1.লুকোচুরি লুকোচুরি গল্প তারপর হাতছানি অল্প ২.আকাশ খুলে বসে আছি তাও কেনো দেখছোনা ৩.ভালোবাসা তোমার জন্য ৪.এক জীবনের বসন্ত ৫.যায় কি ছেড়া বুকের পাজর ৬.তোমায় ছেড়ে দিনে রাতে ৭.সত্যি মরে যাবো ৮.তোমার জন্য তারার তিমির ৯.মন পবনের ঘুরি ১০.ধূসর কোনো এগুলো তার মৌলিক গান এবং মানসম্মত কিছু গান। তার আরো অনেক গান আছে। সে একজন ভালো শিল্পী এবং একজন লিজেন্ড বর্তমান যুগে।তাকে নিয়ে কটুক্তি বা নিন্দা করার পুর্বে তারমত যোগ্যতা সম্পূর্ণ হওয়া উচিত। যেহেতু আপনারা কেউ ই তার সমকক্ষ নন সংগীতের দিক থেকে সেহেতু তাকে নিয়ে কথা বলা এবং অসম্মান করা থেকে বিরত থাকুন। আজকের যুগের বাবু খাইছো কিংবা অপরাধী,ললনা গানের মতো উনি শিল্পী নন।উনি অনেক ভালো মানের শিল্পী। সামিনা চৌধুরী, কনক চাঁপা,বেবি নাজনীন, রুনা লায়লা, বাপ্পা মজুমদার এনারা যেমন মৌলিক গান এবং ভালো মানের শিল্পী তেমনি তিনিও তাদের মতোই। তাই দয়া করে খারাপ কথা বা অপমানজনক কথা বলে একজন ভালো মানের শিল্পী কে ছোট করবেন না।আর আপনারা এই কাজ করলেও তার গায়ে লাগবে না কারণ সে এবং তার সময়ের প্রত্যেকটা শিল্পী গুণী এবং মানসম্মত ভালো মৌলিক গান সৃষ্টি করেছেন। তাঁরা বাংলাদেশের গর্ব।
@nabihabinteemran5994 жыл бұрын
ফাহমিদা, সামিনা দু'জনে আপন বোন, আর দু'জনেই সফল।
@mospafamd14814 жыл бұрын
Absolutely right
@pialjamali78004 жыл бұрын
ভীষণ ভাল লাগলো কথাগুলো শুনে মাই ডিয়ারেস্ট নুমাপু ! অনেক অনেক ভালবাসা আর অজস্র শুভকামনা তোমার জন্য ! খুব ভালো থেকো , সুস্থ থেকো , শান্তিতে থেকো ❤️💚💖💙💜💛🖤💝🤎💗💐🌹🌺
@rubanasultana23184 жыл бұрын
ম্যাম্ এর সাথে আমার দেখা হয়েছিলো London Heathrow Airport এ । সৌভাগ্য হয়েছিলো ওঁনার সাথে একই ফ্লাইটে পাশাপাশি বসার। ম্যাম্ একজন অসাধারন ভাল মনের মানুষ।এরপর আবার হঠাৎ দেখা হয়েছিলো , তখন তিনি জগিং করছিলেন। সবসময় ভাল থাকবেন । আপনার দীর্ঘায়ু কামনা করছি।আল্লাহ চাইলে আবার কোনদিন হয়ত সেই আগের মতো আকস্মিক ভাবে দেখা হবে 🌺।
@mostofahabiba70634 жыл бұрын
খুব ভালো লাগলো উনার কথাগুলো! তার ভয়েসটা খুবই মিষ্টি!!
@AbdulAjim-k2yАй бұрын
আপু তুমি তো আমার কলিজা❤❤❤
@khukuchanda62964 жыл бұрын
আপনার কথা গুলি চোখে পানি চলে আসছে,,খুব ভালো থাকবেন আপা
@khaledajahanmitu66524 жыл бұрын
Kub valo laglo kotha gulo sune.mentaly kub shokti pelam.thanks apa.
@ashimmazumder51254 жыл бұрын
সুন্দর বলেছেন দিদি খুবই ভালো লাগলো অনুপ্রেরণা পেলাম ভালো থাকবেন আমি পশ্চিমবঙ্গে থাকি
@shakilamansur60014 жыл бұрын
She has a unique personality. Completely different from others.
