Рет қаралды 140
মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরীক করা ক্ষমা করেন না। এটি ছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। এবং কেহ আল্লাহর শরীক্ করলে সে এক মহাপাপ আরোপ করে।’ (সুরা, নিসা-৪:৪৮)
‘নিশ্চয়ই আল্লাহ্ তার সঙ্গে শরীক করা ক্ষমা করেন না। এটি ছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। এবং কেহ আল্লাহর শরীক্ করলে ভীষণভাবে পথভ্রষ্ট হয়।’ (সুরা, নিসা-৪:১১৬