Рет қаралды 261
ইতিহাস গড়িয়ে দিল আবু সাঈদ রংপুরে | মুফতী আল আমিন সাইফির নতুন ওয়াজ 2024
১৬ই জুলাই দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই সরে গেলেও আবু সাঈদ হাতে একটি লাঠি নিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান। এই অবস্থায় পুলিশ আনুমানিক ৫০-৬০ ফুট দূর থেকে তার উপর ছররা গুলি ছুড়ে। পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। তারপরও অবস্থান থেকে সরেননি আবু সাঈদ, দাঁড়িয়েই ছিলেন। একপর্যায়ে কয়েকটি গুলি খেয়ে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অন্যান্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নেয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
আপনার প্রতিষ্ঠানের প্রচার নিয়ে আর নয় ভাবনা, যেকোনো ধরনের অডিও বিজ্ঞাপনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
আমাদের সেবাসমূহ:-
🔲-স্কুল ও মাদ্রাসা ভর্তি প্রচারনা রেকর্ড।
🔲-এজেন্ট ব্যাংক প্রচারনা রেকর্ড।
🔲-ওয়েলকাম টিউন রেকর্ড।
🔲-শো রুমের প্রচারনা রেকর্ড।
🔲-অডিও ডকুমেন্টরী রেকর্ড।
এ ছাড়াও যেকোনো প্রতিষ্ঠানের অডিও প্রচারনা রেকর্ড করা হয়।
🔴আমাদের কাজের স্যাম্পল দেখতে এবং অর্ডার করতে হোয়াটসঅ্যাপে নক দিন অথবা কল করুন -01740-226412//01302-169588//01717-308998
সুন্দর কন্ঠ এবং উপস্থাপনায় মাইকিং রেকর্ডিং। বিজ্ঞাপন রেকর্ডিং। প্রচার মাইকিং। স্কুলের ভর্তি প্রচারণা | Voice Recording | Duet Voice
স্কুল ভর্তি প্রচারণা | School Vorti | স্কুল ভর্তি রেকর্ডিং | ভর্তি মাইকিং | Mamun Recording Studio |
............................................
আসসালামু আলাইকুম,
আপনার যেকোনো প্রচারণা রেকর্ডিং এর জন্য
যোগাযোগ - Mamun Recording Studio
Contact:- 01302-169588