@laraislam49014 жыл бұрын
Shippi ki manos na
@laraislam49014 жыл бұрын
Tomi o ek valo meye
@shailapervin76984 жыл бұрын
তোমার জীবনের সাথে আমার জীবনের অনেক মিল,অনেক কিছু জেনেও বিয়ের পর ছাড়তে হয়েছে,তিন সন্তান নিয়ে এখন আর আফসোস করিনা কিন্তু নিজের পরিচয়টা করতে পারিনি এটাই চাপা কষ্ট।অনেক পছন্দের একজন মানুষ একজন শিল্পী ও মানুষ!তোমার বাবার গানগুলো খুউব প্রিয় ছিলো,আছে।
@shahedasultana97474 жыл бұрын
কি সুন্দর করে কথা বলেন তিনি। তাকে দেখে৷ অনেক ভালো লাগলো । শুভকামনা রইল তার জন্য।
@gazii84044 жыл бұрын
ফাহমিদা নবী ম্যামকে উনার মেয়ের সাথে আড়ং এ দেখেছিলাম একবার তখন ক্লাস ফোর/ফাইভে পড়ি, উনি অনেক ভালো মানুষ, খুবই নম্র একজন মানুষ। এতো সুন্দর করে আদর করে দিয়েছিলেন আমাদের দুইবোনকে খুব ভালো লেগেছিল।
@nausheenmajlish16354 жыл бұрын
Bhalo laglo dekhe strength of Monobol Yes dear we have to keep our chin up
@koohinurrahmangood96583 жыл бұрын
আমার প্রিয় শিল্পী আপনিও সামিল চৌধুরী। বারো বছরে দেশ জাতি আপনার সুরেলা কন্ঠের অনেক শ্রুতি মধুর গান পেতো। সেই নির্যাতনের বিচার হওয়া দরকার। ভালো থাকুন আপা।💪💝🍀
@infoshopperfancy9044 жыл бұрын
অনেক সুন্দর কথা বলেছেন। 💚💙❤️😍
@hossainappy4 жыл бұрын
অনেক সত্যি কথা বলেছেন আমাদের জীবনে স্ট্রাগল থাকে আমাদের জীবনের স্ট্যাটাস সবার এক রকম নয় আমি আপনার গানের অনেক ভক্ত
@farjanahappy90564 жыл бұрын
I use to like her from my age of 10-11 . I still love her songs.
@md.faisalabedin8174 жыл бұрын
ফাহমিদা নবী কে সবসময়ই ভালো লাগে❤️
@gazinilufarjoya31034 жыл бұрын
Oshomvob encouraging ekta discussion. hats off to your strong come back mentality.lots of respect to you.
@priscillaraj71994 жыл бұрын
ফাহমিদা নবী আর আমার বোন একসাথে হোলিক্রসে পড়তেন৷ বোনের কাছেই সেই আশির দশকের শুরুতে ফাহমিদা নবীর কথা শুনেছি৷ একদিন খুব উত্তেজিত হয়ে বোন এসে বলল ওদের সহপাঠী কী দারুণ গান করে৷ ফাহমিদা আপারা খুব সাধারণভাবে চলতেন৷ আমার ফ্যাশনদুরস্ত বোনের সেটা একেবারেই পছন্দ ছিল না৷ নাক সিঁটকে বলত, ওরা দুই বোনই তোষকের কাপড়ের কামিজ পরে৷ খুব ভাল লাগল এই সংলাপ৷ অনেক শুভকামনা রইল৷
@bangladeshivloggerronya78074 жыл бұрын
অসাধারণ
@banglarecipes13994 жыл бұрын
Onek encouraging ekta discussion Hats of to you mam
@aluminiumiron24284 жыл бұрын
খুব ভালো লাগলো কথাগুলো শুনে
@nahidazmibubly87794 жыл бұрын
She is an unique woman.we heard her successful not struggle.❤❤❤❤ madam.
@TabuvlogInjapan4 жыл бұрын
Khub valo bolechen!
@colorsoflifeme59164 жыл бұрын
ফাহমিদা নবী মানেই সুরের জাদুঘর। তিনি গান গাইলেই মনে হয় বাদ্যযন্ত্র বাজছে,, অন্য কোন বাদ্যযন্ত্রের প্রয়োজন নেই
@AliyaAzmeenFatiha4 жыл бұрын
I just love her personality as well her voice also
@skylark3044 жыл бұрын
Madam is DOWNTO EARTH , extraordinary humanist. these are the best qualities as a human being !
