজেই যে এসব পথে চলবে সে আল্লাহ থেকে দূরেই সরে পড়বে। হাদীসে এসেছে, নাওয়াস ইবন সাম'আন আল-কিলাবী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: আল্লাহ্ তা'আলা একটি উদাহরণ পেশ করেছেন; একটি সরল পথ, এ পথের দু’পাশে প্রাচীর রয়েছে, তাতে দরজাগুলো খোলা। আর প্রত্যেক দরজার উপর রয়েছে পর্দা। পথটির মাথায় এক আহবানকারী আহবান করছে, আর তার উপর আরেক আহবানকারী আহবান করছে যে, ‘আল্লাহ শান্তির আবাসের দিকে আহবান করেন এবং যাকে ইচ্ছে সরল পথে পরিচালিত করেন’। পথের দু’পাশের দরজাগুলো হল আল্লাহ্ তা'আলার সীমারেখা, যে কেউ আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবে তার জন্য সে পর্দা তুলে নেয়া হবে। উপরের আহবানকারী হল তার রব আল্লাহর পক্ষ থেকে উপদেশ প্রদানকারী’। [তিরমিযী ২৮৫৯] ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি আলোচ্য আয়াত এবং সূরা আশ-শূরার ১৩ নং আয়াতসহ এ প্রসঙ্গে পবিত্র কুর'আনের যাবতীয় আয়াত সম্পর্কে বলেন, আল্লাহ তা'আলা মুমিনদেরকে একত্রিত হওয়ার নির্দেশ দিয়েছেন এবং তাদেরকে পৃথক ও আলাদা হতে নিষেধ করেছেন। তিনি তাদেরকে জানিয়েছেন যে, তাদের পূর্ববর্তীরা আল্লাহর দীনে তর্ক-বিতর্ক ও ঝগড়ার কারণে ধ্বংস হয়েছিল। [তাবারী] কুরআনুল কারীম ও রাসূলুল্লাহ ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করার আসল উদ্দেশ্য এই যে, মানুষ নিজ নিজ ধ্যান-ধারণা, ইচ্ছা ও পছন্দকে কুরআন ও সুন্নাহর ছাঁচে ঢেলে নিক এবং স্বীয় জীবনকে এরই অনুসারী করে নিক। কিন্তু বাস্তব হচ্ছে এই যে, মানুষ কুরআন ও সুন্নাহকে নিজ নিজ ধ্যান-ধারণা ও পছন্দের ছাঁচে ঢেলে নিতে চাচ্ছে। কোনো আয়াত কিংবা হাদীসকে নিজের মতলব বা ধারণার বিপরীতে দেখলে তারা তার মনগড়া ব্যাখ্যা করে স্বীয় প্রবৃত্তির পক্ষে নিয়ে যায়। এখান থেকেই অন্যান্য বিদ'আত ও পথভ্রষ্টতার জন্ম। আয়াতে এসব পথ থেকে বেঁচে থাকতেই নির্দেশ দেয়া হয়েছে। Bengali - Mokhtasar Bangla ১৫৩. তিনি তোমাদের উপর ভ্রষ্টতার যে কোন মত ও পন্থার অনুসরণ করাও হারাম করেছেন। বরং তিনি সঠিক পথের অনুসরণ করা তোমাদের উপর বাধ্যতামূলক করেছেন। যাতে কোন ধরনের বক্রতা নেই। বস্তুতঃ ভ্রষ্টতার পথগুলো তোমাদেরকে পরস্পর মতপার্থক্যের দিকে পৌঁছিয়ে দিবে ও সত্য পথ থেকে দূরে সরিয়ে দিবে। আল্লাহ তা‘আলা সত্য ও সঠিক পথের অনুসরণ করতেই তোমাদেরকে আদেশ করেছেন। যাতে তোমরা তাঁর আদেশ-নিষেধ মেনে তাঁকে ভয় করতে পারো। Bengali - Tafsir Ahsanul Bayaan নিশ্চয়ই এটি আমার সরল পথ।[১] সুতরাং এরই অনুসরণ কর[২] এবং ভিন্ন পথ অনুসরণ করো না, করলে তা তোমাদেরকে তাঁর পথ হতে বিচ্ছিন্ন করে ফেলবে। এভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা সাবধান হও।
@pappupappu1693
@pappupappu1693 Жыл бұрын
মাশাআল্লাহ
@user-me2qu7kb3m
@user-me2qu7kb3m 15 күн бұрын
পূর্ববর্তী কিতাবে বলছে মোহাম্মদ সালাহ সালাম নবী হিসেবেই জন্ম নিয়েছিলেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে বার্তা পেয়েছিলেন 40 বছরের সময়
@drnazrul6405
@drnazrul6405 3 жыл бұрын
Great in Bangladesh
@Sosuke.Aizen2024
@Sosuke.Aizen2024 2 жыл бұрын
6:22
@sakaouthossain9359
@sakaouthossain9359 12 күн бұрын
আপনার কথা অনুযায়ী তো আপনি তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের যেখানে পথে নয়
@MdNajmul-ew9mt
@MdNajmul-ew9mt Жыл бұрын
🌾🌾🌾🌾🌾⚖️⚖️
@fenh1784
@fenh1784 2 жыл бұрын
হুজুর বল্লেন কি?আর বুঝালেন কি?
@mdmonjor3943
@mdmonjor3943 2 жыл бұрын
মাশা আল্লাহ
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 98 МЛН