আল্লামার মত কবি গত দুই হাজার বছরে দুয়েকজন এসেছেন। আল্লাহ স্যারকে জান্নাতে দাখিল করেন!
@nayemrahman179Күн бұрын
Kudos to the organizers of this session on Iqbal.
@kafiluddinparvez7377Күн бұрын
Very proud of see this program..
@mohiuddinmonzur95183 күн бұрын
Alhamdulillah
@arifulislamfaruqee15942 күн бұрын
Mashallah
@nuruddinbhuiyan82896 сағат бұрын
আমরা অবশ্য ই আল্লামা কে তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলটা পুনরায় লেখা হউক এবং বংগভবন নামটা পরিবর্তন করে স্যার সলিমুল্লাহ ভবন করা হউক। The moment. ইনকিলাব জিন্দাবাদ।
@syedaakhter70292 күн бұрын
ডঃ ইকবাল ইসলামী কোন ব্যক্তিত্ব ছিলেন না, তিনি ইসলামী বিশ্বাসের বহু বিষয়ের বিপরীত চিন্তাভাবনার অধিকারী ছিলেন এবং এমনকি অনেক বিষয়ে স্ববিরোধীও ছিলেন। কবিরা আসলে এমনই হয়! প্রতিটি উপত্যকায় উদ্ভ্রান্তের মত ঘুরে বেড়ায় ( সূরাতুশ শু''আরা, ২৬: ২২৪ - ২২৬)। তারা যা বলে তা নিজেরা বিশ্বাসও করে না এবং পালনও করে না। কখনো ভারত সম্রাট ৫ম জর্জকে আল্লাহর ছায়া আখ্যায়িত করা, শিখদের গুরু নানক, কাদিয়ানীদের গুলাম আহমদ প্রমুখ বিভিন্ন ইসলাম বিরোধী ব্যক্তিবর্গের প্রসংশায় কবিতা রচনা করা ছিল যার কাজ। গণতন্ত্রকে উপহাস করে আবার নিজেই নির্বাচনে দাঁড়িয়ে দ্বারে দ্বারে ঘুরে ভোট ভিক্ষা করে গো হারা হেরেছেন। ওয়ামা 'আলাইনা ইল্লাল বালাঘুল মুবীন ওয়াস্ সালামু 'আলা মানিত্তাবাল হুদা।
@khandakertaher8283Күн бұрын
ভাইজান, “ইসলাম” শব্দ কি আসলেই কতটুকু ব্যক্তি ইকবালের সাথে যায় কি না? ইকবাল ইউরোপে বহুবার গেছেন, পড়াশোনা করেছেন, ইকবাল কি হজ্জ ব্রত পালন করে ছিলেন ? আমি গবেষনা করে পাইনি। অথচ ইকবাল “মদিনার ধূলাবালি চোখের সুরমা হবে” বলে কবিতা লিখেন। ইকবাল শরীয়তকে পরিবর্তন করার প্রস্তাবনা কতটুকু শরীয়তের বিধি সম্মত ? (Reconstruction of thought বইয়ের লেখা) ইসলামের বিধিবদ্ধ শরীয়তের পরিবর্তন দাবী করেই (?) তিনি আবার কোন ইসলামী চিন্তক ? “দর্শন” ও “কবিমন” দিয়ে “ইসলামের” কতটুকু খেদমত করা যায় ? যেহেতু “মওদুদী” ব্যক্তি ইকবালকে quote করতেন। এই জন্য জামাত পন্থী বুদ্ধিজীবিদের ইকবাল খুব পছন্দ । মওদুদী সাব যা পছন্দ করবে তা সবই তাদের পছন্দ 👀
@kudratekhuda2210Күн бұрын
ইকবালের কোন বইটা আপনি পড়েছেন? সত্যের ব্যাপারে ধারনা মোটেও ফলপ্রসু নয়,,,, পৃথিবীবাসীর কাছে ইসলাম এবং মহান কুরআন কে যেভাবে তিনি তুলে ধরেছেন গত ১০০ বছরে কোন ইসলামী পন্ডিত তা করতে পারেনি। ভবিষ্যতে তার ইসলামী চিন্তাধারার কাছে মানুষ সত্যের সন্ধান পাবে।