@sharikaansari74303 жыл бұрын
এতো সুন্দর কনঠ, একে অবহেলা করা ঠিক হয়নি।
@nacok96812 жыл бұрын
❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
@sumaiyahoque96284 жыл бұрын
শুভকামনা
@DrTariqulIslam25354 жыл бұрын
very good singer and very good human.
@runayasmin42184 жыл бұрын
I love her and I love her music
@shanjidaakter8964 жыл бұрын
Nice person
@travelfoodsafari62804 жыл бұрын
Asole onk valo lagche kotha gulo..onk sahosh pelam..hera jaor jonno onk try korche but ami har manbo na..
@shaonfahad39534 жыл бұрын
অনেক অবাক হলাম! Lots of Respect ❤️🙏😔
@shilpasvlog1264 жыл бұрын
💜
@pialjamali78004 жыл бұрын
প্রাণের নুমাপু তোমার কথাগুলো শুনছি আর তোমাকে আরো গভীরভাবে আবিষ্কার করছি ! যদিও তোমার স্ট্রাগলের অনেক কিছু মোটামুটি জানা আছে ! তারপরও অনেক নতুন কিছু শুনছি জানছি ! পুরোটা শেষ করার আগেই কমেন্টে আসলাম ! শোনা শেষ হলে আবার আসবো ! দারুণ লাগছে শুনতে ! অনেক কিছু শেখার আছে তোমার কাছ থেকে মাই ডিয়ারেস্ট নুমাপু ❤️💚💖💙💜🤎💛💝🖤💗PIAL JAMALI
@jabintahrin5112 жыл бұрын
Mam I got some lesson.
@shahinaraBD4 жыл бұрын
👍👍
@azadsireducare56834 жыл бұрын
এই ক্যাবলটা আমাকে খুব বিরক্ত করছে।
@Mizuki35364 жыл бұрын
ভাবনায় আপনারা সবচেয়ে সুখি মানুষ....💐
@nasrinpanna37014 жыл бұрын
Apa ekdom thick bolechen
@farzana26522 ай бұрын
Apu Tmr sathe Pic tulsi Tomai valobasi Amon kore boilona Khrp lage
@rabizasultanatupur47254 жыл бұрын
♥ u Apu.★★★
@aup.kolun....a100yshora4 жыл бұрын
nice
@shaelahasan35104 жыл бұрын
Amio biyer por ajo 10 years gan gaite parchi na......
@mostakimjnu74184 жыл бұрын
Good personality
@agronews244 жыл бұрын
উড়না টা ঠিকা রাখা দরকার ছিলো, ক্যামেরা ম্যান কি করে
@Bushgeorge-bn6on4 жыл бұрын
You have the eyes of a vulture.
@nasrinsultana85154 жыл бұрын
Love you Fahmida
@themaskaraltd92354 жыл бұрын
খুব ভয়ানক গল্প এবং অনেক সাহসিকতার পরিচয় ছিল বলেই আজকে এতদূর
@cookingfoodbyjakia12304 жыл бұрын
Apnk R amr Ma satha .akdin personai meet hoyasilo khov vlo lagacilo
@taskinasultana36814 жыл бұрын
💙💚💛💜💞💝
@shamsunnahar92494 жыл бұрын
Joyita go ahead
@tahminaakter20144 жыл бұрын
ভালো করেছে। ইসলাম ধর্মে গান বাজনা হারাম।
@tilotommaa4 жыл бұрын
Sunis keno re ?
@bodiuzzaman26264 жыл бұрын
@@tilotommaa উনি শুনে না. গান দেখতে আসছে
@tilotommaa4 жыл бұрын
@@bodiuzzaman2626 ha ha ha
@SohojTeaching4 жыл бұрын
Ar nirjaton kora halal??? Taina???apni eto judge koren keno manush k?
@marahman74344 жыл бұрын
মানুষকে নির্যাতন করা কি খুব হালাল ..................।
@laraislam49014 жыл бұрын
Me too
@jannatscookingstudio18334 жыл бұрын
👍👌💖😍
@tanvirmehedi75704 жыл бұрын
মানুষের অনুপ্রেরণার জায়গায় দাঁড়িয়ে তারকারা যদি এরকম ব্যক্তিত্ব ক্ষুন্নকারী বিষয়গুলো মেনে নেয় ১২ বছর তাহলে সাধারণ মানুষ কি করবে???
