♥️♥️♥️হরে কৃষ্ণ প্রভু আপনি শ্রী চরণে দণ্ডবৎ প্রণাম হরেকৃষ্ণ প্রভু আমার অপরাধ ক্ষমা করবেন তো আমি যেদিন আপনাকে দেখলাম আমি তখন বললাম উনি মায়াপুর থেকে আসছেন তখন আমি একটু অন্যরকম হয়ে গেলাম যখন আমি আপনার মুখের ভজন শুনলাম তখন আমার মনটা এতটাই পাগল হয়ে গেছিল আর আমার তখন মনে হল বৃন্দাবনের পরিণত হয়ে গেছে তখনকার স্বামীবাগ মনে হয় মনে হয়নি শুধুই বৃন্দাবন সেদিন থেকে আমি আপনাকে অনেক মিস করি হরে কৃষ্ণ ♥️♥️♥️♥️