@atiatulquddus89354 жыл бұрын
ওরাও হিউম্যান বিয়িঙ।মনে রাখতে হবে।
@SanchayanTheCollection4 жыл бұрын
Your work is absolutely great, It just made my day My friend, will you come in My home is just a few seconds away..
@rubaiyatupoma65904 жыл бұрын
Amake prothom uni ekta tips diyesilen .. Je kono Gan er moddhe feelings ba abeeg ta diye gan kora ta uni shikhaisilen . 2011 e uni bolesilen.
@ShahAlam-vp7ej2 жыл бұрын
টাকা ছিলোনা তাহলে কানাডা গেল কিভাবে
@moonrozario88994 жыл бұрын
সেটাই শিল্পী কবি অভিনয় করা লোকজনের কান্না নয় হাসতে হবে যে তোমার খুশি বা ভালো হবে দেখতে পছন্দ করে না সে কখনো তোমার আপন হতে পারে না
@bithiislamvlogs7014 жыл бұрын
I love her a lot..♥️♥️♥️
@isratjahan69384 жыл бұрын
Love u Apu..
@sajiaarina1704 жыл бұрын
Apa upnar kotha shune oneak kosto laglo. Apa dipode I bondur porichoy
@naharyana25604 жыл бұрын
💛, হলুদ ভালবাসা রইল আপনার জন্য, আপনার সাথে আমার অনেক মিল, জীবনে উল্টাপাল্টা, এমন কি ঘর ঝাড়ু র মধ্যে কোন ফাকি না থাকে, ধার নিয়ে বা বাকি থাকলে অস্থির হয়ে যায়, কখন দিব? শুধু আমি শিল্পী না।
@mohamedharun49964 жыл бұрын
Nahar yana assalamu alaikum, apu kmon asan. sobar nosib ak na, ata manai colta parlay apni sofol. niscoy allah apner jonno valo kiso likasan
@mraa-y4l4 жыл бұрын
"With women there can be no lasting friendship: hearts of hyenas are the hearts of women." -Rig-Veda 10:95:15"মহিলাদের সাথে স্থায়ী বন্ধুত্ব থাকতে পারে না: হায়েনাদের অন্তর মহিলাদের অন্তর।"-রিগ বেদ-10:95:15
@anaayana26324 жыл бұрын
Ferenit
@sabrinarahman68034 жыл бұрын
Mam we 😍 u
@sarahsatabdi1962 жыл бұрын
Naritto boro book boro chul nie puruser moto kotha bola bemanan
@JakirHossain-ef1lk4 жыл бұрын
এমন একটা প্রফেশনে গেলেন নিজেও মরলেন সাথে যুবকদের কে মারছেন। আল্লাহ হেদায়েত দান করুক আমীন
@nazmulhaque-ir1lu4 жыл бұрын
আপনি তো বিশাল পরহেজগার,ওনার কথা শুনতে আসছেন কেন?আর ইউটিউবে ভিডিও দেখাও তো পাপ,তাহলে কেন দেখছেন?আগে নিজে ভালো হন তারপর অন্যকে উপদেশ দিবেন।
@JakirHossain-ef1lk4 жыл бұрын
@@nazmulhaque-ir1lu ধন্যবাদ ভাই সুন্দর উপদেশ দেওয়ার জন্য।
jodi o amr play list a olpo kiso gaan apnar tobu o apni amr kaser ekjon.. likely ekbar dekhar sujok hoyesilo hunger project onosthane
@HabiburRahman-pv4rt2 жыл бұрын
half video dekhe kichui bujlam na, sojoto sob faltu kotha, kono differant kotha pelam na, tai arkhed dekhe video skip kore ai dui line liklam
@arabiworld43094 жыл бұрын
আমি যদি 12 বছর গান না শুনি তাহলে আমি 12 বছর গুনাহ থেকে বাঁচলাম। আপনারা অনেক বুদ্ধিমান কি বলতে চাইতেছি বুঝে নিবেন।
@hasaneman48984 жыл бұрын
Do keep money at Bank? Do u speak against crime of Bangladesh? Is listening song so crime?
@tasfiatasnim60354 жыл бұрын
গজলও কিন্তু এক ধরণের গান।মনে রাখবেন।
@arabiworld43094 жыл бұрын
@@tasfiatasnim6035 আপনি যদি কোরআন তেলাওয়াতও যদি করেন যদি ওখানে বাদ্যযন্ত্র ব্যবহার করেন ওটা হারাম হয়ে যাবে।
@marahman74344 жыл бұрын
পুরুষএর কোন অধিকার নাই , নারীর কাজে বাধা দেয়া । আর যদি কেউ করে , দ্রুত তাকে তালাক দেওয়া উচিত।
@sultanaena69814 жыл бұрын
আন্টি আপনি আরো অ্যালবাম কেন করেন্না।আমি আপনার গান প্রচুর পছন্দ করি
@1fnigro4 жыл бұрын
Tahole Canada jabar ticket er taka koi pailo?
@pavelzaman4 жыл бұрын
Noma tomar ak khala thaken Ajex e canada Ontario.
@hasaneman48984 жыл бұрын
She is nice singer.It's a painful matter to stay away 12 years from singing.We want to know the reason.
@Loving1999december4 жыл бұрын
Jante parben na, karon Tanvir Tariq bar bar interrupt kore jokhon Fahmida Nabi kotha bole. Continuety noshto kore.
@diahasin10494 жыл бұрын
Numa apa, I really like you.
@tishansengupta60914 жыл бұрын
কেন দিদি তোমার মধ্যে নিজেকে খুঁজে পেলাম!!?
@mnopqrst72844 жыл бұрын
Shottikar shilpi buji emon e hoy. hoymnti shukla r apnake e deklam eto sohoz sorol kotha bolte
@nsthestoryteller48854 жыл бұрын
কেউ বই পড়তে পছন্দ করলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন ☺
@mhaider40544 жыл бұрын
আগে যখন টিভিতে ওনাকে দেখতে এত কাল তো দেখতাম না?????
@যমদূত4 жыл бұрын
মেকাপ! লাইট!
@brownuncle71804 жыл бұрын
What difference does it make? Does it affect her talents, and do you think dark = ugly and fair = beautiful? 2020 te o maanusher borno niye kotha keno hochche?
@mhaider40544 жыл бұрын
@@brownuncle7180You should ask all these questions to her why did she present herself as lighter toned skin before on TV and now revealing her real skin, that was my question, it's not about dark equal ugly or very equal beautiful.
@যমদূত4 жыл бұрын
@@brownuncle7180 বর্ণ (রঙ অর্থে) একটা দৃশ্যমান *FACT* , একটা বাস্তব ফেনোমেনন। আর কোনো *fact* বা বাস্তব ফেনোমেননই আলোচনার-অযোগ্য বিষয় না। তা সেটা ০০২০-ই হোক বা ২০২০ বা ৫০, ০২০!!! বর্ণ-রূপী *fact*-এর ক্ষেত্রেও তাই। তাই বর্ণ নিয়ে আলাপ করলেই _বর্ণবাদী_ হয় না - যতক্ষণ না তাতে কোনো *Value Judjement* যুক্ত হয়। উপরে প্রথম ২টা কমেন্টে বর্ণের এই *fact* রূপটা নিয়েই আলোচনা হয়েছে, এতে কোনোরকম _value judgment_ যুক্ত বা আরোপিত হয়নি। না বুঝে কথা বলা এবং আল্গা পাণ্ডিত্য ফলানো অত্যন্ত বাজে অভ্যাস!! এটা সমূলে পরিত্যাগ করুন!!!
@যমদূত4 жыл бұрын
@@mhaider4054 এইবারে বোধহয় আপনারও একটা ভুল হচ্ছে। উনি নিজেই নিজেকে ইচ্ছাকৃতভাবে ফর্সা বা লাইটার টোন্ড ত্বক-বর্ণের অধিকারী হিসেবে উপস্থাপণ করেননি। টেলিভিশনে স্টুডিওতে গিয়ে যারা অনুষ্ঠান করেন তাদের সবাইকেই হেভি মেকাপ নিতে হয়। এমনকি নিউজ রিডারদেরও। এবং সেটা শুধু নারীদের নয় - পুরুষদেরও। পুরুষরা ঠোঁটে লিপস্টিক পর্যন্ত লাগান। এগুলি তারা লোক-ঠকানোর জন্য নিজেদের ফেইকলি সুন্দর হিসাবে উপস্থাপণ করতে করেন না। এমনকি নিজেরাও এটা করেন না। টিভি স্টেশনের নিয়ম অনুযায়ীই এগুলি করা হয়। তারাই এগুলি করে দেয়। এটা একটা রুটিন প্রসিজিউর। স্টুডিওর ভিতরে ভিসুয়াল রেকর্ডিং-এর সময় নানা কারনে মানুষের চেহারা খারাপ আসে, অস্বাভাবিক আসে, আর্টিফিশাল লাইটের কারনে মুখে উলটাপালটা ছায়া পড়ে বা অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, মরা-মরা লাগে, অত্যন্ত শক্তিশালী অত্যুজ্জ্বল কৃত্রিম লাইটের নীচে শিল্পী বা অতিথিদের মুখের রঙ জ্বলে যায়, তার চেহারার স্বাভাবিকত্ব নষ্ট হয়ে যায়, চেহারার সামান্য ত্রুটিও অ-নে-ক বেশি ও বড় হয়ে স্ক্রীনে দেখা দেয়, ইত্যাদি। এই মেকাপ আর স্টুডিওর শক্তিশালী লাইটের কারনেই অনেককে বাস্তবের চেয়ে ফর্সা লাগে বেশি। কখনও বাস্তবের থেকে বেশি কালোও লাগতে পারে লাইট বা মেকাপের অনুপস্থিতিতে বা ভুল ব্যবহারে। এসব ঠিক করার জন্যই এবং তাদের অতিথি বা শিল্পীদের যাতে সঠিকভাবে দেখা যায় সেজন্য টিভি স্টেশনের লোকরাই তাদের হেভিলি মেকাপ করে দেয়, দিতে হয়ই। এটা তারাই করে। এটাই নিয়ম। এমন না যে উনি গিয়ে বলতেন যে আমাকে স্নোহোয়াইট বানিয়ে দেও!!! আমি নিজেই এটা দেখেছি টিভি স্টেশনে এবং ওনাদের জিজ্ঞেস করাতে আমাকে অনেকটা এভাবেই ব্যাখ্যা দিয়েছেন। আমি তার থেকে যেটুকু বুঝেছি তাই বললাম। হয়তো সম্পূর্ণ সঠিক বলেছি বা বলিনি, তবে ব্যাপারটা মোটামুটি এরকমই!!
@untitledbruv4 жыл бұрын
Asifikbal
@freddieb12604 жыл бұрын
If you are a real Muslim than your husband did you a favor from hell fire you will find out when you die...12/15 yrs nothing.this is my opinion my sister ....
@s.m.yusufahmed64284 жыл бұрын
0
@nadiaafrad47354 жыл бұрын
Dhor
@kalunogor4 жыл бұрын
বুকটা খুলে রেখে কি লাভ হলো বুঝলামনা
@dailyexpress36604 жыл бұрын
তোমার মনটা কুকুর।মানুষ হয়ে দেখো।
@jhumbristinn35354 жыл бұрын
কোন ক্ষতি ও কি হয়েছে?! কারোই?! বাঙালী এখনো কথার কন্টেন্ট না দেখে পোশাকেই আটকে!
@montisam49824 жыл бұрын
Shafia murtaza tomer chokh r manoshikota thik koro.nijei to thik nai onno k bolte ashche.uner moto kichu korar joggota ache???
@jhumbristinn35354 жыл бұрын
@@montisam4982 নিজে যদি সম্পূর্ণ ঢেকে ও চলে তাও কোন অধিকার নেই অন্য কাওকে ঢাকতে বলার।
@rayhantec48334 жыл бұрын
নিজেকে প্রদর্শন করার জন্য। অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য উন্মুক্ত নারি শরির একটি বড় হাতিয়ার। এটা নারীরাও খুব ভালো করেই জানে। আর তথাকথিত বুদ্ধিজীবীরাও জানে।
@nazmulhassan42724 жыл бұрын
Is your Husband was HUJUR? that you could not sing ...!!!
@amirhossen6274 жыл бұрын
এই লাইনের কেউ সংসার ঠিক রাখতে পারেনি লম্বা লেকচার দিয়ে লাভ কি
@golapmk43194 жыл бұрын
সংসার জোর করে টিকিয়ে রাখার মধ্যে কোনো সার্থকতা নেই।
আপনার গান অতো ভালো লাগে না। - আপনি ntv তে বিচারকের সুযোগটুকু না পেলে নিজকন্ঠগুনে পরিচিত হবার মতো তেমন কেউ ছিলেন না।
@trishadas5794 жыл бұрын
সব সময় সে ভাল গায়িকা
@যমদূত4 жыл бұрын
অবশ্যই ছিলেন! আসলে আপনিই বোধহয় নিজকর্ণগুনে তাঁর কণ্ঠগুন এপ্রিশিয়েট করার মতো যোগ্যতাসম্পন্ন তেমন কেউ নন!!! 🤣
@যমদূত4 жыл бұрын
আপনার কানে প্রচুর ময়লা জমে গেছে। তাড়াতাড়ি সাফ করুন নয়তো শীঘ্রই কালা (বধির) হয়ে যাবেন। ইতিমধ্যেই অর্ধেক হয়ে গেছেন!!! 🤣😂😆
@শুদ্ধপ্রীতি4 жыл бұрын
জাতীয়ভাবে অগ্রগন্য সিনেমায় প্লেব্যাক সং, যদি তাই হয় তাহলে ফাহমিদা নবীর কন্ঠে গাওয়া মৌলিক পাঁচটি জনপ্রিয় গানের পরিচয় আমাকে প্রদান করুন- যদি পারেন তাহলে "আমি বধির হতে চলেছি" আপনার এই যুক্তি সুচিন্তার দাবীদার বলে বিবেচনা করবো।
@যমদূত4 жыл бұрын
@@শুদ্ধপ্রীতি ওরফে *_অশুদ্ধ ঘৃণা_* , আমি আসলে একটু ভুল করেছিলাম আগের কমেন্টে। এখন দেখছি আপনি আসলে পুরাই বধির!!!! এতক্ষণ ভিডিওতে কি শুনলেন??? ফাহমিদা নবী কম গান, একবার একটানা ১২ বছর মিডিয়াতে গান নি। প্রকাশ্যে কম গাইলেই কারো কণ্ঠগুন সম্পর্কে কিছুই প্রমাণিত বা অপ্রমাণিত হয় না। সিনেমায় প্লেব্যাক না করলেও কিছু অবধারিত ভাবে প্রমাণিত বা অপ্রমাণিত হয় না। অনেক কণ্ঠশৈলী বা ঘরাণার গান ও তাদের শিল্পীরা আছে যা সবসময় সিনেমা নির্মাতাদের কাছে ব্যবসায়িক ইত্যাদি দৃষ্টিকোণ থেকে আদৃত হয় না। তাতেও কারও কণ্ঠগুন সম্পর্কে কিছুই প্রমাণিত বা অপ্রমাণিত হয় না। এত কুতর্ক না করে সোজা বলে দিন ফাহমিদা নবীর কণ্ঠ বা গান ব্যক্তিগত ভাবে আপনার ভাল লাগে না এবং এটা আপনার একান্ত নিজস্ব ও সম্পূর্ণ subjective মতামত - যার ভিত্তি আপনার নিতান্ত ব্যক্তিগত অনুভূতি এবং কল্পনা। দয়া করে অন্যের উপর নিজের মতামত চাপাবেন না। _"তূমি নিজকন্ঠগুনে পরিচিত হবার মতো তেমন কেউ ছিলে না"_ কথাটা অন্যের উপর নিজের মতামত চাপিয়ে দেওয়া ছাড়া আর কিছুই না, কারন দেশের মানুষের কাছে তার কণ্ঠ ভাল লাগবে কি লাগবে না, তাদের কাছে তিনি নিজকণ্ঠগুনে পরিচিতি পাওয়ার যোগ্য কি যোগ্য না -- এসব কথা বলে দেওয়ার আপনি কেউ নন। এটা শুধু তারাই অর্থাৎ বৃহত্তর শ্রোতামণ্ডলীই বলতে পারে কেবল - আপনি নন -- *You are absolutely NOBODY!!!* . *_So, keep your opinions on what other people should think or not and all such claptrap to yourself, shut the fucking up and fuck off!!!_*